PDA

View Full Version : টেকনিক্যাল ট্রেডার বনাম ফাউন্ডমেন্টাল ট&



01797733223
2017-12-31, 05:12 PM
একজন টেকনিক্যাল ট্রেডার এর গুণাগন যাচাই করে দেখা যায় যে, সে ফাউন্ডামেন্টাল ট্রেডার এর চেয়ে অনেক পিছিয়ে। কারন ফাউন্ডামেন্টাল ট্রেডাররা মার্কেট এর সম্পর্কে পূর্বানুমান করতে পারে , যেখানে একজন টেকনিক্যাল ট্রেডার শুধু সিস্টেম নির্ভরশীল হয়। টেকনিক্যাল ট্রেডাররা মার্কেট এর গতিবিধির উপর ততোটা গুরুত্ব দেয় না । বরং তারা শুধু তাদের সিস্টেম এর ডিসিপ্লিন নিয়েই ব্যস্ত হয়ে থাকে।

expkhaled
2018-01-01, 04:27 PM
ফরেক্স এ টেকনিক্যাল ট্রেডিং সাধারণত ২০ ভাগ ১০ ভাগ ফান্ডামেন্টাল এবং ৭০ ভাগ হলো সেন্টিমেন্টাল এনলাইসিস এর উপর মার্কেট চলে। সুতরাং সবচেয়ে বড় হলো মার্কেট এর সেন্টিমেন্ট বোঝা মার্কেট এর চার্ট যদি ভালভাবে স্টাডি করা যায় তাহলে অন্যান্য এনালাইসিস গৌন হয়ে যায়। কিন্ত সেন্টিমেন্টাল এনালাইসিস এর উপর অভিজ্ঞতা আসতে সময় লাগে সুতরাং ধৈর্য্য সহকারে মার্কেট স্টাডি করতে হবে। আর ফান্ডমেন্টাল এনলাইসিস প্রয়োজন আছে কিন্ত সেটা যদি লং টাইমে ট্রেড করা হয় তাহলে নিউজের প্রভাব খুব একটা আসে না।

Mahidul84
2018-01-01, 07:39 PM
ফরেক্স মার্কেটে একজন ট্রেডারকে ৭০% ঝুকিমুক্ত রাখে সেটা হচ্ছে সেন্টিমেন্টাল এনালাইসিস কারণ টেকনিক্যাল এনালাইসিস সাধারণত একজন ট্রেডারকে ২০ ভাগ ঝুকি মুক্ত রাখে আর বাকী ১০% ঝুকিমুক্ত রাখে ফান্ডামেন্টাল এনালাইসিস। তবে মার্কেটে সেন্টিমেন্টাল এনালাইসিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেননা এর সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হলে ধৈর্য্যসহকারে দীর্ঘদিন মার্কেট স্টাডি করতে হবে। আর টেকনিক্যাল এনালাইসিস হচ্ছে সঠিকভাবে চার্ট ফলো করা এবং টাইম ফ্রেমের উপর অভিজ্ঞতা অর্জন করে মার্কেট পরিচালনা করার মত ক্ষমতা অর্জন করা। আর ফান্ডামেন্টাল দ্বারা আপনি খুব সহজেই মার্কেটের নিউজগুলো সম্পর্কে বুঝার ক্ষমতা অর্জন করা। যদি আপনি সঠিকভাবে মার্কেট সম্পর্কে পর্যালোচনা করতে পারেন তাহলে আপনি অবশ্যই উক্ত এনালাইসিস দ্বারা ভাল প্রফিট অর্জন করতে পারবেন।

Mamun13
2018-05-25, 11:08 PM
সারা বিশ্বের সকল অভিজ্ঞ এবং দক্ষ ট্রেডারদের মতে ৩ ধরনের অ্যানালাইসিস-ই বেশ গুরুত্বপূর্ণ৷ফরেক্স ট্রেড ফান্ডামেন্টাল এনালাইসিসে 10% নির্ভরশীল,টেকনিক্যাল এনালাইসিসে 20% নির্ভরশীল এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিসে 70% নির্ভরশীল৷প্রত্যেকটি অ্যানালাইসিসকেই অত্যন্ত গুরুত্ব দিতে হবে৷একটি ছাড়া অন্যটি নির্ভর করা উচিত নয় তাই আমাদের প্রত্যেককেই প্রথমে ফান্ডামেন্টাল বিষয়গুলোকে স্টাডি করতে হবে৷সেইসাথে টেকনিক্যাল এনালাইসিস করতে হবে এবং সেন্টিমেন্টাল এনালাইসিসের সমন্বয়ে মার্কেটে ট্রেডারদের সেন্টিমেন্ট বুঝতে হবে৷আর যারা এই মার্কেটে প্রতিষ্ঠিত তারা সবসময়ই এই সব ধরনের অ্যানালাইসিসকেই গুরুত্ব দিয়ে থাকেন৷আপনি যদি এখানে পেশাদার ট্রেডার হতে চান তাহলে আপনাকে এই তিন ধরনের অ্যানালাইসিসকেই গুরুত্ব দিতে হবে৷

Ronaldray
2023-05-30, 04:31 PM
কারিগরি ব্যবসায়ীরা ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার জন্য মূল্য চার্ট এবং প্যাটার্ন বিশ্লেষণ করে, যখন মৌলিক ব্যবসায়ীরা অর্থনৈতিক ডেটা এবং সংবাদ ইভেন্টের মতো অন্তর্নিহিত কারণগুলিতে ফোকাস করে। প্রতিটি পদ্ধতির শক্তি এবং দুর্বলতা রয়েছে। ব্যবসায়ীরা তাদের পছন্দ এবং বাজারের অবস্থার উপর ভিত্তি করে একটি বা উভয় পদ্ধতি ব্যবহার করতে পারে।