PDA

View Full Version : এন.এফ.এ এর নতুন নিয়ম



01797733223
2017-12-31, 04:57 PM
পূর্বে একটি বিশেষ ট্রেডিং পদ্ধতি প্রচলিত ছিল , এবং এর মাধ্যমে অনেকেই রাতারাতি অনেক মুনাফা অর্জন করেছিল । কিন্তু দুঃখের বিষয় হলো এই পদ্ধতি বাতিল করা হয়েছে। পদ্ধতিটি হলো আপনি একই সময় একটি অ্যাকাউন্ট থেকে একই কারেন্সি পেয়ারে বাই এবং সেল ট্রেড ওপেন করতে পারবেন না । কারন এটি মার্কেট এর সাথে হাইজিং করা হয় । তাই এই পদ্ধতি বাতিল হয়েছে। যদি আপনি একটি বাই ট্রেড ওপেন করার পরে সাথে সাথে আরও একটি সেল ট্রেড ওপেন করেন , তাহলে আপনার দুটো ট্রেডই ক্লোজ হয়ে যাবে।

Mamun13
2018-05-26, 11:41 PM
এই ধরনের নতুন নিয়ম আমার কাছে বেশ ভালো লেগেছে৷ফরেক্স মার্কেটে হেজিং পদ্ধতিতে ট্রেড করা মোটেই আমাদের অনেকের জন্যই সুবিধাজনক ছিলনা৷কারন হেজিং পদ্ধতিতে ট্রেড করার জন্য একই পেয়ারে একই সাথে একই ভলিয়ম অনুসারে Buy এন্ট্রি এবং Sell এন্ট্রি করা হয় যা কখোনোই সুবিধাজনক নয়৷আমার ব্যক্তিগত মতামত হলো আমি যদি সত্যিই ট্রেডার হয়ে থাকি এবং অভিজ্ঞ ও দক্ষ ট্রেডার হয়ে থাকি তাহলে কেন আমি একই সাথে একই পেয়ারে একই ভলিয়ম অনুসারে Buy ও Sell এন্ট্রি করবো ? এটা করার কোনোও যুক্তি আমি দেখিনা৷এখানে নিয়মিত প্রফিটেবল ট্রেড করতে হলে অবশ্যই আমাকে Sell এন্ট্রি করতে হবে নতুবা Buy এন্ট্রি করতে হবে৷আর এর জন্য আমাকে অবশ্যই অত্যন্ত গভীরভাবে এনালাইসিস করতে হবে৷আমি যদি সঠিকভাবে এনালাইসিস করে যে কোনোও একদিকে এন্ট্রী করতে পারি তাহলে কেন আমি একই সাথে উভয়মুখেী এন্ট্রী করবো ? এটা আমার কাছে সম্পূর্ণ ভূল ও হাস্যকর মনে হয়৷

uzzal05
2018-05-27, 06:12 AM
এই বিষয়টি আমার কাছেও নতুন। আগে আমি জানতাম হেজিং সম্পর্কে। এটি বাতিল করা হয়েছে। অনেক ভালো হয়েছে। কেননা আমরা বাই সেল একই সাথে করে মার্কেট থেকে করে কি অভিজ্ঞতা অর্জন করতে পারব। তাই এই পদ্ধতি বাতিল করে ভালো করেছে।

mdsakil
2018-05-27, 10:05 AM
এটা কবে থেকে বাতিল হলো জানি না। এখন ও তো একই পেয়ারে একাধিক এন্টি নেওয়া যায় বাই এবং সেল, তবে যদি এমন টা হয় আমি মনে করি এটা ঠিক না। কারন যারা এমনটা করবে তাদের কেউ ঠেকাতে পারবে না, কারন তাদের একাধিক একাউন্ট আছে, এমন কি একাধিক ব্রোকারে ও তারা এমনটা করতে পারে। এটা আমার কাছে ভালো মনে হলো না।

Ronaldray
2023-05-30, 01:55 PM
N.f.a. (ন্যাশনাল ফিউচার অ্যাসোসিয়েশন) বাজারের অখণ্ডতা বাড়াতে এবং ফিউচার শিল্পে বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য নতুন নিয়ম চালু করেছে। ট্রেডারদের অবগত থাকা উচিত, নিয়মগুলি পর্যালোচনা করা উচিত এবং নিয়ম মেনে চলার জন্য এবং তাদের ট্রেডিং এ কার্যকলাপে স্বচ্ছতা এবং নৈতিক অনুশীলন বজায় রাখার জন্য সেই অনুযায়ী কৌশলগুলি সামঞ্জস্য করা উচিত।

Mas26
2023-12-25, 05:41 PM
নতুন শিক্ষানবীশ ট্রেডারদের অনেককেই তো দেখি মেজর কারেন্সী পেয়ার বাদ দিয়ে অয়েল,গোল্ড বা হাই ভলাটাইলস ক্রস কারেন্সীতে ট্রেড করেন৷এটা সাংঘাতিক রকমের ভূল কাজ৷অনেকেই মনে করে থাকে যে অয়েল,গোল্ড বা হাই ভলাটাইলস ক্রস কারেন্সীতে ট্রেড করলে দ্রুত প্রফিট করা সম্ভব৷তাই তারা লোভে পড়ে এই অয়েল,গোল্ড বা হাই ভলাটাইলস ক্রস কারেন্সীতে ট্রেড করতে শুরু করে দেন৷