PDA

View Full Version : কারেন্সি পেয়ার অথবা কমোডিটি



01797733223
2017-12-31, 01:11 PM
ফরেক্স এর মধ্যে কমোডিটি অর্থ্যাৎ* বিভিন্ন মেটালও ট্রেড করা যায়। এবং এটি অনেক লাভ জনক । এই মার্কেটে এমন অনেকেই আছে , যারা শুধু কমোডিটি ট্রেড করে। এবং সকল কমোডিটি এর মধ্যে গোল্ড সবচেয়ে ভালো মেটাল । এই ফোরামে এমন কেউ কি আছে যে কমোডিটি ট্রেড করে ?

Mamun13
2018-05-27, 04:56 PM
আমি সব সময় নয় মাঝে মাঝে সময়-সুযোগ বুঝে গোল্ডে ট্রেড করি৷গোল্ড সহ অন্যান্য মেটাল অর্থাৎ কমোডিটিতে ট্রেড করতে হলে আমাদের একাউন্টের ব্যালেন্স পর্যাপ্ত থাকতে হবে৷এই সামান্য কয়েক ডলার ব্যালেন্স দিয়ে কখনই গোল্ড ট্রেড করা উচিত নয়৷যাদের একাউন্টের ব্যালেন্স অত্যন্ত মজবুত এবং যারা দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞ ও দক্ষ ট্রেডার শুধুমাত্র তারাই অন্যান্য মেটাল বা কমোডিটিতে ট্রেড করে থাকেন৷এগুলোতে যেমন প্রচুর প্রফিট হয় ঠিক তেমনি লসও হয়৷তাই কমোডিটিতে ট্রেড করতে হলে আপনারা বেশ কয়েক বছর মার্কেটে নিয়মিত প্র্যাকটিস করে করে পর্যাপ্ত অভিজ্ঞতা অর্জন করে নিবেন৷আমি গোল্ড নিয়ে বহুবার ট্রেড করেছি এবং বহুবার একাউন্টের পুরো ব্যালেন্স একদম শুন্য করে ফেলেছি৷কারন আমার অভিজ্ঞতা অত্যন্ত কম এবং ব্যালেন্সের পরিমাণও খুবই কম ছিল৷

mdsakil
2018-05-28, 09:57 AM
নতুন দের কমোডিটি করা উচিৎ হবে না এমন কি তারা যদি ভারি ব্যলেন্স দিয়েও শুরু করে। কারন তেল ও সোনার লটস খুব দামি হয় তাই নতুন অবস্তায় এটা করলে ব্যলেন্স শূন্য হতে পারে। ফরেক্রে লস হয়নি এমন লোক নাই কম বেশি, আর নতুনরা মনে করে এর মাধ্যমে আমি ধনী হয়ে যাবো। তাই তারা তাদের সব অর্থ লস করে ফেলে কারন তাদের অভিজ্ঞতা কম। তবে কমোডিটি ট্রেড করতে পারলে অনেক লাভ করা সম্ভাব। নতুনরা চেষ্টা করা উচিৎ হবে না। তবে কেউ করতে চাইলে আগে ডেমোতে করে নিবেন।

expkhaled
2018-05-28, 12:40 PM
আসলে কমোডিটির ট্রেড করতে হলে অনেক ব্যালেন্সের সাথে অনেকদিনের অভিজ্ঞতা থাকতে হবে। আমি কয়েকবার চেষ্টা করেছি গোল্ড এ ট্রেড করার জন্য তাতে আমার অনেক বড় বড় লস হয়েছে আবার লাভও করেছি। আর সঠিক ভাবে মানিম্যানেজমেন্ট করা যায় না, তারপর স্টপলস দিতে হয় অনেক বেশী, ভোলাটিলিটি বেশী, মার্কেট যখন চলতে থাকে অনেক বেশী পরিমানে চলে এই সব কারনে গোল্ড মার্কেট থেকে প্রফিট বের করা কষ্ট। যাই হোক কারও একাউন্টে যদি ৫০০০ ডলার থাকে তাহলে গোল্ড ট্রেড করে ভাল মুনাফা করতে পারেন। নতুনরা কখনও ১০০/২০০/৫০০ ডলার একাউন্ট দিয়ে গোল্ড ট্রেড করবেন না তাহলে ধরা খাওয়ার সম্ভাবনা বেশী।

shohedullaearn
2023-07-27, 03:34 PM
উপরে যে কথাগুলো বলা হয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ এবং নতুন যারা এসেছেন তাদের অনেক কাজের এবং গুরুত্বপূর্ণ। আমাদের সকলের উচিত কথাগুলো নোট করে রাখা এবং পরবর্তী থাকা যাবে না।

Ajifakhan18
2024-11-08, 02:07 AM
কারেন্সি পেয়ার ও কমোডিটি হল ফরেক্স ও কমোডিটি মার্কেটের গুরুত্বপূর্ণ উপাদান। কারেন্সি পেয়ার হলো দুটি মুদ্রার বিনিময় হার, যেমন eur/usd, যেখানে ইউরো এবং মার্কিন ডলারের মধ্যে সম্পর্ক দেখানো হয়। বিনিয়োগকারীরা এক মুদ্রা কিনে অপরটি বিক্রি করেন মুনাফা অর্জনের জন্য। কমোডিটি হল প্রাকৃতিক সম্পদ যেমন তেল, সোনা, রূপা ইত্যাদি, যা বৈশ্বিক বাজারে ট্রেড হয়। কমোডিটিতে বিনিয়োগ করে মূল্যের ওঠানামার মাধ্যমে মুনাফা অর্জন করা যায়। কারেন্সি পেয়ার এবং কমোডিটি ট্রেডিং উভয়ই বৈশ্বিক অর্থনীতির ওপর নির্ভরশীল, এবং বিভিন্ন অর্থনৈতিক খবর ও রাজনৈতিক ঘটনার প্রভাব এদের মূল্যে পড়ে।