PDA

View Full Version : অতি লোভে তাতি নস্ট



Debdas50
2017-12-21, 03:34 PM
ফরেক্স মার্কেটে আমরা যা ডুকিয়েছি তা যেন রাতা রাতি দিগুন হয়ে যায় আর এর জন্য লোভের কারনে আমাদের সব কিছু বিনস্ট হয়ে যায়।

fxjaman
2018-11-29, 06:08 PM
ভাই আপনি আসলেই একটা সুন্দর কথা বলেছেন। আসলে এই লোভ এটা মানুষের এক ধরনের এট্রাকশন, একটা অসৎ* প্রবণতা যা কিনা ট্রেডারকে তার মূল উদ্দেশ্য থেকে অনেক দূরে সরিয়ে রাখে। সফলতার পথে এটা একটা অন্তরায়। তাই প্রতিটি ট্রেডারের উচিত হবে এই লোভ থেকে নিজেকে বিরত রেখে ধৈর্য্যের সাথে মার্কেটে নিজের অবস্থানকে ধরে রাখা। আর এটাই হলো একজন সফল ট্রেডারের বৈশিষ্ট্য।

SHARIFfx
2018-11-29, 08:46 PM
আমরা জানি লোভ সবার মাঝে থাকে। তবে আমাদের কে লোভ নিয়ন্ত্রণ করতে হবে। আর আপনি যদি লোভ কে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সফল। এবার আসি ফরেক্সে। আপনাকে হিসাব করতে হবে আপনার বেলেন্স অনুজায়ী প্রফিট করার কথা। আপনি ১০০ ডলার দিয়ে রাতারাতি বড়ো লোক হায়ার কথা চিন্তা করলে কস্টে করে জেই ১০০ ডলার বিনিয়োগ করেছেন সেটা হারাতে হবে। তাই আমার মতে লোভের চিন্তা মাথা থেকে ফেলে দিন আর মানিমেনেজমান্ট করে ট্রেড করুন।