Log in

View Full Version : আপনার লসের কারণ কি?



maziz6989
2018-01-07, 10:18 PM
আপনি কি লসের ট্রেড ক্যারি করেন? প্রফিটের ট্রেড খুব দ্রুতই ক্লোজ করে বের হয়ে গিয়ে ভাবেন- ভুল করলাম নাতো! সঠিক সময়ে সঠিক এন্ট্রি না নিয়ে রং পজিশনে এন্ট্রি নিয়ে ভাবেন হয়ত বা ফিরবে বা ফিরতেই হবে বা না ফিরে যাবে কোথায়?
যদি উপরে উল্লেখিত কারণ সমুহ আপনার থাকে তবে একটু কঠোর পরিশ্রম করে বের হয়ে আসুন নতুবা আপনারও কপালে শনি আছে। বার বার একাউন্ট জিরো করবেন আবারও শুরু করবেন। আবারও জিরো আবারও শুরু। এভাবে চলতেই থাকবে।

expkhaled
2018-01-08, 10:54 AM
লসের কারণ গুলো অত্যান্ত সুন্দরভাবে বুঝিয়েছেন। আমারও মাঝে মাঝে এরকম হয় যে একটা ট্রেড ভাল লাভ হয়েছে, আমি আরও বেশী লাভের জন্য আরও অপেক্ষা করতে গিয়ে দেখি যখন মার্কেট পড়তে থাকে তখন ট্রেডটি কম লাভে ক্লোজ করে দিই। আবার দেখি অনেক সময় মনে হচ্ছে ট্রেন্ড পরিবর্তন হবে এবং আমি তখন একটা ট্রেড অপেন করি যা কিনা ট্রেন্ড এর বিপরীত তখন ট্রেন্ড পরিবর্তন না হয়ে সেটা আবার পূর্বের এর দিকেই যায়, এবং আমার লস হয়ে যায়। এরকম আরও অনেক সমস্যা আছে যেগুলোর কারনে সাধারণত লস হয়ে থাকে।

Mahidul84
2018-01-08, 06:49 PM
ভাই আপনার কথাগুলো আমার সবচেয়ে বেশি ভাল লাগছে কারণ আমারও এই ধরনের অবস্থা অনেক তৈরি হয়। আমার ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে আরও একটু বেশি লাভের আশায় যখন আমি মার্কেটে আমার ওপেনকৃত ট্রেডটি রেখে দেই পরক্ষণে দেখা গেছে সেই ট্রেডটি আমাকে এক সময় লসে ক্লোজ করতে হয়ছে। তাই আমি সকল ট্রেডারকে বলতে চাই এই ধরনের চিন্তা না করে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন অল্প প্রফিট হলে সেটাতেই সন্তোষ্ট থাকা ভাল বেশি লোভ কখনও আপনাকে ভাল কিছু দিতে পারে না বরং ক্ষতিই এনে দিতে পারে। তাই যখন অল্প প্রফিট হবে তখনই ট্রেড ক্লোজ করে দেওয়া উচিত।

maziz6989
2018-01-08, 10:11 PM
ভাই আপনার কথাগুলো আমার সবচেয়ে বেশি ভাল লাগছে কারণ আমারও এই ধরনের অবস্থা অনেক তৈরি হয়। আমার ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে আরও একটু বেশি লাভের আশায় যখন আমি মার্কেটে আমার ওপেনকৃত ট্রেডটি রেখে দেই পরক্ষণে দেখা গেছে সেই ট্রেডটি আমাকে এক সময় লসে ক্লোজ করতে হয়ছে। তাই আমি সকল ট্রেডারকে বলতে চাই এই ধরনের চিন্তা না করে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন অল্প প্রফিট হলে সেটাতেই সন্তোষ্ট থাকা ভাল বেশি লোভ কখনও আপনাকে ভাল কিছু দিতে পারে না বরং ক্ষতিই এনে দিতে পারে। তাই যখন অল্প প্রফিট হবে তখনই ট্রেড ক্লোজ করে দেওয়া উচিত।

আপনার সমস্যার খুব সুন্দর একটা সমাধান আছে। তা হল যখনই আপনার ট্রেড একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যাবে তখনই আপনি ব্রেক ইভেন পয়েন্ট এ বা কিছু প্রফিট বুক করে স্টপলস সেট করে দেবেন। কেননা লাভ না হোক প্রফিট ট্রেড থেকে লস না হওয়াই উত্তম নয় কি। আমার কাছে মনে হয় এটাই সব থেকে উত্তম সিস্টেম। বাকিটা আপনার ইচ্ছ।

Mahidul84
2018-01-09, 07:28 PM
আপনার সমস্যার খুব সুন্দর একটা সমাধান আছে। তা হল যখনই আপনার ট্রেড একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যাবে তখনই আপনি ব্রেক ইভেন পয়েন্ট এ বা কিছু প্রফিট বুক করে স্টপলস সেট করে দেবেন। কেননা লাভ না হোক প্রফিট ট্রেড থেকে লস না হওয়াই উত্তম নয় কি। আমার কাছে মনে হয় এটাই সব থেকে উত্তম সিস্টেম। বাকিটা আপনার ইচ্ছ।

ভাই আপনার কথাগুলো আমার বেশ ভাল লেগেছে কিন্তু ঐ সমস্যাগুলো আমি একসময় ফেস করতাম কিন্তু আমি এখন আপনার কথা অনুযায়ী ২/১ মাস যাবত এভাবে ট্রেড করতাছি। আর এভাবে ট্রেড করে আমি বেশ লাভ জনক সফলতা অর্জন করতে পারেছি। আর এটা আমি মনে করি প্রত্যেক ট্রেডারের স্পট লস এবং টেক প্রফিট দিয়ে ট্রেড করা উচিত। কারণ লস ঠেকানোর একমাত্র সঠিক এবং সর্ববহৎ সুন্দর একটি পথ। আশা করি এভাবে যেন প্রত্যেক ট্রেডার ফরেক্স মার্কেটে ট্রেডে এন্ট্রি নেন। ধন্যবাদ

01797733223
2018-01-10, 07:18 PM
ভাই এখানে একজন ট্রেডারের লসের বিভিন্ন কারন রয়েছে এবং এর মধ্যে অন্যতম হল মানুষ তার লোভকে এখানে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় বলে। এরপর যদি কোন ব্যক্তি সেন্টিমেন্টালভাবে অজথা ট্রেড নিয়ে থাকে তাহলে। এরপর আসা যাক মার্কেটের উপর যদি তার দক্ষতা ও অভিজ্ঞতা কম থাকে আর তিনি যদি নতুন কোন ট্রেডর হন তাহলে। তারপর মনে করেন কেউ যদি ধৈর্যহারা হয়ে পড়েন, সুতরাং এগুলোই হল একজন ট্রেডারের লসের কারন।

Grimm
2018-01-10, 11:41 PM
বর্তমানে আমার ক্ষতির প্রধান কারণ হলো আমার লোভ। আমি খুব অল্প সময়ে অনেক বিশ উপার্জন করতে চাই যার ফলে প্রতিনিয়ত আমাকে ক্ষতির সম্মুখীন হতে হয়। আমি যদি আমার লোভ নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আশা করি আমার বেশি একটা ক্ষতি হবে না, তাই বর্তমানে আমি আমার লোভ কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতাছি, আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমি আমার লোভ কে নিয়ন্ত্রণ করতে পারবো।

Mahidul84
2018-01-11, 06:54 PM
আমার বিশ্বাস প্রত্যেক ট্রেডারের ক্ষতির প্রধান কারণ হচ্ছে লোভ। কারণ বেশির ভাগ ট্রেডার ফরেক্স মার্কেটে এসে লোভে পড়ে বেশি উপার্জন করতে চাই, যার ফলে প্রতিনিয়ত ট্রেডারকে ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই আমি বলব আপনি যদি সঠিকভাবে আপনার লোভকে নিয়ন্ত্রণ করে পারেন তাহলে আপনি অবশ্যই ক্ষতির হতে অনেক বেশি রক্ষা পাবেন। তাই আমিও চেষ্টা করছি লোভকে নিয়ন্ত্রণ করার, আশা করি আমি খুব দ্রুত আমার লোভকে নিয়ন্ত্রণ রেখে ফরেক্স মার্কেটে সফলতা বয়ে আসতে পারবে।

Mamun13
2018-05-15, 09:46 PM
আজিজ ভাই,আপনার উল্লেখিত লসের কারণগুলো আমার এবং আমাদের অনেকেরই হয়ে থাকে,এগুলো অস্বাভাবিক কিছু নয়৷যেহেতু আমরা রক্ত মাংসে গড়া মানুষ তাই আমাদের ভিতর এই ধরনের ভুলত্রুটি,আফসোস,চিন্তাভাবনা থাকবেই৷এটাই স্বাভাবিক আমরা সবাই চাই সব সময়ই সর্বাধিক profit অর্জন করতে অথচ তা কখনই সম্ভব হয় না৷আমরা সবাই চাই ফরেক্স মার্কেট থেকে প্রচুর পরিমাণ প্রফিট করতে এবং তা নিয়মিত অর্জন করতে চাই৷কারন আমরা সবাই খুব দ্রুত ধনী হতে চাই৷আর যখন দেখি ফরেক্স মার্কেটে পর্যাপ্ত প্রফিটের সম্ভাবনা রয়েছে তখন ভেতরে অতিরিক্ত লোভ চাঙ্গা হয়ে ওঠে৷তখনই এই ধরনের অপ্রত্যাশিত profit অর্জন করতে চাই৷আসলে আমাদেরকে ভাবতে হবে আমরা কতটুকু প্রফিট করার জন্য কাজ করছি৷আমাদের যোগ্যতা কতটুকু অর্জন হয়েছে৷তাই ফরেক্স মার্কেটে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ট্রেডিং কলা কৌশল গুলো দীর্ঘদিন যাবৎ শিখতে হবে এবং সেগুলো নিয়মিত প্রয়োগ করে করে পর্যাপ্ত অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে৷তাহলে আশা করি আমরা সবাই এই ধরনের লসের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে সক্ষম হবো৷

uzzal05
2018-05-25, 07:21 AM
ফরেক্স এ প্রফিট্যাবল না হওয়ার সবচেয়ে বড় কারন হচ্ছে লাভের ট্রেড দ্রুত ক্লোজ এর লসের ট্রেড লস না হওয়া পর্যন্ত ধরে রাখা। একারনে একাউন্ট এ শুধূ লস বাড়ে কিন্তু কোন লাভ বাড়ে না। ফরেক্স ট্রেড যখন লাভ হবে তখন কাংখিত টার্গেট পূরন না হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত।

edottc
2019-03-27, 01:22 PM
আমি ফরেক্সে প্রথম যখন ট্রেড করি তখন আমার লস হয় ।এখন আমি লাভে আছি ।আমার লসের কারন হল আমি তখন ফরেক্স ভাল বুঝতাম না ।বা ফরেক্স সম্পর্কে আমার তেমন জ্ঞান ছিল না । আর আমি বেশি লাভের আসায় একউন্ট অনুযায়ী অতিরিক্ত ট্রেড করি ।ফলে আমার লস হয় ।

SHARIFfx
2019-03-27, 01:56 PM
আসলে লসের মুল কারন হচ্ছে অদক্ষতা। এখানে আপনাকে মার্কেট ট্রেন্ড বুজতে হবে আর দক্ষ বাবে এনালাইসিস করতে হবে। আপনার প্রয়োজন প্রতি ট্রেডে গুরুত্ব দেওয়া আর টিপি স্টোপ লস এই সব বিষয়ে খেয়াল রাখা। ডিপোজিট অনুজায়ী ভলিউম ব্যবহার করা। আবার নিউজ প্রকাশ হবার পরে ট্রেড নেওয়া।

SAGOR_HALDER944
2019-03-27, 03:44 PM
ফরেক্সে লস করার অনেকগুলি কারণ রয়েছে।একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমি সবসময় ভুল করি ভালো করে মার্কেট এনালাইসিস করতে।অনেক সময় মার্কেট ভুল এনালাইসিস করে ট্রেড করে থাকি।ফলে লসের সম্মুখীন হয়।এছাড়াও মাঝে মাঝে সঠিক এন্ট্রি পয়েন্ট খুঁজে বের করতে ব্যর্থ হই।যার ফলে আমার ট্রেড গুলো অনেক দিন লসে থাকে।অন্য একটি ভুল হল মাঝে মাঝে ডাউনট্রেন্ডে বাই ওপেন করি এবং আপট্রেন্ডে সেল ওপেন করি।

bdunity
2019-03-27, 03:53 PM
ফরেক্সে আপনার লসের কারন হিসেবে আমি আপনার অনভিজ্ঞতাটাকেই দায়ী করবো। কারন যে কোন ব্যাবসাই অভিজ্ঞতার সাথে সম্পর্ক । আর ফরেক্স যেহেতু অনলাইন ভিত্তিক ব্যাবসা তাই এখানে যথাযথ ট্রেনং যথাযথ জ্ঞ্যান অভিজ্ঞতা ছাড়া যদি আপনি ট্রেড করেন তাহলে লস হওয়াটিাই সাবাভিক । ফরেক্স এ সফলতা করতে হলে অবস্যই ফরেক্সের সম্পর্কে বিষাদ জ্ঞান রাখতে হবে এবং ট্রেডের নিয়ম মেনে ট্রেড করতে হবে তাহলে হয়তো লসের হাত থেকে বাচতে পারবে।

SUROZ Islam
2019-03-27, 06:03 PM
২০১০ সাল থেকে মার্কেটে আছি তাই সাধারণত যে কারনে ফরেক্স ট্রেডিংয়ে আমার লস হয় বলে মনে হয় সেগুলো হল, আমি কম ইনভেস্ট করেও বেশি বেশি প্রফিট করার ইচ্ছা করি, তাই কোন রং ট্রেডে আমার তেমন ধৈর্য্য থাকে না এবং অতিরিক্ত ঝুকি নিয়ে ট্রেডটি ক্লোজ করি না। যদিও আমি একসাথে অনেকগুলো কারেন্সি নিয়ে ট্রেড করি এবং প্রতিটি কারেন্সীতে একই আবেগ নিয়ে কাজ করি।

DILIPDKS19571952
2019-03-27, 06:51 PM
ফরেক্স ব্যবসায় লাভ লস দুই থাকে, তবে আমার মতে ট্রেনিং এর সময় সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করা উচিত। ফরেক্স মার্কেটে নির্দিষ্ট মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ফলো না করে এবং ভালোভাবে মার্কেট এনালাইসিস না করে ট্রেড করি এই সকল কারণে বেশিরভাগ ক্ষেত্রে ট্রেডে লস করা হয়।

NasirMollah739
2019-03-27, 07:00 PM
আমি নতুন মেম্বার হয় ফরেক্স ট্রেডিংয়ে এখনো পর্যন্ত রিয়েল ট্রেড করতে পারিনি।কিন্তু আমি বর্তমানে ডেমো ট্রেডিংয়ে অংশগ্রহণ করে নিজের ট্রেডিং স্ট্রাটেজি ও দক্ষতা অর্জনের চেষ্টা করে যাচ্ছি। যতবারই ডেমো ট্রেডিংয়ে আমি লস এর সম্মুখীন হয়েছি ততোবারই আমি কোন না কোনভাবে আবেগপ্রবণ হয়ে কোন প্রকার পারিপার্শ্বিক দিক বিবেচনা না করে এনালাইসিস ছাড়াই বা কোন প্রকার পরিকল্পনা ছাড়াই ট্রেড করেছি। এজন্য এই দিক গুলিকেই আমি আমার লস এর মূল কারণ হিসেবে বিবেচনা করি।

Ronesh186
2019-03-28, 11:30 AM
ফরেক্সে ট্রেড করার কিছু নিয়ম আছে। আপনি যখন এই নিয়মগুলি না মেনে ট্রেড করবেন তখন আপনার লসে থাকার সম্ভবনা বেশি থাকবে। যেমন ট্রেড করার পূর্বে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করা প্রয়োজন এবং এনালাইসিস অনুযায়ী সঠিক সময়ে ট্রেড ধরাটা খুবই জরুরী। কিন্তু আপনি যদি সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে না যদি ভূল সময়ে ট্রেড ধরেন তাহলে আপনার দীর্ঘদিন ধরে লসে থাকার সম্ভবনা থেকে যায়। অন্যদিকে ম্যানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করাটা খুবই জরুরী। যখন আপনি ম্যানি ম্যানেজমেন্ট না মেনে অতিরিক্ত ট্রেড করবেন এতে মার্কেট অতিরিক্ত লসে চলে গেলে আপনার ব্যালেন্স শূন্য হয়েও যেতে পারে।
কিছু ব্যাক্তি আছে তারা বেশি লাভের আশায় অতিরিক্ত ট্রেড করে, তাদের লসে থাকার সম্ভবনা বেশি।

bdunity
2019-03-28, 12:11 PM
ফরেক্স হলো একটি আন্তর্জাতিক অনলাইন বিসনেস যা বিশ্বের সবথেকে বড় অর্থ বাজার।এখানে লসের বিভিন্ন কারণ আছে যেমন ফরেক্স মার্কেটে ট্রেড এর বিপরিতে ট্রেড করা।মার্কেট এনালাইসিস না করে ফরেক্স এ ট্রেড করা লোভে পড়ে ফরেক্স এ ট্রেড করা ধৈর্য্য ধারণ না করা।

FXBD
2019-03-28, 12:26 PM
আপনি যথেষ্ট শিক্ষিত,প্রযুক্তি ্ঞানসম্পন্ন ও স্মার্ট হবার পরও দিন শেষে আপনার হাতে লোটা ছাড়া কিচ্ছু থাকে না! এর ওর কাছে ধার দেনা করে ফরেক্সে ব্যবসা করতে এসে এখন আপনার এমন হাহাকার অবস্থা! কতজনের কত বুদ্ধি, পরামর্শ শুনেছেন, তা মানার চেষ্ঠাও করেছেন, কিন্ত ফলাফল ঐ একই। শুধুই লস আর লস! কত স্ট্রাটেজী যে পাল্টিয়েছেন, কত অনলাইন কোর্সও যে কিনেছেন, সব শেষে আপনার হাতে ঐ লোটাই রয়েছে শুধু!! আসলে কিন্ত রহস্য কি?
ফরেক্স মার্কেটের আপ ও ডাউনে যাবার টোটাল রেশিও ৫৫%-৪৫% , এটি খুব বেশি হলে ৬০%-৪০% হতে পারে। অর্থাৎ আপনি যেই স্ট্রাটেজীই ফলো করেন না কেন, আপনার প্রফিট বা লস করার হার সর্বোচ্চ ৬০%-৪০% এর মাঝেই থাকবে।
তাহলে প্রশ্ন এসে যায়, এতো লুজার কিভাবে তৈরি হল? কেন ৯৫% লস করেই চলেছে? এর উত্তর খুব সহজ। তারা কেউ নির্দিষ্ট কোন স্ট্রাটেজীর উপরে স্থির থাকতে পারেনি। আজ এর বুদ্ধি, কাল ওর বুদ্ধির পেছনেই দৌড়েছে শুধু!
যেকোন একটি স্ট্রাটেজীর উপর নির্দিষ্ট একটি পেয়ারে টানা ১০০ টি ট্রেড ওপেন করুন ডেমোতে। তাতে ১ বা ৩ মাস লাগুক সমস্যা নেই। ধৈর্য ধরে ব্যাকটেস্টও করে নিন। এরপর সেই স্ট্রাটেজীর প্রফিটের হার জানতে পারবেন।
মুড়ি মাখাওয়ালা কিন্ত মুড়ি বনাম টাকার পেয়ারে ব্যবসা করে, মাছওয়ালাও মাছ বনাম টাকার পেয়ারে ব্যবসা করে, আপনিও তেমনি যে কোন একটি পেয়ার বেছে নিন।
মাখাওয়ালা যেমন ৪-৫০০০ টাকা ইনভেস্টে ৫ টাকার মাখা দেয়, অর্থাৎ তার মানি ম্যানেজমেন্ট খুব স্ট্রং। এখন ৫ টাকার মাখা কোন কারনে নষ্ট হয়ে গেলেও সে অনায়াসে তা রিকভার করে নিতে পারবে পরের সেল হতে। ফরেক্সেও এই মানি ম্যানেজমেন্ট ফলো করতে শিখুন। ৫% এর বেশি রিস্ক নেবেনই না কখনোই।
মনে রাখবেন একটা বিজনেস সিস্টেম দিয়ে যেমন একসাথে মুড়ি ও মাছ বিক্রি করতে পারবেন না, একইভাবে ফরেক্সেও সেইম স্ট্রাটেজী দিয়ে একই সাথে কয়েকটি পেয়ারে লাভ করাও অনেক কষ্টসাধ্য!
আর তাই আজ ৯৫% লুজার!!
ধন্যবাদ সবাইকে, সকলের শুভ কামনা

KF84
2019-08-04, 11:07 PM
আমার অধিকাংশ ট্রেডগুলো লস হয় প্রধানত দুটি কারনে । প্রথমত ট্রেড করার পূর্বে আমি সব ধরনের এনালাইসিস করি না বরং ইনডিকেটরের উপর বেশিই নির্ভরশীল বলা যেতে পারে ।দ্বিতীয়ত আমার যখন পরপর দুয়েকটি ট্রেড লাভ হয় তখন আমি নিজের প্রতি অতি মাত্রায় আত্মবিশ্বাসী হয়ে যাই এবং নিজের মনকে তখন ট্রেড করা থেকে বিরত না রেখে অনুমান করেই ট্রেড ওপেন করে ফেলি এবং লস করি । এই লস আমার মনে অনেক প্রভাব ফেলে এবং বিপর্যস্ত হয়ে পরি । অর্থাৎ মাঝে মাঝে লস মেনে নিতে পারিনা সহজে কিন্তু একটি পজিটিভ দিক হল আমি অধিকাংশ সময় লং টার্ম ট্রেড করি এবং স্টপ লস , টেক প্রফিট ব্যবহার করি ।

AMIRSHIKDER976
2019-08-05, 12:18 AM
ফরেক্স ট্রেড করতে গেলে লসের অনেক কারণ থাকে এর মধ্যে বেশির ভাগ ক্ষেত্রেই লস হয়ে থাকে লোভের জন্য। ট্রেডাররা বিভিন্ন কারণে কেউ উপযুক্ত সময় ট্রেড করতে পারে না কেউ বা। অনেকে আবার মূলধন তুলনায় অতিরিক্ত ট্রেড ধরে ফেলে সে ক্ষেত্রে লসের সম্ভাবনা থাকে আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। ট্রেড ধরার সাথে সাথেই মার্কেট নিচে নামতে শুরু করেছে তখন লস হতে হতে একটা পর্যায়ে ব্যালেন্স হিরো হওয়ার দিকে চলে গেছে যদিও ব্যালেন্স জিরো হয়নি।

Hridoy6763
2019-08-05, 09:31 AM
আমার লস এর কারণ হয়ছে আমি নিজেই,আমি নিজেই আমার ব্যালেন্স জীরো করে ফেলি,তার কারণ হয়ছে আমি কখনো স্টপ লস ইউজ করি না আমার এন্ট্রি তে,ফলে আমি বড় বড় লস এর স্বীকার হয়ে থাকি,তাই আমার মত ভুল আপনারা করবেন না,স্টপ লস অবশ্যই ইউজ করবেন।

souravkumarhazra6763
2019-08-05, 12:06 PM
আমার লস এর অনেক কারণ আছে,আমি সাধারণত ম্যানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে ট্রেড করি,ব্যালেন্স এর তুলনায় বড় বড় লট ইউজ করে এন্ট্রি নিয়,তাছাড়া এন্ট্রি তে স্টপ লস ইউজ করিনা ফলে আমি এই বিজিনেস থেকে অনেক লস করে থাকি,তাই আপনার আমার মত ভুল করবেন না।

samun
2019-08-05, 03:25 PM
আমার লসের প্রধান কারণ হলো লোভ। অতি লোভ থেকে আমার লস হয়েছে। মার্কেট এনালাইসিস না করে মার্কেট নিজের অনুকুলে মনে করে একাধিক ট্রেড এবং বড় লট ব্যবহার করে আজ আমি ক্ষতিগ্রস্থ হয়েছি।একই সাথে ধৈর্য হারা হয়ে অবেগের বশবর্তী হয়ে অনেক বেশি লস করেছি।

ARIFULISLAM1996
2019-08-05, 09:35 PM
যে কোন ব্যবসায় লাভ লোকসান থাকবেই। লোকসান ছাড়া ব্যবসা কল্পনা করা যায় না।কিছু কিছু লস আমাদের নিজের ভুলের জন্য হয়ে থাকে এবং কিছু কিছু লস সাধারণভাবে হয়ে থাকে। আর ফরেক্স ব্যবসা খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্যবসা এটা সব সময় মাথায় রাখতে হবে। কেননা এটা একটি বৈদেশিক মুদ্রার বাজার। আমরা জানি যে বৈদেশিক মুদ্রার মান খুবই পরিবর্তনশীল। তাই আমরা যখন ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ট্রেড ওপেন করি তখনই লস এর দিকে যাই। আর ফরেক্স মার্কেট থেকে ট্রেডারদের ছিটকে পড়ার অন্যতম একটি কারণ হচ্ছে ধৈর্যশীলতার অভাব।ফরেক্স মার্কেটে সবাই টিকে থাকতে পারে না।ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে নিজেকে একজন ধৈর্যশীল ট্রেডার হিসেবে গড়ে তোলা অত্যাবশ্যক।আমরা যখন লস এর মুখে পড়ি তখন সেই লসকে পুষিয়ে নেওয়ার জন্য যখন ঝুঁকি নিয়ে অধিক লটে ট্রেড করি তখনই আমাদের ব্যালেন্স জিরো হয়ে যায়। তাই আমাদের উচিত লসের সময়গুলো মাথা ঠান্ডা রেখে সামনে এগিয়ে যাওয়া। নিজের মন থেকে লোভ মুছে ফেলা এবং আত্মবিশ্বাসী করে নিজেকে গড়ে তোলা। ফরেক্স অত্যন্ত লাভজনক একটি ব্যবসা যদি এটি আপনি সম্পূর্ণ আপনার নিজের আয়ত্তে নিতে পারেন।সাধারণত নতুন ট্রেডাররা বেশি আবেগপ্রবণ হয়ে অধিক লাভের আশায় ঝুঁকি নিয়ে ট্রেড করেন এবং ফরেক্স থেকে খুব দ্রুতই ব্যর্থ হয়ে যান। আর তখনই তারা ফরেক্স সম্পর্কে নেগেটিভ ধারণা দেয়। কাজেই লস হলে সেই লসের কারণ গুলো শুধরে নিয়ে পরবর্তীতে ট্রেড করা উচিত।মনে রাখবেন ফরেক্স এ আপনি যতই ভুল করবেন ততবেশি শিখতে পারবেন।আর মানুষ মাত্রই ভুল হবেই।

Md.shohag
2020-12-15, 06:09 AM
ভাই এখানে একজন ট্রেডারের লসের বিভিন্ন কারন রয়েছে এবং এর মধ্যে অন্যতম হল মানুষ তার লোভকে এখানে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় বলে। এরপর যদি কোন ব্যক্তি সেন্টিমেন্টালভাব অজথা ট্রেড নিয়ে থাকে তাহলে। এরপর আসা যাক মার্কেটের উপর যদি তার দক্ষতা ও অভিজ্ঞতা কম থাকে আর তিনি যদি নতুন কোন ট্রেডর হন তাহলে। তারপর মনে করেন কেউ যদি ধৈর্যহারা হয়ে পড়েন, সুতরাং এগুলোই হল একজন ট্রেডারের লসের কারন।

amirkabir
2020-12-15, 09:11 AM
যেকোন ব্যবসায় লাভ লস আছে এবং এজন্য লস মেনে নিয়েই ব্যবসার পরিকল্পনা করতে হয়। ফরেস্কে লস একটি খুবই সাধারণ ব্যাপার, তবে বেশি লস কখনই কাম্য নয় এবং আমরা যদি লসকে জয় করতে পারি তাহলে অবশ্যই আমরা একদিন ভাল ট্রেডার হতে পারব।লস যদি আমরা জয় করতে পারি তাহলে ফরেস্কও জয় করতে পারব।ফরেস্ক কে আমরা সাধারণ কোনও ব্যবসা মনে করলে হবে না।ফরেস্ককে সবসময় একটি ভাল ব্যবসা মনে করতে হবে, এটাকে লটারির মতো মনে করে ট্রেড করলে হবে না, বেশি বেশি ট্রেড করলে লস হয়, ট্রেন্ডের বিপরীতে ট্রেড করলেও লসে পড়তে হয়।হাই লটেও ট্রেড করা উচিত নয়, এতে রিস্ক ওনেক বেরে যায়।

Sid
2020-12-15, 09:36 AM
বর্তমানে আমার ক্ষতির প্রধান কারণ হলো আমার লোভ। আমি খুব অল্প সময়ে অনেক বিশ উপার্জন করতে চাই যার ফলে প্রতিনিয়ত আমাকে ক্ষতির সম্মুখীন হতে হয়। আমি যদি আমার লোভ নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আশা করি আমার বেশি একটা ক্ষতি হবে না, তাই বর্তমানে আমি আমার লোভ কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতাছি, আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমি আমার লোভ কে নিয়ন্ত্রণ করতে পারবো।

sss21
2020-12-17, 05:37 PM
ফরেক্স ব্যবসায় লাভ লস দুই থাকে, তবে আমার মতে ট্রেনিং এর সময় সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করা উচিত। ফরেক্স মার্কেটে নির্দিষ্ট মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ফলো না করে এবং ভালোভাবে মার্কেট এনালাইসিস না করে ট্রেড করি এই সকল কারণে বেশিরভাগ ক্ষেত্রে ট্রেডে লস করা হয়।

Happy1212
2020-12-17, 06:04 PM
ভাইবোন, আমি আপনার কথাটি সবচেয়ে বেশি পছন্দ করি সেই কারণে যে আমার অতিরিক্ত এই ধরণের পরিস্থিতিতে রয়েছে। আমার পরিস্থিতিটির জন্য, সাধারণত যখন আমি কিছুটা বেশি উপকারের প্রত্যাশায় আমার খোলা এক্সচেঞ্জ বাজার ছেড়ে চলে যাই তখন দেখা গেছে যে একবারে আমার এই এক্সচেঞ্জটি বন্ধ করা দরকার। সুতরাং আমি সমস্ত ডিলারদের কাছে বলতে চাই, এইভাবে ভাবেন না এবং কোনও ভাইরাসের মাথাতে ভাবেন না। আপনি যদি কিছুটা সুবিধা পান তবে আপনি এতে খুশি হওয়াই স্মার্ট। সুতরাং যখন সামান্য সুবিধা থাকে তখনই এক্সচেঞ্জ বন্ধ করা উচিত।

FRK75
2021-01-21, 10:30 AM
অধিকাংশ ট্রেডগুলো লস হয় প্রধানত দুটি কারনে । প্রথমত ট্রেড করার পূর্বে আমি সব ধরনের এনালাইসিস করি না বরং ইনডিকেটরের উপর বেশিই নির্ভরশীল বলা যেতে পারে ।দ্বিতীয়ত আমার যখন পরপর দুয়েকটি ট্রেড লাভ হয় তখন আমি নিজের প্রতি অতি মাত্রায় আত্মবিশ্বাসী হয়ে যাই এবং নিজের মনকে তখন ট্রেড করা থেকে বিরত না রেখে অনুমান করেই ট্রেড ওপেন করে ফেলি এবং লস করি ।

EmonFX
2021-01-21, 11:32 AM
ফরেক্স মার্কেটে লস করার সবথেকে বড় কারণ হলো অতিরিক্ত লোভ এবং অধৈর্যতা। অতিরিক্ত লোভ থাকলে কখনোই ফরেক্স মার্কেটে টিকে থাকা বা সফল হওয়া সম্ভব নয়। লোভ ফরেক্স মার্কেটে ধ্বংসের বড় কারন। ইতিমধ্যে আমিও অনেকবার লোভের কারণে মার্জিন কল খেয়েছি। সেখান থেকে শিক্ষা নিয়ে আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করছি। ফরেক্স মার্কেটে লোভ নিয়ন্ত্রণ না করতে পারলে লসের বৃত্ত থেকে বের হওয়া আদৌ সম্ভব নয়। তাছাড়া অধৈর্যতাও ফরেক্স মার্কেটে লসের অন্যতম কারণ। একটি ট্রেড আপনার এগেইনস্টে গেলে অধৈর্য হওয়া যাবে না। ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে মার্কেট ফিরে আসার জন্য। ফরেক্স মার্কেটের লস করার আরেকটি কারণ হল অনভিজ্ঞতা। ফরেক্স মার্কেটে অভিজ্ঞতা ছাড়া ট্রেডারের কোন মূল্য নেই। অনভিজ্ঞ ভাবে ট্রেডিং শুরু করলে কখনোই প্রফিট করা সম্ভব নয় শুধু লস করে যেতে। তাই আমাদের অবশ্যই ফরেক্স ট্রেডিং সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করার পাশাপাশি লোভ নিয়ন্ত্রণ করে ধৈর্য ধরে ট্রেডিং করে যেতে হবে যদি আমরা লসেরর বৃত্ত থেকে বের হতে চাই।

Rony1122
2021-01-21, 12:08 PM
আমার লসের কারন হলো ওভার টেড আর মানি ম্যানেজমেন্ট ফলো না করা।বেশির ভাগ ট্রেডার ফরেক্স মার্কেটে এসে লোভে পড়ে বেশি উপার্জন করতে চাই,

alex96
2021-01-21, 12:39 PM
আমি আপনার শব্দটি সবচেয়ে বেশি পছন্দ করি এই কারণে যে আমার অতিরিক্ত এই ধরণের পরিস্থিতিতে একটি দুর্দান্ত চুক্তি রয়েছে। আমার পরিস্থিতিটির জন্য, সাধারণত যখন আমি কিছুটা বেশি উপকারের প্রত্যাশায় আমার খোলা এক্সচেঞ্জ বাজার ছেড়ে চলে যাই তখন দেখা গেছে যে একবারে আমার এই এক্সচেঞ্জটি বন্ধ করা দরকার। সুতরাং আমি সমস্ত ডিলারদের কাছে বলতে চাই, এইভাবে ভাবেন না এবং কোনও ভাইরাসের মাথাতে ভাবেন না। আপনি যদি কিছুটা সুবিধা পান তবে আপনি এতে খুশি হওয়াই স্মার্ট। সুতরাং যখন সামান্য সুবিধা হয় তখন বিনিময় বন্ধ করা উচিত।

Starship
2021-01-21, 05:13 PM
ফরেক্সে লস এর অনেক গুলো কারণ রয়েছে। তার মধ্যে আমি যে সকল কারণে বেশিরভাগ সময় লস করে থাকি তা হলো অতিরিক্ত লোভের কারণে বেশিরভাগ সময় ইতিপূর্বে লস করেছি। এছাড়াও সঠিক সময়ে সঠিকভাবে ট্রেড নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার অভাবের কারণে আমি লস করেছি। তারমানে মার্কেট এনালাইসিস আরো উন্নত ও নিখুত হওয়া প্রয়োজন। ফরেক্সে লসে কারণ খুঁজে বের করেছি, এ সকল বিষয়ের প্রতি নজর রেখে পরবর্তীতে ট্রেড করলে আশা করি লস হ্রাস করা যাবে।

EK092
2021-01-21, 07:35 PM
দুর্ভাগ্যের পিছনে উদ্দেশ্যগুলি আনন্দদায়কভাবে পরিষ্কার করা হয়। আমার এবং বারবার এটি ঘটে যে একটি বিনিময় একটি সুনির্দিষ্ট উপকার করেছে, আমি আরও বেনিফিটের জন্য শক্ত হয়ে বসে থাকি এবং দেখি যে যখন বাজারটি অনুভব করা শুরু করে, আমি এক্সচেঞ্জটি কম বেনিফিটে বন্ধ করি। আরও একবার, সাধারণত এটি প্রদর্শিত হয় যে প্যাটার্নটি পরিবর্তিত হবে এবং আমি সেই সময়ে একটি বিনিময় খুলি যা প্যাটার্নের বিপরীত কিছু, সেই সময়ে প্যাটার্নটি রূপান্তরিত হয় না, এটি অতীতে ফিরে আসে, এবং আমি হেরে যাই। অনেকগুলি বিভিন্ন সমস্যা রয়েছে যা সাধারণত দুর্ভাগ্যের দিকে পরিচালিত করে।

KAZIMAJHARULISLAM
2021-01-21, 08:32 PM
ভাইয়া এত সুন্দর করে লসের কারণ গুলো বিশ্লেষণ করার জন্য আপনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আসলেই ভাইয়া, আমার লসের জন্য আমি নিজেই দায়ী। কেননা মার্কেট যখন প্রফিট এ থাকে,তখন বার বার মনে হয়, মার্কেট মনে হয়,এখনই ঘুরে যাবে।যার ফলে লাভের ট্রেডগুলো ক্লোজ করে দেই। কিন্তু যখন দেখি, মার্কেট এখনও পরিবর্তন হয় নাই,তখন ঐখানে আবার নতুন ট্রেড নেই,যা দেখা যায় হিতে বিপরীত হয়ে গেছে,তখন লসের ট্রেডগুলো ক্লোজ না করে, অপেক্ষা করতে থাকি,যে একটু পরেই মনে হয় মার্কেট ঘুরবে।যার ফলে দেখা যায় একসময় লসের পরিমাণ বাড়তে বাড়তে,ট্রেড অটোক্লোজ হয়ে একাউন্ট জিরো হয়ে গেছে। ইতিপূর্বে আমার পর্যাপ্ত পরিমাণ ট্রেডিং দক্ষতার অভাবে, দুইবার একাউন্ট জিরো করে ফেলেছি। তাই এখন কোনো সিদ্ধান্তের পূর্বে, সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ও মার্কেট এনালাইসিস করে, নিশ্চিত হয়েই কোনো ট্রেডে এন্ট্রি নেই।

Bossking
2021-01-24, 10:21 AM
সত্যি কথা বলতে গেলে দুর্ভাগ্যের মৌলিক চালক ব্যর্থতা। এখানে আপনাকে বাজারের ড্রিফগুলি বুঝতে এবং উত্পাদনশীলতার জন্য পরীক্ষা করা দরকার। প্রতিটি এক্সচেঞ্জে আপনার কেবল শূন্য হওয়া উচিত এবং টিপি স্টপ লস নিয়ে ডিল করা উচিত। স্টোর অনুযায়ী ভলিউম ব্যবহার করা। আরও একবার সংবাদ বিতরণের পরে বিনিময় নেওয়া।

farooq2021
2021-01-24, 11:58 AM
আমি আপনার কথাটি সবচেয়ে পছন্দ করি কারণ আমারও এই ধরণের অনেক পরিস্থিতিতে রয়েছে। আমার ক্ষেত্রে এটি দেখা গেছে যে আমি আরও কিছুটা লাভের আশায় বাজারে আমার উন্মুক্ত বাণিজ্য ছেড়ে দিলে আমাকে বেশ কয়েকবার বাণিজ্য বন্ধ করতে হয়েছিল। তাই আমি সমস্ত ব্যবসায়ীকে বলতে চাই, এমন ভাববেন না এবং শীতল মন দিয়ে চিন্তা করুন। আপনি যদি অল্প লাভ করেন তবে এতে খুশি হওয়া আরও সহজ। সুতরাং যখন সামান্য সুবিধা থাকবে কেবল তখনই বাণিজ্য বন্ধ হয়ে যাবে।

FRK75
2021-05-26, 09:25 AM
ফরেক্স ট্রেডার হিসেবে আমি সবসময় ভুল করি ভালো করে মার্কেট এনালাইসিস করতে।অনেক সময় মার্কেট ভুল এনালাইসিস করে ট্রেড করে থাকি।ফলে লসের সম্মুখীন হয়।এছাড়াও মাঝে মাঝে সঠিক এন্ট্রি পয়েন্ট খুঁজে বের করতে ব্যর্থ হই।যার ফলে আমার ট্রেড গুলো অনেক দিন লসে থাকে।অন্য একটি ভুল হল মাঝে মাঝে ডাউনট্রেন্ডে বাই ওপেন করি এবং আপট্রেন্ডে সেল ওপেন করি।

Devdas
2021-08-02, 12:09 PM
ফরেক্স এ আমার লসের কারন গুলো হল আমি যখন ফরেক্স এ নতুন অবস্থায় করেছিলাম তখন আমি আমার মানি ম্যানেজমেন্ট গুলো ঠিক মত চলতে পারি নি। দ্বিতীয়ত বারের লস করার কারন আমার লসের কারন হল আমি বেশী লটে ট্রেড করেছিলাম এবং আমি সাপোর্ট ও রেসিসট্যান্ট টিক মত আকতে পারি নি ভুল ড্র একে আমি ট্রেড করেছিলাম যার করনে আমার বড় ধরনের লস হয়েগিয়েছিল। তারপর আমি অনেকটা কঠোর হয়ে সব কিছু নিয়ম মত ফরেক্স করে ফরক্স থেকে প্রফিট করেছি।

FRK75
2021-10-23, 08:05 PM
ট্রেডারের লসের বিভিন্ন কারন রয়েছে এবং এর মধ্যে অন্যতম হল মানুষ তার লোভকে এখানে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় বলে। এরপর যদি কোন ব্যক্তি সেন্টিমেন্টালভাব � অজথা ট্রেড নিয়ে থাকে তাহলে। এরপর আসা যাক মার্কেটের উপর যদি তার দক্ষতা ও অভিজ্ঞতা কম থাকে আর তিনি যদি নতুন কোন ট্রেডর হন তাহলে। তারপর মনে করেন কেউ যদি ধৈর্যহারা হয়ে পড়েন, সুতরাং এগুলোই হল একজন ট্রেডারের লসের কারন।

Smd
2022-02-07, 05:05 PM
ট্রেডাররা বিভিন্ন কারণে কেউ উপযুক্ত সময় ট্রেড করতে পারে না কেউ বা। অনেকে আবার মূলধন তুলনায় অতিরিক্ত ট্রেড ধরে ফেলে সে ক্ষেত্রে লসের সম্ভাবনা থাকে আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। আমি খুব অল্প সময়ে অনেক বিশ উপার্জন করতে চাই যার ফলে প্রতিনিয়ত আমাকে ক্ষতির সম্মুখীন হতে হয়। আমি যদি আমার লোভ নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আশা করি আমার বেশি একটা ক্ষতি হবে না, তাই বর্তমানে আমি আমার লোভ কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতাছি।

Mas26
2022-02-07, 11:24 PM
আসলে ফরেক্স মার্কেটে লসের বিভিন্ন কারণ আছে তার ভিতর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা অনেক সময় বড় লটে ট্রেড করি।এবং আমরা মার্কেট ভালো হবে এনালাইসিস না করে ট্রেড করি আসলে অনেক সময় দেখা যায় মার্কেটের পরিস্থিতি ভালো না তারপরেও আমরা না বুঝেশুনে ট্রেড করে ফেলি। সে কারণে আমরা অনেক সময় লস করে থাকি আর ও বিভিন্ন কারণ আছে কারণ গুলো যদি আমরা সঠিকভাবে মেনে চলতে পারি তাহলে ফরেক্স মার্কেটে লস করার সম্ভাবনা কম থাকবে বলে আমি মনে করি।আসলে আমরা রিয়েল লাইফে যদি এরকম মন মানসিকতা নিয়ে কাজ করতে পারি তাহলে forex মার্কেটে সফলতা অর্জন করা সম্ভব। এবং আমাদের অবশ্যই লোভ কন্ট্রোল করতে হবে লোভকে যদি কন্ট্রোল না করতে পারি তাহলে আমরা forex মার্কেটে সফলতা অর্জন করতে পারব না। এবং আমাদেরকে প্রত্যেকটা ট্রেডারের ধৈর্যশীল হওয়া উচিত বলে আমি মনে করি ধন্যবাদ।

FRK75
2022-03-13, 12:00 PM
লসের মুল কারন হচ্ছে অদক্ষতা। এখানে আপনাকে মার্কেট ট্রেন্ড বুজতে হবে আর দক্ষ বাবে এনালাইসিস করতে হবে। আপনার প্রয়োজন প্রতি ট্রেডে গুরুত্ব দেওয়া আর টিপি স্টোপ লস এই সব বিষয়ে খেয়াল রাখা। ডিপোজিট অনুজায়ী ভলিউম ব্যবহার করা। আবার নিউজ প্রকাশ হবার পরে ট্রেড নেওয়া।নসম্পন্ন ও স্মার্ট হবার পরও দিন শেষে আপনার হাতে লোটা ছাড়া কিচ্ছু থাকে না! এর ওর কাছে ধার দেনা করে ফরেক্সে ব্যবসা করতে এসে এখন আপনার এমন হাহাকার অবস্থা! কতজনের কত বুদ্ধি, পরামর্শ শুনেছেন, তা মানার চেষ্ঠাও করেছেন, কিন্ত ফলাফল ঐ একই। শুধুই লস আর লস! কত স্ট্রাটেজী যে পাল্টিয়েছেন, কত অনলাইন কোর্সও যে কিনেছেন, সব শেষে আপনার হাতে ঐ লোটাই রয়েছে শুধু!! আসলে কিন্ত রহস্য কি?
ফরেক্স মার্কেটের আপ ও ডাউনে যাবার টোটাল রেশিও ৫৫%-৪৫% , এটি খুব বেশি হলে ৬০%-৪০% হতে পারে। অর্থাৎ আপনি যেই স্ট্রাটেজীই ফলো করেন না কেন, আপনার প্রফিট বা লস করার হার সর্বোচ্চ ৬০%-৪০% এর মাঝেই থাকবে।
তাহলে প্রশ্ন এসে যায়, এতো লুজার কিভাবে তৈরি হল? কেন ৯৫% লস করেই চলেছে? এর উত্তর খুব সহজ। তারা কেউ নির্দিষ্ট কোন স্ট্রাটেজীর উপরে স্থির থাকতে পারেনি। আজ এর বুদ্ধি, কাল ওর বুদ্ধির পেছনেই দৌড়েছে শুধু!
যেকোন একটি স্ট্রাটেজীর উপর নির্দিষ্ট একটি পেয়ারে টানা ১০০ টি ট্রেড ওপেন করুন ডেমোতে। তাতে ১ বা ৩ মাস লাগুক সমস্যা নেই। ধৈর্য ধরে ব্যাকটেস্টও করে নিন। এরপর সেই স্ট্রাটেজীর প্রফিটের হার জানতে পারবেন।
মুড়ি মাখাওয়ালা কিন্ত মুড়ি বনাম টাকার পেয়ারে ব্যবসা করে, মাছওয়ালাও মাছ বনাম টাকার পেয়ারে ব্যবসা করে, আপনিও তেমনি যে কোন একটি পেয়ার বেছে নিন।
মাখাওয়ালা যেমন ৪-৫০০০ টাকা ইনভেস্টে ৫ টাকার মাখা দেয়, অর্থাৎ তার মানি ম্যানেজমেন্ট খুব স্ট্রং। এখন ৫ টাকার মাখা কোন কারনে নষ্ট হয়ে গেলেও সে অনায়াসে তা রিকভার করে নিতে পারবে পরের সেল হতে। ফরেক্সেও এই মানি ম্যানেজমেন্ট ফলো করতে শিখুন। ৫% এর বেশি রিস্ক নেবেনই না কখনোই।
মনে রাখবেন একটা বিজনেস সিস্টেম দিয়ে যেমন একসাথে মুড়ি ও মাছ বিক্রি করতে পারবেন না, একইভাবে ফরেক্সেও সেইম স্ট্রাটেজী দিয়ে একই সাথে কয়েকটি পেয়ারে লাভ করাও অনেক কষ্টসাধ্য!
আর তাই আজ ৯৫% লুজার!!

IFXmehedi
2022-03-16, 07:09 PM
ভাই আপনার কথাগুলো আমার সবচেয়ে বেশি ভাল লাগছে কারণ আমারও এই ধরনের অবস্থা অনেক তৈরি হয়। আমার ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে আরও একটু বেশি লাভের আশায় যখন আমি মার্কেটে আমার ওপেনকৃত ট্রেডটি রেখে দেই পরক্ষণে দেখা গেছে সেই ট্রেডটি আমাকে এক সময় লসে ক্লোজ করতে হয়ছে। তাই আমি সকল ট্রেডারকে বলতে চাই এই ধরনের চিন্তা না করে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন অল্প প্রফিট হলে সেটাতেই সন্তোষ্ট থাকা ভাল বেশি লোভ কখনও আপনাকে ভাল কিছু দিতে পারে না বরং ক্ষতিই এনে দিতে পারে। তাই যখন অল্প প্রফিট হবে তখনই ট্রেড ক্লোজ করে দেওয়া উচিত।

ফরেক্স মার্কেটে ট্রেডিং এর ক্ষেত্রে বিভিন্ন কারণে লস হতে পারে । আমার ক্ষেত্রে ট্রেডিং করে লস হওয়ার জন্য মূলত আমি ধৈর্যের অভাব বলে মনে করব । সত্যি কথা বলতে আমরা যতই বলি না হলে মন খারাপ করা যাবে না কিন্তু প্রকৃত অর্থে আসলে আমাদের মনটা খারাপ হয়ে যায় । তখন হুটহাট করে রিস্ক নিয়ে ট্রেডিং করতে গিয়ে আরো বেশি লস হয়ে থাকে । তাই আমি মনে করি আমার নিজের ক্ষেত্রে বা আমাদের সকলেরই উচিত সব সময় ধৈর্য ধারণ করে মাথা ঠান্ডা রেখে তারপর ট্রেড করা ।

FRK75
2023-01-16, 04:27 PM
অধিকাংশ ট্রেডগুলো লস হয় প্রধানত দুটি কারনে । প্রথমত ট্রেড করার পূর্বে আমি সব ধরনের এনালাইসিস করি না বরং ইনডিকেটরের উপর বেশিই নির্ভরশীল বলা যেতে পারে ।দ্বিতীয়ত আমার যখন পরপর দুয়েকটি ট্রেড লাভ হয় তখন আমি নিজের প্রতি অতি মাত্রায় আত্মবিশ্বাসী হয়ে যাই এবং নিজের মনকে তখন ট্রেড করা থেকে বিরত না রেখে অনুমান করেই ট্রেড ওপেন করে ফেলি এবং লস করি । এই লস আমার মনে অনেক প্রভাব ফেলে এবং বিপর্যস্ত হয়ে পরি । অর্থাৎ মাঝে মাঝে লস মেনে নিতে পারিনা সহজে কিন্তু একটি পজিটিভ দিক হল আমি অধিকাংশ সময় লং টার্ম ট্রেড করি এবং স্টপ লস , টেক প্রফিট ব্যবহার করি ।ব্যবসায় লাভ লস দুই থাকে, তবে আমার মতে ট্রেনিং এর সময় সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করা উচিত। ফরেক্স মার্কেটে নির্দিষ্ট মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ফলো না করে এবং ভালোভাবে মার্কেট এনালাইসিস না করে ট্রেড করি এই সকল কারণে বেশিরভাগ ক্ষেত্রে ট্রেডে লস করা হয়।ফরেস্কে লস একটি খুবই সাধারণ ব্যাপার, তবে বেশি লস কখনই কাম্য নয় এবং আমরা যদি লসকে জয় করতে পারি তাহলে অবশ্যই আমরা একদিন ভাল ট্রেডার হতে পারব।লস যদি আমরা জয় করতে পারি তাহলে ফরেস্কও জয় করতে পারব।ফরেস্ক কে আমরা সাধারণ কোনও ব্যবসা মনে করলে হবে না।ফরেস্ককে সবসময় একটি ভাল ব্যবসা মনে করতে হবে, এটাকে লটারির মতো মনে করে ট্রেড করলে হবে না, বেশি বেশি ট্রেড করলে লস হয়, ট্রেন্ডের বিপরীতে ট্রেড করলেও লসে পড়তে হয়।হাই লটেও ট্রেড করা উচিত নয়, এতে রিস্ক ওনেক বেরে যায়।

FRK75
2023-06-10, 07:30 AM
অধিকাংশ ট্রেডগুলো লস হয় প্রধানত দুটি কারনে । প্রথমত ট্রেড করার পূর্বে আমি সব ধরনের এনালাইসিস করি না বরং ইনডিকেটরের উপর বেশিই নির্ভরশীল বলা যেতে পারে ।দ্বিতীয়ত আমার যখন পরপর দুয়েকটি ট্রেড লাভ হয় তখন আমি নিজের প্রতি অতি মাত্রায় আত্মবিশ্বাসী হয়ে যাই এবং নিজের মনকে তখন ট্রেড করা থেকে বিরত না রেখে অনুমান করেই ট্রেড ওপেন করে ফেলি এবং লস করি । এই লস আমার মনে অনেক প্রভাব ফেলে এবং বিপর্যস্ত হয়ে পরি । অর্থাৎ মাঝে মাঝে লস মেনে নিতে পারিনা সহজে কিন্তু একটি পজিটিভ দিক হল আমি অধিকাংশ সময় লং টার্ম ট্রেড করি এবং স্টপ লস , টেক প্রফিট ব্যবহার করি ।ফরেক্স ব্যবসায় লাভ লস দুই থাকে, তবে আমার মতে ট্রেনিং এর সময় সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করা উচিত। ফরেক্স মার্কেটে নির্দিষ্ট মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ফলো না করে এবং ভালোভাবে মার্কেট এনালাইসিস না করে ট্রেড করি এই সকল কারণে বেশিরভাগ ক্ষেত্রে ট্রেডে লস করা হয়।

Mas26
2023-06-10, 11:48 AM
লসের কারণ গুলো অত্যান্ত সুন্দরভাবে বুঝিয়েছেন। আমারও মাঝে মাঝে এরকম হয় যে একটা ট্রেড ভাল লাভ হয়েছে, আমি আরও বেশী লাভের জন্য আরও অপেক্ষা করতে গিয়ে দেখি যখন মার্কেট পড়তে থাকে তখন ট্রেডটি কম লাভে ক্লোজ করে দিই। আবার দেখি অনেক সময় মনে হচ্ছে ট্রেন্ড পরিবর্তন হবে এবং আমি তখন একটা ট্রেড অপেন করি যা কিনা ট্রেন্ড এর বিপরীত তখন ট্রেন্ড পরিবর্তন না হয়ে সেটা আবার পূর্বের এর দিকেই যায়, এবং আমার লস হয়ে যায়। এরকম আরও অনেক সমস্যা আছে যেগুলোর কারনে সাধারণত লস হয়ে থাকে।

Mas26
2024-02-19, 12:53 PM
লসের কারণ গুলো অত্যান্ত সুন্দরভাবে বুঝিয়েছেন। আমারও মাঝে মাঝে এরকম হয় যে একটা ট্রেড ভাল লাভ হয়েছে, আমি আরও বেশী লাভের জন্য আরও অপেক্ষা করতে গিয়ে দেখি যখন মার্কেট পড়তে থাকে তখন ট্রেডটি কম লাভে ক্লোজ করে দিই। আবার দেখি অনেক সময় মনে হচ্ছে ট্রেন্ড পরিবর্তন হবে এবং আমি তখন একটা ট্রেড অপেন করি যা কিনা ট্রেন্ড এর বিপরীত তখন ট্রেন্ড পরিবর্তন না হয়ে সেটা আবার পূর্বের এর দিকেই যায়, এবং আমার লস হয়ে যায়। এরকম আরও অনেক সমস্যা আছে যেগুলোর কারনে সাধারণত লস হয়ে থাকে।