PDA

View Full Version : ফরেক্স এর মাসিক লাভ ৫% এর অধিক



01797733223
2017-12-30, 08:05 AM
অনেক ট্রেডার আছেন যারা ফরেক্স থেকে প্রতি মাসে ৫% এর অধিক উপার্জন করেন বলে তাদের দাবী । কিন্তু এটা সম্পূর্ন অবাস্তব । হয়তো কোনো মাসে ভাগ্যের জোরে আপনি ৫% এর অধিক উপার্জন করতে পারেন কিন্তু প্রতিটি মাস একই রকম হবে না । এবং আপনি বছর শেষে আপনার উপার্জন গণনা করলে দেখবেন , মাসিক সর্ব্বোচ্চ ৫% মুনাফা করেছেন। তাই এই সব ভুগিচুকি তে পা বাড়াবেন না ।

expkhaled
2018-01-01, 06:09 PM
ফরেক্স ব্যবসায় সঠিক পরিমানে লাভ করতে হলে অত্যান্ত ধৈর্য্যর প্রয়োজন। অনেকে বলেন যে ফরেক্স মার্কেটে অনেক লাভ, আবার কেউ বলেন ১৫% আয় করবো আবার কেউ বলেন ২০% আয় করবো এই আরকি। অভিজ্ঞদের মতে ৫% আয় হলো রিস্ক ফ্রি এর চেয়ে বেশী আয় করতে চাইলে সেটা হবে অত্যান্ত রিস্কি এবং একাউন্ট জিরো পর্যন্ত হতে পারে। সুতরাং ধৈর্য্য সহকারে একাউন্ট মেইনটেইন করেই ফরেক্স এ ট্রেড করতে হবে।

Mahidul84
2018-01-01, 07:15 PM
আমার বিশ্বাস কেউ যদি ফরেক্স মার্কেটে ধৈর্য্যসহকারে টিকে থাকতে পারেন তাহলে সে অবশ্যই এই মার্কেটে সফলতা অর্জন করতে পারবে। অনেক ট্রেডার আছে তারা বলে এই মার্কেট থেকে অনেক লাভ করার সম্ভব। হ্যা এটা সত্য আপনি অবশ্যই এই মার্কেট থেকে ভাল আয় করতে পারবেন। তবে এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম ও ধৈর্য্যতার সাথে ফরেক্স সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন সক্ষম হতে হবে। এবং রিক্স কম নিয়ে ট্রেড করার মত ধৈর্য্য থাকতে হবে। তাহলে আপনি মাসিক ৫% কেন তার চেয়ে অধিক লাভ করতে পারবেন। যদি নিজের প্রতি বিশ্বাস ও আস্থা থাকে তাহলে আপনি অবশ্যই ফরেক্স থেকে একদিন ৫০% এর উপরেও আয় করতে পারবেন।

Grimm
2018-01-28, 08:03 PM
আপনি যদি ধৈর্য্যেরসহিত এই ব্যবসা করেন তাহলে আপনি অবশ্যই প্রতি মাসে গড়ে ৫% করে মুনাফা করতে পারবেন। আমার দেখা মতে ৫% মুনাফা করা অত্যন্ত সহজ কাজ কিন্তু এর জন্য আপনার অনেক ধৈর্য্য থাকতে হবে। আমি অবশ্য কয়েক মাস একটানা করেছিলাম কিন্তু তারপর আমার কৌশল বদলাতে আমি একটানা করতে পারি নাই। তবে হ্যা ভবিষ্যতে আমার লক্ষ্য আছে যে এই বাজার থেকে আমি প্রতিমাসে ৫% থেকে ১০% মুনাফা করার চেষ্টা করবো।

Mamun13
2018-04-01, 06:04 PM
আসলে প্রকৃতপক্ষে যারা বেশ কয়েক বছর যাবৎ নিয়মিত প্রফিটেবল ট্রেড করছেন অর্থাৎ ফরেক্স মার্কেটে পেশাদার ট্রেডার রূপে প্রতিষ্ঠিত হয়ে গেছেন তারা প্রতিমাসেই 5 % এর অধিক প্রফিট করতে পারেন৷এটা কখনোই অসম্ভব নয়৷আপনি/আমি হয়তো তা করতে পারিনা কিন্তু যারা আসলেই প্রতিষ্ঠিত ট্রেডার তারা অবশ্যই প্রতিমাসে 10 % থেকে 20% বা তারও বেশি প্রফিট করে থাকেন৷এটা তাদের জন্য কখনোই অসম্ভব নয় কিন্তু আমাদের জন্য এই মুহূর্তে একটু কঠিন৷ফরেক্স মার্কেটে যেসকল ট্রেডার যতবেশি অভিজ্ঞ তারা ততো বেশি % প্রফিট করে থাকেন৷আর আমিও আপনার মতই সবাইকে বলব অন্যের বাহাদুরি ট্রেডিং শুনে বা কোনোও প্রকার ভুগিচুকিতে পা বাড়াবেন না৷সবাই নিজের চেষ্টায় নিজের কষ্টের বিনিময়ে ট্রেড করার চেষ্টা করবেন তাহলে কম হলেও প্রফিট আসবে৷

riponinsta
2018-04-02, 11:14 AM
ফরেক্স মার্কেট থেকে কত % মাসে লাভ হবে এটা বলা যায় না কারন সব মাস এ মার্কেট সমান মুভ করে না সেই মাস এ মার্কেট ভাল মুভ করে আর বেশি টেড পাওয়া যায় সেই মাস এ ২০ % থেকে ৪০ % এর ও বেশি লাভ হয় আর যেই মাস এ মার্কেট কম মুভ করে সেই মাসে অনেক কম লাভ হয় আবার নিজের সময় পাবার উপর ও লাভ নির্ভর করে

expkhaled
2018-04-02, 01:46 PM
প্রতিমাসে একই পরিমানে লাভ করা কখনও সম্ভব নয় ফরেক্স থেকে। কারণ সব মাসের মুভমেন্ট এক রকম থাকে না। আর যারা সুযোগ কাজে লাগাতে পারেন তারা হয়তো বেশী লাভ করেন, যেমন মাকের্ট কিছু কিছু সময় প্রচুর মুভ করে তখন যদি কেউ বুঝতে পারেন তখন একটু বেশী পরিমানে ট্রেড করে লাভ উঠিয়ে পারেন। তবে তার জন্য দরকার অনেক অভিজ্ঞতার। যাই হোক ফরেক্স এ ট্রেড করতে হবে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। অতিরিক্ত মানষিক চাপ নিয়ে ট্রেড না করাই উচিত। একটা কথা খেয়াল রাখতে হবে মার্কেট কিন্তু থাকবে সব সময় আর সুযোগ একটা চলে গেলে আরেকটা আসবে। সুতরাং তারাতারি করার কিছুই নাই।

samun
2022-06-19, 10:05 AM
ফরেক্স মার্কেটে আয় করাটা খুব কঠিন কিছু নয় আবার ফরেক্স মার্কেটে আয় করা খুবই কঠিন একটি ব্যাপার আসলে ফরেক্স মার্কেট থেকে দৈনিক 100 ডলার ইনকাম করে এমন ব্যক্তির রয়েছে আবার বছরে কেউ এক ডলার আয় করতে পারেনি এমন ব্যক্তি ও রয়েছে এটি সম্পূর্ণ নির্ভর করে একজন দক্ষ ট্রেডারের ওপর যেমন আমি ফরেক্স মার্কেট থেকে প্রতিমাসে 7 থেকে 10 হাজার টাকা আয় করতে পারে আবার অনেক মাসে মটেও হয়না এর থেকে বেশি আশা করা সম্ভব নয় এর জন্য অবশ্যই আরো বেশী করে জ্ঞান ও দক্ষতা অর্জন করে তারপরে ফরেক্স মার্কেটে কাজ শুরু করতে হবে তবে ফরেক্স মার্কেট থেকে আরও বেশি আয় করা সম্ভব

Starship
2022-06-19, 03:01 PM
ফরেক্স একেক ট্রেডার একেক পারসেন্টেন্স নিয়ে ট্রেড করে থাকেন। কেউ ৫% টার্গেট নিয়ে ট্রেড করে থাকেন আবার কেউ ১০-২০%। আমার মতে ফরেক্স মার্কেটে আমার ব্যালেন্স এর উপর নির্ভর করে পারসেন্টেন্স নির্ধারণ করি। আমার সব সময় টা আগের থেকে নিজের ব্যালেন্স টিকিয়ে রেখে ট্রেড করার জন্য। কেননা নিজের ব্যালেন্সকে ধরে রাখতে না পারি তাহলে ব্যালেন্স জিরো হয়ে গেলে প্রফিট করার চিন্তা ভাবনা থাকে না। সেজন্য নিজের ব্যালেন্স কেটে রেখে অল্প পারসেন্ট প্রফিট নিয়ে ট্রেড করে থাকি। একজন সফল ট্রেডার হতে গেলে প্রথমে লোককে নিয়ন্ত্রণ করতে পারলে পরবর্তীতে আপনি সফল হতে পারবেন।

Mas26
2024-04-10, 12:14 PM
ফরেক্স ব্যবসায় সঠিক পরিমানে লাভ করতে হলে অত্যান্ত ধৈর্য্যর প্রয়োজন। অনেকে বলেন যে ফরেক্স মার্কেটে অনেক লাভ, আবার কেউ বলেন ১৫% আয় করবো আবার কেউ বলেন ২০% আয় করবো এই আরকি। অভিজ্ঞদের মতে ৫% আয় হলো রিস্ক ফ্রি এর চেয়ে বেশী আয় করতে চাইলে সেটা হবে অত্যান্ত রিস্কি এবং একাউন্ট জিরো পর্যন্ত হতে পারে। সুতরাং ধৈর্য্য সহকারে একাউন্ট মেইনটেইন করেই ফরেক্স এ ট্রেড করতে হবে।