View Full Version : সুয়িং ট্রেড বনাম ইন্ট্রা ডে ট্রেড
01797733223
2017-12-31, 05:19 PM
সকল অভিজ্ঞ ট্রেডাররা দুই ধরনের ট্রেডিং পদ্ধতি ব্যবহার করেন। কিছু কিছু ট্রেডার সুয়িং ট্রেড করেন , আবার কিছু কিছু ট্রেডার ইন্ট্রাডে ট্রেড করেন। সুয়িং ট্রেডে রিস্ক কম । কারন এখানে আপনি মার্কেট এর সাথে সাথে গতিশীল হন। কিন্ত ইন্ট্রাডে ট্রেডিং এর ক্ষেত্রে কিছুটা জটিলতা আছে। অনেকে আবার ইন্ট্রাডে ট্রেড করতে গিয়ে অনেক লস করে । তবে আপনি এর যেকোনোটি ব্যবহার করুন না কেন । আপনাকে অবশ্যই অভিজ্ঞ হতে হবে।
expkhaled
2018-01-01, 12:47 PM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য যারা অভিজ্ঞ তারা কিছু আকার আকৃতির উপর ভিত্তি করে ট্রেড করেন। সুইং ট্রেড একটি লাভজনক সিস্টেম যা লং টার্মে ট্রেড করা হয় এবং একটি সুইং থেকে অনেক বেশী পরিমানে প্রফিট করা যায়। ইন্ট্রা ডে ট্রেডিং হলো একদিনে যেসব ট্রেড ক্লোজ করা হয় সেটা সুইং ও হতে পারে তবে অল্প সময়ে সুইং রিস্কি এবং খুব ভাল সিগন্যাল পাওয়া কষ্ট তাই যদি সুইং ট্রেড করতেই হয় তাহলে ডে১, এইচ ৪ চার্টে করতে পারেন তবে সিগন্যাল পেতে অনেক দিন লেগে যায় যার জন্য অনেক সময় লাগে এবং লাভ ও অনেক।
Mahidul84
2018-01-01, 08:18 PM
আমার মতে ফরেক্স মার্কেটে সুইং ট্রেড সবার জন্য উপযুক্ত নয় কারণ যারা অভিজ্ঞ না তাদের জন্য তো মোটেও না। শুধুমাত্র তারাই সুইং ট্রেড করতে পারে ফরেক্স মার্কেটে অভিজ্ঞ আকার আকৃতির উপর ভিত্তি করে ট্রেড করতে পারে। যদিও সুইং ট্রেডিং সিস্টেম একটি লাভজনক ব্যবসা যা লং টার্মে ট্রেড করা হয় এবং এটা সবচেয়ে কম ঝুুকিপূর্ণ একটি ব্যবসা। আর ইন্ট্রা ট্রেড একটু জটিল বা ঝুকিপুর্ণ ব্যবসা এটাতে রিক্স বেশি থাকে এবং লসের পরিমাণও বেশি হয়। তাই আমার মতে সুইং ট্রেড ইন্ট্রা ট্রেডের চেয়ে সবচেয়ে বেশি সুবিধা জনক।
maziz6989
2018-01-01, 10:15 PM
এই বস্তুগুলো অনেক ঘাটাঘাটি করেছি। আদতে এগুলো আসলেই অখাদ্য। একজন ট্রেডার মুলত সুযোগ খুজে একটা ট্রেড নেবার। সেটা সুয়িং টু সুয়িং হোক অথবা প্রাইস একশন হোক অথবা ইন্ট্রা ডে হোক। কোন ট্রেডারই তার লসের পজিশন ক্লোজ করে বের হয় না সহজে যতক্ষণ না ফ্রি মার্জিন স্টপ আউট খাবার কাছাকাছি চলে যায়। ভাই, বইয়ে যাই থাক না কেন বাস্তব এর সাথে মিলিয়ে পড়েন কাজে দিবে। ধন্যবাদ।
Mamun13
2018-05-24, 11:21 PM
ইনট্রা-ডে ট্রেডিং হচ্ছে ছোট টাইম ফ্রেম-H4 বা H1 চার্ট গুলোতে স্ক্যালপিং করা বা শর্ট ট্রেড করা৷আর সুইং ট্রেড করতে হয় হায়ার টাইমফ্রেম w1 বা D1 চার্টে৷বিশেষ করে MN,W1বা D1 টাইমফ্রেম গুলোতে ট্রেন্ড এবং সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল গুলো দেখে-বুঝে লং টার্ম ট্রেড করতে হয়৷লং টার্ম ট্রেডে বা সুইং ট্রেডে প্রফিট কম হলেও ট্রেড খুবই নিরাপদ থাকে৷আর ছোট ছোট টাইমফ্রেমে শর্ট ট্রেড করা বা স্ক্যালপিং করা যেমনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ তেমনি থাকে প্রচুর প্রফিট করার সুযোগ৷ইনট্রা-ডে ট্রেডিং বা শর্ট ট্রেড করতে দীর্ঘদিনের পর্যাপ্ত অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন পড়ে৷তাই সবাই ইনট্রা-ডে ট্রেডিং বা স্ক্যালপিং করতে পারেনা৷আর একদম নতুন শিক্ষার্থী ট্রেডারদের জন্য লং টাইমফ্রেম গুলোতে সুইং ট্রেড করা সর্বাধিক নিরাপদ ও লাভজনক৷
fxjaman
2019-02-28, 12:10 AM
হ্যাঁ ভাই আমিও আপনার সাথে একমত। এখানে এই ব্যবসাতে সঠিক অভিজ্ঞতা ছাড়া আসলে কোন কিছু সহজে অর্জন করা সম্ভব নয়। তবে এই মার্কেটে যে যেভাবেই ট্রেড করুক না কেন আমাদের সকলকেই নিজের দক্ষতার পরিচয় দিতে হবে তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারবো।
alamsat
2019-02-28, 11:18 AM
সকল অভিজ্ঞ ট্রেডাররা দুই ধরনের ট্রেডিং পদ্ধতি ব্যবহার করেন। কিছু কিছু ট্রেডার সুয়িং ট্রেড করেন , আবার কিছু কিছু ট্রেডার ইন্ট্রাডে ট্রেড করেন। সুয়িং ট্রেডে রিস্ক কম । কারন এখানে আপনি মার্কেট এর সাথে সাথে গতিশীল হন। কিন্ত ইন্ট্রাডে ট্রেডিং এর ক্ষেত্রে কিছুটা জটিলতা আছে। অনেকে আবার ইন্ট্রাডে ট্রেড করতে গিয়ে অনেক লস করে । তবে আপনি এর যেকোনোটি ব্যবহার করুন না কেন । আপনাকে অবশ্যই অভিজ্ঞ হতে হবে।
সুয়িং ট্রেড করতে হলে অবশ্যয় একটি রেঞ্জিং ট্রেন্ড হলে ভাল হয়। কারন আপনি যদি কোন আপ অথবা ডাউন ট্রেন্ড এ সুয়িং ট্রেড করতে যান তবে অনেক সময় ভুল ট্রেড হয়ে গেলে প্রাইজ আবার নিজের স্থানে ফিরে আসবে না। কিন্তু যদি আপনি একটি রেঞ্জিং ট্রেন্ড এ একটি ভুল ট্রেড করে ফেলেন তাহলে মার্কেট আবার পূর্বের জায়গায় ফিরে আসবে এবং আপনার কোন ট্রেড এ লস হবে না। তাই সুয়িং ট্রেড করতে হলে অবশ্যয় আপনি যে পেয়ারে ট্রেড করবেন সেই পেয়ারটি রেঞ্জিং ট্রেন্ড এ আছে কিনা সেটা দেখে নিতে হবে। তাহলে অবশ্যয় আপনি প্রতিটি ট্রেড এ প্রফিট করতে পারবেন।
Hafizfx
2019-03-01, 05:31 PM
আমাদের একাউন্ট ব্যালেন্স যেহেতু অনেক কম তাই আমাদের সুয়িং ট্রেড করাটা অনেক ভাল । কারন এতে লসের সম্ভাবনা কম থাকে। আর লং টাইম ফ্রেমে ট্রেড করতে হলে অনেক দিন ধরে ট্রেডটি ধরে রাখতে হয় এবং সেজন্য লাগে অনেক অনেক ব্যালেন্স। তাই আমাদের যেহেতু ব্যালেন্স অনেক কম তাই ছোট টাইম ফ্রেমে ছোট ট্রেড করে অল্প লাভ নিয়ে ট্রেড বন্ধ করতে পারলে সেটাই আমাদের জন্য অনেক ভাল। তাই সুইং ট্রেড করে সহজে আমরা মার্কেটে টিকে থাকতে পারব।
Rakib Hashan
2022-06-21, 01:20 PM
সুইং ট্রেডিংকে বিনিয়োগ হিসাবে ভাবেন তবে অনেক ছোট স্কেলে। তুলনা করার কারণটি হ’ল প্রায়শই দিন, সপ্তাহ বা এমনকি কয়েক মাস ধরে অবস্থানের সাথে ব্যবসায়ের পক্ষে সুইং করতে অনেক সময় লাগে । সাধারণত এটির আগেও মার্কেট নিয়ে প্রচুর গবেষণা প্রয়োজন। একটি দীর্ঘ টাইমফ্রেমে মার্কেটে অ্যাক্সেস করা এটিও লক্ষণীয় যে হেজ তহবিল এবং বড় সংস্থাগুলি বিকাশের সম্ভাবনার কারণে বাণিজ্য ঘুরছে। যা সুইং ট্রেডিং কতটা সফল হতে পারে তার প্রমাণ হিসাবে দেখা যায় । প্রকৃতপক্ষে, যখন এই জাতীয় বৃহত সংস্থা কোনও অবস্থান খোলে বা বন্ধ করে দেয়, এটি প্রায়শই বর্তমান মার্কেট এর দামে পরিবর্তন আনতে পারে। আমরা এই সুইং ট্রেডিং ডাকি। পেশাদার সুইং ব্যবসায়ীরা সামান্য লাভ করতে এবং সময়ের সাথে সাথে এগুলি গড়ে তুলতে চাইছেন না, তারা সামগ্রিকভাবে ভাল বাণিজ্য করার দিকে তাকান । এটি ওভারট্রেডিংয়ের ঝুঁকি অপসারণ করে । বেশি সময় । অনেক সুইং ব্যবসায়ী সাধারণত দিনে বা সপ্তাহে বাস্তবে এক থেকে দুই ঘন্টা ব্যয় করে। দিনের বাকি দিনটি নিখরচায়। ঘন ঘন বাজার চেক করার প্রয়োজন নেই । সুইং ব্যবসায়ীরা কেবল দিনে কয়েক বার বা সপ্তাহে দু’বার বাজার চেক করতে পারেন। কম ঝুঁকি । কম পজিশন খোলার অর্থ হ’ল আপনি ঝুঁকি নিয়ে কম উন্মুক্ত।
http://forex-bangla.com/customavatars/1891270876.jpg
ডে ট্রেডিং: পুরো দিনটি ট্রেডিংয়ে ব্যয় করে । এই পদ্ধতি ট্রেডিং এছাড়াও বলা যেতে পারে ইন্ট্রাডে ট্রেডিং এবং বিভিন্ন ধরণের ব্যবহার করতে পারেন কৌশল। তারা সকালে অবস্থানগুলি খুলতে শুরু করে এবং দিনের শেষের দিকে এগুলি বন্ধ করে, একটি উচ্চতর সময় ফ্রেমে বাজারগুলি অ্যাক্সেস করে। এটি করার জন্য তাদের দীর্ঘ সময়, প্রায়শই ঘন্টা সময় ধরে পর্দার সামনে বসতে হবে তবে কখনই আপনি কোনও অস্থিরতা দেখতে পাবেন তা কখনই জানেন না। আপনি এক মিনিটের চেয়ে কিছু বেশি সময় এবং স্ক্রিনটি ছেড়ে যেতে পারতেন যা আপনি ব্যবহার করতে পারেন। টয়লেট ব্যবহার করার মতো ছোট জিনিসগুলি সমস্যা হতে পারে। একটি হতে দিন ব্যবসায়ীর আপনার কাছে পরিবর্তন জীবনধারা প্রয়োজন বার প্রায় কাজ করতে যখন ভরবেগ হয় হতে পারে। এর দুর্দান্ত উদাহরণ হতে পারে লন্ডন-নিউ ইয়র্ক ওভারল্যাপ। এই সময়ে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এবং লন্ডন স্টক এক্সচেঞ্জ সংক্ষিপ্ত সময়ে খোলা ছিল। কিছু সময় অঞ্চলে এটি খুব কঠিন হতে পারে। দিনের ব্যবসায়ীরা শতাংশে নয়, পিপসেও ভাবেন এবং সাধারণত সাড়ে hours ঘন্টা পর্যন্ত অবস্থান ধরে। পেশাদাররা রাতারাতি ঝুঁকি নেই । ট্রেডিংয়ের দিন শেষে , আপনি সমস্ত কিছু বিক্রি করে দিয়েছেন। আপনি চাপ বা উদ্বেগ বোধ না করেই দিনটি শেষ করতে পারেন। আপনি আপনার উপার্জনকে আরও দ্রুত মিশ্রিত করতে পারেন । আপনি আগের দিন যে উপার্জন করেছেন সেটি পরের দিন বৃহত্তর ব্যবসা করতে ব্যবহৃত হতে পারে । কম মূলধন শুরু করতে হবে । সুইং ট্রেডিংয়ের সাথে তুলনা করা । আপনার অর্থ নিয়ন্ত্রণে আরও বেশি অনুভব করুন ।
Starship
2022-06-29, 12:11 AM
ফরেক্স মার্কেটকে সুইং ডেট এবং ইন্টাডে ট্রেড একটি গুরুত্বপূর্ণ ট্রেডিং কৌশল। এই কৌশল অবলম্বন করে অনেকে সফল আবার অনেকে ব্যর্থ হয়েছেন। উভয় কৌশল ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে পর্যাপ্ত কৌশল অবলম্বন করতে হবে এছাড়াও অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে অভিজ্ঞতা ব্যতিত কোনটির কৌশল সঠিকভাবে কার্যকরী করা সম্ভব নয়। যে ট্রেড কৌশল ব্যবহার করে একই সাথে একই পেয়ারে বায় এবং সেল ট্রেড নেওয়া করা যায় সেই সকল ট্রেডিং কৌশল কে সুইং ট্রেডিং বলা হয়। আবার ইন্টাডে ট্রেডিং হলো একই পেয়ারে যেকোনো একটি ট্রেড বাই বা সেল নিতে পারবেন।
habibi
2022-07-03, 02:51 PM
সুইং মানে হচ্ছে দোল খাওয়া। মানে টারজান এর মন কোন রশি ধরে বা গাছের লতা ধরে দোল খেয়ে উপরে নিয়ে উঠা। ফরেক্স সুইং ট্রেডিং হল একটি ট্রেডিং স্ট্রেটেজি যার মাধ্যমে ট্রেডাররা কোন কারেন্সি পেয়ারের প্রাইস সুইং মার্কেট থেকে লাভ করার চেষ্টা করে থাকে। এই ধরনের ট্রেডিং স্ট্রেটেজিতে সাধারণত কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ ধরে ট্রেড ওপেন রাখা হয়।
একটি নির্দিষ্ট মুদ্রা জোড় নিকট ভবিষ্যতে তার প্রাইস উপরে বা নিচে যেতে পারে কিনা তা নির্ধারণ করতে ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল আনাল্যসিস ব্যবহার করে সুইং ট্রেডিং করা হয়। সুইং ট্রেডিং একটি মাঝারি-মেয়াদে ট্রেন্ডের মধ্যে "সুইংগুলি" সনাক্ত করার চেষ্টা করে এবং কেবল তখনই প্রবেশ করে যখন প্রফিট করা সম্ভাবনা থাকে।
উদাহরণস্বরূপ, একটি আপট্রেন্ডে, আপনি "সুইং লো" তে বাই অর্ডার নিতে পারবেন। আপনি "সুইং হাই” তে একটি সেল অর্ডার নিতে পারবেন।
যেহেতু সুইং ট্রেডিং এক দিনের বেশি দীর্ঘস্থায়ী হয়, তাই মার্কেট ভোলাটিলিটি জন্য বড় স্টপ সেট করার প্রয়োজন হয় এবং একজন ফরেক্স ট্রেডারকে অবশ্যই তাদের মানি ম্যানেজমেন্ট পরিকল্পনার সাথে এটি মানিয়ে নিতে হবে।
ডে ট্রেডিং এবং সুইং ট্রেডিংয়ের মধ্যে পার্থক্য কী?
ডে ট্রেডিং হল ট্রেডিংয়ের একটি স্টাইল যেখানে একই সেশনের মধ্যে জোন পজিশন ওপেন এবং ক্লোজ করা হয়ে যায়। অন্যদিকে, সুইং ট্রেডিংয়ে একটি পজিশন কয়েক দিন বা সপ্তাহ পর্যন্ত খোলা থাকতে পারে।
সুইং ট্রেডিংয়ের জন্য কোন টাইম ফ্রেম সেরা?
বেশিরভাগ সুইং ট্রেডাররা এর উল্লেখযোগ্য প্রাইসের ওঠানামা এবং সুইং এর জন্য ডেইলি টাইম ফ্রেম ব্যবহার করে থাকে। তবে, সাপ্তাহিক এবং এমনকি ৪ ঘন্টার টাইম ফ্রেমও ব্যবহার করে থাকে।
samun
2022-07-07, 09:41 AM
ফরেক্স ট্রেড ২ ধরণের হয়: ১। স্ক্যাল্পিং ট্রেড, ২। লং টার্ম ট্রেড। ফরেক্স মার্কেটে সুইং ট্রেড সবার জন্য উপযুক্ত নয় কারণ যারা অভিজ্ঞ না তাদের জন্য তো মোটেও না। শুধুমাত্র তারাই সুইং ট্রেড করতে পারে ফরেক্স মার্কেটে অভিজ্ঞ আকার আকৃতির উপর ভিত্তি করে ট্রেড করতে পারে। যদিও সুইং ট্রেডিং সিস্টেম একটি লাভজনক ব্যবসা যা লং টার্মে ট্রেড করা হয়।
FRK75
2023-12-16, 01:53 PM
ফরেক্স মার্কেটে সুইং ট্রেড সবার জন্য উপযুক্ত নয় কারণ যারা অভিজ্ঞ না তাদের জন্য তো মোটেও না। শুধুমাত্র তারাই সুইং ট্রেড করতে পারে ফরেক্স মার্কেটে অভিজ্ঞ আকার আকৃতির উপর ভিত্তি করে ট্রেড করতে পারে। যদিও সুইং ট্রেডিং সিস্টেম একটি লাভজনক ব্যবসা যা লং টার্মে ট্রেড করা হয় এবং এটা সবচেয়ে কম ঝুুকিপূর্ণ একটি ব্যবসা। আর ইন্ট্রা ট্রেড একটু জটিল বা ঝুকিপুর্ণ ব্যবসা এটাতে রিক্স বেশি থাকে এবং লসের পরিমাণও বেশি হয়। তাই আমার মতে সুইং ট্রেড ইন্ট্রা ট্রেডের চেয়ে সবচেয়ে বেশি সুবিধা জনক।তুলনা করার কারণটি হ’ল প্রায়শই দিন, সপ্তাহ বা এমনকি কয়েক মাস ধরে অবস্থানের সাথে ব্যবসায়ের পক্ষে সুইং করতে অনেক সময় লাগে । সাধারণত এটির আগেও মার্কেট নিয়ে প্রচুর গবেষণা প্রয়োজন। একটি দীর্ঘ টাইমফ্রেমে মার্কেটে অ্যাক্সেস করা এটিও লক্ষণীয় যে হেজ তহবিল এবং বড় সংস্থাগুলি বিকাশের সম্ভাবনার কারণে বাণিজ্য ঘুরছে। যা সুইং ট্রেডিং কতটা সফল হতে পারে তার প্রমাণ হিসাবে দেখা যায় । প্রকৃতপক্ষে, যখন এই জাতীয় বৃহত সংস্থা কোনও অবস্থান খোলে বা বন্ধ করে দেয়, এটি প্রায়শই বর্তমান মার্কেট এর দামে পরিবর্তন আনতে পারে। আমরা এই সুইং ট্রেডিং ডাকি। পেশাদার সুইং ব্যবসায়ীরা সামান্য লাভ করতে এবং সময়ের সাথে সাথে এগুলি গড়ে তুলতে চাইছেন না, তারা সামগ্রিকভাবে ভাল বাণিজ্য করার দিকে তাকান । এটি ওভারট্রেডিংয়ের ঝুঁকি অপসারণ করে । বেশি সময় । অনেক সুইং ব্যবসায়ী সাধারণত দিনে বা সপ্তাহে বাস্তবে এক থেকে দুই ঘন্টা ব্যয় করে। দিনের বাকি দিনটি নিখরচায়। ঘন ঘন বাজার চেক করার প্রয়োজন নেই ।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.