PDA

View Full Version : কেন অধিকাংশ সময় স্টপ লস হিট করে



01797733223
2017-12-30, 08:14 AM
বিশ্বের প্রায় ৯০ শতাংশ ট্রেডার আছে যাদের প্রতি ১০টি ট্রেডে ৯ টিই স্টপ লস এ হিট করে । এর কারণ অনেক হতে পারে । তবে মূল কারন হলো একই সিস্টেম ব্যাবহার না করে একাধিক সিস্টেম অনুসরন করা । তাই নিজের একটি ট্রেডিং সিস্টেম তৈরী করুন এবং শুধু সেটিই অনুসরন করুন ।তাহলেই আর লস হবে না ।

expkhaled
2017-12-30, 07:55 PM
বিশ্বের যত ট্রেডারের স্টপলস হিট করে তার কারণ একটাই মার্কেটের ভোলাটিলিটির উপর বিবেচনা না করে দেওয়া। আর স্টপলস কখনও ছোট হওয়া উচিত নয়, আর পজিশনিং এর একটা ব্যপার আছে যখন ট্রেড নিবো নিশ্চই কোন সার্পোট এবং রেজিষ্ট্যান্স এর কাছাকাছি নিব তাহলে স্টপ লস এবং টেক প্রফিট সঠিক প্রয়োগ করা যাবে। স্টপলস হবে সবচেয়ে শক্তিশালী সার্পোট এবং রেজিষ্ট্যান্স এর নীচে তাহলে অাপনি কিছুটা নিরাপদ আমার মনে হয়। তারপর মার্কেট এর গতির ব্যপার আছে সেটাও বিবেচনা করতে হবে।

Grimm
2018-01-27, 09:55 PM
আমার জানামতে স্টপ লস হিট করে তখনই যখন আপনি ভালভাবে বাজার বিশ্রেষণ না করেই বাজারে প্রবেশ করেন। আপনি যদি ভালভাবে বাজার বিশ্লেষণ করে বাজারে প্রবেশ করেন তাহলে আমি বলবো আপনার প্রায় সকল ট্রেড আপনার স্টপ লস হিট করার পরিবর্তে আপনাকে মুনাফা দিতে সাহায্য করবে। তাইতো অনেক অভিজ্ঞ ট্রেডাররা বলে থাকেন আগে শিখতে। আমরা যদি আগে ভাল ভাবে শিখতে পারি তাহলে আমরা ভালভাবে বাজার বিশ্লেষণ করতে পারবো আর তা থেকে ভাল মুনাফা উপার্জন করতে পারবো।

hasem79
2018-03-27, 10:46 PM
আসলে আমরা স্টপলস তখনই খাই যখন আমরা সঠিক ভাবে ট্রেড ম্যানেজমেন্ট/মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করি একই সাথে স্টপলসও ব্যবহার করতে ভূলে যাই তখনই আমরা সাধারণত স্টপ আউট খাই। আপনি স্টপ আউট থেকে বাচতে চাইলে মানি ম্যানেজমেন্ট ঠিক ভাবে ফলো করেন।

riponinsta
2018-03-28, 09:52 AM
আপনি যদি ফরেক্স মার্কেট এ ভাল একটা ট্রেডিং সিস্টেম এ ট্রেড করেন তাহলে আপনার বেশি স্টপ লস হিট করবে না আর আপনার লাভ এর ট্রেড বেশি হবে আর যদি বেশি স্টপ লস হিট করে তাহলে বুঝতে হবে আপনি ট্রেড করার সময় কোন ভুল ট্রেড করছেন তারকারন এ আপনার বারবার স্টপ লস হিট করছে এই কারন এ ভাল করে ট্রেডিং সিস্টেম বুঝে তারপর ট্রেড করতে হবে

Mamun13
2018-03-28, 05:44 PM
স্টপ লস প্রায়ই হিট করার অধিকাংশ কারণগুলোর মধ্যে আমি বলব সঠিকভাবে যথাযথ স্থানে স্টপ লস সেট করতে পারি না বলেই স্টপ লস হিট হয়৷আমাদের এনালাইসিস গুলো যদি সঠিক হয় তাহলে স্টপ লস হিট হওয়ার তেমন কোনো কারণ দেখিনা৷এজন্য আমাদের ট্রেডিং চার্ট গুলোতে অবশ্যই সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল গুলো খুব ভালোভাবে চিনতে হবে, জানতে হবে,বুঝতে হবে৷সেগুলো দেখে বোঝে যথাযথ নিয়ম মত স্টপ লস সেট করা অপরিহার্য৷তখন দেখবেন স্টপ লস হিট না হয়ে বরং টেকপ্রফিটই হিট হচ্ছে৷এজন্য যত্রতত্র স্টপ লস সেট করা উচিত নয়৷বিশেষ করে হায়ার টাইমফ্রেমগুলো দেখে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল অনুসারে এই স্টপ লস সেট করতে হবে৷

iloveyou
2018-03-28, 08:36 PM
ভাই এখানে অধিকাংশ সময় আমাদের ট্রেডগুলো স্টপ লস হিট করার অনেকগুলো কারন রয়েছে। তাই এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারন হল আমরা একটা সিস্টেমে ট্রেড করতে করতে সেটাকে কিছুদিন পর বাদ দিয়ে অন্য সিস্টেমের পেছনে সময় নষ্ট করি তাই। এছাড়াও মনে করেন যে আপনার এ্যানালাইসিস যদি সঠিক না হয় এটাও একটা কারন, অথবা মেজর আরেকটি কারন রয়েছে সেটা হল আপনি যদি সঠিকভাবে ট্রেডিং এ মানি ম্যানেজম্যান্ট করতে না পারেন তাহলে।

samun
2022-07-09, 05:58 PM
ফরেক্স মার্কেটে সাধারণত ট্রেইলারদের স্টপ লস হিট করার প্রধান কারণ হলো অদক্ষতা এবং এনালাইসিস করতে না পারা আসলে সাধারণত যে সকল ট্রেডার এনালাইসিস করতে না পারে এবং ফরেক্স ফ্যাক্টরি এ নিউজ দেখেনা তারা সাধারণত উল্টাপাল্টা ট্রেড করে লস করে থাকে

Hridoy6763
2022-07-10, 09:20 AM
আমাদের বেশির ভাগ ফরেক্স ট্রেডার দের মার্কেট এ এন্ট্রি নিলে আমাদের ট্রেডিং বেশির ভাগ স্টপ লস হিট হয়ে থাকে,এর কারন হয়ছে আমরা যারা এই ফরেক্স মার্কেট এ ট্রেডিং করি বেশির ভাগ ট্রেডার রাই অদক্ষ,আমরা মার্কেট এর ট্রেন্ড না বুঝে,মার্কেট এর পরিস্থিতি না বুঝে এন্ট্রি নিয়ে থাকি,সঠিক ভাবে আমরা কেউ মার্কেট এন্যালাইসিস করিনা,আর ম্যানি ম্যানেজমেন্ট এর ব্যবহার ও ঠিক ভাবে করিনা তাই আমাদের বেশির ভাগ সময়ে মার্কেট এ আমাদের এন্ট্রি এর স্টপলস হিট হয়ে থাকে,আমি এই টাই মনে করি।

Mas26
2022-07-11, 10:02 AM
আমার জানামতে স্টপ লস হিট করে তখনই যখন আপনি ভালভাবে বাজার বিশ্রেষণ না করেই বাজারে প্রবেশ করেন। আপনি যদি ভালভাবে বাজার বিশ্লেষণ করে বাজারে প্রবেশ করেন তাহলে আমি বলবো আপনার প্রায় সকল ট্রেড আপনার স্টপ লস হিট করার পরিবর্তে আপনাকে মুনাফা দিতে সাহায্য করবে।বিশ্বের যত ট্রেডারের স্টপলস হিট করে তার কারণ একটাই মার্কেটের ভোলাটিলিটির উপর বিবেচনা না করে দেওয়া। আর স্টপলস কখনও ছোট হওয়া উচিত নয়, আর পজিশনিং এর একটা ব্যপার আছে যখন ট্রেড নিবো নিশ্চই কোন সার্পোট এবং রেজিষ্ট্যান্স এর কাছাকাছি নিব তাহলে স্টপ লস এবং টেক প্রফিট সঠিক প্রয়োগ করা যাবে। স্টপলস হবে সবচেয়ে শক্তিশালী সার্পোট এবং রেজিষ্ট্যান্স এর নীচে তাহলে অাপনি কিছুটা নিরাপদ আমার মনে হয়। তারপর মার্কেট এর গতির ব্যপার আছে সেটাও বিবেচনা করতে হবে।তাইতো অনেক অভিজ্ঞ ট্রেডাররা বলে থাকেন আগে শিখতে। আমরা যদি আগে ভাল ভাবে শিখতে পারি তাহলে আমরা ভালভাবে বাজার বিশ্লেষণ করতে পারবো আর তা থেকে ভাল মুনাফা উপার্জন করতে পারবো।জানতে হবে,বুঝতে হবে৷সেগুলো দেখে বোঝে যথাযথ নিয়ম মত স্টপ লস সেট করা অপরিহার্য৷তখন দেখবেন স্টপ লস হিট না হয়ে বরং টেকপ্রফিটই হিট হচ্ছে৷এজন্য যত্রতত্র স্টপ লস সেট করা উচিত নয়৷বিশেষ করে হায়ার টাইমফ্রেমগুলো দেখে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল অনুসারে এই স্টপ লস সেট করতে হবে৷