PDA

View Full Version : কিভাবে ধাপে ধাপে ফরেক্স শেখা যায়?



Debdas50
2017-12-21, 03:31 PM
ফরেক্স মার্কেটে ধাপে ধাপে শিক্ষা গ্রহন করতে হয়। কিভাবে টারমিনাল ব্যাবহার করতে হয়, মার্কেট এনালাইসিস কি,কিভাবে মার্কেট এনালাইসিস করতে হয়,টাইমফ্রেম নির্বাচন, নিজের জন্য কারেন্সি নির্বাচন করা ইত্যাদি।

Nishpap Papi
2017-12-21, 05:14 PM
হুম। এটা একটা চলমান শিক্ষা পদ্ধতি যেখানে প্রত*্যেকটা ট্রেড করে আপনি নতুন নতুন জিনিস শিখবেন

expkhaled
2017-12-22, 11:31 AM
ফরেক্স শেখার জন্য আপনি প্রথমে বাংলা ফোরামের মোটামুটি প্রয়োজনী সব বিষয় গুলো পরতে থাকুন তারপর ফরেক্স শেখার বাংলা ওয়েবসাইট গুলো থেকে প্রাথমিক জ্ঞান নিতে থাকুন। তারপর যখন মোটামুটি ফরেক্স এর ব্যপারে জ্ঞান চলে আসবে তখন ইন্সট্রাফরেক্স এর ওয়েব সাইটে গিয়ে ডেমো একাউন্ট ওপেন করেবেন তখন আপনার মেইল একাউন্ট এ একটি মেইল আসবে ডিটেলস সহকারে তার ভিতরে এমটি৪ টার্মিনালের লিংক থেকে সফটওয়্যার ডাউনলোট করে ইন্সটল করে ডেমো একাউন্ট এ লগিন করতে হবে। ইন্সট্রাফরেক্স এর ওয়েব সাইটে এমটি৪ কিভাবে চালাবেন তার ভিডিও দেওয়া আছে সেগুলো দেখলে আপনি ভালভাবে ই ট্রেড করতে পারবেন। তবে সব সময় খেয়াল রাখবেন প্রথমেই রিয়েল একাউন্টে ট্রেড করতে যাবেন না লস হবে। অন্তত ১ বছর ডেমো একাউন্টে ট্রেড করা পর রিয়েল একাউন্ট।

01797733223
2017-12-22, 05:06 PM
ধাপে ধাপে ফরেক্স ট্রেড শেখার জন্য আপনার করনীয় কাজগুলো হল প্রথমত আপনাকে ডেমো একাউন্ট খুলে সেখানে নিয়মিত ট্রেড করা জানতে হবে, মার্কেটের টার্মিনালটা ও এর ভিতরের টুলসগুলোর ভেতরে যেসব ইন্ডিকেটর গুলো রয়েছে সেগুলো সম্পর্কে, এবং সেগুলো আমাদেরকে কতটুকু সাপোর্ট প্রদান করে সেগুলো জানতে হবে। এছাড়াও দক্ষতা ও অভিজ্ঞতা ছাড়া এখানে সফলতা অর্জন করা যায় না সেটাও আপনাকে অর্জন করতে হবে আর এভাবেই ধাপে ধাপে ফরেক্স শেখা যায়।

Mamun13
2018-06-05, 08:41 AM
ধাপে-ধাপে কিভাবে ফরেক্স ট্রেড শেখা যায় আমি ফোরামে ধারাবাহিক পর্ব আকারে লেসনগুলোতে চেষ্টা করেছি৷ধাপে ধাপে ফরেক্স শিখতে হলে শুরু থেকে কি কি জানতে হবে,বুঝতে হবে,দেখতে হবে এবং কিভাবে সেগুলোকে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে হবে-তার বিশদ আলোচনা করার চেষ্টা করেছি৷আমার এই লেখাগুলো ফোরামের “ট্রেডিংয়ের বিশ্ববিদ্যালয় সেক্টরে” আপনারা দেখতে পারেন এবং পাশাপাশি আপনাদের নিজেদের অভিজ্ঞতার আলোকে আরো সুন্দরভাবে আরো নতুন কিছু তথ্য সহ আলোচনা করতে পারেন৷ফরেক্স ট্রেড করতে হলে অনেক কিছু জানতে হয়, অনেক কিছু বুঝতে হয়,ট্রেডিং সাইকোলজী,মার্কেট সেন্টিমেন্ট, ফান্ডামেন্টাল এনালাইসিস, টেকনিক্যাল এনালাইসিস, মানি মেনেজমেন্ট ইত্যাদি অনেক বিষয় জানতে হয়৷

iloveyou
2018-09-17, 05:13 PM
ভাই এখানে ধাপে ধাপে ফরেক্স শেখার অনেক পদ্ধতি আছে এবং সেগুলো আপনাকে পর্যায়ক্রমে একনাগারে চর্চার পাশাপাশি জানতে ও আয়ত্ব করতে হবে। তাই এক্ষেত্রে আপনার করণীয় কাজগুলো হবে ডেমোতে ট্রেড করুন এবং সেটার সাথে রিয়েল একাউন্টেও ১০, ২০ কিংবা ৫০ ডলার ইনভেস্ট করে ০.০০১ সেন্টে ট্রেড করুন এবং এই ব্যালেন্সটাকে দ্বিগুণ করা চেষ্টা করুন। আর আপনার ট্রেডগুলোকে সেভ করার জন্য মানি ম্যানেজম্যান্ট থেকে শুরু করে দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করুন।

Mamun13
2018-09-17, 06:30 PM
ধাপে ধাপে ফরেক্স ট্রেড শিখতে হলে আমাদের ফোরামে প্রতিদিন অল্প কিছু সময় ব্যয় করে লেখাপড়া করা উচিত৷কারন আমি এবং আমরা অনেকেই আমাদের এই ফোরাম থেকে নিয়মিত লেখাপড়া করে ফরেক্স ট্রেডের বেসিক বিষয়গুলো জানতে পেরেছি৷আমি অধম আমার ব্যক্তিগত ৫ বছরের বাস্তব অভিজ্ঞতার আলোকে আমাদের এই ফোরামে নিয়মিত লেখালেখি করি৷ ফোরামের দ্বিতীয় সেকশন - “ট্রেডিংএর বিশ্ববিদ্যালয়” এ ধাপে ধাপে কিভাবে ফরেক্স শিখবেন সেগুলো নিয়ে ধারাবাহিক পর্ব আকারে লিখে যাচ্ছি৷কিভাবে ফরেক্স মার্কেটে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে মার্কেট দেখবেন,কিভাবে এনালাইসিস করবেন,কোন ধরনের ট্রেডিং স্ট্রাটেজি ব্যবহার করবেন,মানি ম্যানেজমেন্ট কিভাবে করবেন,কখন কিভাবে ট্রেডে Buy/sell এন্ট্রি করবেন,কখন ক্লোজ করবেন…. ইত্যাদি নিয়ে বিশদ আলোচনা করছি৷আপনারা এসব আলোচনা থেকে ধাপে ধাপে ফরেক্স ট্রেড আয়ত্ব করতে পারবেন৷আর এর জন্য আমাকে আলাদা কোনো ফি দিতে হবে না৷

uzzal05
2020-03-20, 10:40 AM
ফরেক্স সম্পর্কে ইন্টারনেট থেকে্ ব্যাসিক থেকে এডভান্স সব ধরনের তথ্য দেওয়া পেয়ে যাবেন। ফরেক্স সম্পর্কিত বিডিপিপস ডট কম বাংলা সাইটে বিস্তারিত ব্যাসিক থেকে সব কিছু জানতে পারবেন। আর যদি রিয়েল ট্রেড অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে অবশ্যই কম টাকা বিনিয়োগ করে ট্রেড করুন।