PDA

View Full Version : কয়টা ফোরাম একাউন্ট থাকা উত্তম?



Debdas50
2018-01-10, 03:58 PM
তাদের যুক্তি হল যারা একই একাউন্ট লং ট্রেড , শর্ট ট্রেড , হেজ ইত্যাদি সব করে এলোমেলো করে ফেলেন তাদের জন্য একাধিক একাউন্ট থাকা উত্তম। কেননা তারা চাইলে এক একাউন্ট এ লং টার্ম ট্রেড করতে পারেন আবার অন্য একাউন্টে শর্ট টার্ম ট্রেড করতে পারেন। এতে তাদের একাউন্টও সেইফ থাকে এবং সেই সাথে মাথা ব্যাথাও কম হয়। কারো কোন ভাল সাজেশান থাকলে আওয়াজ দিবেন, ধন্যবাদ।

01797733223
2018-01-10, 06:48 PM
ভাই এ ব্যাপারে আমার মন্তব্য হল এখানে একটা একাউন্ট থাকা সবচেয়ে বেশি উত্তম। কেননা আপনি অতিরিক্ত ঝামেলা কেন নিতে যাবেন, আর তাছাড়া আপনি একটা সিস্টেমের বাইরে যদি ১০ সিস্টেম নিয়ে মার্কেট এনালাইসিস কিংবা ট্রেডে আমার মনে হয় না সেরকম কোন বড় ধরনর প্রফিট করতে পারবেন। সুতরাং দুই নৌকায় নয় এখানে একটা সিস্টেম একটা নৌকা নিয়ে তরী পার হওয়ার চেষ্টা করতে হবে আপনাকে।

Mamun13
2018-05-15, 10:33 PM
যে সকল নতুন শিক্ষার্থী ট্রেডারগণ ফরেক্স মার্কেটে শিখতে এসেছেন তারা তাদের ট্রেডিং স্ট্রাটেজি কে মজবুত করার জন্য বিভিন্ন ধরনের ট্রেডিং প্রক্রিয়া প্রয়োগ করে থাকেন৷যেমন অনেকেই long-term ট্রেড করেন আবার অনেকেই short-term ট্রেড করেন,অনেকে আবার হ্যাজিং ট্রেড করে থাকেন৷তারা মূলত শিক্ষানবীশ সময়ে তাদের ট্রেডিং প্রক্রিয়াকে নিয়মিত লাভজনক করার উদ্দেশ্যে এই ধরনের ভিন্ন ভিন্ন ট্রেডিং পদ্ধতি অবলম্বন করতে থাকেন৷নতুনদের মধ্যে অনেকেই কয়েকটি একাউন্টে ট্রেড করে থাকেন৷তবে তারা বেশ দীর্ঘদিন ট্রেড করার পর ঠিকই বুঝতে পারেন মূলত তাদের জন্য কোন ধরনের পদ্ধতিতে ট্রেড করলে নিয়মিত ও পর্যাপ্ত প্রফিট অর্জন করা সম্ভব হবে৷দীর্ঘদিন পর তারা তাদের নির্দিষ্ট ট্রেডিং স্ট্রাটেজি নিশ্চিত হতে পারেন এবং তখন মাত্র একটি একাউন্টেই ট্রেড করতে স্বাচ্ছন্দ্যবোধ করে থাকেন৷

habibi
2018-05-16, 11:00 AM
সাধারণত প্রায় সকল ব্রোকারই একাধিক ট্রেডিং অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয়। তাই একজন ট্রেডার একাধিক ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে পারবে। এখন কথা হচ্ছে একজন ট্রেডারের পক্ষে কয়টি অ্যাকাউন্ট খোলা ভাল? আসলে এটি নির্ভর করে যার যার ট্রেডিং স্ট্রেটেজি, ডিপোজিট এবং কয় ডেসিমেলের অ্যাকাউন্ট, এবং বিভিন্ন অ্যাকাউন্টের সুবিধার উপর তার উপর। অভিজ্ঞ ট্রেডাররা লং ট্রাম, শর্ট ট্রাম, হেজিং স্ট্রেটেজি উপর আলাদা আলদা ট্রেডিং অ্যাকাউন্ট খুলে। এছাড়া ডিপোজিটের পরিমান যদি বেশি হয় সেক্ষেত্রে কয়েকটি অ্যাকাউন্ট খুলে তা বণ্টন করা যেতে পারে। বর্তমানে আমি ৪টি ট্রেডিং অ্যাকাউন্ট চালাচ্ছি। তার মধ্যে একটি বোনাস অ্যাকাউন্ট। এখানে অবশ্যই অল্পভাবে ডিপোজিট করি। এছাড়া দুটি ট্রাম, শর্ট ট্রাম ট্রেড এর জন্য রেখেছি এবং বাকি একটা ৫ ডেসিমেলের অ্যাকাউন্ট খুলেছি। সব কিছু বিবেচনা করলে আমার মতে একজন ট্রেডারের ৫-৮ অ্যাকাউন্ট থাকতে পারে।

expkhaled
2018-05-16, 06:34 PM
আমার মতে একটি একাউন্টই যথেষ্ঠ একাধীক একাউন্টের কোন প্রয়োজনীয়তা দেখিনা। যদি ভাল ট্রেডার হওয়া যায় তাহলে একটি একাউন্ট দিয়েই ভাল ট্রেড করা যাবে এবং ভাল আয় করা সম্ভব। আর সবচেয়ে বড় কথা হলো আমরা তখনই ভাল ট্রেডার হতে পারবো যখন একটি ট্রেডিং সিস্টেম আমাদের আয়ত্বে থাকবে। আর একটির বেশী সিস্টেম ব্যবহার করে তো আর ভাল করা যাবে না। যদি একটি সিস্টেম দিয়েই কাজ করতে তাহলে একাদিক একাউন্টে করে লাভ কি? একটি একাউন্টই যথেষ্ট আমি মনে করি।

souravkumarhazra6763
2018-05-16, 07:05 PM
আমার জানা নেই যে কইটা একাউন্ট থাকা উওম,আমি মনে করি একটা একাউন্ট উওম ফরেক্স বিজিনেস এর জরণে উওম,আপনি যদি ভাল মান এর ট্রেডার হনন তাহলে একটি একাউন্ট দিয়ে আপনি যথেষ্ট আয় করতে পারবেন,বেশি একাউন্ট না করে একটি একাউন্ট ভালো ব্যালেন্স নিয়ে এই বিজিনেস করা উচিত।

uzzal05
2018-05-24, 11:51 AM
একজন ট্রেডাার এর একাধিক একাইন্ট থাকতে পারে। কিন্তু এত একাউন্ট করে লাভ কি। তার চেয়ে একটি একাউন্ট এ ভালোভাবে ট্রেড করে লাভ করতে পোরলে সেটাই ভালো। একটি একাউন্ট যে কোন এমাউন্ট দিয়ে ট্রেড করা যেতে পারে।

shohanjacksion
2018-05-24, 01:56 PM
একজন লোকের একটাই মাথা থাকে। তাই ফরেক্সের ক্ষেত্রেও একটা স্ট্র্যাটেজি ব্যবহারই উত্তম বলে আমার ধারনা। তারপরেও পাঁচটি একাউন্ট থাকলে ভাল হয়। কারণ প্রতিটি একাউন্টের স্ট্র্যাটেজি একই থাকবে বটে কিন্তু লিভারেজ থাকবে বিভিন্ন। একটি একাউন্টের ব্যালেন্স চলে গেলেও আশা চলে যাবেনা। আর যদি মানি ম্যানেজমেন্ট এবং স্ট্র্যাটেজি খুবই উন্নতমানের হয় তবে একটি একাউন্টই যথেষ্ট।

fxjaman
2019-02-16, 10:17 PM
ভাই একটা একাউন্ট যদি আপনার থাকে তবে সেটাই উত্তম। কারন আপনার দকক্ষা যদি ভাল থাকে তাহলে আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে ঐ একটা একাউন্ট থেকেই অনেক ইনকাম করতে পারবেন। কিন্তু আপনার যদি ইনভেষ্টের মন-মানসিকতা থাকে,তবে আপনি আপনার সুবিধার জন্য ট্রেডিং একাউন্ট অনেকগুলো রাখতে পারেন। সেগুলোতে নাহয় ৫০০ করে করে আলাদা-আলাদা ট্রেডিং একাউন্ট রাখলেন।

SHARIFfx
2019-02-17, 07:25 AM
আমার মতে দক্ষ ট্রেডার রা একটি অ্যাকাউন্ট পরিচালনা করে থাকেন। আপনি যদি সাকসেস ট্রেড করতে পারেন তা হলে আপনার ডিপোজিট অনুজায়ী ভলিউম নিয়ে প্রফিট বের করতে পারেন এতে করে মাল্টি একাউন্ট এর প্রয়োজন পড়ে না। তাই আমার মতে একটি অ্যাকাউন্ট এ বেস্ট।

Nishpap Papi
2019-02-17, 09:38 AM
তাদের যুক্তি হল যারা একই একাউন্ট লং ট্রেড , শর্ট ট্রেড , হেজ ইত্যাদি সব করে এলোমেলো করে ফেলেন তাদের জন্য একাধিক একাউন্ট থাকা উত্তম। কেননা তারা চাইলে এক একাউন্ট এ লং টার্ম ট্রেড করতে পারেন আবার অন্য একাউন্টে শর্ট টার্ম ট্রেড করতে পারেন। এতে তাদের একাউন্টও সেইফ থাকে এবং সেই সাথে মাথা ব্যাথাও কম হয়। কারো কোন ভাল সাজেশান থাকলে আওয়াজ দিবেন, ধন্যবাদ।

আমি মনে করি একটা ট্রেডিং অ্যাকাউন্ট থাকাই উত্তম এবং সেই অ্যাকাউন্ট এ ট্রেডিং করতে হবে একটা নির্দিষ্ট পদ্দতিতে। যারা একাধিক অ্যাকাউন্ট ইউজ করার পক্ষে আমি তাদের যুক্তি কেও সম্মান জানাই।

TanjirKhandokar1994
2019-02-17, 07:29 PM
আমি আমার দিক দিয়ে মনে করি একটা একাউন্ট থাকা সবচেয়ে বেশি উত্তম। কেননা আমি মনে করি কেনইবা অতিরিক্ত ঝামেলা কেন নিতে যাবেন। তাই আমি মনে করি একটি একাউন্ট যদি আপনি ভালো করে সময় দেন তাহলে সেটাই ভালো হবে। সুতরাং দুই নৌকায় নয় এখানে একটা সিস্টেম একটা নৌকা নিয়ে তরী পার হওয়ার চেষ্টা করতে হবে আপনাকে।

md mehedi hasan
2019-02-24, 07:17 AM
আমি মনে করি একজন ফরেক্স ট্রেডারের একটি একাউন্ট উত্তম।আপনার ফরেক্স মার্কেটে একাধিক একাউন্ট থাকলে আপনি সঠিক ভাবে ট্রেড পরিচালোনা করতে পারবেন না।আর আপনার যদি একটি একাউন্ট থাকে তাহলে আপনি ভালো ভাবে ট্রেড করবে।আপনি যদি চান এই একটি একাউন্টে লং ট্রেড সুইং ট্রেড ও স্কালাপিং করতে পারেন।তবে একজন ট্রেডারের এক সাথে লং ট্রেড সুইং ট্রেড ও স্কালাপিং করতে পারবেন না।আপনাকে একটি পদ্ধতি বেছেনিয়ে ট্রেড করতে হবে।

SAGOR_HALDER944
2019-02-24, 04:51 PM
প্রায় প্রতিটা ব্রোকারই একাধিক একাউন্ট খোলার পারমিশন দেয়। অনেকেই তিন থেকে চারটা একাউন্ট ব্যবহার করেন, আবার কেউ কেউ তার চেয়ে বেশি একাউন্ট ব্যবহার করেন। যার যে কয়টা প্রয়োজন সে সেই কয়টা একাউন্ট ব্যবহার করে। তবে আমার মতে বেশি একাউন্ট না থাকার চেয়ে একটা একাউন্ট থাকা অনেক ভাল। একটা একাউন্ট থাকলে কোনো ঝামেলা হয় না এবং এক একাউন্ট দিয়ে সব ধরনের ট্রেডিং করা যায়। আবার একাউন্ট একটা হলে পুরো বোনাস নেওয়া যায় ও মুলধন বেশি হয়।

habibi
2019-02-24, 05:37 PM
ফোরামের রুল অনুযায়ী আমারা একটির বেশী অ্যাকাউন্ট খুলতে পারবনা। একই IP থেকে যদি একাধিক অ্যাকাউন্ট খোলা হয় তাহলে অ্যাকাউন্ট গুলো Ban হয়ে করে দেয়। আর কেন আমারদের একাধিক অ্যাকাউন্ট প্রয়োজন হবে? কেউ মনে করে একাধিক অ্যাকাউন্ট খুলে ডাবল বোনাস দিবে তাহলে তো এটি কোন সৎ উদ্দেশ্য হল না। আমরা যতই চুরিধারি করে একাধিক অ্যাকাউন্ট খুলি না কেন বা রুল ভেঙ্গে বেশী বেশী বোনাস নেয়ার চেষ্টা করি না কেন, এক দিন না একদিন ধরা পড়তে হবেই। এখন ধরুন কেউ একাধিক ফোরাম অ্যাকাউন্ট খুলে টানা একমাস পোস্ট করে দুটি অ্যাকাউন্টতে ১০০ ডলার করে বোনাস নিয়েছেন। এখন যদি সে ধরা পরে তাহলে তার দুটি অ্যাকাউন্টটিই ব্লক গেল তার একমাসের প্ররিশ্রম ২০০ ডলার শেষ। ফোরামের এই ধরনের সসদ্যদের কারনে ফোরাম রুল দিন দিন কঠিন হচ্ছে। তাই আপসোস না করে ফোরামের রুল পোস্টিং করুন।

Hredy
2020-04-26, 08:25 AM
আমার জানা নেই যে কইটা একাউন্ট থাকা উওম,আমি মনে করি একটা একাউন্ট উওম ফরেক্স বিজিনেস এর জরণে উওম,আপনি যদি ভাল মান এর ট্রেডার হনন তাহলে একটি একাউন্ট দিয়ে আপনি যথেষ্ট আয় করতে পারবেন,বেশি একাউন্ট না করে একটি একাউন্ট ভালো ব্যালেন্স নিয়ে এই বিজিনেস করা উচিত।

Hridoy6763
2020-04-26, 08:42 AM
আপনি আপনার ডিভাইস দিয়ে মাত্র একটি ফোরাম একাউন্ট খুলতে পারবেন,একাধিক একাউন্ট থাকলে আপনার সব একাউন্ট কোম্পানী বাতিল করে দিবে,তাই একটি মাত্র ফোরাম একাউন্ট থাকা উওম,আপনি যদি একটি ফোরাম একাউন্ট এ ভালো ভাবে কাজ করেন তাহলে মাস শেষ এ ভালো বোনাস আপনার ট্রেডিং একাউন্ট এ যোগ হয়ে যাবে,তাই একটি একাউন্ট এ কাজ করেন।

XXXTentacion
2020-04-26, 08:42 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড করে ধারাবাহিক ভাবে লাভবান হতে হলে সময় দিতে হবে শেখার বিষয়ে। আগে ভালভাবে ফরেক্স কে বুঝে যদি মার্কেট কাজ শুরু করা যায় তাহলে সফলতা তারাতারি আসে। তবে একজন মোটামুটি ট্রেডার হতে হলেও অন্তুত ২ থেকে ৩ বছর সময় দিতে হবে। তারপর আসলে ফরেক্স মার্কেট নির্ভর করে একেকজনের ধ্যানধারনার উপর। আপনি যত বেশী তারাতারি সফল হওয়ার চেষ্টা করবেন তত লস করবেন। সুতরাং ধৈর্য্য সহকারে মার্কেট এর পরিস্থিতি ভালভাবে বুঝে রিয়েল ট্রেড করতে হবে তাহলে আপনার লস হবে কম।

Kane
2020-04-26, 08:42 AM
ভাই এ ব্যাপারে আমার মন্তব্য হল এখানে একটা একাউন্ট থাকা সবচেয়ে বেশি উত্তম। কেননা আপনি অতিরিক্ত ঝামেলা কেন নিতে যাবেন, আর তাছাড়া আপনি একটা সিস্টেমের বাইরে যদি ১০ সিস্টেম নিয়ে মার্কেট এনালাইসিস কিংবা ট্রেডে আমার মনে হয় না সেরকম কোন বড় ধরনর প্রফিট করতে পারবেন। সুতরাং দুই নৌকায় নয় এখানে একটা সিস্টেম একটা নৌকা নিয়ে তরী পার হওয়ার চেষ্টা করতে হবে আপনাকে।

HASIBURRAHMAN
2020-05-19, 12:30 AM
আমার মতে একটা প্রবলেম অ্যাকাউন্ট থাকাটাই ভালো। কারণ এক্ষেত্রে একাউন্টের ব্যালেন্স বেশি হওয়ার পাশাপাশি কাজ করার সুযোগ অনেক বেশি পাওয়া যায়।

FATEMAKHATUN
2020-05-19, 12:40 AM
আমার কাছে মনে হয় সর্বোচ্চ দুইটি ফোরামে ট্রেডিং অ্যাকাউন্ট থাকা ভালো। এতে করে একটি অ্যাকাউন্ট লস হলো ট্রেড করার জন্য অপার অ্যাকাউন্টটি সক্রিয় থাকতে পারে।

fxarif
2020-05-19, 03:36 AM
১ মোবাইল দিয়া একটি ফোরাম একাউন্ট খোলা উত্তম।যেহেতু ফোরাম আমাদের শেখার জায়গা,ফোরামে একটা একাউন্ট থাকাই উত্তম।

Lubna1212
2020-05-20, 05:10 PM
ফরেক্স বিজ্ঞাপনে শিখতে আসা নতুন আন্ডারস্টডি ব্যবসায়ীগণ তাদের এক্সচেঞ্জিং পদ্ধতিগুলি শক্তিশালী করার জন্য বিনিময় পদ্ধতিতে একটি ভাণ্ডার ব্যবহার করে। উদাহরণস্বরূপ, অনেক এক্সচেঞ্জ দীর্ঘ অচল, কিছু এক্সচেঞ্জ বর্তমান মুহূর্ত, অনেক এক্সচেঞ্জ সমর্থন। এই জাতীয় অনন্য বিনিময় কৌশলগুলি সাধারণ উপকার করার জন্য প্রস্তাবিত নতুনদের মধ্যে বেশিরভাগই রেকর্ডের বিনিময়ে বিনিময় করছেন। এটি যেমন হোন তেমনি বেশ কিছুক্ষণ বিনিময় করার প্রেক্ষাপটে তারা সুনির্দিষ্টভাবে দেখতে পাবে যে কোন ধরণের এক্সচেঞ্জিং কৌশল তাদের স্ট্যান্ডার্ড এবং পর্যাপ্ত সুবিধা অর্জনের অনুমতি দেবে। বেশ কিছুক্ষণ পরে তারা তাদের নির্দিষ্ট এক্সচেঞ্জিং পদ্ধতিটি তৈরি করতে পারে এবং তারপরে কেবল একটি রেকর্ড বিনিময় করতে ভাল লাগে

Soh1952
2020-05-20, 08:31 PM
আমার মতে একটা একাউন্ট থাকা সবচেয়ে বেশি উত্তম। কেনানা একাদিক একাউন্ট থকলে অনেক প্রসারে থাকতে হয় এমন কি যদি কনো ভাবে ধরা খান তা হলে সবগুলা একাউন্ট ব্যন্ড হয়ে য়াইতে পারে তবে একাদিক ফোনে বা কম্পিউটারে একাদিক নামে একাউন্ট রাখা য়ায় তবে একটা একাউন্ট ব্যবহার কারা উত্তম।

uzzal05
2020-05-25, 03:55 PM
ফোরাম একউন্ট দুইটা করে কোন লাভ নেই। কারন একটা দিয়ে অনেক পোস্ট করা যায়। সুতরাং দুইটা দিয়ে আমরা কিভাবে কি করব। আমি নিজে একটা ফোরাম একাউন্ট ব্যবহার করি। একটাতে প্রতি মাসে সর্বোচ্চ ২৫০ ডলার পর্যন্ত বোনাস পাওয়া যেতে পারে যদি সঠিকভাবে পোস্ট করা যায়।

Md.shohag
2020-07-24, 10:20 AM
আমার মন্তব্য হল এখানে একটা একাউন্ট থাকা সবচেয়ে বেশি উত্তম। কেননা আপনি অতিরিক্ত ঝামেলা কেন নিতে যাবেন, আর তাছাড়া আপনি একটা সিস্টেমের বাইরে যদি ১০ সিস্টেম নিয়ে মার্কেট এনালাইসিস কিংবা ট্রেডে আমার মনে হয় না সেরকম কোন বড় ধরনর প্রফিট করতে পারবেন। সুতরাং দুই নৌকায় নয় এখানে একটা সিস্টেম একটা নৌকা নিয়ে তরী পার হওয়ার চেষ্টা করতে হবে আপনাকে।

IFXmehedi
2020-07-24, 05:42 PM
তাদের যুক্তি হল যারা একই একাউন্ট লং ট্রেড , শর্ট ট্রেড , হেজ ইত্যাদি সব করে এলোমেলো করে ফেলেন তাদের জন্য একাধিক একাউন্ট থাকা উত্তম। কেননা তারা চাইলে এক একাউন্ট এ লং টার্ম ট্রেড করতে পারেন আবার অন্য একাউন্টে শর্ট টার্ম ট্রেড করতে পারেন। এতে তাদের একাউন্টও সেইফ থাকে এবং সেই সাথে মাথা ব্যাথাও কম হয়। কারো কোন ভাল সাজেশান থাকলে আওয়াজ দিবেন, ধন্যবাদ।

ভাই কয়টা ফোরাম একাউন্ট থাকা উচিত নয় ! আপনি যদি একের অধিক ফোরামে একাউন্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে ইন্সটাফরেক্স ব্লক করে দিবে । তাহলে আপনি এখন নিজেই সিদ্ধান্ত নিন আপনি ফোরামে কয়টি একাউন্ট করবেন ? ভাই প্রথম পোস্টে একটা বোনাস এটাকে যখন আপনি অপব্যবহার করবেন তখন আপনার একাউন্টে ইন্সতাফরেক্স ব্লক করে দেবে । তাই চেষ্টা করবেন যতটা সৎ ভাবে ফোরাম পোস্ট এর ডলারের ব্যবহার করা যায় সেটাই আপনার জন্য নিরাপদ হবে ।

Devdas
2020-07-24, 05:48 PM
আমার মতে আপনি যা বলেছেন তা হচ্ছে আপনি আপনার লক্ষ ঠিক রাথকে পারছেন না। আপনি হয়তো খুব তারাতারি ফরেক্স থেকে আয় করতে চান। আপনার দুইটি একউন্ট এর প্রয়োজন নেই। আপনার একটি একাউন্ট হলেই যথেষ্ট। আপনি যদি দুটি একাউন্ট করেন তাহলে আপনার মাথায় অনেক পেশার বাড়বে তারপর আপনি কোনটি ঠিক রাখতে পারবেন না। এতে আপনার একাউন্ট এর ক্ষতি হতে পারে। তাই আমার যুক্তিতে আপনি ভাল করে ফরেক্স এর দক্ষ ও অভিজ্ঞ হন আপনি একটি একাউন্ট এ অনেক সাফলতা অর্জন করতে পারবেন এবং আপনার মাথার পেশার ও স্বাভাবিক থাকবে। ধন্যবাদ।

konok
2020-08-13, 12:10 PM
একজন ফরেক্স ট্রেডারের একটি একাউন্ট উত্তম। আপনার ফরেক্স মার্কেটে একাধিক একাউন্ট থাকলে আপনি সঠিক ভাবে ট্রেড পরিচালোনা করতে পারবেন না। আর আপনার যদি একটি একাউন্ট থাকে তাহলে আপনি ভালো ভাবে ট্রেড করবে। আসলে ফরেক্স মার্কেট নির্ভর করে একেকজনের ধ্যানধারনার উপর। আপনি যত বেশী তারাতারি সফল হওয়ার চেষ্টা করবেন তত লস করবেন। সুতরাং ধৈর্য্য সহকারে মার্কেট এর পরিস্থিতি ভালভাবে বুঝে রিয়েল ট্রেড করতে হবে তাহলে আপনার লস হবে কম।

muslima
2020-08-15, 02:32 AM
সবচেয়ে বড় কথা হলো আমরা তখনই ভাল ট্রেডার হতে পারবো যখন একটি ট্রেডিং সিস্টেম আমাদের আয়ত্বে থাকবে। আর একটির বেশী সিস্টেম ব্যবহার করে তো আর ভাল করা যাবে না। যদি একটি সিস্টেম দিয়েই কাজ করতে তাহলে একাদিক একাউন্টে করে লাভ কি? একটি একাউন্টই যথেষ্ট আমি মনে করি। আপনি যদি চান এই একটি একাউন্টে লং ট্রেড সুইং ট্রেড ও স্কালাপিং করতে পারেন।তবে একজন ট্রেডারের এক সাথে লং ট্রেড সুইং ট্রেড ও স্কালাপিং করতে পারবেন না।আপনাকে একটি পদ্ধতি বেছেনিয়ে ট্রেড করতে হবে।

NEWVISION2020
2020-08-15, 07:44 AM
আমার মতে ফরেক্স মার্কেটে একাধিক অ্যাকাউন্টের থেকে একটি অ্যাকাউন্ট দিয়ে ট্রেডিং করা টাই বেশি সুবিধাজনক বলে মনে হয়।কারণ ফরেক্স মার্কেটে একটি ট্রেড ওপেন করার পরে থেকে শুরু করে ক্লোজ করার আগ পর্যন্ত আমাদের ভিতরে একটা মানসিক চাপ কাজ করতে থাকে। সে ক্ষেত্রে যদি আমাদের অ্যাকাউন্ট একের অধিক হয়ে থাকে তাহলে এই চাপের পরিমাণ ও একাউন্টের সাথে সাথে দ্বিগুণ হয়ে যাবে। আর আপনি আমার সাথে হয়ত একমত হবেন যে মানসিকভাবে দুর্বল থাকা অবস্থায় বা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় কোন সিদ্ধান্ত নিলে সেটি ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে অর্থাৎ যদি কোন ভুল ট্রেড আমাদের মাধ্যমে ওপেন হয়ে যায় তাহলে লাভের থেকেই অনেক বেশি লস হওয়ার সম্ভাবনা থাকবে। তাছাড়া যদি একটা একাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে এবং আমরা যদি সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে মানি ম্যানেজমেন্ট মেনে কোন ট্রেড ওপেন করতে পারি তাহলে ওই একটা অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করেই ফরেস্ক মার্কেট থেকে প্রতিমাসে খুব ভালো পরিমাণে প্রফিট করা সম্ভব।

Rubel115878
2020-08-15, 07:49 AM
ফোরামে একটা অ্যাকাউন্ট থাকা ভালো। তবে যদি কোন কারণে সেই অ্যাকাউন্টটির সমস্যা হয় তাহলে একাধিক অ্যাকাউন্ট করা যেতে পারে।সবচাইতে ভালো হবে যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে।

FREEDOM
2020-08-27, 03:18 PM
আমার জানা নেই যে কইটা একাউন্ট থাকা উওম,আমি মনে করি একটা একাউন্ট উওম ফরেক্স বিজিনেস এর জরণে উওম,আপনি যদি ভাল মান এর ট্রেডার হনন তাহলে একটি একাউন্ট দিয়ে আপনি যথেষ্ট আয় করতে পারবেন,বেশি একাউন্ট না করে একটি একাউন্ট ভালো ব্যালেন্স নিয়ে এই বিজিনেস করা উচিত।

KAZIMAJHARULISLAM
2020-08-27, 03:22 PM
আমি মনে করি একজন দক্ষ ট্রেডার হতে একটা একাউন্ট ই যথেষ্ট।কেননা অধিক একাউন্ট থেকে আপনার অধিক টেনশন থাকবে।এবং সেই সাথে যদি ট্রেড লসে যায়,তাহলে আপনার হীনমন্যতার সৃষ্টি হবে। আস্তে আস্তে ফরেক্স এর প্রতি অনীহা জন্ম নেবে। সেই সাথে আপনি উদ্যম ও প্রেষনাও হারিয়ে ফেলতে পারেন। তাই আমার মতে,একটা অ্যাকাউন্ট নিয়েই দক্ষতার সাথে ফরেক্সে কাজ করে যান।কেননা আপনি যদি সঠিকভাবে ট্রেডিং করতে পারেন,তাহলে একটা অ্যাকাউন্ট দিয়েই অনেক ভালো মাপের উপার্জন করা সম্ভব।

milu
2020-08-27, 11:35 PM
আমি মনে করি একজন ফরেক্স ট্রেডারের একটি একাউন্ট উত্তম।আপনার ফরেক্স মার্কেটে একাধিক একাউন্ট থাকলে আপনি সঠিক ভাবে ট্রেড পরিচালোনা করতে পারবেন না।আর আপনার যদি একটি একাউন্ট থাকে তাহলে আপনি ভালো ভাবে ট্রেড করবে।একটা একাউন্ট থাকলে কোনো ঝামেলা হয় না এবং এক একাউন্ট দিয়ে সব ধরনের ট্রেডিং করা যায়। আবার একাউন্ট একটা হলে পুরো বোনাস নেওয়া যায় ও মুলধন বেশি হয়।

jimislam
2020-09-18, 09:39 PM
আমি মনে করি একজন ফরেক্স ট্রেডারের একটি একাউন্ট উত্তম।আপনার ফরেক্স মার্কেটে একাধিক একাউন্ট থাকলে আপনি সঠিক ভাবে ট্রেড পরিচালোনা করতে পারবেন না।আর আপনার যদি একটি একাউন্ট থাকে তাহলে আপনি ভালো ভাবে ট্রেড করবে। একটা একাউন্ট থাকলে কোনো ঝামেলা হয় না এবং এক একাউন্ট দিয়ে সব ধরনের ট্রেডিং করা যায়। আবার একাউন্ট একটা হলে পুরো বোনাস নেওয়া যায় ও মুলধন বেশি হয়।

ABDUSSALAM2020
2020-09-18, 11:09 PM
কয়টা ফোরাম একাউন্ট থাকা উত্তম?
তাদের যুক্তি হল যারা একই একাউন্ট লং ট্রেড , শর্ট ট্রেড , হেজ ইত্যাদি সব করে এলোমেলো করে ফেলেন তাদের জন্য একাধিক একাউন্ট থাকা উত্তম। কেননা তারা চাইলে এক একাউন্ট এ লং টার্ম ট্রেড করতে পারেন আবার অন্য একাউন্টে শর্ট টার্ম ট্রেড করতে পারেন। এতে তাদের একাউন্টও সেইফ থাকে এবং সেই সাথে মাথা ব্যাথাও কম হয়। কারো কোন ভাল সাজেশান থাকলে আওয়াজ দিবেন, এবং নিজেকে দক্ষতা ও অভিজ্ঞতা সাথে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে তাহলে সফলতা অর্জন করা যাবে।

Starship
2020-09-18, 11:28 PM
আপনি যদি সঠিকভাবে নিয়ম অনুসারে কাজ করতে পারেন তাহলে একটা অ্যাকাউন্ট থেকে আপনি পর্যাপ্ত প্রফিট করতে পারবেন। আর যদি সঠিকভাবে কাজ না করে একাধিক একাউন্ট করেন তাহলে কোনো কাজ বা উপকারে আসবেনা। আমার মতে একটি অ্যাকাউন্টটি করা উচিত।
কেননা আপনি আপনার আইডি কার্ড দিয়ে একটি একাউন্ট ওপেন করতে পারবেন একাধিক একাউন্ট ওপেন করতে পারবেন না। কিংবা আপনার ডিভাইস বা কম্পিউটার থেকে একটি অ্যাকাউন্ট চালু রাখতে পারবেন।
আর তা যদি আপনি না করেন তাহলে একাধিক আইডি একই আই পি ও থেকে চালানোর জন্য আপনার অ্যাকাউন্টটি ব্যান হতে পারে। যা খুবই কষ্টের কারণ হতে পারে।

uzzal05
2020-09-30, 04:48 AM
ফোরাম একাউন্ট একটা থাকাই ভালো। কারন এত বেশি ফোরাম এর একাউন্ট করে কোন লাভ নেই। ফরেক্স ফোরাম একাউন্ট এ পোস্ট করে অনেক বোনাস পাওয়া সম্ভব। অভিজ্ঞতা বাড়ানোর জন্য লাইভ এর সাথে ডেমোতে ট্রেড করা যেতে পারে।

sss21
2020-09-30, 11:47 AM
১ মোবাইল দিয়া একটি ফোরাম একাউন্ট খোলা উত্তম।যেহেতু ফোরাম আমাদের শেখার জায়গা,ফোরামে একটা একাউন্ট থাকাই উত্তম।

Fahmida1
2020-09-30, 12:36 PM
আমার মতে ফরেক্স মার্কেট সম্পর্কে এনালাইসিস এর মাধ্যমে যে বেশি জ্ঞান অর্জন করতে পেরেছে সেই একাধিক একাউন্ট দিয়ে ট্রেড করতে পারে । দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী ট্রেড করতে পারলে একাধিক একাউন্ট থেকে অবশ্যই লাভবান হওয়া যায়। এমনকি অভিজ্ঞ ট্রেডাররা লং ট্রাম, short-term, হেজিং স্ট্রাটেজি উপর আলাদা আলাদা ট্রেডিং অ্যাকাউন্ট খুলে। তাছাড়া যাদের দক্ষতা কম তাদের পক্ষে একটা অ্যাকাউন্ট থাকাই যথেষ্ট

jimislam
2020-09-30, 01:12 PM
ফরেক্স বিজ্ঞাপনে শিখতে আসা নতুন আন্ডারস্টডি ব্যবসায়ীগণ তাদের এক্সচেঞ্জিং পদ্ধতিগুলি শক্তিশালী করার জন্য বিনিময় পদ্ধতিতে একটি ভাণ্ডার ব্যবহার করে। উদাহরণস্বরূপ, অনেক এক্সচেঞ্জ দীর্ঘ অচল, কিছু এক্সচেঞ্জ বর্তমান মুহূর্ত, অনেক এক্সচেঞ্জ সমর্থন। আপনার ডিভাইস বা কম্পিউটার থেকে একটি অ্যাকাউন্ট চালু রাখতে পারবেন।
আর তা যদি আপনি না করেন তাহলে একাধিক আইডি একই আই পি ও থেকে চালানোর জন্য আপনার অ্যাকাউন্টটি ব্যান হতে পারে। যা খুবই কষ্টের কারণ হতে পারে।

Sid
2020-10-28, 02:02 PM
ভাই এ ব্যাপারে আমার মন্তব্য হল এখানে একটা
একাউন্ট থাকা সবচেয়ে বেশি উত্তম। কেননা আপনি
অতিরিক্ত ঝামেলা কেন নিতে যাবেন, আর
তাছাড়া আপনি একটা সিস্টেমের বাইরে যদি ১০
সিস্টেম নিয়ে মার্কেট এনালাইসিস কিংবা
ট্রেডে আমার মনে হয় না সেরকম কোন বড় ধরনর
প্রফিট করতে পারবেন। সুতরাং দুই নৌকায় নয়
এখানে একটা সিস্টেম একটা নৌকা নিয়ে তরী পার
হওয়ার চেষ্টা করতে হবে আপনাকে।

FRK75
2020-10-28, 03:02 PM
একটি একাউন্টই যথেষ্ঠ একাধীক একাউন্টের কোন প্রয়োজনীয়তা দেখিনা। যদি ভাল ট্রেডার হওয়া যায় তাহলে একটি একাউন্ট দিয়েই ভাল ট্রেড করা যাবে এবং ভাল আয় করা সম্ভব। আর সবচেয়ে বড় কথা হলো আমরা তখনই ভাল ট্রেডার হতে পারবো যখন একটি ট্রেডিং সিস্টেম আমাদের আয়ত্বে থাকবে। আর একটির বেশী সিস্টেম ব্যবহার করে তো আর ভাল করা যাবে না।

FRK75
2021-07-11, 10:31 PM
একটা একাউন্ট থাকা সবচেয়ে বেশি উত্তম। কেননা আমি মনে করি কেনইবা অতিরিক্ত ঝামেলা কেন নিতে যাবেন। তাই আমি মনে করি একটি একাউন্ট যদি আপনি ভালো করে সময় দেন তাহলে সেটাই ভালো হবে। সুতরাং দুই নৌকায় নয় এখানে একটা সিস্টেম একটা নৌকা নিয়ে তরী পার হওয়ার চেষ্টা করতে হবে আপনাকে।

EmonFX
2021-07-11, 11:01 PM
তাদের যুক্তি হল যারা একই একাউন্ট লং ট্রেড , শর্ট ট্রেড , হেজ ইত্যাদি সব করে এলোমেলো করে ফেলেন তাদের জন্য একাধিক একাউন্ট থাকা উত্তম। কেননা তারা চাইলে এক একাউন্ট এ লং টার্ম ট্রেড করতে পারেন আবার অন্য একাউন্টে শর্ট টার্ম ট্রেড করতে পারেন। এতে তাদের একাউন্টও সেইফ থাকে এবং সেই সাথে মাথা ব্যাথাও কম হয়। কারো কোন ভাল সাজেশান থাকলে আওয়াজ দিবেন, ধন্যবাদ।

ইন্সটাফরেক্সে আমার একটিমাত্র ফোরাম একাউন্ট রয়েছে। ইন্সটাফরেক্সের একই সাথে একাধিক ফোরাম বা বোনাস ট্রেডিং একাউন্ট পরিচালনা করার নিয়ম নেই। একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট পরিচালনা করলে কর্তৃপক্ষ যেকোনো সময় আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। একজন ট্রেডার শুধুমাত্র একটি ফোরাম বা বোনাস অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন। আর তাছাড়া একই সাথে একাধিক অ্যাকাউন্ট পরিচালনা করার চেয়ে একটি একাউন্টে বেশি সময় দিতে পারলে এবং মনোনিবেশ করতে পারলে অনেক ভালো করা যেতে পারে। একটি অ্যাকাউন্ট থেকে আপনি বর্তমানে প্রতিমাসে সর্বোচ্চ ২০০০ ডলার পর্যন্ত বোনাস পেতে পারেন। আপনার পোস্ট যদি যথাযথ, সত্য, তথ্যবহুল এবং কোয়ালিটি সম্পন্ন হয় তাহলে ফোরাম অথরিটি একটি পোস্টের এগেনস্টে ৫০ ডলার পর্যন্ত বোনাস দিয়ে থাকে। তাই একাধিক অ্যাকাউন্ট পরিচালনার চেয়ে একটি একাউন্টে বেশি সময় দিয়ে তথ্যবহুল কোয়ালিটিসম্পন্ন পোস্ট করাই ভালো। এবং এভাবে ভালো মানের বোনাস পাওয়া সম্ভব যেটা দিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন।

Devdas
2021-07-12, 09:28 AM
আমার মতে ফরেক্স ফোরাম একটি একউন্ট থাকাই ভাল। একাধিখ একাউন্ট ফরেক্স ফোরাম খোলার আমি কোন কারন ই দেখি না। এছাড়া আপনি একাধিক একাউন্ট ফরেক্স ফোরাম খোললে আপনার একাউন্ট এ সমস্যা হতে পারে। কারন এক আই.পি এক নাম, মোবাইল নং ব্যবহার করে ফরেক্স ফোরাম এর কমিউনিটি টিমরা একাধিক একাউন্ট ধরা পরলে আপনার সব একাউন্ট ব্যান করে দিতে পারে। তাই বৈধ্য একটি একাউন্ট থাকাই ভাল।

Devdas
2021-08-03, 09:20 AM
সঠিক নিয়মে ও রিয়েল ট্রেডর হতে হলে যে কোন একটি একাউন্ট থাকলেই বাজিমাত করা যায়। একাধিক একাউন্ট এর কোন প্রকার প্রয়োজন নেই। এছাড়া একাধিক একাউন্ট থাকলে অনেক বড় সমস্যা হয়ে যাবে কেননা, একাধিক একাউন্ট থাকলে এক নাম, এক ইমেইল, এক আই.পি থাকলে ফরেক্স ফোরাম এর টিম আপনার সব একাউন্ট বন্ধ করে দিতে পারে। তাই যে কোন বৈধ্য একটি একাউন্ট থাকাটাই ভাল।

Mas26
2021-08-03, 10:24 AM
ফরেক্স মার্কেট এ একটা একাউন্ট থাকাই যথেষ্ট আমি মনে করি আসলে একাধিক একাউন্ট থাকলে বাড়তি সুবিধা পাওয়া যায়। কিন্তু ফরেক্স এর রুলস অনুযায়ী একের অধিক ট্রেড থাকলে সে যেকোনো সময় যেকোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে তাই আমি নতুন এবং পুরাতন সবাইকে বলতে চাই আসলে আমাদের কোন ধরনের জালিয়াতি করার প্রয়োজন নাই একটা অ্যাকাউন্টে যথেষ্ট আপনার এখান থেকে অভিজ্ঞতা করার জন্য এবং ভাল প্রফিট করতেও সম্ভব হবে। আপনি যদি একটা একাউন্টে ঠিকমতো সময় দিতে পারেন একাধিক একাউন্টে যদি আপনি যে সময়টা ব্যয় করবেন সেটা যদি একটা একাউন্টে ব্যয় করতে পারেন।কারণ প্রতিটি একাউন্টের স্ট্র্যাটেজি একই থাকবে বটে কিন্তু লিভারেজ থাকবে বিভিন্ন। একটি একাউন্টের ব্যালেন্স চলে গেলেও আশা চলে যাবেনা। আর যদি মানি ম্যানেজমেন্ট এবং স্ট্র্যাটেজি খুবই উন্নতমানের হয় তবে একটি একাউন্টই যথেষ্ট।

FRK75
2021-10-17, 12:28 PM
একটা একাউন্ট থাকা সবচেয়ে বেশি উত্তম। কেননা আমি মনে করি কেনইবা অতিরিক্ত ঝামেলা কেন নিতে যাবেন। তাই আমি মনে করি একটি একাউন্ট যদি আপনি ভালো করে সময় দেন তাহলে সেটাই ভালো হবে। সুতরাং দুই নৌকায় নয় এখানে একটা সিস্টেম একটা নৌকা নিয়ে তরী পার হওয়ার চেষ্টা করতে হবে আপনাকে।

Mas26
2021-10-17, 04:42 PM
আপনি যদি ফরেক্স মার্কেটে আজীবন ট্রেড করতে চান তাহলে আপনার একটা অ্যাকাউন্ট থাকা আমি মনে করি সবচাইতে নিরাপদ ফ্রম অ্যাকাউন্ট যদি করে থাকেন। এবং যদি আপনি রিয়েল অ্যাকাউন্ট করে থাকেন সেক্ষেত্রে আলাদা ব্যাপার কারন রিয়েল অ্যাকাউন্ট একজন মানুষ একাধিক অ্যাকাউন্ট খুললেও কোন সমস্যা হবেনা। কিন্তু আপনি যদি ফ্রম একাউন্ট করে থাকেন যদি একের অধিক একাউন্ট করে থাকেন তাহলে নানারকম ঝামেলার সম্মুখীন হতে পারেন। এবং আপনার একাউন্টে ব্যান্ড করে দেয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই আমি মনে করি যাদের একাউন্ট আছে বা লাইভ একাউন্ট চালান তাদের উচিত হবে একের অধিক একাউন্ট কখনো খুলার চেষ্টা করবেন না তাহলে আপনি ফরেক্স মার্কেটে অনেকদিন যাবত ট্রেড করতে পারবেন ইনশাললা। এবং ফরেক্স একাউন্ট এর মাধ্যমে আপনি বোনাস পেয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন।

samun
2021-10-17, 10:37 PM
আমার জানা মতে একের অধিক একাউন্ট ব্যবহার করা যায় না, অর্থাৎ কোন এক সময় সবগুলি একাউন্ট বন্ধ হয়ে যাবে। তাছাড়া আয় হলে একটি একাউন্ট দিয়ে করা সম্ভব । না হলে 100 টি দিয়েও সম্ভব নয়। একটা সিস্টেমের বাইরে যদি ১০ সিস্টেম নিয়ে মার্কেট এনালাইসিস কিংবা ট্রেডে আমার মনে হয় না সেরকম কোন বড় ধরনর প্রফিট করতে পারবেন। সুতরাং দুই নৌকায় নয় এখানে একটা সিস্টেম একটা নৌকা নিয়ে তরী পার হওয়ার চেষ্টা করতে হবে

samun
2021-12-12, 11:42 AM
আমার মতে forex-forum একটি অ্যাকাউন্ট থাকাটাই উত্তম তার কারণ যখন আপনি একই আইপি অ্যাড্রেস এ একাধিক অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি সবকয়টি একাউন্টে ব্লক করে দেবে তাই অবশ্যই এ বিষয়ে সতর্কতার সাথে কাজ করে এবং নিয়ম-কানুন জেনে ফরেক্স মার্কেটে পদার্পণ করা উচিত

Mas26
2021-12-12, 12:16 PM
আসলে ফরেক্স এর রুলস অনুযায়ী আপনি ফ্রম একাউন্টে একটিমাত্র একাউন্ট করতে পারবেন। সে ক্ষেত্রে আপনার একটিমাত্র একাউন্ট থাকাই উত্তম বলে আমি মনে করি। আসলে একাধিক অ্যাকাউন্ট দিয়ে যদি কোনো লাভ না হয় তাহলে একাধিক একাউন্ট করে কি লাভ আর একটা একাউন্টে যথেষ্ট আপনার ফরেক্সে প্রফিট করার যায়। আমি চিন্তা করে দেখলাম যে আসলে প্রত্যেকটা ট্রেডারের উচিত একটা অ্যাকাউন্ট ওপেন করে সেটার উপর ফোকাস দেয়া তাহলে সফলতা অর্জন করা সম্ভব।

FRK75
2022-02-20, 05:29 PM
নতুন আন্ডারস্টডি ব্যবসায়ীগণ তাদের এক্সচেঞ্জিং পদ্ধতিগুলি শক্তিশালী করার জন্য বিনিময় পদ্ধতিতে একটি ভাণ্ডার ব্যবহার করে। উদাহরণস্বরূপ, অনেক এক্সচেঞ্জ দীর্ঘ অচল, কিছু এক্সচেঞ্জ বর্তমান মুহূর্ত, অনেক এক্সচেঞ্জ সমর্থন। এই জাতীয় অনন্য বিনিময় কৌশলগুলি সাধারণ উপকার করার জন্য প্রস্তাবিত নতুনদের মধ্যে বেশিরভাগই রেকর্ডের বিনিময়ে বিনিময় করছেন। এটি যেমন হোন তেমনি বেশ কিছুক্ষণ বিনিময় করার প্রেক্ষাপটে তারা সুনির্দিষ্টভাবে দেখতে পাবে যে কোন ধরণের এক্সচেঞ্জিং কৌশল তাদের স্ট্যান্ডার্ড এবং পর্যাপ্ত সুবিধা অর্জনের অনুমতি দেবে। বেশ কিছুক্ষণ পরে তারা তাদের নির্দিষ্ট এক্সচেঞ্জিং পদ্ধতিটি তৈরি করতে পারে এবং তারপরে কেবল একটি রেকর্ড বিনিময় করতে ভাল লাগে

FREEDOM
2022-06-06, 10:53 AM
আমার জানা নেই যে কইটা একাউন্ট থাকা উওম,আমি মনে করি একটা একাউন্ট উওম ফরেক্স বিজিনেস এর জন্যে উওম,আপনি যদি ভাল মান এর ট্রেডার হনন তাহলে একটি একাউন্ট দিয়ে আপনি যথেষ্ট আয় করতে পারবেন,বেশি একাউন্ট না করে একটি একাউন্ট ভালো ব্যালেন্স নিয়ে এই বিজিনেস করা উচিত

FRK75
2023-03-01, 02:35 PM
ফোরাম একাউন্ট থাকা উচিত নয় ! আপনি যদি একের অধিক ফোরামে একাউন্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে ইন্সটাফরেক্স ব্লক করে দিবে । তাহলে আপনি এখন নিজেই সিদ্ধান্ত নিন আপনি ফোরামে কয়টি একাউন্ট করবেন ? ভাই প্রথম পোস্টে একটা বোনাস এটাকে যখন আপনি অপব্যবহার করবেন তখন আপনার একাউন্টে ইন্সতাফরেক্স ব্লক করে দেবে । তাই চেষ্টা করবেন যতটা সৎ ভাবে ফোরাম পোস্ট এর ডলারের ব্যবহার করা যায় সেটাই আপনার জন্য নিরাপদ হবে ।বিজ্ঞাপনে শিখতে আসা নতুন আন্ডারস্টডি ব্যবসায়ীগণ তাদের এক্সচেঞ্জিং পদ্ধতিগুলি শক্তিশালী করার জন্য বিনিময় পদ্ধতিতে একটি ভাণ্ডার ব্যবহার করে। উদাহরণস্বরূপ, অনেক এক্সচেঞ্জ দীর্ঘ অচল, কিছু এক্সচেঞ্জ বর্তমান মুহূর্ত, অনেক এক্সচেঞ্জ সমর্থন। এই জাতীয় অনন্য বিনিময় কৌশলগুলি সাধারণ উপকার করার জন্য প্রস্তাবিত নতুনদের মধ্যে বেশিরভাগই রেকর্ডের বিনিময়ে বিনিময় করছেন। এটি যেমন হোন তেমনি বেশ কিছুক্ষণ বিনিময় করার প্রেক্ষাপটে তারা সুনির্দিষ্টভাবে দেখতে পাবে যে কোন ধরণের এক্সচেঞ্জিং কৌশল তাদের স্ট্যান্ডার্ড এবং পর্যাপ্ত সুবিধা অর্জনের অনুমতি দেবে।