PDA

View Full Version : ডিজিটাল অ্যানালাইসিস।



01797733223
2018-01-05, 10:17 PM
বর্তমানে এমন অনেক ভূয়া সাইট বের হয়েছে যারা আপনাকে মিথ্যা প্রতিশ্রুতি দিবে গড়ে প্রতিদিন ১০০ পিপস্ প্রদান করার। সাবধান..! এই সব ফক্করবাজি থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। একটি বিষয় সর্বদা মনে রাখবেন যে, যদি কেউ প্রতিদিন ১০০ পিপস্ করে পায়। তাহলে তার কি আর কোনো উপার্জনের দরকার আছে..? তাহলে কেন সে তার সিস্টেম বিক্রি করে। আপনি হলে কি করতেন..? নিজেকে প্রশ্ন করুন।

Mamun13
2018-05-19, 08:57 AM
100% বাস্তব সত্য কথা বলছেন৷এই কথাগুলো আপনারা সবাই অবশ্যই স্মরণ রাখবেন৷ফরেক্স মার্কেটে যারা একদম নতুন আসছেন তারা মনে করেন বিভিন্ন বিকল্প পদ্ধতিতে এই মার্কেট থেকে আয় রোজগার করা সম্ভব৷তাই তারা সবসময়ই শর্টকাট উপায় খুঁজে বেড়ান৷এজন্যই তারা বিভিন্ন ভুয়া ট্রেডারদের দ্বারা প্ররোচিত/প্রভাবিত হয়ে থাকেন,তাদেরকে বিভিন্ন ধরনের লোভ দেখানো হয়ে থাকে৷আমাকেও এই ধরনের লোভ দেখানো হয়েছে অনেকবার৷আমিও অনেকগুলো সাইট পেয়েছি এবং অনেক ভূয়া ট্রেডারও পেয়েছি যারা প্রতি মাসে 1000 পিপস দেওয়ার চটকদার বিজ্ঞাপন দিয়ে থাকে৷আসলে তারা নিজেরাই লুজার ট্রেডার৷তারা তাদের নিজেদের শুন্য হয়ে যাওয়া ট্রেডিং একাউন্টগুলোর balance পরিপূর্ণ করার উদ্দেশ্যেই আমাদের মতো বিভিন্ন নতুন শিক্ষার্থী ট্রেডারদের কে বিনিয়োগ করার উদ্দেশ্যে প্ররোচিত করে থাকেন৷আপনারা সবাই এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন এবং যথাসম্ভব স্মরণ রাখবেন ফরেক্স মার্কেটে প্রতিষ্ঠিত হতে হলে নিজেকেই যোগ্য করে গড়ে তুলতে হবে৷এর কোন বিকল্প নাই৷

expkhaled
2018-05-19, 12:25 PM
বর্তমানে ফরেক্স কে ঘিরে অনেক ভূয়া ব্যবসায়ী দেখা যায় অনলাইনের বিভিন্ন সাইটে। আমরা যারা নবাগত এবং মার্কেট এ নতুন এসেছি তাদের এই ধরনের বিজ্ঞাপনের ব্যপারে সাবধান হতে হবে। কারণ একটি কথা বুঝতে হবে যদি প্রতিদিন এত লাভ ঐ ট্রেডারের হয় তাহলে তার কি কষ্ট করে অনলাইনে বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন আছে? তাই সঠিক পন্থায় ভালভাবে ফরেক্স স্টাডি করে দীর্ঘদিন মার্কেট কে অবলোকন করে নিজেই নিজের স্ট্রেটেজি দার করান তাতে আপনি সফল হতে পারবেন। ফরেক্স এ সফলতার জন্য নিজের ব্রেইন ব্যবহার করতে হবে।

uzzal05
2018-05-23, 09:53 PM
অনেক ট্রেডার আছেন যারা দুই একদিন প্রফিট করে তারা সিগ্নাল সার্ভিস খুলে থাকে। সিগ্নাল সার্ভিস খুলে তারা বড় এমাউন্ট উল্লেখ করে। আসলে এনালাইসিস না শিখতে পারলে এসব সিগ্নাল দিয়ে আজীবন প্রফিট করা যাবে না। নিজে যা বুঝি তা দিয়েই ট্রেড করা উত্তম।

hasem79
2018-05-23, 10:19 PM
আপনার টাইটেল এর সাথে ভেতরের লেখা কিছুই মিলল না। যাই হোক আপনি বুঝাতে চাইছেন যে কেউ যদি আপনাকে আজাইরা ভাবে প্রফিট দিতে চায় তবে দূরে থাকেন। আমি এক সময় একটা সোসাল মিডিয়া গ্রুপ এ কিছু দিন ছিলাম। মনে হল অনেক বড় প্যারা ছাড়া আর কিছুই না।

Ronaldray
2023-05-29, 03:59 PM
ডিজিটাল বিশ্লেষণে ডেটা মাইনিং, ভিজ্যুয়ালাইজেশন এবং পরিসংখ্যান বিশ্লেষণের মতো কৌশলগুলি ব্যবহার করে ডিজিটাল ডেটা বিশ্লেষণ করা জড়িত। এটি ট্রেডিংগুলিকে অনলাইন চ্যানেলগুলি থেকে অন্তর্দৃষ্টি পেতে, বিপণন কৌশলগুলি অপ্টিমাইজ করতে, কর্মক্ষমতা ট্র্যাক করতে এবং ডেটা-চালিত সিদ্ধান্ত নিতে সাহায্য করে৷ ডিজিটাল ডেটা ব্যবহার করে, সংস্থাগুলি গ্রাহকদের অভিজ্ঞতা বাড়াতে পারে এবং বৃদ্ধি চালাতে পারে।

Ajifakhan18
2024-11-22, 10:44 PM
ডিজিটাল অ্যানালাইসিস হল তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং ব্যাখ্যার একটি প্রক্রিয়া যা ডিজিটাল ডেটার উপর ভিত্তি করে করা হয়। এটি সাধারণত ব্যবসায়িক ডেটা, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম বা ডিভাইসের কার্যক্রম বিশ্লেষণে ব্যবহৃত হয়। এর মাধ্যমে ব্যবহারকারীর আচরণ, বাজার প্রবণতা এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি হয়। ডিজিটাল অ্যানালাইসিসে বিভিন্ন টুলস যেমন Google Analytics, Power BI, এবং Tableau ব্যবহৃত হয়। এটি বিপণন, বিক্রয় বৃদ্ধি, এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক উপাত্ত বিশ্লেষণ প্রতিষ্ঠানের সাফল্যের মূল চাবিকাঠি।