PDA

View Full Version : বিটকয়েন! বৈধ না অবৈধ?



maziz6989
2017-12-29, 04:21 PM
বাংলাদেশে বিটকয়েন বৈধ না অবৈধ এইরকম বেশ কিছু প্রশ্ন অনলাইনে অনেক জায়গায় ঘোরাঘুরি করছে। অনেকেই বলেন এটা বৈধ না আবার অনেকে দ্বিমত পোষণও করছেন।
তবে আমার জানামতে এটা এখন পর্যন্ত বাংলাদেশে বৈধ নয়। এটা বৈধ হওয়া এখন সময়ের দাবি। সেফটি ফান্ড হিসেবে সবাই কম বেশি ১০০-১০০০ ডলার ব্লক চেইনে রাখতে পারেন। একবার চিন্তা করুন তো- যখন বিটকয়েন ২৫০ ডলার ছিল তখন যদি ১ টা কয়েন কিনে রাখতেন আর ১৯০০০ এর সময় যদি সেল করে বের হয়ে যেতে পারতেন তবে আপনার অবস্থা কি হত ভাবা যায়?

amdad50
2018-01-26, 11:03 AM
আমার জানামতে এটা এখন পর্যন্ত বাংলাদেশে বৈধ নয়। এটা বৈধ হওয়া এখন সময়ের দাবি। সেফটি ফান্ড হিসেবে সবাই কম বেশি ১০০-১০০০ ডলার ব্লক চেইনে রাখতে পারেন।

shihab07
2018-01-30, 10:05 AM
jajakallahu khairan

Grimm
2018-02-02, 08:16 PM
প্রাথমিক অবস্থায় বিটকয়েন অবৈধ ছিল কিন্তু বর্তমানে এটি বিভিন্ন দেশে বৈধ একটি মুদ্রায় পরিণত হয়েছে। আর আমার জানামতে এখন কয়েকটি দেশে বিটকয়েন এর এটিএম বুথ রয়েছে যেখান থেকে খুব সহজেই বিটকয়েনে টাকা উত্তোলন করার যায়। তাছাড়া এখন বিভিন্ন রেস্টুরেন্টও বিটকয়েন এর মাধ্যমে বিল পরিশোধ করা যায়। আমার মনে হয় দিন যতই যাবে এর বৈধতার দেশের সংখ্যা বৃদ্ধি পাবে।

kazol76
2018-02-02, 08:22 PM
বিট কয়েন পৃথীবির অনেক দেশেই অবৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু যেহেতু এটা একটি পুরোপুরি ই-কয়েন বা মুদ্রা এবং এটা শুধু মাত্র ইন্টারনেটেই আদান প্রদান করা হয় সে জন্যই এটা সবাই ব্যবহার করতে পারে। আমার জানামতে বাংলাদেশে এটার লেনদেন পুরাপুরিই অবৈধ্য ঘোষনা করা হয়েছে। তারপরও অনেকে এই মুদ্রাটি অন লাইনে লেনদেন করে থাকে। বর্তমানে সবোর্চ্চ মুদ্রা হিসাবে বিটকলেন আছে এই বছর ১টি বিটকয়েন দাম ২০০০০$ পর্যন্ত উঠেছিল।

Tofazzal Mia
2019-04-28, 03:41 PM
বাংলাদেশে বিটকয়েন বা সকল প্রকার ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং অবৈধ। গতকাল বগুড়া জেলা পুলিশের সাইবার টিম ক্রিপ্টোকারেন্সি চক্রের ৩ জন সদস্যকে হবিগঞ্জ এবং লক্ষ্মীপুর থেকে আটক করেছে। যেহেতু তারা https://www.easypaidbd.com ওয়েবসাইট এর মাধ্যমে ৭৩৬২ জন ইউজার এর কাছ থেকে প্রায় ২৭৮০০ এর অধিক ক্রিপ্টোকারেন্সি Transaction করেছে। তবে তারা যে কারেন্সিগুলো বেশিরভাগ ট্রেডিং করেছে তার মধ্যে আছে BITCOIN, BITCOIN CASH, SKRILL, LITECOIN, WEBMONEY, NETELLER, ETHERIUM, PERFECT MONEY আছে।

bdunity
2019-04-29, 03:04 PM
বিট কয়েন শুধু বাংলাদেশেই নয় পৃথিবী অনে দেশেইে এটি অবৈধ । কোন এক সময় এটি বৈধ ছিল বলে মনে হচ্ছে। তবে বর্তমানে বিভিন্ন সমস্যার কারনে অবৈধ ঘোষনা করা হয়েছে। তাই এই বিট কয়েন থেকে দুরে থাকা উচিৎ।

Montu Zaman
2019-04-30, 04:09 PM
দুনিয়াজুড়ে আলোচিত ভার্চুয়াল মুদ্রা 'বিটকয়েন' বাংলাদেশে বৈধতা না পেলেও অনলাইন এর মাধ্যমে কেউ কেউ লেনদেন করছে, যা আইনত অপরাধ। বাংলাদেশ ব্যাংক বারংবার বিভিন্ন নোটিশে এই 'অবৈধ' এই ডিজিটাল কারেন্সীর লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসছে। কেননা বিটকয়েন লেনদেনে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই। ইলেকট্রনিক মাধ্যমে অনলাইনে দুজন ব্যবহারকারীর মধ্যে সরাসরি (পিয়ার-টু-পিয়ার) আদান-প্রদান হয়। লেনদেনের নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় ক্রিপ্টোগ্রাফি নামের পদ্ধতি। অনলাইনে ডলার-পাউন্ড-ইউরোর পাশাপাশি কেনাকাটা করা যায় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনে। তবে অন্যান্য মুদ্রাব্যবস্থায় যেমন সে দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংক জড়িত থাকে, বিটকয়েনের ক্ষেত্রে তা নয়।

Rokibul7
2019-08-31, 01:11 AM
আপনাদের আলোচনায় বিট কয়েন ব্যপারটা কিছুটা সম্পকে আয়ত্ত করতে পেরেছি।বাংলাদেশ কেন বিট কয়েন বৈধ করে নাই?কেও কি জানে নি?আর বতমান বিট কয়েন এর দাম কতো,কেও জানাবেন plz

nurulazim
2019-09-23, 11:24 PM
বাংলাদেশে বিটকয়েন বৈধ না অবৈধ এইরকম বেশ কিছু প্রশ্ন অনলাইনে অনেক জায়গায় ঘোরাঘুরি করছে। অনেকেই বলেন এটা বৈধ না আবার অনেকে দ্বিমত পোষণও করছেন।
তবে আমার জানামতে এটা এখন পর্যন্ত বাংলাদেশে বৈধ নয়।

jasminbd
2019-09-24, 05:42 PM
বিটকয়েন বাংলাদেশে বৈধ না অবৈধ তা এখনো পরিস্কার নয় এটা নিয়ে এখনো কোন আইন তৈরি হয়নি কারন এখনো এটি নতুন এক ধারনা। বাংলাদেশের নীতিনির্ধারকরা এখনো এই টেকনোলজি সম্পর্কে ভালভাবে জানেনা। তবে সম্প্রতি বাংলাদেশ এই বিষয় নিয়ে ঘাটাঘাটি শুরু করছে। এবং সুখবর হল বাংলাদেশ ব্লকচৈইন টেকনোলজি ব্যবহার করবে এবং এতে বিটকয়েন হয়ত আনুষ্ঠানিক ভাবে স্বীকৃত হবে পারে। আসলে বিশ্বের অনেক যায়গায় বিটকয়েনের অনুমোদন আছে। আর বড়বড় প্রযুক্তি বিশ্লেষকরা বলছে সামনে আধুনিক বিশ্ব হবে ক্যাশ টাকা বিহীন এবং এইশব ক্রিপ্টোকারেন্সি এই ক্যাশ টাকা বিহীন জায়গা দখল করে নিবে। তাই বিটকয়েনকে সবাই অনেক গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে। এমনকি মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা বিট গেটস ও বিটকয়েনের গুরুত্ব তুলে ধরেছেন। ক্রিপ্টোকারেন্সি কথা মাথায় রেখে ফেসবুক খুব শীঘ্রই নিজেদের ক্রিপ্টোকারেন্সি লিব্রা আনতে যাচ্ছে। আশাকরি বাংলাদেশেও ক্রিপ্টোকারেন্সি বৈধ প্রচলন শুরু হবে

FREEDOM
2020-04-15, 09:26 PM
আমি অনেক আগে থেকেই বিটকয়েন সম্পর্কে জানি তবে এটা এখনে বাংলাদেশে বৈধতা পাইনি বলেই জানা রয়েছে। আমার কয়েনবজ ওয়ালেটে অল্প কিছু বিটকয়েন সাতোশি ছিলো যখন বিটকয়েনের রেট ছিলো ৪০০০ ডলারের কাছাকাছি। কিন্তু আমি বিটকয়েন সেল করে দেবার পরেই এর দাম অল্প কিছুদিনের মধ্যেই হুরহুর করে বৃদ্ধি পেয়ে প্রায় ১৯০০০ ডলারে চলে গেছিলো। এখন আবার দেখছি রেটটা কিছুটা কমে এসে ৬০০০ ডলারের কাছাকাছি অবস্হান করছে।

Badman12
2020-06-07, 03:24 PM
আসসালামু আলাইকুম।।
বর্তমান বাংলাদেশ এ বৈধ না অবৈধ???
এক কথায় বাংলাদেশ এ বিটকয়েন অবৈধ। আর এটা বাংলাদেশ কবে নাগাদ বৈধ ঘোষণা করা হবে এমন কোন নিউজ এখনো ও বের হয়নি।
তবে আপাতত বর্তমানে বিট কয়েন থেকে দূরে থাকা ই ভালো।

sagar0835
2020-08-28, 09:40 PM
বাংলাদেশ ব্যাংক এর নিয়ম অনুযায়ী বিটকয়েনের কোন নীতিমালা এখনো প্রকাশিত হয়নি।
তবে অনেকেই দেশ থেকে ট্রেড করে কোন সমস্যা ছাড়াই