PDA

View Full Version : পেশা হিসেবে ফরেক্স কতটা সম্মানজনক?



Debdas50
2017-12-21, 03:48 PM
আমি মনে করি ফরেক্স বিজনেস যথেষ্ট সুন্দর এবং সম্মানজনক। এখানে কাজের বিনিময়ে উপার্জন করা যায়। পার্ট টাইম এবং ফুল টাইম দুটোতেই কাজ করার সুবিধা রয়েছে।

jakaria991
2018-11-28, 09:27 AM
আসসালামুয়ালাইকুম, ফরেক্স একটি স্বাধীন ব্যাবসা এবং ফরেক্স বিজনেস একটি অনলাইন ভিত্তিক মার্কেট এখানে আপনি অনলাইনের মাধ্যমে অনেক টাকা আয় করতে পারবেন। তবে শুধু আয় নয় লস করে ফকির ও হতে পারেন । ভাই যেখানে আপনি অসৎ করম না করে উপারজন করবেন সেখানে সম্মান আর অসম্মান এর কি আছে । বিনা টাকাই আপনাকে কেও এক বেলা ভাত ত দূ্রের কথা একটা চকলেও কেও দিবে না । তবে ফরেক্স করে আয় করলে দোষের কি ? হ্যা, একটা কথা, আপনি ফরেক্সকে মূক্ষ পেশা হিসেবে না নিয়ে যে কোন একটা হালাল কমের পাশাপাশি করেন তবে এটা করও আর কোন মাথা ব্যাথা থাকবে না ।

MdRubelShaikh
2019-11-15, 12:50 PM
ফরেক্স অ্যাকাউন্টঃ
আমি ফরেক্স অ্যাকাউন্ট খুলার জন্য চেষ্টা করতেছি।ফরেক্স এর অ্যাকাউন্ট খুলতে হলে একটু সময় লাগে বেশি।কারণ এদের অনেক কিছু ভেরিফাই করার পরে অ্যাকাউন্ট ওপেন করে।আমি চেষ্টা করছি দেখি কত দিন লাগে।সহজ কিছু নিয়ম থাকলে আমাকে জানাবেন।আমি আপনাদের কমেন্টের আশাই থাকলাম।

abilkis7
2019-11-17, 10:49 AM
আসসালামুয়ালাইকুম, ফরেক্স একটি অনলাইন ভিত্তিক স্বাধীন ব্যাবসা। আপনি অনলাইনের মাধ্যমে ফরেক্স ব্যবসা করে অনেক অর্থ আয় করতে পারবেন। তবে শুধু আয় নয় ক্ষতির সম্মুখিনও হতে পারেন । ফরেক্স ব্যবসা বহু যুগ আগ থেকে চলে আসছে। এবং এটা ধনী ব্যক্তিরাই করতে পারত। সেখানে আমাদের মত ছোট খাট ব্যক্তিরা এই কাজ করতে পারত না সেখানে এই ব্যবসার সম্মান কোন অংশে কম হতে পারে বলে আমি মনে করি না। যদি এই ব্যবসায় সম্মান না থাকে তাহলে কোন ব্যবসাতেই সম্মান থাকতে পারে না। তাই আমি মনে করি ফরেক্স ব্যবসার সম্মান অনেক বেশি।