Log in

View Full Version : ফরেক্স মার্কেটে এ লস করার প্রধান কারন গুলú



creativeifx
2018-01-07, 09:44 PM
এক্সপার্ট ট্রেডাররা দয়া করে সবার মতামত শেয়ার করবেন। লস এর প্রধান কারন গুলু এবং কিভাবে এর সল্যুশন।

expkhaled
2018-01-08, 12:04 PM
ফরেক্স মার্কেট নতুনদের জন্য ১০০ভাগ রিস্কি মার্কেট। এখানে ব্যবসা করতে হলে আপনার ধৈর্য্য এবং অভিজ্ঞতার সংমিশ্রন হতে হবে। আমরা অনেক সময় অধৈর্য্য হয়ে যাই যার কারনে আমরা ট্রেড করি উল্টাপাল্টা যখন তখন। যারকারনে আমাদের লস হয়ে থাকে। আবার লোভ করে এই ফরেক্স মার্কেট এ ট্রেড করতে শুরু করি যা কিনা আমাদের জন্য হয়ে যায় ভয়াবহ। সঠিক জ্ঞানের অভাব যার কারনে ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমরা আমরা টিকতে পারিনা। সুতরাং ধৈর্য সহকারে সঠিক জ্ঞান আহরন করতে হবে তাহলে ফরেক্স ব্যবসায় আমরা ভাল কিছু করতে পারবো।

Mahidul84
2018-01-08, 06:37 PM
ফরেক্স মার্কেটে যে সব কারণে বেশির ভাগ ট্রেডাররা লস করে সেগুলো নিম্নে কয়েকটি কারণ উল্লেখ্য করা হল:
১। মার্কেট সম্পর্কে না জেনে না বুঝে ট্রেড করার ফলে
২। অতিরিক্ত লোভে ট্রেড করা
৩। মানি ম্যনেজমেন্ট না মেনে ট্রেড করা।
৪। ওভার ট্রেডিং করা
৫। ধৈর্য্য হারা হয়ে ট্রেড করা
৬। নিয়মিত ডেমো অনুশীলন না করায়
৭। টেকনিক্যাল, ফান্ডামেন্টাল ও সেন্টিমেন্টাল এনালাইসিস সম্পর্কে দক্ষতা অর্জন না করে ট্রেডে এন্ট্রি হওয়ার ফলে
উপরোক্ত কারণগুলোর জন্য বেশির ভাগ ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে থাকে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের কারণ সেগুলো সম্পর্কে ফরেক্স মার্কেটে ডেমো অনুশীলনের মাধ্যমে খুব সহজেই ধরা সম্ভব।

Mamun13
2018-01-15, 10:20 PM
ফরেক্স মার্কেটে নতুন এসেই আমরা নিয়মিত প্রফিট পাওয়ার জন্য উন্মাদ হয়ে পড়ি৷আর শুরুতে কিছু ভূল বশত যদি প্রফিট হয়েই যায় তাহলে তো আর কথাই নাই-আমাকে ঠেকায় কে ? আমি সব পেয়ে গেছি,আমার আর কিছুই জানার দরকার নাই আর বুঝারও দরকার নাই...এতোদিন পরে ডলারের ক্ষেত পাইছি রে ভাই-বলেই খরগোশের মতো দিলাম ৩ মিটার উচুঁতে এক লাফ...ফরেক্সে এটাই প্রধান ও মূল লসের কারন৷সলুশান হলো কচ্ছপের কাছে৷আসুন সবাই দেখি কচ্ছপ কী ভাবে জয়ী হলো...?

iloveyou
2018-02-20, 08:04 PM
ভাই এখানে যদি আপনি ধৈর্য্যহীন হয়ে ওভার ট্রেডিং করেন, এরপর যদি সঠিক ভাবে মানি ম্যানেজ ম্যান্ট ফলো না করেন, অথবা ডেমো অনুশীলনে যদি কোন ঘাটতি থেকে থাকে। এছাড়াও এখানে লস করার আরও বিভিন্ন কারন রয়েছে যেমন, মনে করেন আপনার নিজস্ব সেরকম কোন ট্রেডিং স্ট্রাটিজি না থাকে তাহলে, এরপর নিজের ইমোশোন কে যদি কন্ট্রোল করতে না পারেন অথবা মার্কেটের সাইকোলোজি না বোঝার কারনে। ইত্যাদি ।

samun
2021-07-28, 04:25 PM
ফরেক্স মার্কেটে লস্কর এর সব থেকে বড় কারণ হল অনভিজ্ঞতা এছাড়াও ফরেক্স মার্কেটে আরো কয়েকটি কারণ রয়েছে তার ভিতরে অতি লোভে অপারেট করা মার্কেট এনালাইসিস করতে না পারা মানি ম্যানেজমেন্ট এর উপর লক্ষ্য রাখা এমন অসংখ্য কারণ রয়েছে যে সকল কারণে ফরেক্স মার্কেটে ট্রেড করলে ঝুঁকি থাকে এছাড়াও সঠিকভাবে লিভারেজ নির্বাচন না করায় প্রত্যেকের উচিত অবশ্যই বিষয়গুলো খেয়াল করে ট্রেড করা

Starship
2021-07-28, 11:32 PM
প্রত্যেক ফরেক্স ট্রেডার চাই নিজের ব্যালেন্স কে যথাযথ টিকিয়ে রেখে ট্রেড করার জন্য। তারপরও আমরা ট্রেড করে লস করে থাকি। ফরেক্স মার্কেট এ লস করার জন্য আমরা কাছে যে সকল কারণে বেশি তাই মনে হয় তা নিম্নে আলোচনা করা হল- ফরেক্সে পরিপূর্ণ ট্রেডিং অভিজ্ঞতা অর্জন না করায় লসের মূল কারণ। অনুমানের উপর ট্রেড করা। মানি ম্যানেজমেন্ট ফলো না করে সবচাইতে বেশি কারণ হলো অতিরিক্ত লটে ট্রেড করা। অপরের সিগন্যাল এর ওপর নির্ভরশীল হওয়া। মার্কেট এনালাইসিস সম্পর্কে জ্ঞান অর্জন করা। মূলত উক্ত কারণ সমূহের জন্য আমরা বেশি ট্রেড করে লস করে থাকি।

md mehedi hasan
2021-07-29, 06:02 AM
ফরেক্স মার্কেটে লসের প্রধান কারণ হলো তিনটি।প্রথম কারন হলো ফরেক্স মার্কেটে দক্ষতার অভাব।দ্বিতীয় কারণ হলো লোভ ও তৃতীয় কারন হল ধৈর্যহীনতা।মূলত এই তিনটি কারনে ফরেক্স মার্কেটে বেশি ভাগ ট্রেডার লস করে।ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জ্ঞান নেই।তবুও রিয়েল একাউন্ট এ ট্রেড করছে আর লস করছে।আবার অনেকে ট্রেডার ফরেক্স মার্কেটে আছে যারা মোটামুটি ফরেক্স মার্কেট থেকে আয় করার ক্ষমতা আছে কিন্তু লোভ ও ধৈর্য্য হীনতা বারবারই তাদের কে লসের দিকে ঠেলে দিচ্ছে।

EmonFX
2021-07-29, 09:31 AM
এক্সপার্ট ট্রেডাররা দয়া করে সবার মতামত শেয়ার করবেন। লস এর প্রধান কারন গুলু এবং কিভাবে এর সল্যুশন।

অনেক গুলো কারনে ট্রেডাররা ফরেক্স মার্কেটে লস করে থাকেন। এর জন্য ট্রেডার নিজেই দায়ী। ফরেক্স মার্কেটে ট্রেড করতে এসে শুরুতে আমরা অনেকেই ব্যালেন্স জিরো করে ফেলি। ব্যালেন্স জিরো করার অনেক ধরনের কারণ রয়েছে। লস করে ব্যালেন্স জিরো করার কতিপয় কারণ নিম্নে উল্লেখ করা হলো।-
১। ফরেক্স মার্কেটে ব্যালেন্স জিরো করার first and foremost কারণ হলো অতিরিক্ত লোভ করা।
২। ব্যালেন্স জিরো করার অন্যতম কারণ হলো অধৈর্যতা। বেশিরভাগ ট্রেডার ফরেক্স মার্কেট থেকে ঝরে যায় শুধুমাত্র অথচ তার কারণে।
৩। ট্রেনিং এর সময় স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার না করাও ব্যালেন্স জিরো করার আরেকটি কারণ।
৪। সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করা।
৫। মার্কেট এনালাইসিস এবং সাপোর্ট রেসিস্টেন্স নির্ণয় না করেই মনগড়াভাবে ট্রেড নেয়া ব্যালেন্স জিরো হওয়ার কারণ।
এসব বিষয়গুলো এড়িয়ে সঠিক পন্থায় ট্রেড করতে পারলে মূলধন রক্ষা করে ট্রেড করা সম্ভব, অন্যথায় বারবার লস কর ব্যালেন্স জিরো করার সমূহ সম্ভাবনা থাকে।