PDA

View Full Version : ফরেক্স শিখতে কত মাস লাগে



01797733223
2017-12-13, 04:58 PM
ফরেক্স শিখতে কত মাস লাগবে এটা নির্ধারন করা সম্ভব না । কারও ক্ষেত্রে ৩ বছর আবার কারও ক্ষেত্রে ৫ বছর প্রকৃত পক্ষে একজন সাধারণ ট্রেডার কে প্রফেশনাল বা এক্সপার্ট এর পর্যায় যেতে কমপক্ষে ৩ বছর সময় লেগে যায় । অনেকে মনে করে যে মাত্র ২ মাস ডেমো করেই সে এক্সপার্ট হয়ে যাবে , কিন্তু তার ধারনা সম্পূর্ণ ভূল । তিন বছরের আগে আপনি কখনই এক্সপার্ট হতে পারবেন না ।

expkhaled
2017-12-13, 05:55 PM
ফরেক্স আপনি যত সময় দিবেন তত তারাতারি এই ব্যবসা বুঝতে পারবেন। তবে প্রাথমিক জ্ঞান নিতেই ১বছর লেগে যায় সাথে ডেমো ট্রেডও করতে হয়। আরও ১ বছর লেগে যায় স্ট্রেট্রেজি ঠিক করতে সাথে রিয়েল ট্রেড ও করতে পারেন এবং ডেমো তো থাকবেই। সব সময়ের জন্য ডেমো ট্রেড করা ভাল তাতে আপনি অনেক রিস্ক নিয়ে টেষ্ট করতে পারবেন আপনার আইডিয়া যদি আপনি আপনার আইডিয়া গুলো রিয়েল ট্রেড করতে যান তাহলে আপনাকে অনেক লস গুনতে হবে। সব মিলিয়ে যদি কেউ মোটামুটি সব সময় লেগে থাকে ফরেক্স এর সাথে তাহলে ৩ বছরের মধ্যে আপনি একজন ট্রেডার হতে পারবেন তবে অভিজ্ঞ নয়, মোটামুটি লাভ করতে পারেন।

Buysanow
2017-12-13, 10:32 PM
ফরেক্স করতে কতদিন লাগে তা কেউই বলতে পারবে না করাটা শিক্ষার ওপর নির্ভর করে আর শিক্ষানীতির মানুষের কতদিন লাগতে পারে সে ব্যাপারে কেউ কি সঠিকভাবে বলতে পারবে প্রস্তুতি নিচ্ছি শিক্ষা লাভ করতে পারে

Buysanow
2017-12-13, 10:34 PM
ফরেক্স একটা সময়ের পর দিন লাগবে তা কেউ বলতে পারে না সেটা নির্ভর করে একমাত্র তাঁর মেধার উপর তার মেধা বিকাশে কতদিন সময় কম লাগবে আমি মনে করি ফরেক্স করতে প্রত্যেক মানুষের অনেক সময় লাগে তাদেরকে নিজের ভাবে শিখতে হবে নিজস্ব ঢঙে বুঝতে হবে

Buysanow
2017-12-14, 01:10 AM
বৈদেশিক মুদ্রার শিখতে কতক্ষণ লাগবে এটা সম্ভব। যে কোন ক্ষেত্রে 3 বছর, 5 বছর,
সাধারনত কম পেশাদার বা বিশেষজ্ঞ স্তরের 3 বছরের কর্মবিজ্ঞান হতে পারে।
অনেক বিশেষজ্ঞ মনে করেন যে এটি একটি দুই মাসের ট্রায়াল হবে, কিন্তু তিনি মনে করেন এটি সম্পূর্ণ ভুল।
তিন বছর আগে, আপনি একজন বিশেষজ্ঞ হবেন না

Buysanow
2017-12-14, 01:14 AM
প্রত্যেক বাণিজ্যের জন্য স্টপ লোকসান নির্ধারণ করুন। অন্যথায়, ব্যর্থতার প্রায় নিশ্চিত হয়।
একটি ট্রেডিং প্ল্যান বিকাশ এবং সবসময় এটি মেনে চলে।
বেশি 2% ঝুঁকি না আপনি r একক বাণিজ্য প্রতি মার্জিন।
রাখুন আপনি r আবেগ ট্রেডিং থেকে আলাদা।
কখনও ক্ষতিপূরণের জন্য ট্রেড আপনি r লোকসান।
শুধু ট্রেড যখন আপনি মনে করেন এটা ঠিক মুহূর্ত।
ক্ষতির ভয় পাবেন না, যে ব্যবসায়ীর তাদের হয়েছে।
বেশি অর্জন করার চেষ্টা করুন লাভজনক স্বজন হারানোর চেয়ে ব্যবসা করে।

Buysanow
2017-12-14, 03:43 AM
ফরেক্স শিখতে হয় এক মাস লাগে নিয়ম কানুন অনেক কিছু প্রয়োজন তাই ফরেক্স শিখতে টাইম লাগে এত সহজে পরে শিখা যায় না

Buysanow
2017-12-14, 03:44 AM
শীতের ফরেক্স শিখতে অনেক মাস লাগে ফরেক্স এ ক্ষেত্রে আমি মনে করি পাঁচ থেকে সাত সাত মাস সময় তো লাগবেই

Grimm
2018-01-26, 11:19 PM
এটা বলা কোনভাবেই সম্ভব নয় যে, ফরেক্স শিখতে কতদিন সময় লাগবে। আমি অবশ্য এই ব্যবসায় নতুন আর আমি যেহেতু ডেমোতে অনুশীলণ শুরু করেছি তাই আমি বুঝতে পারতাছি এই ব্যবসা শিখতে আমার অনেক সময় লাগবে। এই ব্যবসা দেখতে আসলে অনেক সহজ মনে হয় কিন্তু আসলে এতটা সহজ নয়। আপনি যখন বাজারে ট্রেড করার জন্য প্রবেশ করবেন তখন আপনার মনে হবে আসলে এই ব্যবসা কতটা কঠিন আর এখান থেকে মুনাফা উপার্জন করাও অনেক কঠিন। তাই চেষ্টা করবেন যতদিন না আপনি প্রতিনিয়ত সফলভাবে উপার্জন করতে পারতাছেন ততদিন আপনি ডেমোতে অনুশীলন করে যাবেন, যদি সেটা না করে সরাসরি রিয়েলে করেন তাহলে আপনার সকল মুলধন ক্ষতি করে দিতে পারেন।

maziz6989
2018-01-27, 01:08 PM
সত্যি কথা বলতে কি- একজন সাধারণ মানুষের ট্রেডার হয়ে উঠতে কতটা সময় লাগবে বা লাগতে পারে তার সম্পর্কে কেউ আগাম কোন কিছু বলতে পারে না। কেউ দুই মাসেও ট্রেডার হয়ে উঠতে পারে আবার কেউ দশ বছরেও পারবেনা। এটা ব্যাক্তি বিশেষের জন্য পার্থক্য হতেই পারে। তাই সবার উচিত প্রাকটিস করা পর্যাপ্ত পরিমাণে।

Mahidul84
2018-01-27, 06:45 PM
ভাই ফরেক্স শিখতে কত মাস লাগবে এটা কখনও সঠিকভাবে বলা যাবে না। কেননা এটা সম্পূর্ণ নির্ভর করে ট্রেডারের দক্ষতা ও অভিজ্ঞতার উপর। ট্রেডার যদি ফরেক্স সম্পর্কে খুব দ্রুত জ্ঞান আয়ত্ব করতে পারে এমনকি মার্কেটের গতিবিধি সম্পর্কে ভাল বুঝার ক্ষমতা অর্জন করতে তাহলে সে দ্রুত ফরেক্স সম্পর্কে বুঝতে পারবে। আর যদি দূর্বল প্রকৃতির হয় তাহলে তার জন্য একটু সময় বেশি লাগবে। এটা সম্পূর্ণ নির্ভর করে অনুশীলনের উপর। আপনি যত দ্রুত অনুশীলন করে সফলতা অর্জন করতে পারবেন তত দ্রুত ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন।

Mamun13
2018-04-24, 11:11 AM
ফরেক্স মার্কেটে আপনি কখনোই অল্প কয়েক মাস সময়ে তেমন কিছুই আয় রোজগার করতে সক্ষম হবেন না৷এখানে প্রচুর সময়ের প্রয়োজন হয়,কয়েক মাস নয় বরং দীর্ঘ কয়েক বছরের একটানা সময়ের প্রয়োজন হয়৷অনেকে মনে করেন কমপক্ষে ৩ বছর সময় লাগে এক্সপার্ট হতে৷আসলে ট্রেডিং শিখতেই লাগে তিন বছর আর এক্সপার্ট হতে হলে আরও কয়েক বছরের সময় প্রয়োজন হয়৷ এখানে আপনি যত দীর্ঘ সময় ব্যয় করবেন আপনি ততই দক্ষ ও অভিজ্ঞ হতে থাকবেন৷এর কোনো নির্দিষ্ট সময় সীমা নাই৷অনেকেই ৫ বছর সময়েও সঠিকভাবে ফরেক্স ট্রেড শিখতে পারেন না৷ এর অনেক কারন থাকে৷যদি আপনাদের আগ্রহ,নিয়মিত চর্চা এবং অত্যন্ত ধৈর্য,দৃঢ় প্রতিজ্ঞা থাকে তাহলে তুলনামূলক কিছু কম সময় লাগতেও পারে৷

riponinsta
2018-04-24, 12:51 PM
আপনি যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করা ঠিক মত বুঝতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ ৩ মাস থেকে ৬ মাস এর মধ্য ভাল করতে পারবেন তবে আপনাকে একটা ট্রেডিং সিস্টেম মেনে ট্রেড করতে হবে তাহলে আপনি খুব তারাতারি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন আর আপনি যদি ভাল করে বুঝতে না পারেন তাহলে আপনার শিখতে অনেক সময় লাগবে

iloveyou
2018-04-24, 08:32 PM
ভাই ফরেক্স মার্কেটকে ভালভাবে শেখার জন্য আপনাকে অন্তত পক্ষে ৪ থেকে ৫ টা বছর ধৈর্য্য নিয়ে কাজ করতে হবে। তারপর আশা করা যাবে যে আপনি একজন ভাল মানের প্রফেশনাল ট্রেডারে পরিণত হবেন/ হয়েছেন। তবে অনেকেই অল্প সময়ে তাদের সফলতা দেখতে আগ্রহী, কিন্তু এটা কখনই দীর্ঘস্থায়ী হবে না। তাই এখানে আপনি যত সময় ব্যায় করতে পারবেন, ততই আপনার ট্রেডিং লাইফ সুন্দর হবে।

alamsat
2018-04-24, 09:20 PM
ফরেক্স শিখতে কত সময় লাগবে এটি নির্ভর করে আপনার উপর কারণ একটি ক্লাসে ২০ জন ছাত্র থাকে কিন্তু সবার রোল কিন্তু ১ হয় না কারো ১ কারো ৫ তেমনি ফরেক্স মার্কেট এ ১ রোল করতে পারলে হয়তো আপনি ১ মাস এ অনেক কিছু শিখতে পারবেন. কিন্তু ২০ রোল হলে ১ বছৰে কিছু শিখতে পারবেন না. তাই আগ্রো নিয়া ট্রেডিং শিক্ষার চেষ্টা করলে অনেক অল্প সময় এ আপনি একজন ভালো ট্রেডার হতে পারবেন. কিন্তু এমন কোনো নিদিষ্ট সময় বলার কারো ক্ষমতা নাই যে আমি এত দিন এ ট্রেডিং শিখতে পারবো. কারণ ফরেক্স এ অনেক কিছু শেখার আছে তাই খুব জোর চেষ্টা চালাতে হবে তাইলে মোটামুটি কিছু শেখা সম্ভব.

uzzal05
2018-06-02, 05:54 AM
মোটামুট একমাস ডেমোতে ট্রেড করলে ফরেক্স সম্পর্কে ব্যাসিক শিখা যাবে। কিন্তু প্রফেশনালভাবে টিকে থাকতে হলে আপনাকে অনেক ফরেক্স এর সাথে লেগে থাকতে হবে। আর ফরেক্স অত্যন্ত রিস্কি একটা ব্যাবসা। এটা মাথায় রেখে কাজ করতে হবে।

souravkumarhazra6763
2018-06-02, 12:23 PM
ফরেক্স শিকতে হলে কয়েক মাস নয় কয়েক বছর দরকার,ফরেক্স এ রাতা রাতি সফলতা সম্ভব নয়,প্রোয়োজন লং টাইম প্ররোসেস,কিন্তু আপনি যদি পরীশ্রমী হন তাহলে এক ইয়ারস এর ভিতর ফরেক্স শিখতে পারবেন।

rafiuqlislam
2018-06-02, 12:39 PM
ফরেক্স শিখতে কত মাস সময় লাগে? এটা অবশ্য সকলের ক্ষেত্রে একই উত্তর প্রযোয্য হবে না ,কারন সবার মেধা যোগ্যতা একই রকম নয়। কারও ৩ মাস লাগতে পারে, আবার কারও ২/৪বছরও লাগতে পারে ।তবে আপনি কম সময়ে ফরেক্স শিখতে চাইলে ভালবভাবে স্টাডি করতেহবে।

expkhaled
2018-06-02, 02:20 PM
ফরেক্স এ কত মাসে এক্সপার্ট হওয়া যাবে সেটা আগেই বলা যায় না। আপনার আইডিয়ার উপর নির্ভর করবে কতদিন লাগতে পারে। তবে আপনি যদি একটি সিস্টেম নিয়ে কাজ করতে থাকেন এবং একটি সিস্টেমের উপর জানার চেষ্টা করেন তাহলে আপনার কম সময় লাগবে। কারণ ফরেক্স এ কিন্তু সিস্টেম আছে হাজার হাজার কিন্তু আপনার জন্য কোন উপযুক্ত সেটা আপনারই বের করতে হবে বা অন্য কারও সিস্টেম কে নিয়ে সেটায় প্র্যাকিটিস করে অভ্যস্ত হতে হবে। তাই একটি সিস্টেম নিয়ে ডেমো ট্রেড করা শুরু করুন প্রথম দিকে লস হতে থাকবে প্রচুর পরিমানে এমনও হতে পারে যে, মাসের পর মাস আপনার লস হচ্ছে তারপরও ছেড়ে দেওয়া যাবে না বিভিন্ন ভাবে টিউন আপ করে ট্রেড করতে হবে এভাবেই এক সময় আপনি একজন ট্রেডার হতে পারবেন।

Didar
2018-06-02, 05:02 PM
আমি আপনার সাথে একমত যে ফরেক্স আসলে দুই মাস ডেমো ট্রেডিং করে এক্সপার্ট হওয়া যায় না। নতুন যারা ফরেক্স ট্রেডিং শুরু করে তাদের কম হলেও ছয় মাস ডেমো ট্রেডিং করা দরকার,তাহলে সে রিয়াল একাউন্ট ট্রেডীং করার মত উপযুক্ত হয়। ফরেক্স শেখার জন্য দরকার অনেক সাধনা করা। কেউ যদি ফরেক্স ট্রেডীং প্রোফেশনাল ভাবে করতে চায় তাহলে তাকে কম হলেও ৩ বছর ফরেক্স ট্রেডীং করে দক্ষ হতে হবে।আসলে ফরেক্স এরটাও সহজ না যে আমরা খুব তারাতারি এটা তে দক্ষ হতে পারবো। দক্ষ হতে হলে আমাদের কে অবশ্যই সময় দিতে হবে আর এটার সাথে লেগে থাকতে হবে।

edottc
2019-03-23, 05:48 PM
আসলে ফরেক্স শিখতে কত সময় লাগবে এটা নির্দিষ্ট করে বলা যাবে না । কারন যে ফরেক্স শিখবে তার মেধার উপর নির্ভর করে যে তার ফরেক্স শিখতে কত সময় লাগবে ।তবে আমার মতে যদি কেউ মন দিয়ে ফরেক্স শেখার চেষ্টা করে তাহলে দুই থেকে তিন বছরে ভাল করে ফরেক্স শিখতে পারবে ।

SAGOR_HALDER944
2019-03-23, 06:17 PM
ফরেক্স শিখতে কত দিন লাগবে তা নির্দিষ্ট করে বলা যায় না কারণ কেউ নয় দিনে শিখে কেউ নয় বছরেও শিখে না। তবে মনোযোগের সহিত ধৈর্যশীল ভাবে কেউ ফরেস্ট শেখার চেষ্টা করলে অল্প কিছুদিনের মধ্যেই ফরেক্স শেখা সম্ভব।তবে আমি মনে করি কমপক্ষে তিন মাস ডেমো ট্রেডিং করলে মোটামুটি ফরেক্স আয়ত্ত করা সম্ভব।

Ronesh186
2019-03-23, 08:29 PM
ফরেক্স শেখার জন্য একজন নতুন ফরেক্স মেম্বারকে প্রাথমিক অবস্থায় ডেমো ট্রেডিং করতে হয়। তবে ফরেক্স শিখতে কতদিন সময় লাগবে এটা সঠিকভাবে বলা সম্ভব নয়। কারণ এক এক জনের মেধা এক এক রকম। সেই ক্ষেত্রে দেখা যায় কেউ ৩ মাস ডেমো ট্রেডিং করে রিয়েল ট্রেড করার মতো যোগ্য হয়ে যায়। আবার অনেকে ছয় মাস ডেমো ট্রেডিং করার পরেও যোগ্য হয় না। সেই ক্ষেত্রে আপনি যতদিন না ফরেক্সের ওপর দক্ষ না হচ্ছেন ততদিন ফরেক্স শেখার জন্য ধৈর্য্য সহকারে ডেমো ট্রেডিং চালিয়ে যাওয়া উচিৎ বলে আমি মনে করি।

samirarman
2019-11-15, 12:13 PM
আমি মনে করি যে, যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করা ঠিক মত বুঝতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ ৩ মাস থেকে ৬ মাস এর মধ্য ভাল করতে পারবেন তবে আপনাকে একটা ট্রেডিং সিস্টেম মেনে ট্রেড করতে হবে তাহলে আপনি খুব তারাতারি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন আর আপনি যদি ভাল করে বুঝতে না পারেন তাহলে আপনার শিখতে অনেক সময় লাগবে ।

MINARULRFL100
2019-11-15, 02:43 PM
ফরেক্স ট্রেডিং সম্পর্কে জ্ঞান অর্জন করা একান্তই নিজের উপর নির্ভরশীল কারন আমি যদি ফরেক্স ট্রেডিং সম্পর্কে না জানার চেষ্টা করি তাহলে ক করে শিখতে পারবো।তবে আপনি যদি ফরেক্স ট্রেডিং সাইড টি নিজের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন মনে করেন তাহলে আপনি আপনার ৬-১২ মাস এর ভিতর মোটামুটি ভাল ধারণা করতে পারবেন তখন আপনি ফরেক্স ট্রেডিং কাজ করে লাভ করতে পারবেন আর সম্পুর্ন শিখার জন্য ১-২ বছর যদি ভাল করে বুজার চেষ্টা করে তাহলে সে সম্পুর্ণ জ্ঞান অর্জন করতে পারবে ফরেক্স ট্রেডিং এর উপর।

Grimm
2019-11-15, 04:01 PM
ফরেক্স শিখাটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর। আপনি যদি সবসময় সিরিয়াসভাবে শিখার পিছনে আপনার সময় ব্যয় করেন তাহলে আপনি খুব অল্প সময়ের মধ্যেই এই ব্যবসা সম্পর্কে ভাল শিখতে পারবেন আর আপনি যদি শিখার পিছনে সময় ব্যয় করেন ঠিকই কিন্তু কোন কিছুই সিরিয়াসভাবে নেন না তাহলে আপনার আজীবন লাগবে। আর এখানে সিরিয়াসভাবে কোন কিছু নিতে হলে অবশ্যই আপনাকে অনেক ধৈর্য্যশীল হতে হবে। তাই এখন আপনি নিজেই বুঝতে পারবেন আসলে এই ব্যবসা শিখতে আপনার কতদিন সময় লাগতে পারে।

KF84
2019-11-15, 07:21 PM
ভাই ফরেক্স কোন বই নয় যে এর সিলেবাস সীমাবদ্ধ । আর তাই ফরেক্স শেখার কোন শেষ নেই তবে যদি আপনি এটা বোঝাতে চান যে ফরেক্স সম্পর্কে প্রাথমিক জ্ঞ্যন অর্জন করতে কি রকম সময় লাগে তাহলে বলব প্রতিদিন গড়ে ১৫ থেকে ৩০ মিনিট সময় দিন এবং এভাবে এক বছর লেগে থাকুন তাহলে আপনি একটি ভাল অবস্থানে থাকবেন জানার ব্যপারে । কিন্তু ১ বছর পর তাই বলে শেখা বন্ধ করা যাবে না কারণ মার্কেট প্রতিনিয়ত তার মুভমেন্ট প্যাটার্ন পরিবর্তন করছে ফলে আপনাকেও প্রতিনিয়ত তার প্যাটার্ন বুঝতে হবে ।

PK_SHIKDER
2019-11-15, 09:07 PM
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,,, তাই আমার এর উপর অভিজ্ঞতা অনেক কম আছে । আমার জানা নাই যে,,, ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে কত মাস লাগবে । তবে আপনি যদি এই ফরেক্স মার্কেটের প্রতি অনেক শ্রম ব্যয় করেন তাহলে আপনি নিশ্চয় খুব তাড়াতাড়ি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হবেন । ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক ভালো অভিজ্ঞতা অর্জন করতে চাইলে অবশ্যই আপনাকে বা আমাকে বেশি বেশি করে ফরেক্স মার্কেটে সময় ব্যয় করতে হবে এবং বেশি বেশি করে ডেমো ট্রেডিং প্রাকটিস করতে হবে ।

এক্ষেত্রে আপনাদের সকলের মতামত আশা করছি,,,, ধন্যবাদ ।

abilkis7
2019-11-16, 02:07 PM
সত্যি কথা বলতে কি- একজন সাধারণ মানুষের ফরেক্স ট্রেডার হয়ে উঠতে কতটা সময় লাগবে বা লাগতে পারে তা সম্পূর্ণ নির্ভর করে ছাত্রের উপর। ছাত্র যদি ভাল হয় তাহলে কম সময় লাগবে এবং ছাত্র খারাপ হলে বেশি সময় লাগবে। আরও একটি কথা- কেউ দুই মাসেও ট্রেডার হয়ে উঠতে পারে আবার কেউ দশ বছরেও পারবেনা। এটা ব্যাক্তি বিশেষের জন্য পার্থক্য হতেই পারে। আমার মতে কেউ যদি ১০০% আগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই এক মাসের মধ্যে শিখতে পারবে, তবে ভাল ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই বছরখানে সময় ব্যয় করতে হবে।

Hredy
2019-11-16, 03:31 PM
আসলে ফরেক্স শিখতে কত সময় লাগবে এটা নির্দিষ্ট করে বলা যাবে না । কারন যে ফরেক্স শিখবে তার মেধার উপর নির্ভর করে যে তার ফরেক্স শিখতে কত সময় লাগবে ।তবে আমার মতে যদি কেউ মন দিয়ে ফরেক্স শেখার চেষ্টা করে তাহলে দুই থেকে তিন বছরে ভাল করে ফরেক্স শিখতে পারবে ।

shahalertpay
2019-11-20, 11:21 AM
ফরেক্স আপনি যত সময় দিবেন তত তারাতারি এই ব্যবসা বুঝতে পারবেন। তবে প্রাথমিক জ্ঞান নিতেই ১বছর লেগে যায়। এর মধ্যে আপনাকে ডেমো ট্রেডও করতে হবে। আরও ১ বছর লেগে যায় স্ট্রেট্রেজি ঠিক করতে করতে, রিয়েল ট্রেডও করতে পারেন এবং ডেমো তো থাকবেই। সব সময়ের জন্য ডেমো ট্রেড করা ভাল তাতে আপনি অনেক রিস্ক নিয়ে টেষ্ট করতে পারবেন আপনার আইডিয়া যদি আপনি আপনার আইডিয়া গুলো রিয়েল ট্রেড করতে যান তাহলে আপনাকে অনেক লস গুনতে হবে। সব মিলিয়ে যদি কেউ মোটামুটি সব সময় লেগে থাকে ফরেক্স এর সাথে তাহলে ২ বছরের মধ্যে আপনি একজন ট্রেডার হতে পারবেন তবে অভিজ্ঞ নয়, মোটামুটি লাভ করতে পারেন।

KANIZFATEMA1997
2019-11-20, 12:25 PM
হতাশ হবেনা যখন আপনার পরিকল্পনা গুলো সফল হয়না মনে রাখবেন আল্লাহ্* আপনার জন্য আরো উওম পরিকল্পনা করে রেখেছেন।আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি।সবার মেধাশক্তি একরকম নয় তাই সবার শিখতে একসময়লাগবে এমনটা নয়।অনেকের ৩মাস লাগতে পারে।আবার কারও ৬মাসও লাগতে পারে। এটা আপনার নিজের ওপর নির্ভর করে।আপনি যত তারাতারি শিখতে পারেন।যতবেশী প্র্যাকটিস করবেন ততোবেশী অভিজ্ঞ হয়ে উঠবেন

TanjirKhandokar1994
2019-11-20, 08:54 PM
আসলে এটা নির্ভর করবে আপনার নিজের ইচ্ছার উপর। তবে প্রপারলি একজন দক্ষ ও অবিজ্ঞ ট্রেডার হতে হলে এখানে প্রথম অবস্থায় প্রচুর পরিশ্রম করতে হবে এবং সেটা মোটামুটি ৪/৫ মাসের মতো। আর আমি মনে করি এখানে যদি একজন দক্ষ ও অবিজ্ঞ ট্রেডার হওয়া যায় তাহলে এখানে প্রচুর প্রফিট অর্জন করা সম্ভব। তাই আমাদের সকলের উচিত ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো দক্ষ ও অবিজ্ঞ হয়ে ট্রেড করা। ধন্যবাদ

MdRubelShaikh
2019-11-20, 09:16 PM
ফরেক্স ট্রডিং করতে হলে অনেকদিন ধরেই বুঝতে হবে।ফরেক্স এ আমি কিছুদিন ধরে বুঝতেছি কিন্তুু এখুনো আমি কিছু বুঝিনাই।তবে আমি মনে করি ফরেক্সকে বুঝতে ১ বছর এর বেশি সময় লেগে যাবে।আর পাশাপাশি ডেমু ট্রেড করতে হবে।

MANIK6642
2019-11-20, 09:29 PM
ফরেক্স শিখতে আসলে কতমাস সময় লাগে এটা নির্দিষ্ট করে বলা সম্ভব না।ফরেক্স শিখতে কত মাস সময় লাগবে এটা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার উপর।আপনি যদি দ্রুত ফরেক্স আয়ত্ত্বে আনতে পারেন তাহলে দ্রুত শিখতে পারবেন।কারো ফরেক্স শিখতে ৬ মাস কারো একবছর কারো দুই বছর সময় লাগতে পারে।মোটকথা এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার জ্ঞান এবং দক্ষতার উপর।ফরেক্স শেখা কিন্তু মোটেও সহজ কোন কাজ নয়।ফরেক্স প্রতিদিন হাজার হাজার লোক জয়েন করে বাট টিকে থাকতে পারে কয়জন।এখানে দক্ষতা অর্জন করে টিকে থাকাটাই প্রধান কাজ।ফরেক্স শিখে প্রফিট অর্জন করতে হলে আগে আপনাকে ফরেক্সের খুটি নাটি সব জানতে হবে।কিভাবে মার্কেট এনালাইসিস করবেন কেন মানি ম্যানেজমেন্ট করতে হয় এগুলো প্রাথমিক ধাপ।আপনার লট সাইজ কেমন হবে এগুলো আপনাকে ঠিক রাখতে হবে।আর এগুলো নিয়মিত ডেমোতে প্র্যাক্টিস করলেই আপনি ফরেক্স এ দক্ষ হতে পারবেন এবং দ্রুত ফরেক্স শিখতে পারবেন।

IFXmehedi
2019-11-20, 09:56 PM
ফরেক্স শিখতে আসলে ঠিক কতটা সময় লাগবে সেটা হিসেব করে বলা খুবই কঠিন। তবে একটা কথা নিশ্চিত করে বলতে পারি আপনি যদি এখন সফল ট্রেডার হতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 2/3 বছর ধরে ফরেক্স মার্কেটে এর সাথে লেগে থাকতে হবে। প্রাথমিক ভাবে আমি মনে করি মোটামুটি ভাবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে 3/4 মাস ডেমো ট্রেডিং এর পাশাপাশি একটু ফরেক্স নিয়ে পড়াশোনা করলেই হবে আর ধৈর্য ধরে ট্রেড করলে কিছু লাভ করতে পারবেন।

SOMARANITHAKUR1995
2019-11-20, 11:13 PM
ফরেক্স শিখতে আসলে কত মাস সময় লাগে তা সঠিকভাবে বলা সম্ভব নয়। কারণ এক এক জনের মেধা এক এক রকম। ফরেক্স শেখার জন্য একজন নতুন ফরেক্স মেম্বারকে প্রাথমিক অবস্থায় ডেমো ট্রেডিং করতে হয়। দেখা যায় কেউ ৩ মাস ডেমো ট্রেডিং করে ট্রেড শিখে ট্রেড করার যোগ্য হয়ে যায়। আবার কারোর ৬ মাস বা একবছরও সময় লাগতে পারে। তাই আমি মনে করি যতদিন না আপনি ফরেক্স সম্পর্কে বিস্তারিত না জানছেন ততদিন আপনার ডেমো ট্রেডিং চালিয়ে যাওয়া উচিৎ।

Leee
2019-11-21, 12:59 AM
আসলে ফরেক্স শিখতে কত সময় লাগবে এটা নির্দিষ্ট করে বলা যাবে না । কারন যে ফরেক্স শিখবে তার মেধার উপর নির্ভর করে যে তার ফরেক্স শিখতে কত সময় লাগবে ।তবে আমার মতে যদি কেউ মন দিয়ে ফরেক্স শেখার চেষ্টা করে তাহলে দুই থেকে তিন বছরে ভাল করে ফরেক্স শিখতে পারবে। যত বেশি করে ডেমোতে ট্রেডিং প্রাকটিস করা হবে তত দ্রুত ফরেক্স শিক্ষা এগিয়ে যাবে।

Fatimamoni00
2019-11-21, 01:08 AM
প্রিয় বন্ধু আপনাকে জানানোর জন্য বলা প্রয়োজন যে, শেখার কোন শেষ নেই আপনি কোন বিষয় নিয়ে যততা বেশি আগ্রহী হবেন বা জানার চেষ্টা করবেন আপনি ঔ বিষয় সম্পর্কে ততটা বেশি জ্ঞানী হবেন যেহেতু ফরেক্স ট্রেডিং বেশ কঠিন একটা মেথড এবং এখানে লসের বিষয়টা চলে আসে তাই আপনাকে প্রপার ট্রেডিং নলেজ নিয়েই ট্রেড করার সিদ্ধান্ত নিতে হবে আর তা না হলে আপনিআর্তিক ভাবে ক্ষতিতে পরবেন তাই সময় না গুনে ট্রেড শেখায় বেশী আগ্রহী হবার জন্য অনরোধ রইলো। ধন্যবাদ।

amreta
2020-03-19, 11:38 AM
আমার অর্থের প্রয়োজন ছিল সেজন্য আমি শুরু করেছি কারণ আমি আমার পারিবারিক ব্যয়ও নিতে চাই b তবে আমি এই কাজে উপযুক্ত সময় দিচ্ছি না বলে আমার খারাপ লাগছে my তবে আমি কখনও আমার প্রচেষ্টা বন্ধ করব না আমি আবার কঠোর পরিশ্রম করবো কারণ ফরেক্স ট্রেডিং যারা কাজ করছেন তাদের জন্য সহায়ক বুসাইন প্ল্যাটফর্ম man অনেক মানুষ ভাল অর্থ জিততে সক্ষম।

Sakib42
2020-04-19, 12:36 AM
ফরেক্স শিখতে কত মাস লাগবে এটা নির্ধারন করা সম্ভব না । কারও ক্ষেত্রে ৩ বছর আবার কারও ক্ষেত্রে ৫ বছর প্রকৃত পক্ষে একজন সাধারণ ট্রেডার কে প্রফেশনাল বা এক্সপার্ট এর পর্যায় যেতে কমপক্ষে ৩ বছর সময় লেগে যায় । অনেকে মনে করে যে মাত্র ২ মাস ডেমো করেই সে এক্সপার্ট হয়ে যাবে , কিন্তু তার ধারনা সম্পূর্ণ ভূল । তিন বছরের আগে আপনি কখনই এক্সপার্ট হতে পারবেন না ।

আসলে ব্যাপার টা এমন না যে আপনি কোনো নির্দিষ্ট মাস কাজ করেই অভিজ্ঞ হতে পারবেন, ফরেক্সে এত সহজে অভিজ্ঞ হওয়া যাই না কিন্তু অনেকদিন প্র্যাকটিস করলে জ্ঞান আয়ত্বে আনা যায় এবং এই সময় টা প্রায় ৪-৬ মাস

KaziBayzid162
2020-04-19, 01:13 AM
আমার মতে ফরেক্স এর বিস্তৃতি অনেক বড় এবং অল্প কিছুদিন বা ছয় মাস হতে এক বছর সময় দিয়ে সম্পূর্ণরূপে ফরেক্স শেখা সম্ভব না। কারণ আজ যারা ফরেক্স মার্কেটে প্রতিস্ঠিত ট্রেডার হিসেবে খুব ভাল প্রফিট সহকারে ব্যবসা করে আসছে তারা তিন থেকে পাঁচ বছর যাবত মার্কেটে কাজ করে আসছে।অর্থাৎ সম্পূর্ণরূপে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্যই তাদের দুই থেকে তিন বছর সময় লেগে গেছে। শুধু তাই নয় আমি নিজেও ফরেক্স মার্কেটে প্রায় দুই বছর যাবত কাজ করছি এবং এই সময় যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি তা থেকে মনে হয় আমি এখনো ফরেক্স সম্পর্কে তেমন কোন কিছুই জানিনা। কেননা প্রতিনিয়ত নতুন নতুন ট্রেডিং কৌশল, পদ্ধতি ও বিভিন্ন টেকনিক আমার সামনে ধরা দিচ্ছে এবং আমি সে গুলোকে শিখে নেয়ার চেষ্টা করছি।তাই আমি মনে করি যারা চিন্তা করে যে তিন থেকে ছয় মাস ট্রেডিং প্র্যাকটিস করেই ফরেক্স সম্পর্কে সম্পূর্ণরূপে শিক্ষা অর্জন করে ফেলবে তাদের ধারণাটা সম্পূর্ণ ভুল,ফরেক্স সম্পর্কে পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করার জন্য তাদের কমপক্ষে তিন বছর সময় ব্যয় করতে হবে।