PDA

View Full Version : কিভাবে বুঝবেন আপনার ব্রোকার ভালো কি না।



01797733223
2018-01-03, 10:57 PM
একটি ব্রোকারের তিনটি গুন থাকলে তাকে ভালো ব্রোকার বলা যায় ।
১। কম স্প্রেড
২। দ্রুত পেমেন্ট সিস্টেম
৩। সহজ সাপোর্ট সিস্টেম
এই তিনটি যদি কোনো ব্রোকারে থাকে , তাহলে আপনি অনুমান করতে পারেন যে , আপনার ব্রোকারটি আশা করা যায় , ভালো।

maziz6989
2018-01-04, 08:53 AM
সবই ঠিক আছে কিন্তু স্প্রেড এর বিষয়টি ছাড়া।এমন অনেক ব্রোকার আছে মার্কেট এ যাদের স্প্রেড ০.৫ পিপ কিন্তু তারা আসলেই স্ক্যাম যদি কখনও ডিপোজিট করেন তবেই বুঝবেন। আর পেমেন্ট এর বিষয় গুলো যা বললেন তা হল কোন ব্রোকারের কিছু টাইম থাকে যখন তারা সব পেমেন্ট রিকোয়েস্ট প্রসেস করে। তাই বলে একটু ডিলে হয়ে গেলে আপনি যে কোন ব্রোকারকে খারাপ বলতে পারেন না।

Grimm
2018-01-21, 11:55 PM
এটা আসলে কোন ব্রোকারে দীর্ঘদিন কাজ না করলে বুঝা সম্ভব নয়। তারপরও কিছু কিছু বিষয় আছে যেগেুলো দেখলে বুঝা যায় যে সে ব্রোকার ভাল নাকি খারাপ। তবে আমার মতে কম স্প্রেড থাকা মানে কিন্তু ভাল ব্রোকার নয়। আপনি দেখতে পাবেন অনেক ব্রোকার আছে যা কম স্প্রেড দিয়ে আকর্ষণ ধরায় পরে বিনিয়োগ করলে দেখা যায় সে ব্রোকার ভাল নয়। আমার মতে যে ব্রোকার ভাল সেবা দিতে পারবে সে ব্রোকারটি ভাল আর সেদিক থেকে বিবেচনা করলে দেখা যায় ইন্সটাফরেক্স ব্রোকারটি অনেক ভাল। এদের সেবা অন্যদের থেকে অনেক ভাল তাছাড়া এদের অনেক সার্ভার রয়েছে যেটার মাধ্যমে তারা ভাল সেবা দিতে পারে।

Montu Zaman
2020-06-22, 05:43 PM
প্রায় ব্রোকারের ২ টাইপের একাউন্ট থাকে। যথা-১/ রিয়েল ইসিএন একাউন্ট।২/ মার্কেট মেকার একাউন্ট।ইসিএন এ ব্রোকারের কিছু করার থাকে না। সেটা সরাসরি লিকুইডিটি প্রোভাইডারের আন্ডারে চলে যায় বা ট্রেড সরাসরি ইন্টারনাশনাল মার্কেটে চলে যায়। এমন কি সোয়াপ ফ্রি হবে না স্প্রেড বাড়াতে কমাতে পারবে না।আর মার্কেট মেকারে আপনি যেমন চাইবেন ব্রোকার তেমনই দিবে। সোয়াপ ফ্রি বা ইসলামিক একাউন্ট চাইলে তাই দিবে। স্প্রেড না চাইলে স্প্রেড ফ্রি একাউন্ট দিবে। ব্রোকার চাইলে স্প্রেড বাড়িয়ে sl hunter করবে। চাইলে আপনার বিপক্ষে ট্রেড নিবে।

Mahmud1984fx
2020-06-30, 09:50 AM
কোন ব্রোকার বিশ্বস্ত কিনা - যা বলে তা করে কিনা ? পেমেন্ট সিস্টেম দ্রুত কিনা ? সাপোর্ট সিস্টেম প্রয়োজন , চাহিদা ও সময়ানুযায়ী কিনা ? স্প্রেড তুলনামূলক কম কিনা ? ভেরিফাই সিস্টেম সহজতর কিনা ? এই প্রশ্নোত্তরগুলো যদি পজেটিভ হয় তাহলে বুঝতে হবে উক্ত ব্রোকার ভাল। কারণ ভাল ব্রোকার না হলে ফরেক্স ট্রেডিং করে মজা যেমন পাওয়া যায় না তেমনি নিশ্চিন্তও হওয়া যায় না। এজন্য ট্রেড করার জন্য ভাল ব্রোকার হওয়া খুবই জরুরী।

SHARIFfx
2020-06-30, 10:16 AM
জি, ভালো প্রশ্ন। প্রথমেই আমাদের কে ব্রোকার রেগুলেডেট কি না তা যাচাই বাছাই করে নিতে হবে। এর পরে সেক লাইসেন্স আছে কি না বা নিজ দেশের সরকার অনুমদিত কিনা সেটা পরিক্ষা করে নিতে হবে। ওয়াল্ড রেনক এ কত নাম্বার সেটা জানতে হবে। উত্তলন বেবস্থা কেমন সেটা পুরাতন মেম্বারদের থেকে জানতে হবে। ইউটিউব বা অন্য সাইডে যাচাই বাছাই করতে হবে এটা স্কাম ব্রোকার কি না।

BDFOREX TRADER
2020-07-02, 02:53 PM
কোন ব্রোকার বিশ্বস্ত কিনা - যা বলে তা করে কিনা ? পেমেন্ট সিস্টেম দ্রুত কিনা ? সাপোর্ট সিস্টেম প্রয়োজন , চাহিদা ও সময়ানুযায়ী কিনা ? স্প্রেড তুলনামূলক কম কিনা ? ভেরিফাই সিস্টেম সহজতর কিনা ? এই প্রশ্নোত্তরগুলো যদি পজেটিভ হয় তাহলে বুঝতে হবে উক্ত ব্রোকার ভাল। কারণ ভাল ব্রোকার না হলে ফরেক্স ট্রেডিং করে মজা যেমন পাওয়া যায় না তেমনি নিশ্চিন্তও হওয়া যায় না। এজন্য ট্রেড করার জন্য ভাল ব্রোকার হওয়া খুবই জরুরী।

আপনি একটা বেনামী রেগুলেশন বিহীন ব্রোকারে ১০০-১০০০$ দিয়ে ট্রেড করেন ব্রোকার আপনার একাউন্টে থুথু ও ফেলব না। কিন্তু সেই ব্রোকারে আপনি ১ মিলিয়ন ডলার ইনভেস্ট করেন দেখবেন ব্রোকার কি চীজ।*অনুরূপ আপনি ১০০-১০০০$ দিয়ে ফরেক্স করেন এটা বাংলাদেশ সরকার ও জানে কিন্তু কিছু বলবেনা আবার আপনার একাউন্টে ১ মিলিয়ন ডলার আছে সেটার প্রমান বা লিংক দেন এর পর দিনি মানি লন্ডারিংয়ের মামলা খাইবেন।

Shole33
2020-07-11, 12:06 AM
কিভাবে বুঝবেন আপনার ব্রোকার ভালো কি না।:writer:
এটা আসলে কোন ব্রোকারে দীর্ঘদিন কাজ না করলে বুঝা সম্ভব নয়। তারপরও কিছু কিছু বিষয় আছে যেগেুলো দেখলে বুঝা যায় যে সে ব্রোকার ভাল নাকি খারাপ। তবে আমার মতে কম স্প্রেড থাকা মানে কিন্তু ভাল ব্রোকার নয়। আপনি দেখতে পাবেন অনেক ব্রোকার আছে যা কম স্প্রেড দিয়ে আকর্ষণ ধরায় পরে বিনিয়োগ করলে দেখা যায় সে ব্রোকার ভাল নয়। আমার মতে যে ব্রোকার ভাল সেবা দিতে পারবে সে ব্রোকারটি ভাল আর সেদিক থেকে বিবেচনা করলে দেখা যায় ইন্সটাফরেক্স ব্রোকারটি অনেক ভাল। এদের সেবা অন্যদের থেকে অনেক ভাল তাছাড়া এদের অনেক সার্ভার রয়েছে যেটার মাধ্যমে তারা ভাল সেবা দিতে পারে।