PDA

View Full Version : ফোরামের লাভের টাকা তোলার নিয়ম।



Debdas50
2017-12-21, 03:07 PM
ফরেক্সের নিয়ম হল যে মাধ্যমে আপনি টাকা ডিপোজিট করবেন সেই মাধ্যম দিয়েই আপনাকে টাকা তুলতে হবে। যেমন যদি Skrill এর যে একাউন্ড দিয়ে টাকা ডিপোজিট করব আবার তোলার জন্য ও Skrill এর সেই একাউন্ট ব্যবহার করতে হবে।

souravkumarhazra6763
2018-06-25, 09:23 AM
আপনি প্রতেক মাস এর ৮ তারিখ এর ভিতর পোষ্টিং বোনাস আপনার একাউন্ট এ পেয়ে যাবেন,উক্ত বোনাস আপনি উঠাতে পারবেন না,আপনি উক্ত বোনাস দিয়ে ট্রেড করে মুনাফা করতে পারলে,আপনি যে কনো একটি প্রমেন্ট প্রসেসর স্কিল অথবা নেটেলার ব্যবহার করে খুব সহজে টাকা উঠাতে পারবেন।

alamsat
2018-07-03, 06:59 PM
ফোরামে পোষ্ট লিখে আপনি যে বোনাস পাবেন এটি দিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন কিন্তু উক্ত টাকা আপনি তুলতে পারবেন না। ট্রেডিং করে মুল টাকা বাদে লাভের টাকা আপনি তুলতে পারবেন সে ক্ষেত্রে কিছু নিয়ম আছে সেগুলি ইনস্টাফরেক্স এর কাস্টমার সেন্টারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন। আমি অবশ্য লাভের ১১ ডলার হওয়া মাত্র নিতে পেরেছিলাম সেক্ষে আমাকে ইনস্টাফরেক্স এর একাউন্টকে দ্বিতীয় লেভেল পর্যন্ত ভেরিফিকেশন করতে হয়েছিল।

rafiuqlislam
2018-07-03, 07:43 PM
ফরেক্স ফোরামে পোষ্ট লেখার জন্য সদস্যদের কিছু বোনাস দেয় কর্তৃপক্ষ।এগুলো তোলার জন্য আপনার বেশকিছু মাধ্যম আছে, যে মাধ্যম গুলোর যে কোন একটার মাধ্যমে আপনি ফোরামের বোনাসের টাকা তুলতে পারবেন।

SHARIFfx
2018-07-17, 11:12 AM
ফরেক্স ফোরামের বোনাসের টাকা দিয়ে আপনি ট্রেড করে যদি লাভ করতে পারেন তাহলে সেই লাভ উত্তলন করতে পারবেন। ফোরামে বোনাস উত্তলন করা যাবে না। তবে কিছু নিয়ন নীতি দরকার আছে আপনার প্রোপাই নাম এর শাতে উত্তলন কারি অন লাইন অ্যাকাউন্ট এর নামের মিল থাকতে হবে তা না হলে অ্যাকাউন্ট ডেজিবল করে দিবে। Thanks

Rokibul7
2019-08-07, 03:07 PM
নতুন আপনাদের সাথে যোগ দিচ্ছি, আপনাদের মতামত গুলো আমাকে অনেক হেল্প করে।আপনাদের মতামতে বুঝলাম যে ফোরামের বোনাস তোলা যাবে না,বোনাস দিয়ে টেড করা যাবে এবং টেড এর প্রফিট তোলা যাবে।আমাকে কেউ কি ভেরিফাই সমন্ধে সাহায্য করতে পারবেন।ধন্যবাদ সবাইকে আপনাদের মন্তব্য শেয়ারে

abilkis7
2019-11-12, 09:23 PM
ফোরামের টাকা দিয়ে ট্রেডিং একাউন্টে মাধ্যমে ট্রেড করে প্রফিট করতে পারলে, সেই প্রফিট এর টাকা আপনি যে কোন মেথডের মাধ্যমে উত্তোলন করতে পারেন।

MdRubelShaikh
2019-11-17, 09:04 AM
ফোরামের ভালের টাকা নিয়নঃ
পোষ্টের মাধ্যমে আমরা যে টাকা লাভ করে থাকি টাকা আমরা তুলতে পারবনা।তবে এই টাকা দিয়ে আমরা ট্রেড করে আয় করতে পারব।আর যদি ডিপোজিট করি তাহলে যে ব্যাংকের মাধ্যমে আমরা ডিপোজিট করব সে টাকা সেই ব্যাংকের মাধ্যমে তুলতে হবে।

SumonIslam
2019-11-17, 01:40 PM
ফোরামের ভাইয়েরা, আপনারা অবশ্যই মনে রাখবেন আপনি যে বোনাস দিয়ে ট্রেডিং করছেন সেটা উইড্রো করতে পারবেন না, শুধুমাত্র ঐ বোনাস দিয়ে ট্রেডিং করে যে প্রেফিট পেয়েছেন তার একটি একটি নির্দিষ্ট পরিমান অংশ শুধু উইড্রো বা উত্তোলন করতে পারবেন। আপনার সুবিধার জন্য কত উইড্রো করতে পারবেন সেটা দেখে নিতে পারেন, এজন্য কোম্পানীর ক্লাইন্ট ক্যাবিনেটে লগইন করে ট্রেডিং অ্যাকাউন্ট সেকশনের একটি বোনাস স্ট্যাটিসটিক্স অপশন পাবেন। আর এখান থেকে *শুধুমাত্র প্রফিট উত্তোলন এর ক্ষেত্রে Available for withdrawal (without bonus) এবং বোনাসসহ প্রফিট উত্তোলন এর ক্ষেত্রে Available for withdrawal (with bonus safe) থেকে দুইটি বিভাগ পাবেন।*এই বিভাগের ঘরগুলোতে যে পরিমান অংক প্রদর্শিত হবে শুধুমাত্র সেই পরিমান অর্থ আপনি উত্তোলন করতে পারবেন। নয়ত অ্যকাউন্ট ব্যান হতে পারে। ধন্যবাদ

MdRubelShaikh
2019-11-17, 09:39 PM
আমরা চাইলে ভিসা কাডের মাধ্যমে টাকা তুলতে পারব।আবার ব্যাংক অ্যাকাউন্ট এর মাধ্যমে টাকা নেওয়া যায়।ফরেক্স আমাদের জন্য বড় একটি পাওয়া যার কারণে আমরা এখুন ঘরে বসে টাকা আয় করতে পারছি।ফরেক্স এর জন্য দুয়া করি যেন ফরেক্স যেন আমাদের মাঝে সারাজীবন থাকে।আমি ফরেক্স নিয়ে কাজ করতে চাচ্ছি।টাকা নেওয়াটা কোননা কোন ভাবে হবে। আগে টাকা আয় করতে হবে।

Mas26
2020-02-13, 07:13 PM
ফোরামের টাকা দিয়ে ট্রেডিং একাউন্টে মাধ্যমে ট্রেড করে প্রফিট করতে পারলে, সেই প্রফিট এর টাকা আপনি যে কোন মেথডের মাধ্যমে উত্তোলন করতে পারেন।

Hridoy6763
2020-04-12, 09:32 AM
ফোরাম পোস্ট করবেন যা আপনি সেই বোনাস মাস এর শুরুতে আপনার ট্রেড একাউন্ট এ পেয়ে যাবেন,সেই ডলার আপনার ট্রেড একান্ট এ ধোকার পর আপনাকে টা দিয়ে ট্রেড করতে হবে,আপনি ট্রেড করে লাভ করার পর,যে লাভ করবেন তা তুলতে পারবেন কিন্তু বোনাস তুলতে পারবেন না,উইথদ্র এর সময় শুধু প্রফিট তুলবেন।

Md.Moniruzzaman
2020-04-13, 12:30 PM
পোষ্টিং করে লাভের টাকা সরাসরি উত্তোলন করা যায় না।এই টাকা বিনিয়োগ করে তা থেকে উপার্জন করে উত্তোলন করা যায়। উত্তোলন করতে আপনাকে ব্যাংক একাউন্ট বা কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন।