PDA

View Full Version : ট্রেড করার জন্য কি কোন সময় রয়েছে?



Debdas50
2017-12-21, 03:10 PM
ফরেক্স মার্কেটে কাজ করার জন্য কোন নির্ধরিত সময় বা টাইম নেই । সপ্তাহে ৫ দিন এই ফরেক্স মার্কেটে আনলিমিটেট কাজ করা যায় তবে এখানে কাজ করার কিছু নিয়ম রয়েছে যেমন আপনি দুপুর ১২টার পরে ট্রেড করলে আপনার লাভ লস কিছু একটা হবে আপনি যদি মার্কেট এনালাইসেস করে ট্রেড করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন এনালাইসেস না করে মার্কেটে ট্রেড করলে আপনি লস খাবেন ।

Rassel Vuiya
2018-04-18, 01:24 PM
ফরেক্স মার্কেটে কাজ করার জন্য কোন নির্ধরিত সময় বা টাইম নেই । সপ্তাহে ৫ দিন এই ফরেক্স মার্কেটে আনলিমিটেট কাজ করা যায় তবে এখানে কাজ করার কিছু নিয়ম রয়েছে যেমন আপনি দুপুর ১২টার পরে ট্রেড করলে আপনার লাভ লস কিছু একটা হবে আপনি যদি মার্কেট এনালাইসেস করে ট্রেড করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন এনালাইসেস না করে মার্কেটে ট্রেড করলে আপনি লস খাবেন ।
২৪ ঘন্টা ফরেক্স মার্কেটে লেনদেন করা গেলেও আপনাকে এই মার্কেট এর ট্রেডিং সেশনগুলো সম্পর্কে ধারনা থাকতে হবে। কেননা একটি ধারাবাহিক ট্রেডিং সেশনগুলোর কারনে আপনি ২৪ ঘন্টা ট্রেডিং করতে পারেন এবং এক এক ট্রেডিং সেশনে লেনদেন এর পরিমান ভিন্ন হয়। যেমন বিভিন্ন ট্রেডিং অধিবেশনে, একই মুদ্রা কারেন্সি একক্টিভ ট্রেডিং অথবা ইন-একক্টিভ ট্রেডিং অবস্থায় থাকতে পারে যার ফলে মার্কেটে এই ট্রেডিং সেশনগুলোর একটা প্রভাব ফেলে।
ফরেক্সে মার্কেটে সবসময় শুরু হয় টোকিও বা এশিয়ান সেশনে দিয়ে বাংলাদেশ সময় রাত ০২ টায়, যথাক্রমে সেটা লন্ডন সেশন শুরু হয় বাংলাদেশ সময় ০৯ টায় এর সাথে বাংলাদেশ সময় দুপুর ২.৩০ টায় নিউর্ইয়ক সেশেনে যুক্ত হয়ে সর্বশেষে বাংলাদেশ সময় রাত ১১টা সিডনি সেশন শুরু হয়ে সেটা আবার এশিয়ান সেশনে গিয়ে শেষ হয়। মুলত নিউর্ইয়ক ও লন্ডন সেশেনে মার্কেট ভোলাটিলিটি সবচেয়ে বেশি থাকে। টোকিও সেশন বা এশিয়ান সেশনের সময় মাঝারি পরিমাণে লেনদেন হয়। আর সিডনি বা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সেশনে খুবই কম লেনদেনের হয়।
ট্রেডিং প্লাটফর্মে বিশেষ একটি ইন্ডকেটর সেট করে আপনি সহজেই ট্রেডিং সেশন বা ট্রেডিং আওয়ার সম্পের্কে জানতে পারবেন এবং ট্রেডিং সেশন শুরু ও শেষ হওয়ার নোটিফিকেশন পাবেন।

souravkumarhazra6763
2018-06-20, 09:04 PM
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন এবং ২৪ ঘন্টা খোলা থাকে তাই আপনি যে কনো সময় ট্রেড করতে পারবেন,কিন্তু অনেক এ লন্ডন সেশন,আবার কেউ এশিয়ান সেশন এ ট্রেড করতে পছন্দ করে,কিন্তু আমি সব সেশন এ ট্রেড করি,আমি আমার এন্যালাইসিস মত এন্ট্রি পেলেই ট্রেড ওপেন করি।

Saykat5279
2019-02-24, 09:28 AM
মার্কেট এ আপনি যেকোন সময় ট্রেড করতে পারবেন। তবে ট্রেড করতে হলে আপনাকে সেশন এর সময় করতে হবে, কারণ মার্কেট তখন ভাল মুভ হই। মুলত নিউর্ইয়ক ও লন্ডন সেশেনে মার্কেট ভোলাটিলিটি সবচেয়ে বেশি থাকে। ট্রেড করার সময় মার্কেটের এনালাইসিস খুব গুরুত্ব পূর্ণ। এনালাইসিস ছাড়া ট্রেড করলে আপনি লস এর সম্মুখিন হবেন। তাই ট্রেড এর আগে মার্কেট এনালাইসিস খুব দরকার।

MdPiashHasan6080892
2019-05-03, 11:16 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন সময় নেই। ফরেক্স মার্কেট সপ্তাহে 5 দিন খোলা থাকে এই 5 দিনের যেকোনো সময় আপনি চাইলে ট্রেড করতে পারবেন। তবে ট্রেড করার আগে অবশ্যই আপনাকে মার্কেট ভালো ভাবে এনালাইসিস করে ট্রেড করতে হবে।আর না হলে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে আপনি যখন ইচ্ছা তখনই ট্রেড ওপেন করতে পারবেন।

Ziarul
2019-05-12, 12:00 PM
ফরেক্স সপ্তাহে ৫দিন এবং রাত দিন চব্বিশ ঘন্টা খোলা থাকে। ফরেক্সে যে কোনো সময় ট্রেড করা যায়। ট্রেড করে লাভ করতে চাইলে মার্কেট সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। এবং ভেবে চিন্তে ট্রেড করতে হবে। এবং বেশি লটে ট্রেড করলে লস বেশি হয়

bdunity
2019-05-12, 12:08 PM
আমার জানা মতে ফরেক্সে ট্রেড করার নির্দ্রিষ্ট কোন সময় সীমা নেই । তবে সপ্তাহে যে দুই দিন ফরেক্স মার্কেট বন্ধ থাকে সে দুই দিন ব্যাতিত আপনি যে কোন দিন ট্রেড করতে পারবেন তাতে কোন বাধাভিগ্ন নেই । তবে বাজার এনালাইসিস করে অবশ্যই আপনার সুবিধা মত সময়ে ট্রেড করবেন।

Lutfor_fx
2019-05-27, 02:42 PM
ফরেক্স মার্রকেটে ট্রেড করার জন্য নিদিষ্ট কোনো সময় নাই। এখানে সপ্তাহে ৫ দিন যে কোনো সময় করা যায়। ফরেক্স এর বাজার এন্যালাইসিস করে সঠিক সময়ে ট্রেড করলে লাভবান হওয়া যায়।

habibi
2019-06-09, 05:03 PM
ট্রেড করার জন্য উপযুক্ত সময় কখন এমন প্রশ্নের উত্তর দিতে গেলে আগে জানতে হবে আপনি কোন কারেন্সিতে করতে চান। কারন প্রতিটি দেশের কারেন্সি তাদের ট্রেডিং সেশনে ভাল উঠানামা করে। যদি আপনি মার্কিন ডলারে ট্রেড করতে চান তাহলে মার্কিন অধিবেশনের ট্রেড করতে পারেন। ইউরোপীয় সেশনের পরে, এটা দিনের তৃতীয় ট্রেডিং সেশন। এই অধিবেশন চলাকালীন সময়ে দিনের বিশ্বের মোট কারেন্সি ট্রেডিং ভলিউমের প্রায় ২০% এই অধিবেশনে হয়ে থাকে। যেহেতু নিউ ইয়র্ক রিজিওনে ট্রেডিং ভলিউম বৃহত্তম অংশ প্রায় ১৯ শতাংশ পায়, তাই এটি মার্কিন ট্রেডিং সেশনের জন্য সদর দপ্তর। মার্কিন অধিবেশনের প্রধান ফোকাস কারেন্সি হল মার্কিন ডলার (USD) হয়। এই সময় মার্কিন ডলার লেনদেনের সর্বচ্চো লেনদেন হয় বলে এর ভোলাটিলিটিও বেড়ে যায়। মার্কিন সেশন 8am (ET) থেকে 5pm (ET) পর্যন্ত চলে আর বাংলাদেশ সময় সন্ধ্যা 6PM থেকে শুরু হয়ে 3 AM পর্যন্ত চলে।

Sajedulkabirsagor
2019-11-12, 01:18 PM
না। ট্রেড করারা জন্য সু-নিদিস্ট কোন সময় নেই। আপনার যখন ইচ্ছে তখনই আপনি ট্রেড করতে পারবেন। সপ্তাহে আপনি ৫ দিন ট্রেড করতে পারবেন। আর এই ৫ দিন এর ট্রেড করার কোন নিদিষ্ট সময় নেই।

abilkis7
2019-11-12, 08:27 PM
ট্রেড করার জন্য কোন নির্দিষ্ট সময় নাই। আপনি ইচ্ছে করলে ২৪ ঘন্টার মধ্যে যে কোন সময় ট্রেড করতে পারবেন। তবে রুটিন তৈরি করে এ্যানালাইসিস এর মাধ্যমে আপনি নির্দিষ্ট একটি সময় যেমন- দুপর ১২ টার পর থেকে রাত্র ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে ট্রেড করাটা অনেক উত্তম।

fxhazera
2020-02-12, 01:15 AM
ট্রেড করার কোন নির্দিষ্ট সময় নেই।ফরেক্স মার্কেট সপ্তাহে পঁাচদিন সোমবার থেকে শুক্রবার খোলা থাকে।আপনি এই সময়ের মধ্যে যেকোন সময় ট্রেড করতে পারেন।তবে বাংলাদেশ সময় দুপুর ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মার্কেটে মুভমেন্ট বেশি থাকে আর এই সময়ে মার্কেট অনেক সহজে বুঝা যায় বলে এই সময়ে ট্রেড করা উত্তম।

Mas26
2020-02-13, 07:05 PM
২৪ ঘন্টা ফরেক্স মার্কেটে লেনদেন করা গেলেও আপনাকে এই মার্কেট এর ট্রেডিং সেশনগুলো সম্পর্কে ধারনা থাকতে হবে। কেননা একটি ধারাবাহিক ট্রেডিং সেশনগুলোর কারনে আপনি ২৪ ঘন্টা ট্রেডিং করতে পারেন এবং এক এক ট্রেডিং সেশনে লেনদেন এর পরিমান ভিন্ন হয়। যেমন বিভিন্ন ট্রেডিং অধিবেশনে, একই মুদ্রা কারেন্সি একক্টিভ ট্রেডিং অথবা ইন-একক্টিভ ট্রেডিং অবস্থায় থাকতে পারে যার ফলে মার্কেটে এই ট্রেডিং সেশনগুলোর একটা প্রভাব ফেলে।
ফরেক্সে মার্কেটে সবসময় শুরু হয় টোকিও বা এশিয়ান সেশনে দিয়ে বাংলাদেশ সময় রাত ০২ টায়, যথাক্রমে সেটা লন্ডন সেশন শুরু হয় বাংলাদেশ সময় ০৯ টায় এর সাথে বাংলাদেশ সময় দুপুর ২.৩০ টায় নিউর্ইয়ক সেশেনে যুক্ত হয়ে সর্বশেষে বাংলাদেশ সময় রাত ১১টা সিডনি সেশন শুরু হয়ে সেটা আবার এশিয়ান সেশনে গিয়ে শেষ হয়। মুলত নিউর্ইয়ক ও লন্ডন সেশেনে মার্কেট ভোলাটিলিটি সবচেয়ে বেশি থাকে। টোকিও সেশন বা এশিয়ান সেশনের সময় মাঝারি পরিমাণে লেনদেন হয়। আর সিডনি বা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সেশনে খুবই কম লেনদেনের হয়।
ট্রেডিং প্লাটফর্মে বিশেষ একটি ইন্ডকেটর সেট করে আপনি সহজেই ট্রেডিং সেশন বা ট্রেডিং আওয়ার সম্পের্কে জানতে পারবেন এবং ট্রেডিং সেশন শুরু ও শেষ হওয়ার নোটিফিকেশন পাবেন।