View Full Version : নিউজ ট্রেডিং এর বাস্তবতা।
01797733223
2018-01-03, 11:01 PM
বিশ্বে অনেক ব্যক্তি আছে , যারা সম্পূর্ণ রুপে নিউজ ট্রেডিং এর উপরে নির্ভর করে । কিন্তু একটি বিষয় মনে রাখবেন যে, নিউজ ট্রেড করে আজ পর্যন্ত কেউ সফল ট্রেডার হতে পারে নি। হয়তো ৫-৭ টি ট্রেড প্রফিট করেছে। কিন্তু আজ অবধি কেউ বলতে পারবে না যে আমি নিউজ ট্রেড করে সফল। এর কারন বুঝতে আপনার কমপক্ষে ৩ বছর সময় লাগবে। হয়তো এখন আমার কথা বিশ্বাস হবে না । কিন্তু যখন বিশ্বাস হবে, তখন শুধু হাসবেন আর চিন্তা করবেন যে আপনি কতোটা বোকা ছিলেন।
maziz6989
2018-01-04, 08:50 AM
অনেক আগে কোন এক ট্রেডারের একটা উক্তি পড়েছিলাম নিউজ এর সম্পর্কে। তিনি বলেছিলেন - ”এসব অখাদ্য হল শুধুমাত্র ট্রেডার সেন্টিমেন্ট মূভ করার হাতিয়ার। এগুলোর কোন ভ্যালূ নেই।”
এখন মনে হয় তার কথা পুরোপুরি সঠিক না হলেও একেবারে আজাইরা ছিল না। বড় নিউজের সময় ট্রেড না করাই সঠিক ট্রেডিং সিদ্ধান্ত।
Mahidul84
2018-01-04, 06:42 PM
আসলে আমি মনে করি নিউজ এর সময় কোন ট্রেডার যেন মার্কেটে তার ট্রেডিং কার্য পরিচালনা না করেন। কেননা নিউজের সময় মার্কেট খুব বেশি মুভমেন্ট করে থাকে তখন মার্কেট অবস্থান বুঝা খুবই কঠিন হয়ে পড়ে। তবে মার্কেট সম্পর্কে যারা দক্ষ ও অভিজ্ঞ এবং মার্কেটের নিউজগুলো সঠিকভাবে বুঝতে পারে শুধুমাত্র তাদের জন্য নিউজ টাইমে ট্রেডিং গ্রহণযোগ্য। কিন্তু যারা সঠিকভাবে এখনো মার্কেটে দক্ষ হয়ে উঠতে পারেনি তারা যেন নিউজ টাইমে ট্রেড না করেন। মোট কথায় নিউজ টাইমে ট্রেড করাটা লাভের চেয়ে ক্ষতিটাই বেশি সম্ভাবনা হওয়ার থাকে।
Grimm
2018-01-27, 11:31 PM
আমার জানামতে যারা অনেক অভিজ্ঞ তারাই একমাত্র খবরের উপর ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করতে পারেন। কিন্তু বর্তমানে অনভিজ্ঞ ট্রেডাররাও খবরের সময় ট্রেড করতে পছন্দ করেন, কারণ খবর এর সময় ট্রেড করলে অল্প সময়ের মধ্যেই ভাল মুনাফা করা যায়। কিন্তু প্রায় ট্রেডাররা একসময় ক্ষতির মুখ দেখতে পান। কারণ খবরের সময় ট্রেড করা এতটা সহজ নয়। আমিও অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু আমি তা পারি নাই। কারণ খবর দিযে আমি ভাল বাজার বিশ্লেষণ করেতে পারি না।
Mamun13
2018-04-22, 09:36 PM
ফরেক্স মার্কেটে কোনো ট্রেডারই শুধুমাত্র নিউজ ট্রেড করতেই এখানে আসেন না৷এখানে যদি আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে নিয়মিত ট্রেড করে যেতে হবে৷এর মাঝে মাঝে নিউজ ট্রেড গুলো স্বাভাবিক ভাবেই চলে আসবে৷আলাদাভাবে নিউজ ট্রেড করার জন্য তেমন কোনোও যুক্তিকতা এখানে নাই৷আপনি যদি ফরেক্স মার্কেটে নিয়মিত ট্রেডার হউন তাহলে নিউজ ট্রেড আপনার নলেজে অত্যন্ত স্বাভাবিকভাবেই চলে আসবে৷এছাড়াও সেশন অনুযায়ী ট্রেড,মার্কেট সেন্টিমেন্ট,ফান্ডামেন্টাল এনালাইসিস সহ অন্যান্য সকল বিষয়গুলো সহজেই আয়ত্তে চলে আসবে৷তখন নিউজ ট্রেডের জন্য আলাদা কোনোও চিন্তাভাবনা,অপেক্ষা বা টেনশন ইত্যাদি করার প্রয়োজন পড়বে না৷তাই নিউজ ট্রেডিং এর বিষয়ে তেমন কোনোও ভয় পাওয়ার কিছু নাই৷আবার বেশি প্রফিটের লোভে অত্যুৎসাহীও হওয়ার প্রয়োজন নাই৷
uzzal05
2018-06-04, 08:52 AM
আমি নিইজ ট্রেড এর একদম পক্ষে না। কারন নিউজ কি আসবে কেউ বলতে পারে না। আর অন্ধভাবে ট্রেড নেওয়ার আমি প্রয়োজন মনে করি না। আর অন্ধভাবে ট্রেড নিলে একাউনট এ কোনদিন ব্যালেন্স বাড়বে না। সুতরাং নিউজ এর খবর রাখতে পারেন। কিন্তু নিউজ ট্রেড করবেন না।
souravkumarhazra6763
2018-06-21, 10:20 AM
ফরেক্স মার্কেট এর বেশি মুভমেন্ট হয় নিউজ এর উপর,তাই আমি মনে করি নিউজ এর টাইম আমাদের মার্কেট এ এন্ট্রি না নেওয়া বুদ্ধিমান এর কাজ,বড় বড় নিউজ এর মুভমেন্ট কোন দিক হবে তা আমরা কেউ জানিনা,আমি ও অনেক লস এর শিখার হয়েছি নিউজ ট্রেডিং এর জন্য তাই আমি মনে করি নিউজ ট্রেড থেকে বিরত থাকাই উওম।
riponinsta
2018-06-26, 11:03 AM
আপনার কথা পুরু পুরি ঠিক না কারন আমি নিজে ফরেক্স মার্কেট এ ২ টা ট্রেডিং সিস্টেম দিয়ে ট্রেড করি একটা নরমান আর একটা নিউজ ট্রেডিং সিস্টেম এ ট্রেড করি আমি যে নিউজ ট্রেডিং সিস্টেম এ ট্রেড করি সেইটা মানে নিউজ ট্রেডিং করে আমি লাভ করছি বেশি আমার নিউজ ট্রেড করার জন্য আলাদা অ্যাকাউন্ট আচ্ছে সেই ট্রেডিং সিস্টেম এ আমি শুধু নিউজ ট্রেড করি সেই অ্যাকাউন্ট সব সময় লাভ এ থাকে আর আমি সব নিউজ এ নিউজ ট্রেড করি না আমার লিস্ট এ যে নিউজ গুল আছে সেই নিউজ গুলতে নিউজ ট্রেড করি
বিশ্বে অনেক ব্যক্তি আছে , যারা সম্পূর্ণ রুপে নিউজ ট্রেডিং এর উপরে নির্ভর করে । কিন্তু একটি বিষয় মনে রাখবেন যে, নিউজ ট্রেড করে আজ পর্যন্ত কেউ সফল ট্রেডার হতে পারে নি। হয়তো ৫-৭ টি ট্রেড প্রফিট করেছে। কিন্তু আজ অবধি কেউ বলতে পারবে না যে আমি নিউজ ট্রেড করে সফল। এর কারন বুঝতে আপনার কমপক্ষে ৩ বছর সময় লাগবে। হয়তো এখন আমার কথা বিশ্বাস হবে না । কিন্তু যখন বিশ্বাস হবে, তখন শুধু হাসবেন আর চিন্তা করবেন যে আপনি কতোটা বোকা ছিলেন।
expkhaled
2018-06-26, 11:29 AM
আসলে নিউজ গুলো হঠাত মার্কেট থেকে ভাল পরিমানে এমাউন্ট তুলে নেওয়ার জন্য করা হয় এটা সাধারণত সেন্ট্রাল ব্যাংকের কাজ যা আমরা অনেক সাধারণ ট্রেডার বুঝতে পারি না। নিউজ এর সেন্টিমেন্ট বোঝার জন্য যারা সময় নিয়ে চেষ্টা করেন তারা ঠিকই লাভ বের করেন। তবে শুধু মাত্র নিউজ এর উপর ট্রেড করলে আমার মনে হয় খুব ভাল ফলাফল পাওয়া যায় না। আর একটি ব্যপার অনেক সময় দেখা যায় নিউজ ছাড়াও মার্কেট এর অনেক গতি থাকে তাহলে সেগুলো কি? তার মানে মার্কেট উত্থান-পতন সবসময় আছেই। তবে নিউজ গুলো থেকে বিশেষ শ্রেনীর ট্রেডার গন লাভবান হন।
rafiuqlislam
2018-06-26, 12:04 PM
ফরেক্সে প্রকৃত ট্রেডার হতে চাইলে নিউজ ট্রেডিং এর পাশাপাশি ব্যাক্তিগত বিশ্লেষন থাকতে হবে।শুধুমাত্র নিউজ দেখে ট্রেড করা বোকামি ছাড়া আর কিছু নয়।আপনি নিউজ ট্রেডিং করলে সাময়িক ভাল ফল পেতে পারেন তবে সেটা আপনার সফলতার পথ নয়।
iloveyou
2018-09-25, 06:00 PM
হ্যা ভাই আপনি একেবারেই বাস্তব একটা কথা বলেছেন। কারন এখানে এমনও অনেক ট্রেডার আছেন যারা শুধুমাত্র নিউজ ট্রেডিং এর উপর পুরোপুরি নির্ভরশীল এবং এটাকেই তারা লাইফ-টাইম হিসেবে ধরে রাখতে আগ্রহী। কিন্তু তাঁরা এটা জানেনা যে, এটা আসলে পারফেক্ট কোন পদ্ধতি নয়, কারন যে কোনো সময়ে এ পদ্ধতিতে ইনসিডেন্ট ঘটতে পারে। আপনাকে ইনসিকিউরিটির মধ্যে থেকে ট্রেড করতে হবে সারাজীবন, এবং এটা স্থায়ী ও টেকসই কোন সমাধান নয়।
fardin
2018-10-18, 11:08 PM
ফরেক্সে প্রকৃত ট্রেডার হতে চাইলে নিউজ ট্রেডিং এর পাশাপাশি ব্যাক্তিগত বিশ্লেষন থাকতে হবে।শুধুমাত্র নিউজ দেখে ট্রেড করা বোকামি ছাড়া আর কিছু নয়।আপনি নিউজ ট্রেডিং করলে সাময়িক ভাল ফল পেতে পারেন তবে সেটা আপনার সফলতার পথ নয়।
uzzal05
2018-10-19, 07:39 AM
আসলে যে যত যাই বলুক না কেন ফরেক্স এ নিউজ এর দিকে খেয়াল না রাখলে বড় ধরনের লস হওয়ার সম্ভাবনা আছে। আমি দেখিছি মার্কেট বড় ধরনের মুভমেন্ট বা লং টার্ম মুভের জন্য নিউজই একমাত্র দায়ী। তাই সকলের উচিত নিউজ এর দিকে লক্ষ্য রাখা।
Mahidul84
2018-10-19, 06:35 PM
আসলে যে যত যাই বলুক না কেন ফরেক্স এ নিউজ এর দিকে খেয়াল না রাখলে বড় ধরনের লস হওয়ার সম্ভাবনা আছে। আমি দেখিছি মার্কেট বড় ধরনের মুভমেন্ট বা লং টার্ম মুভের জন্য নিউজই একমাত্র দায়ী। তাই সকলের উচিত নিউজ এর দিকে লক্ষ্য রাখা।
হ্যা ভাই আমি আপনার কথার সাথে একমত কেননা ফরেক্স এমন একটি মার্কেট এখানে কোন ট্রেডার নিউজ সম্পর্কে না জেনে না বুঝে ট্রেড করতে আসে তাহলে তার জন্য ট্রেড করাটা খুবই বিপদজনক হতে পারে। কারণ ফরেক্স মার্কেটটি মূলত নিউজ এর উপর নির্ভর করে মার্কেট মুভমেন্ট করে থাকে। আর এজন্য আমি মনে করি নতুন ট্রেডাররা সব সময় এই মার্কেটে লং টাইমের কথা চিন্তা করে যেন তারা প্রতিটি ট্রেড ওপেন করেন। কেননা মার্কেট কখন কোন দিকে যায় সেটা বলা খুবই মুশকিল। তবে আমি নতুন ট্রেডারদের বলতে চাই যখন আপনি কোন ট্রেড ওপেন করবেন তখন অবশ্যই উক্ত পেয়ারে বর্তমান এবং অতীতে এর মুভমেন্ট সম্পর্কে জেনে ট্রেড ওপেন করবেন। কেননা অনেক সময় দীর্ঘমেয়াদী মুভমেন্টও ট্রেডারের জন্য বিপদজনক হতে পারে।
kashed
2018-10-19, 08:11 PM
এমন অনেক ট্রেডার আছে যাহারা নিউজ ছাড়ায় ফরেক্সে ট্রড করেন, আগে নিউজ দেখে ট্রেড করতাম ভাল প্রফিটও পেয়েছি এবং ভাল লস ও খেয়েছি আমি মনে করি নিজেই দক্ষ হওয়া ফরেক্সে খুবিই জরুরি, এজন্য ডেমো দিয়ে আগে ফরেক্সে ট্রেড করুন চেষ্টা আসলে যেকোন বিষয় ভাল ফল পাওয়া যায়।
abcdilip
2019-09-19, 08:38 AM
নিউজ ট্রেড এর ভাল ও খারাপ দুটই দিক আছে। আমার জানামতে যারা অনেক অভিজ্ঞ তারাই একমাত্র খবরের উপর ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করতে পারেন। কিন্তু বর্তমানে অনভিজ্ঞ ট্রেডাররাও খবরের সময় ট্রেড করতে পছন্দ করেন, কারণ খবর এর সময় ট্রেড করলে অল্প সময়ের মধ্যেই ভাল মুনাফা করা যায়। কিন্তু প্রায় ট্রেডাররা একসময় ক্ষতির মুখ দেখতে পান। কারণ খবরের সময় ট্রেড করা এতটা সহজ নয়। আমিও অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু আমি তা পারি নাই। কারণ খবর দিযে আমি ভাল বাজার বিশ্লেষণ করেতে পারি না।
Hredy
2020-02-21, 06:22 PM
আসলে আমি মনে করি নিউজ এর সময় কোন ট্রেডার যেন মার্কেটে তার ট্রেডিং কার্য পরিচালনা না করেন। কেননা নিউজের সময় মার্কেট খুব বেশি মুভমেন্ট করে থাকে তখন মার্কেট অবস্থান বুঝা খুবই কঠিন হয়ে পড়ে। তবে মার্কেট সম্পর্কে যারা দক্ষ ও অভিজ্ঞ এবং মার্কেটের নিউজগুলো সঠিকভাবে বুঝতে পারে শুধুমাত্র তাদের জন্য নিউজ টাইমে ট্রেডিং গ্রহণযোগ্য। কিন্তু যারা সঠিকভাবে এখনো মার্কেটে দক্ষ হয়ে উঠতে পারেনি তারা যেন নিউজ টাইমে ট্রেড না করেন। মোট কথায় নিউজ টাইমে ট্রেড করাটা লাভের চেয়ে ক্ষতিটাই বেশি সম্ভাবনা হওয়ার থাকে।
PK_SHIKDER
2020-02-21, 07:04 PM
ফরেক্স মার্কেটে নিউজ ট্রেডিং এর গুরুত্ব অপরিসীম । তবে সেটা যথাযথ ভাবে পরিচালনা করার যোগ্যতা থাকতে হবে । নিউজ সম্পর্কে ভালো ধারনা না থাকলে নিউজ ট্রেডিং এর কোনো মূল্য নাই । তাই আমাদের উচিত নিউজ ট্রেডিং সম্পর্কে খারাপ উক্তি না করে তার বিচার বিশ্লেষণ করা এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করা,,,, ধন্যবাদ ।
Mas26
2020-02-21, 07:19 PM
অনেক আগে কোন এক ট্রেডারের একটা উক্তি পড়েছিলাম নিউজ এর সম্পর্কে। তিনি বলেছিলেন - ”এসব অখাদ্য হল শুধুমাত্র ট্রেডার সেন্টিমেন্ট মূভ করার হাতিয়ার। এগুলোর কোন ভ্যালূ নেই।”
এখন মনে হয় তার কথা পুরোপুরি সঠিক না হলেও একেবারে আজাইরা ছিল না। বড় নিউজের সময় ট্রেড না করাই সঠিক ট্রেডিং সিদ্ধান্ত।
saraa
2020-02-21, 07:29 PM
ইয়াশ ফরেক্স ট্রেডিং বিজনেস আমি মনে করি ফরেক্স মার্কেটে অভিজ্ঞতার খুব গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিসটি আপনার এয়ারটেল 1 এর সেরা অফারগুলি ঘন্টা সময়ের সমান এবং আপনি এবং আপনাকে বাজার সম্পর্কে মাখনের অভিযোগ আরও ভালভাবে শিখতে হবে তবে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য দক্ষতার জ্ঞান অর্জন করবেন এবং আপনার জন্মের বাজারের জায়গাটি আরও ভালভাবে শিখতে হবে যা সাফল্যের মূল চাবিকাঠি এবং আপনি সর্বদা পুনঃটুইট করেন
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.