View Full Version : যত ডেমো এবং অনুশীলন করা যাবে তত ভাল করা যাব
Debdas50
2018-01-10, 04:06 PM
স্টাডির যখনি ডেমো ট্রেডিং অধ্যায় শেষ করে ফেলবেন তখন থেকেই ডেমো প্র্যাকটিস শুরু করেন। সব ব্রোকারের, ভিবিন্ন ফরেক্স সার্ভিস প্রোভাইডারদের একটি বিশাল সেক্টর হচ্ছে কারেন্সি এনালাইসিস মুলত যে যত বেশী এবং যত ভালো ইফেক্টিভ এনালাইসিস গ্রাহকদের উপহার দিতে পারবে সেই তত ভালো মার্কেট দখল করতে পারবে আর সকল ফরেক্স প্রতিষ্ঠানের লং-জাম্প কিন্তু এই এক বিষয়তে হয়।
01797733223
2018-01-10, 06:29 PM
সঠিক মন্তব্য এখানে যতই ডেমো অনুশীলন করবে একজন ট্রেডার, ততই তার ফরেক্স মার্কেটের উপর কতৃত্ব বাড়তে থাকবে আশা করা যায়। কারন এতে করে বিশেষ যে সুবিধাটা হবে সেটা হল তার টার্মিনালটা সম্পর্কে এবং এর অভন্তরে যে টুলসগুলো ও ইন্ডিকেটর গুলো রয়েছে সেগুলোর একটা বেসিক ভাল ধারনা সে ডেমো থেকেই মনে করেন পেয়ে যাচ্ছেন, এরপর আপনার সাহস অনেক বেড়ে যাবে যেটা কিনা এখানে লাইভ একাউন্টের জন্য অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করবে।
Mamun13
2018-05-16, 08:56 AM
ডেমো প্র্যাকটিস করে করে এই বিশ্বের সকল পেশাদার ট্রেডারগণ ফরেক্স ট্রেডের কলা কৌশল গুলো আয়ত্ত করেছেন৷আমরা যারা ফরেক্স মার্কেটে নতুন এসেছি আমাদেরকেও প্রথমে ট্রেডিং কৌশল গুলো জানতে হবে,শিখতে হবে এবং সেগুলো নিয়মিত ডেমো অ্যাকাউন্টে দীর্ঘদিন যাবৎ প্র্যাকটিস করে করে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে৷ফরেক্স মার্কেটে মূলত অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করাই মূল বিষয়৷এজন্য প্রত্যেকটি ব্রোকার অফুরন্ত ডেমো প্র্যাকটিসের ব্যবস্থা করে দিয়েছে৷আমরা এখানে আমাদের সুবিধামতো বিভিন্ন পরিমাণের ভার্চুয়াল পুঁজি নিয়ে প্র্যাকটিস করতে পারি৷ নিজেকে যোগ্য করে গড়ে তোলার প্রয়োজনে ডেমো প্র্যাকটিসের কোনোও বিকল্প নাই৷ডেমো প্রাকটিসের মাধ্যমে আমরা আমাদের trading strategy নিশ্চিত করে নিতে পারি৷তাই সবাই যত বেশি ডেমো প্র্যাকটিস করবেন ততবেশি যোগ্যতা,অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে পারবেন৷
riponinsta
2018-05-16, 10:58 AM
আপনি যদি ডেমো ট্রেড রিয়েল ট্রেড মনে করে করতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে অনেক বেশি শিখতে পারবেন আর আপনি ডেমোতে যে ভুল গুল করবেন রিয়েল ট্রেড এ সেই ভুল গুল করলেন না তাহলে দেখবেন আপনি যখন থেকে রিয়েল ট্রেড শুরু করবেন তখন থেকেই আপনার ইনকাম শুরু হবে তাই ডেমো ট্রেড টা ভাল করে করতে হবে
souravkumarhazra6763
2018-05-16, 02:02 PM
জী হ্যা আপনি ঠিক বলেছেন আপনি যত বেশি ডেমো অনুশীলন করতে পারবেন ততো বেশি ভালো ভাবে ট্রেড শিখতে পারবেন,ডেমো অনুশীলন ছাড়া ফরেক্স ভাল ভাবে আয়ত্ত করা সম্ভব না,প্রতিটি ট্রেডার দের কম করে ৬ মাস ডেমো প্রাকটিস করা উচিত।
expkhaled
2018-05-16, 02:36 PM
ডেমো ট্রেড করার উদ্দেশ্য হলো কোন প্রকারের লস ছাড়া ট্রেডিং শেখা। আপনি যখণ একটি স্ট্রেটেজি ডেভেলপ করবেন তখন আপনার অনেক পরীক্ষা নিরিক্ষা করার প্রয়োজন পড়বে এবং আপনার প্রতিটি ধাপে তখন ভূল হতে থাকবে কতদিন এই রকম ভূল করতে করতে আপনি সঠিক হবে সেটা বলা খুব কষ্ট কিন্ত আপনি যদি সঠিক পন্থায় চেষ্টা করতে থাকেন তাহলে হবেই। তাই যদি আপনার এই প্রক্রিয়াকে রিয়েল ট্রেড এ করতে যান তাহলে আপনার যে, কি পরিমান লস হতে সেটা অনুমান করা যাবে না। তাই যদি সঠিক ভাল মানের ট্রেডার হতে চান অবশ্যই ডেমোতে প্র্যাকটিস করবেন এবং সঠিক পন্থায় তাহলে ডেমো থেকেই আপনি ভাল ট্রেডার হতে পারবেন।
Montu Zaman
2018-05-16, 03:06 PM
ডেমো অ্যকাউন্ট যে শুধুমাত্র শেখার জন্য তা নয়। বরং এটাকে আপনি অন্য রকম হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারেন। যেমন কোন স্ট্যাটেজি বা টুলস্ লাইভ ট্রেডিং প্রয়োগ করার আগে সেটা যেমোতে টেস্ট করা উচিৎ এবং এর ফলাফলের উপর নির্ভর করে আপনি লাইভ ট্রেডিংয়ে সেটাকে প্রয়োগ করুন। এর ফলে আপনি একটি সত্যিকারের প্রফিটেবল স্ট্যাটেজি আপনার লাইভ টেডিংয়ে তৈরী করতে পারবেন। সুতরাং লাইভের পাশাপাশি আপনি আর একটি ডেমো অ্রকাউন্টে ট্রেড করুন এবং নিজেকে একবার যাচাই করে নিন।
uzzal05
2018-05-26, 09:31 AM
অনেক ট্রেডার মনে করে যে আমার যেহেতু টাকা আছে আমি আর ডেমো করে লাভ কি। কারন যা লাভ হবে সেটা তো আমার ই হবে। কিন্তিু ফরেক্স থেকে প্রফিট করা এত সহজ বিষয় নয়্ যারা দীর্ঘসময় ধরে ফরেক্স এ আছেন তারাই কেবল জানেন টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ।
fxjaman
2019-03-09, 11:31 PM
ভাই ডেমো ট্রেড করে কোন লাভ নেই। বরং এর চেয়ে আপনি রিয়েল একাউন্টে কমপক্ষে ১ সেন্টে, ভলিওম কম রেখে ট্রেড করতে পারলে বেশি উপকৃত হবেন। ডেমো হলো আপনার দু-একদিন প্রার্কটিসের জন্য, আপনি সবকিছু জেনে কিংবা বুঝে নিয়ে লাইভ ট্রেডিং এর জন্য প্রস্তুতি নিতে পারেন। কেননা লাইভ একাউন্টে আপনি যত বেশি অনুশীলন করতে পারবেন, সেটা ততই আপনার জন্য মঙ্গল হবে।
TanjirKhandokar1994
2019-03-09, 11:38 PM
কথাটা একেবারেই ঠিক। নতুন অবস্থায় যতো বেশি ডেমো প্রাকটিস করতে পারেন ততই বেশি সফল হতে পারবেন। কেননা ডেমো ট্রেডিং রিয়েল ট্রেডিং এর মতোই। শুধু পার্থক্য একটু যে ডেমো ট্রেডিং করে যে প্রফিট পাওয়া যায় সেটা আপনি উঠাতে পারবেননা আর রিয়েল ট্রেডিং করে যে প্রফিট পাবেন সেটা উঠাতে পারবেন এটাই মুল পার্থক্য। তাই আমি বলবো যে ফরেক্স ট্রেডিং করার আগে অবশ্যই সবাইকে ডেমো প্রাকটিস করা উচিত। তাহলে অনেক নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
MdPiashHasan6080892
2019-03-09, 11:49 PM
একজন সফল ট্রেডার হতে হলে ডেমো ট্রেডিং প্রেক্টিস করার কোন বিকল্প নেই। তবে আপনি যখন ডেমো ট্রেডিং প্রেক্টিস করবেন তখন আপনাকে মনে করতে হবে এটাই রিয়েল একাউন্ট
তা না হলে আপনি ভাব ভাবে শিখতে পারবেন না। ডেমো তে ট্রেডিং করার সময় আপনার যে ভুল হবে সেটা থেকে আপনি শিক্ষা নিতে পারবেন। যাতে করে আপনি যখন রিয়েল একাউন্ট এ ট্রেডিং করবেন সেখানে কোন প্রকার ভুল না হয়।
expkhaled
2019-03-10, 11:19 AM
ট্রেড শেখার মূল অংশটাই হলো ডেমো ট্রেড কারন এই মার্কেট ট্রেড করে কোন ট্রেড উপর আস্থা রাখা যায় না যে কোন ট্রেডটি আপনার পক্ষে যাবে তাই যতদিন আপনি আপনার সিস্টেম এর উইন রেশিও বাড়াতে না পারবেন ততদিন আপনি ডেমোতে ট্রাই করতে পারবেন। আর যারা কিছুদিন ডেমো করার পরে নিজেদের লাভবান মনে করেন এবং রিয়েল ট্রেড করতে এসে লস করেন, আসলে তারা ট্রেড এর কোন কিছু না বুঝেই ট্রেড করা শুরু করে দেন। অর্থাত ফরেক্স মার্কেট এ লাভ করলেন সেটা বড় কথা নয় আপনি আপনার সিস্টেম ব্যবহার করে লং রানে লাভ করতে পারলেন কি না, সেটাই মূল বিষয়।
ForexTrainer99
2019-03-10, 01:28 PM
আপনি সহজেই ডেমো তে ট্রেড করতে পারবেন। এটা একদিকে ভালো । আবার একদিকে খারাপ। ফরেক্স মার্কেট (https://bangla-forex.com/) যেমন আপনি সহজেই অনেক লাভ করতে পারবেন ডেমো থেকে। কিন্তু রেয়েল অ্যাকাউন্ট থেকে লাভ করাটা এত সহজ না । তবে আপনি ডেমো তে ট্রেড করে বুঝতে পারবেন অনেক কিছু । এই দিখ থেকে ডেমো তে ট্রেড করা ভালো ।
ফরেক্স মার্কেট (https://bangla-forex.com/)
SAGOR_HALDER944
2019-03-11, 12:30 AM
ফরেক্স এমন একটা জায়গা যেখানে টিকে থাকা অনেক কঠিন। তবে ফরেক্স সম্পর্কে যদি ভাল জ্ঞান থাকে তাহলে ফরেক্সে সফলতার সাথে টিকে থাকা যায়। আর এই জ্ঞান অর্জন করার সবচেয়ে ভাল মাধ্যম হল ডেমো একাউন্ট খুলে তাতে ট্রেডিং করা। ডেমো একাউন্টে কোন লাভ বা লসের ভয় থাকেনা। তাই ইচ্ছামত ট্রেডিং করা যায়। এতে ট্রেডিং সম্পর্কে ভাল ধারনা লাভ করা যায় এবং পরবর্তিতে ট্রেডিং এর সময় কম ভুল হয়। তাই যত ডেমো ট্রেডিং অনুশীলন হবে ট্রেডিং সম্পর্কে তত জ্ঞান লাভ হবে।
md mehedi hasan
2019-03-12, 07:41 AM
ফরেক্স হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আপনি দক্ষতা ছারা টিকে থাকতে পারবেন না।ফরেক্স মার্কেট অনেকটা আমার কাছে যুদ্ধ ক্ষেত্রের মতো।এখানে টিকে থাকতে হলে প্রতিনিয়ত যুদ্ধ করতে হবে।আর ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে প্রোফেশনাল ট্রেডার হতে হবে।যা আপনি একমাত্র ডেমো প্রাকটিসের মাধ্যমে অর্জন করতে পারেন।ডেমো প্রাক্টিস আপনি যতো বেশি করবেন ততো লাভ করবেন এবং দক্ষতা বাড়বে।
edottc
2019-03-17, 04:42 PM
ফরেক্স হচ্ছে অনলাইন বিজনেস ।এখানে ট্রেড করে মানুষ আয় করে কিন্তু এতে সবাই আয় করতে পারে না এখানে যে বেশি ডেমো প্রাক্টিস করে ও অনুশীলন করে সে তত বেশি উন্নতি করতে পারে ।
Grimm
2019-11-21, 07:57 PM
আপনি একদম ঠিক কথা বলেছেন। ডেমোতে আমরা যত অনুশীলণ করবো এই ব্যবসায় আমরা ততই ভাল করতে পারবো। কারণ ডেমোতে অনুশীলনের মাধ্যমে আমাদের অভিজ্ঞতা বাড়বে আর অধিক অভিজ্ঞতার সহিত যদি আমরা এই মার্কেটে ট্রেড করতে পারি তাহলে আমরা বেশিরভাগ সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে ট্রেড শুরু করতে পারবো আর সঠিক ট্রেডের মাধ্যমে আমরা এই মার্কেট হতে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবো। তাই আমার মতে সকলেরই ডেমো একাউন্টে অধিক সময় দেওয়া উচিত যাতে অভিজ্ঞতা বাড়তে পারে।
KANIZFATEMA1997
2019-11-21, 08:08 PM
ডেমো একাউন্ট হলো প্রাথমিক শিক্ষা কেন্দ্র। এখান থেকেই প্রথম ট্রেডিং বিষয়পূর্ণ ধারনা নেওয়া হয়।ডেমো অ্যকাউন্ট যে শুধুমাত্র শেখার জন্য তা নয়। বরং এটাকে আপনি অন্য রকম হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারেন। যেমন কোন স্ট্যাটেজি বা টুলস্ লাইভ ট্রেডিং প্রয়োগ করার আগে যেমন টেস্টি করা উচিৎ এবং এর ফলাফলের উপর নির্ভর করে আপনি লাইভ ট্রেডিংয়ে সেটাকে প্রয়োগ করুন। এর ফলে আপনি একটি সত্যিকারের প্রফিটেবল স্ট্যাটেজি আপনার লাইভ ট্রেডিংতৈরী করতে পারবেন। সুতরাং লাইভের পাশাপাশি আপনি আর একটি ডেমো একাউন্ট ট্রেড করুন এবং নিজেকে একবার যাচাই করে নিন।আর ভালো প্র্যাকটিস ওহবে
যত ফরেক্সে অনুশীলন করা যায় ততই মার্কেট মুভমেন্ট সম্পর্কে ভাল ধারনা লাভ করা যায় । ফলে মার্কেট এ কোথায় এন্ট্রি এবং এক্সিট নিতে হবে তা এই অনুশিলনের অভিজ্ঞতা থেকেই বোঝা যায় । অবশ্যই এনালাইসিস করতে হবে তবে অভিজ্ঞতা ফরেক্সে লাভের ক্ষেত্রে একটি বড় ফ্যাক্টর কারণ এনালাইসিস করলেই যে মার্কেট সম্পর্কে স্পষ্ট ধারনা পাওয়া যায় এমনটি নয় মাঝে মাঝে অভিজ্ঞতারও প্রয়োজন হয় । তাই প্রতিনিয়ত অনুশীলন করে যেতে হবে সেটি ডেমো বা রিয়াল যে একাউন্টই হোক না কেন ।
Hredy
2019-11-22, 10:59 PM
ডেমো ট্রেড ছাড়া রিয়েল ট্রেডিংয়ে সফলতা পাওয়া যায় না। ডেমো ট্রেডিং একজন ট্রেডারের ট্রেডিং স্কিলকে শক্তিশালী এবং মজবুত করতে সহায়তা করে। ফরেক্স মার্কেটে যেহেতু দক্ষ ট্রেডাররাই টিকে থেকে ভালো প্রফিট করতে পারে সেহেতু অবশ্যই ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে নিজেকে দক্ষ করে তুলতে হবে। এককথায় বলা যায় ডেমো ট্রেডিং ছাড়া আপনি শুধুমাত্র ফরেক্স মার্কেটে টাকা লস করবেন আর কিছুই হবে না।
MdRubelShaikh
2019-11-28, 02:21 PM
যত বেশি বেশি ডেমো ট্রেড করা যাবে তত বেশি ফরেক্স ট্রেডিং সম্পকে জানা যাবে।ডেমো ট্রেড ও রিয়েল ট্রেড একই তাই আপনি যদি ডেমো ট্রেড এর মাধ্যমে ভাল ব্যবসা করতে পারেন তাহলে রিয়েল ট্রেডেও আপনি ভালো করতে পারবেন।
PK_SHIKDER
2019-11-28, 04:13 PM
ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করতে চাইলে ডেমো ট্রেডিং প্রাকটিস করা খুব জরুরি । কারন একজন নতুন ট্রেডার ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন এবং রিয়েল ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করতে চাইলে অবশ্যই তাদের বেশি বেশি করে ডেমো ট্রেডিং অনুশীলন করা প্রয়োজন । যত বেশি ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবো,,, ততো বেশি আমরা ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে পারবো । তাই আমাদের উচিত বেশি বেশি করে ফরেক্স মার্কেট অনুশীলন করা এবং বেশি বেশি করে ডেমো ট্রেডিং অনুশীলন করা ।
MINARULRFL100
2019-11-28, 04:41 PM
ফরেক্স ট্রেডিং মার্কেট এ কাজ করতে হলে অবশ্যই আগে ডেমো অনুশীলন করা জরুরী তার কারন এখানে যতই ডেমো অনুশীলন করবে একজন ট্রেডার, ততই তার ফরেক্স মার্কেটের উপর কতৃত্ব বাড়তে থাকবে আশা করা যায়। কারন এতে করে বিশেষ যে সুবিধাটা হবে সেটা হল তার টার্মিনালটা সম্পর্কে এবং এর অভন্তরে যে টুলসগুলো ও ইন্ডিকেটর গুলো রয়েছে সেগুলোর একটা বেসিক ভাল ধারনা সে ডেমো থেকেই মনে করেন পেয়ে যাচ্ছেন, এরপর আপনার সাহস অনেক বেড়ে যাবে যেটা কিনা এখানে লাইভ একাউন্টের জন্য অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করবে।তাই ফরেক্স ট্রেডিং মার্কেট এর পাশাপাশি যখনই সময় পাবেন ডেমো অনুশীলন শুরু করবেন তাহলে ভয় থাকবেনা আর নিজের দক্ষতা অর্জন হবে।
Hridoy6763
2019-11-28, 08:46 PM
ফরেক্স মার্কেট এর সব থেকে বেশি দরকারি জিনিস হলো ডেমো তে ট্রেডিং করা,যে যত বেশি ডেমো তে অনুশীলন করবে সে ততো বেশি ভুল বের করে ট্রেড এ দক্ষতা অর্জন করতে পারবে,ডেমো অনুশীলন ছাড়া ফরেক্স মার্কেট থেকে দক্ষতা অর্জন করা সম্ভব নয়,তাই সবার লং টাইম ডেমো তে অনুশীলন করা উচিৎ।
steephen
2019-11-28, 09:33 PM
এই ব্যাপার টায় আমি এক মত পোষন করতেছি। যত ডেমো করা যাবে তত ই অভিজ্ঞতা হবে। অভিজ্ঞতা ছাড়া ফরেক্স ট্রেডিং এ উন্নতি করা সম্ভব না। তাহলে লাভের থেকে লসের মুখ ই বেশি দেখতে হবে আমাদের। কেও লস করতে চায় না। তাই আমাদের উচিত বেশি বেশি ডেমো করে অভিজ্ঞতা অর্জন করে পরে রিয়েল ট্রেড করা
সঠিক মন্তব্য এখানে যতই ডেমো অনুশীলন করবে একজন ট্রেডার, ততই তার ফরেক্স মার্কেটের উপর কতৃত্ব বাড়তে থাকবে আশা করা যায়। কারন এতে করে বিশেষ যে সুবিধাটা হবে সেটা হল তার টার্মিনালটা সম্পর্কে এবং এর অভন্তরে যে টুলসগুলো ও ইন্ডিকেটর গুলো রয়েছে সেগুলোর একটা বেসিক ভাল ধারনা সে ডেমো থেকেই মনে করেন পেয়ে যাচ্ছেন, এরপর আপনার সাহস অনেক বেড়ে যাবে।এবং এই সাহস তাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে।
এটা ঠিক ভাই, লস আসলেই বাধ্যতামূলক তবে আমাদের চিরদিনের অভিজ্ঞতাটি চালিয়ে যেতে হবে না কারণ এটি আরও দুর্বল হলে যদি এক বা দুইবার স্বাভাবিক হয় তবে এটি ভাল নয়। আসলে লোকসানটি আমাদের প্রতিটি ট্রেডিংকে মূল্যায়ন করতে শেখার উপাদান হিসাবে ব্যবহার করা যেতে পারে যাতে প্রতিবারের মূল্যায়ন করার সময় এবং তার চেয়ে আগের চেয়ে আরও ভাল হয়ে ওঠার পরিবর্তন হয়। সুতরাং কেবল ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করুন যে ক্ষতি আমাদের আরও ভাল পথে পরিচালিত করবে।
KAZIMAJHARULISLAM
2019-12-05, 05:28 PM
হ্যাঁ আমি আপনার সাথে সম্পূর্ণ একমত কারণ ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস হল লাইভ ট্রেডিংয়ের ভিত্তিপ্রস্তরের মতই। অর্থাৎ যখন একজন ট্রেডার ডেমো অ্যাকাউন্টে দীর্ঘদিন সময় দিয়ে প্র্যাকটিস করবে তখন সে লাইভ ট্রেডিং সম্পর্কে বিস্তারিতভাবে জ্ঞান অর্জন করতে। তাছাড়া কি কারণে লাইভ ট্রেডিং এ লস হতে পারে বা কি কি উপায় অবলম্বন করলে ফরেক্স মার্কেট থেকে খুব ভাল প্রফিট করা যাবে এই সমস্ত বিষয় সম্পর্কে ধারণা অর্জন করতে পারবে। মোটকথা সে নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবে। তাই একজন ট্রেডারের উচিত লাইভ ট্রেডিং শুরু করার পূর্বে কমপক্ষে 6 মাস সময় দিয়ে ডেমো অ্যাকাউন্ট প্র্যাকটিস করা উচিত।
হ্যালো প্রিয় সদস্য আমার মতে পড়াশুনা সাফল্যের মূল কারণ, আপনি যদি পেশাদার এবং সফল এবং লাভজনক ব্যবসায়ী হতে চান তবে আমি আপনাকে পরামর্শ দিতে চাই যে শিক্ষা এবং শেখার হাত কখনই ছাড়বেন না। প্রিয় শিক্ষণই সাফল্যের মূল স্তর।ধন্যবাদ
uzzal05
2019-12-23, 08:27 AM
আমরা যে পদ্ধতি দিয়েই ট্রেড করি না কেন আমাদের আগে সেই পদ্ধতিটি ডেমোতে অনুশীলন করা উচিত। কারন এতে আমাদের রিয়েল ব্যালেন্স এ ক্ষতি হবেনা। কিন্তু আমরা যদি আমাদের ট্রেড স্টাইলটি লাইভ দিয়ে পরীক্ষা করতে যাই তাহলে নিশ্চিত লস করতে হবে।
rakib.r
2020-01-20, 04:02 PM
হ্যা যত ডেমো করা যায় তত ই ভালো। আসলে আমাদের ধৈর্য খুব ই কম। আমরা আসলে অল্প কিছুদিন ডেমো প্র্যাকটিস করে ভুলে যাই যে আমাদের শিখা শেষ হয় নি সামনে আরো কঠিন সময়ের সাথেও মোকাবেলা করা লাগতে পারে। ডেমোতে আসলে কোন টাকা খ্রচ হয় না তো তাই ব্যাপার টা আমলে নিই না আমরা। যদি টাকা খরচ করে আমাদের রিয়েল ট্রেডে প্র্যাকটিস করে ট্রেড শিখা লাগতো তাহলে আমরা একদম ঠিক ভাবে শিখতে পারতাম । অন্তত ৬ মাস ডেমো ট্রেড করা উচিৎ আমাদের তারপর রিয়রল ট্রেডের কথা ভাবতে হবে
MdRubelShaikh
2020-01-20, 04:43 PM
অবশ্যই, ফরেক্স ব্যবসায় যত ডেমো ও অনুশীলন করা যাবে ততই ভাল।কারণ ডেমো ট্রেড এবং রিয়েল ট্রেড এর মধ্য কোন পারথর্ক্য নেই।আপনি যত বেশি ডেমো ট্রেড করবেন রিয়েলে আপনি তক ভালো করতে পারবেন।
IFXmehedi
2020-01-20, 10:06 PM
ডেমো ট্রেডিং হল অভিজ্ঞতা অর্জনের বিশাল একটা মাধ্যম । আমরা যত বেশি ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করব আমাদের অভিজ্ঞতা ততঃ বাড়বে । আর ফরেক্স মার্কেটে যত আপনার অভিজ্ঞতা বাড়বে ট্রেডিং করে আপনি ততঃ বেশি লাভ করতে পারবেন । তাই আমাদের উচিত প্রাথমিক অবস্থায় ডেমো ট্রেড করেও যখন রিয়েল ট্রেডিং করব তখনও রিয়েল ট্রেডিং এর পাশাপাশি ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করা ।
mdmoshin1988
2020-01-20, 10:08 PM
ফরেক্স মার্কেটের উপর কতৃত্ব বাড়তে থাকবে আশা করা যায়। কারন এতে করে বিশেষ যে সুবিধাটা হবে সেটা হল তার টার্মিনালটা সম্পর্কে এবং এর অভন্তরে যে টুলসগুলো ও ইন্ডিকেটর গুলো রয়েছে সেগুলোর একটা বেসিক ভাল ধারনা সে ডেমো থেকেই মনে করেন পেয়ে যাচ্ছেন, এরপর আপনার সাহস অনেক বেড়ে যাবে যেটা কিনা এখানে লাইভ একাউন্টের জন্য অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করবে।
amreta
2020-01-21, 03:46 PM
এটি একটি ভুল ধারণা, এবং আমি তাদের অনুমান করি যারা ফরেক্স জুয়া খেলছেন বলে আমি বিশ্বাস করি, তারা বিশ্বাস করে যে তারা এই ব্যবসাটি বা জ্ঞানের অভাব বুঝতে পারে না, তাই আমাদের কেবল তাদের বুঝতে হবে, এবং আমাদের কেবল একটি প্রমাণ তৈরি করতে হবে যে আমরা থাকতে পারো. এই ব্যবসায় এবং সাফল্য পান, প্রমাণটি অনেক কথা বলবে এবং তারা এটি বুঝতে পারবে
saraa
2020-02-27, 02:47 PM
অনেক লোক বলে, আমরা যদি লোকেদের সাথে ভাল করে বন্ধুত্ব করি, তবে আমরা ভাল হব, এবং খারাপ লোকের সাথে বন্ধুত্ব করলে আমরাও খারাপ হয়ে যাব। বৈদেশিক মুদ্রার ব্যবসায়ের ক্ষেত্রেও তাই। আমরা যদি ভাল ব্যবসায়ী পছন্দ করতে পছন্দ করি তবে বন্ধু হয়ে গেল। তাহলে আমরা তার থেকে ভালকে ধরব। অতএব, ফরেক্স ফোরামে যোগ দিতে দ্বিধা করবেন না, যাতে আপনি আপনার জন্য একটি ভাল বন্ধুর সন্ধান করতে পারেন।
কথায় আছে প্রাকটিস মেকস এ ম্যান পারফেক্ট। সুতরাং অনুশীলনের কোন বিকল্প নেই ফরেক্সে ভালো করার জন্য। যত বেশি অনুশীলন তত বেশি দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন। পারফেক্ট ট্রেডার হওয়ার জন্য একজনকে অবশ্যই নিয়মিত অনুশীলন করে যেতে হবে।
martin
2020-03-23, 11:38 PM
ফরেক্স হচ্ছে অনলাইন বিজনেস ।এখানে ট্রেড করে মানুষ আয় করে কিন্তু এতে সবাই আয় করতে পারে না এখানে যে বেশি ডেমো প্রাক্টিস করে ও অনুশীলন করে সে তত বেশি উন্নতি করতে পারে
muslima
2020-08-25, 07:13 PM
আপনি যখন ডেমো ট্রেডিং প্রেক্টিস করবেন তখন আপনাকে মনে করতে হবে এটাই রিয়েল একাউন্ট তা না হলে আপনি ভাব ভাবে শিখতে পারবেন না। ডেমো তে ট্রেডিং করার সময় আপনার যে ভুল হবে সেটা থেকে আপনি শিক্ষা নিতে পারবেন। যত বেশি ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারব । ততো বেশি আমরা ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে পারবো । তাই আমাদের উচিত বেশি বেশি করে ফরেক্স মার্কেট অনুশীলন করা এবং বেশি বেশি করে ডেমো ট্রেডিং অনুশীলন করা ।
Rokibul7
2020-08-25, 07:33 PM
যতই ডেমো অনুশীলন করবে একজন ট্রেডার, ততই তার ফরেক্স মার্কেটের উপর কতৃত্ব বাড়তে থাকবে আশা করা যায়।ততই বেশি সফল হতে পারবেন। কেননা ডেমো ট্রেডিং রিয়েল ট্রেডিং এর মতোই। শুধু পার্থক্য একটু যে ডেমো ট্রেডিং করে যে প্রফিট পাওয়া যায় সেটা আপনি উঠাতে পারবেননা আর রিয়েল ট্রেডিং করে যে প্রফিট পাবেন সেটা উঠাতে পারবেন এটাই মুল পার্থক্য।
ট্রেড শেখার মূল অংশটাই হলো ডেমো ট্রেড কারন এই মার্কেট ট্রেড করে কোন ট্রেড উপর আস্থা রাখা যায় না যে কোন ট্রেডটি আপনার পক্ষে যাবে তাই যতদিন আপনি আপনার সিস্টেম এর উইন রেশিও বাড়াতে না পারবেন ততদিন আপনি ডেমোতে ট্রাই করতে পারবেন। আর যারা কিছুদিন ডেমো করার পরে নিজেদের লাভবান মনে করেন এবং রিয়েল ট্রেড করতে এসে লস করেন, আসলে তারা ট্রেড এর কোন কিছু না বুঝেই ট্রেড করা শুরু করে দেন।
Starship
2020-08-29, 05:18 PM
ডেমো একাউন্টে অনুশীলন করলে ফরেক্স ট্রেড করার বিষয়ে একটা অভিজ্ঞতা সঞ্চয় হয়। ট্রেড করার জন্য সকল টুলস সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ হয়। নিজের এনালাইসিস সম্পর্কে পরিপূর্ণ ধারনা অর্জন হয়। কিন্তু ডেমো একাউন্টে ট্রেড করলে লাভবান হওয়ার সম্ভাবণা বাড়ে না।
প্রসঙ্গের সঙ্গে একমত হতে পারলাম না। কারণ ফরেক্স মার্কেটে ডেমো একাউন্টে অনুশীলন করলে ট্রেড করার জন্য সকল প্রয়োজনীয় টুলস ও কৌশল সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ হয়। নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যায়। কিন্তু ডেমো একাউন্টে ও রিয়েল একাউন্টে ট্রেড করার পার্থক্য রয়েছে।
Soh1952
2020-08-29, 05:56 PM
ট্রেড শেখার মূল অংশটাই হলো ডেমো ট্রেড কারন এই মার্কেট ট্রেড করে কোন ট্রেড উপর আস্থা রাখা যায় না যে কোন ট্রেডটি আপনার পক্ষে যাবে তাই যতদিন আপনি আপনার সিস্টেম এর উইন রেশিও বাড়াতে না পারবেন ততদিন আপনি ডেমোতে ট্রাই করতে পারবেন। আর যারা কিছুদিন ডেমো করার পরে নিজেদের লাভবান মনে করেন এবং রিয়েল ট্রেড করতে এসে লস করেন, আসলে তারা ট্রেড এর কোন কিছু না বুঝেই ট্রেড করা শুরু করে দেন। এককথায় বলা যায় ডেমো ট্রেডিং ছাড়া আপনি শুধুমাত্র ফরেক্স মার্কেটে টাকা লস করবেন আর কিছুই হবে না।
ফরেক্স মার্কেটে নতুন এসেছি আমাদেরকেও প্রথমে ট্রেডিং কৌশল গুলো জানতে হবে,শিখতে হবে এবং সেগুলো নিয়মিত ডেমো অ্যাকাউন্টে দীর্ঘদিন যাবৎ প্র্যাকটিস করে করে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে৷ফরেক্স মার্কেটে মূলত অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করাই মূল বিষয়৷ তাই আমি বলবো যে ফরেক্স ট্রেডিং করার আগে অবশ্যই সবাইকে ডেমো প্রাকটিস করা উচিত।
sss21
2020-08-29, 06:09 PM
ফরেক্স এমন একটা জায়গা যেখানে টিকে থাকা অনেক কঠিন। তবে ফরেক্স সম্পর্কে যদি ভাল জ্ঞান থাকে তাহলে ফরেক্সে সফলতার সাথে টিকে থাকা যায়। আর এই জ্ঞান অর্জন করার সবচেয়ে ভাল মাধ্যম হল ডেমো একাউন্ট খুলে তাতে ট্রেডিং করা। ডেমো একাউন্টে কোন লাভ বা লসের ভয় থাকেনা। তাই ইচ্ছামত ট্রেডিং করা যায়। এতে ট্রেডিং সম্পর্কে ভাল ধারনা লাভ করা যায় এবং পরবর্তিতে ট্রেডিং এর সময় কম ভুল হয়। তাই যত ডেমো ট্রেডিং অনুশীলন হবে ট্রেডিং সম্পর্কে তত জ্ঞান লাভ হবে।
FREEDOM
2020-08-29, 06:20 PM
ডেমো একাউন্ট হলো প্রাথমিক শিক্ষা কেন্দ্র। এখান থেকেই প্রথম ট্রেডিং বিষয়পূর্ণ ধারনা নেওয়া হয়।ডেমো অ্যকাউন্ট যে শুধুমাত্র শেখার জন্য তা নয়। বরং এটাকে আপনি অন্য রকম হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারেন। যেমন কোন স্ট্যাটেজি বা টুলস্ লাইভ ট্রেডিং প্রয়োগ করার আগে যেমন টেস্টি করা উচিৎ এবং এর ফলাফলের উপর নির্ভর করে আপনি লাইভ ট্রেডিংয়ে সেটাকে প্রয়োগ করুন। এর ফলে আপনি একটি সত্যিকারের প্রফিটেবল স্ট্যাটেজি আপনার লাইভ ট্রেডিংতৈরী করতে পারবেন। সুতরাং লাইভের পাশাপাশি আপনি আর একটি ডেমো একাউন্ট ট্রেড করুন এবং নিজেকে একবার যাচাই করে নিন।আর ভালো প্র্যাকটিস ওহবে
arifmunshi
2020-08-29, 06:22 PM
রিয়্যাল ট্রেডও করতে হবে :-
ডেমো ট্রেড করা জরুরী তবে, ডেমো করার পর আপনাকে নিজে কিছু ইনভেস্ট করে ট্রেড করতে হবে যা করলে আপনি ভাল করে বুঝতে পারবেন। ডেমো যখন করবেন লস বা লাভ করে বেশি তৃপ্তি পাওয়া যায় না। আর যখন রিয়্যাল ট্রেড করবেন লাভ লসে পরিপূর্ণ তৃপ্তি পাবেন, আর লস করলেও ভাল করে শিখতে পারবেন।
Fahmida1
2020-08-29, 06:35 PM
ফরেক্স ফোরামের দক্ষ হতে হলে অবশ্যই ডেমো অ্যাকাউন্ট অনুশীলন করতে হবে। প্রথমেই ফরেক্স ফোরামের ট্রেডিং করতে হবে। ট্রেডিং এর মাধ্যমে ডেমো অ্যাকাউন্ট প্র্যাকটিস করা হয়। তবে 6 মাস থেকে 1 বছর সময় পর্যন্ত ডেমো অ্যাকাউন্ট প্র্যাকটিস করতে হবে। ডেমো অ্যাকাউন্ট সম্পর্কে ধারণা না থাকলে অবশ্যই লসে পড়তে হবে। তবে ডেমো কাউন্টে ভালভাবে চর্চা করলে অবশ্যই লাভবান হওয়া যাবে। এবং কি অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধি পাবে।
IFXmehedi
2020-08-30, 06:52 PM
সঠিক মন্তব্য এখানে যতই ডেমো অনুশীলন করবে একজন ট্রেডার, ততই তার ফরেক্স মার্কেটের উপর কতৃত্ব বাড়তে থাকবে আশা করা যায়। কারন এতে করে বিশেষ যে সুবিধাটা হবে সেটা হল তার টার্মিনালটা সম্পর্কে এবং এর অভন্তরে যে টুলসগুলো ও ইন্ডিকেটর গুলো রয়েছে সেগুলোর একটা বেসিক ভাল ধারনা সে ডেমো থেকেই মনে করেন পেয়ে যাচ্ছেন, এরপর আপনার সাহস অনেক বেড়ে যাবে যেটা কিনা এখানে লাইভ একাউন্টের জন্য অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করবে।
ভাই ফরেক্স মার্কেটে সফলতার মূল কথা হলো অনুশীলন । আমরা যত বেশি অনুশীলন করব আমরা ফরেক্স মার্কেটে তথ্য ভালোভাবে ট্রেডিং করতে পারব । ফরেক্স মার্কেটে একজন ভালো ট্রেডার হওয়ার জন্য অনুশীলনের কোন বিকল্প নেই । আমরা যত বেশি ডেমো অ্যাকাউন্ট এ ট্রেডিং করে নিজেদের অভিজ্ঞ করে গড়ে তুলব আমরা ততবেশি এ ফরেক্স মার্কেটে ট্রেডিং করে অর্থ উপার্জন করতে পারব । তাই মনোযোগ সহকারে আমার একাউন্টে অনুশীলন করবেন ।
samun
2020-08-30, 11:34 PM
পৃথিবীতে সকল কাজের শুরুতেই অনুশীলন করাটা খুব জরুরি। প্র্যাক্টিস বিষয়টা হলো যেকোনো কাজকে সহজ করে তোলে। ফরেক্স মার্কেটে নতুন ট্রেডারদের ক্ষেত্রে অনেক বেশি ঝুঁকি থাকে। এই ঝুঁকি হ্রাস করতে ফরেক্সে ডেমো ট্রেডিং সিস্টেম চালু করা হয়েছে। নতুন ট্রেডার ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন এবং রিয়েল ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করতে চাইলে অবশ্যই বেশি বেশি করে ডেমো ট্রেডিং অনুশীলন করা প্রয়োজন । যত বেশি ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন হবে ততো বেশি ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জিত হবে।
zakia
2020-08-31, 06:41 PM
যত বেশি বেশি ডেমো ট্রেড করা যাবে তত বেশি ফরেক্স ট্রেডিং সম্পকে জানা যাবে।ডেমো ট্রেড ও রিয়েল ট্রেড একই তাই আপনি যদি ডেমো ট্রেড এর মাধ্যমে ভাল ব্যবসা করতে পারেন তাহলে রিয়েল ট্রেডেও আপনি ভালো করতে পারবেন। যদি টাকা খরচ করে আমাদের রিয়েল ট্রেডে প্র্যাকটিস করে ট্রেড শিখা লাগতো তাহলে আমরা একদম ঠিক ভাবে শিখতে পারতাম । অন্তত ৬ মাস ডেমো ট্রেড করা উচিৎ আমাদের তারপর রিয়রল ট্রেডের কথা ভাবতে হবে
Sakib42
2020-08-31, 08:34 PM
আপনি কোন কিছু নিয়ে যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন সাধারণত তখন সেটির ফল ভালবাসবে তাই প্র্যাকটিস এর মাধ্যম হিসাবে ডেমো ট্রেডিং কাজ করে
আপনি ডেমো অ্যাকাউন্ট এ যত বেশি সময় পেলে রিয়েল একাউন্টে আপনার ততো বেশি ভালো ফল আসবে আপনি রিয়াল অ্যাকাউন্ট সম্পর্কে সবকিছু বুঝতে পারবেন এবং রিয়াল ট্রেডিংয়ে ভালো করতে পারবেন তাই ডেমোতে প্র্যাকটিস করুন ধন্যবাদ
jimislam
2020-09-01, 12:24 PM
ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করতে চাইলে ডেমো ট্রেডিং প্রাকটিস করা খুব জরুরি । কারন একজন নতুন ট্রেডার ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন এবং রিয়েল ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করতে, ভালো অভিজ্ঞতা অর্জন করতে চাইলে অবশ্যই বেশি বেশি করে ডেমো ট্রেডিং অনুশীলন করা প্রয়োজন । যত বেশি ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন হবে ততো বেশি ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জিত হবে।
আপনি ঠিক বলেছেন আপনি যত বেশি ডেমো অনুশীলন করতে পারবেন ততো বেশি ভালো ভাবে ট্রেড শিখতে পারবেন,ডেমো অনুশীলন ছাড়া ফরেক্স ভাল ভাবে আয়ত্ত করা সম্ভব না,প্রতিটি ট্রেডার দের কম করে ৬ মাস ডেমো প্রাকটিস করা উচিত।
OLIYOURRAHMAN2021
2020-11-13, 07:12 PM
প্র্যাকটিস এরকম একটা বিষয় যেটার মাধ্যমে নিজেকে আরও দক্ষ এবং পরিপূর্ণ করে তোলা যায়। আমরা কোনদিনও সফল হতে পারব না যতক্ষণ না পর্যন্ত সঠিকভাবে অনুশীলন না করতে পারব। তাই একজন ফরেক্স ট্রেডারের উচিত ডেমো অ্যাকাউন্ট আগে নিজেকে দক্ষ করে তুলে ফরেক্স মার্কেটে যোগদান করা। আর ডেমো অ্যাকাউন্ট থেকে অভিজ্ঞতা নিয়ে যদি ফরেক্স মার্কেটে কাজ করা যায় তাহলে অবশ্যই আর্ন করা সম্ভব। আর তাই ডেমো অ্যাকাউন্ট চর্চা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ফরেক্স মার্কেট এ যোগদান করার পূর্বে।
Suruj
2020-11-13, 07:59 PM
যত ডেমো ফরেক্স ট্র্রেড করা যাবে তত ভালো । ডেমো ট্রেডিং এর মাধ্যমে নতুন নতুন ইনডিকেটর ব্যবহার করে দেখা যায়। এর মাধ্যমে নতুন নতুন টুলস্ ব্যবহার করা যায় এরং নিজের ট্রেডিং যাচাই করা যায়।
EmonFX
2020-11-13, 09:08 PM
ডেমো ট্রেডিং হলো ফরেক্স ট্রেডিং এর গেটওয়ে বা প্রবেশদ্বার। মে মতো বেশি ডেমো ট্রেডিং এ দক্ষ রিয়েল ট্রেডিং এ সে ততো বেশি সফল। আমি মনে করি ডেমো ট্রেডিং ফরেক্স সফলাতার মূল চাবিকাঠি। যে যতো বেশি ডেমো প্রাকটিস করবে তার সফলাতার সম্ভাবনা অনেক বেশি। কমপক্ষে ৬ মাস থেকে ১ বছর ডেমো প্রাকটিস করা উচিৎ। ডেমো ট্রেডিং কে আপনার রিয়েল ব্যালেন্স ভেবে ট্রেড করুন। মনে করুন এখান থেকে আপনি ভূল করলে আপনার ব্যালেন্স শুন্য হয়ে যাবে আর ঠিক করলে আপনি প্রফিট অর্জন করবেন।
এভাবে একটু একটু করে এগিয়ে যান, দেখা যাবে একসময় আপনি রিয়েল ট্রেডেও সফলতা অর্জন করবেন। ডেমো ট্রেডিং এর মাধ্যমে আপনি টেকনিকাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, সেন্টিমেন্টাল এনালাইসিস, মার্কেট মুভমেন্ট, মানি ম্যানেজমেন্ট, টেক প্রফিট-স্টপ প্রফিট, বাই-সেল স্টপ, ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। আমি মনে করি রিয়েল ট্রেডিং এর সাথে সাথে ডেমো ট্রেডিং কন্টিনিউ করে যাওয়া উচিত, যেটা আমি করে থাকি।
JoyantyThakur71
2020-11-13, 09:29 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে দক্ষতার প্রয়োজন হয়। এর জন্য আপনি যদি লাইভ ট্রেডিং করার পূর্বে দীর্ঘদিন ধরে ডেমোতে ট্রেড প্র্যাকটিস করেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। কিছুদিন ডেমো ট্রেডিং চালিয়ে যাওয়ার পর কখনো মনে করা উচিত নয় যে আমি শিখে গেছি। এমন মন মানসিকতা সৃষ্টি করলেন মানে বোকামি করলেন। অল্প অভিজ্ঞতা নিয়ে ফরেক্স মার্কেটের মত উত্তাল মহাসাগরে নামলে যখন তখন আপনার ফরেক্স মার্কেট থেকে পতন ঘটতে পারে। তাই এই ক্ষেত্রে ধৈর্যশীল হতে হবে এবং ট্রেডিং শেখার তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে। ডেমো ট্রেডিং এর পাশাপাশি ট্রেডিং শেখার জন্য আপনি ফোরাম অনুসরণ করতে পারেন। ফোরামের পাশাপাশি ইন্টারনেটে সার্চ করলেও ফরেক্স ট্রেডিং সংক্রান্ত বেশকিছু শিক্ষামূলক তথ্য পাওয়া যায় এই তথ্যগুলি খুঁজে বের করুন এবং নিজেকে দক্ষ করুন। দক্ষতা থাকলে ফরেক্স মার্কেটে অনেকদিন টিকে থাকতে পারবেন।
ফরেক্স মার্কেট থেকে অনেক বেশি শিখতে পারবেন আর আপনি ডেমোতে যে ভুল গুল করবেন রিয়েল ট্রেড এ সেই ভুল গুল করলেন না তাহলে দেখবেন আপনি যখন থেকে রিয়েল ট্রেড শুরু করবেন তখন থেকেই আপনার ইনকাম শুরু হবে। কেননা ডেমো ট্রেডিং রিয়েল ট্রেডিং এর মতোই। শুধু পার্থক্য একটু যে ডেমো ট্রেডিং করে যে প্রফিট পাওয়া যায় সেটা আপনি উঠাতে পারবেননা আর রিয়েল ট্রেডিং করে যে প্রফিট পাবেন সেটা উঠাতে পারবেন এটাই মুল পার্থক্য।
IslamMdMerajul
2020-11-13, 10:51 PM
ফরেক্সে রিয়েল ট্রেড করার আগে যে যত বেশি ডেমো প্র্যাকটিস্ করবে সে তত বেশি রিয়েল ট্রেড ভালো করতে পারবে। কারণ ডেমো হল রিয়েল ট্রেড এর একটি প্র্যাকটিস এর মাধ্যম। তাই আমরা রিয়েল ট্রেড করার আগে ভালোভাবে ডেমো প্র্যাকটিস্ করব
FRK75
2020-11-14, 10:03 AM
ডেমো ট্রেডিং প্রেক্টিস করবেন তখন আপনাকে মনে করতে হবে এটাই রিয়েল একাউন্ট তা না হলে আপনি ভাব ভাবে শিখতে পারবেন না। ডেমো তে ট্রেডিং করার সময় আপনার যে ভুল হবে সেটা থেকে আপনি শিক্ষা নিতে পারবেন। যত বেশি ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারব । ততো বেশি আমরা ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে পারবো ।
jimislam
2020-11-14, 10:12 AM
হ্যা যত ডেমো করা যায় তত ই ভালো। আসলে আমাদের ধৈর্য খুব ই কম। আমরা আসলে অল্প কিছুদিন ডেমো প্র্যাকটিস করে ভুলে যাই যে আমাদের শিখা শেষ হয় নি সামনে আরো কঠিন সময়ের সাথেও মোকাবেলা করা লাগতে পারে। কেননা ডেমো ট্রেডিং রিয়েল ট্রেডিং এর মতোই। শুধু পার্থক্য একটু যে ডেমো ট্রেডিং করে যে প্রফিট পাওয়া যায় সেটা আপনি উঠাতে পারবেননা আর রিয়েল ট্রেডিং করে যে প্রফিট পাবেন সেটা উঠাতে পারবেন এটাই মুল পার্থক্য।
jimislam
2020-11-14, 11:00 AM
যত ডেমো করা যায় তত ই ভালো। আসলে আমাদের ধৈর্য খুব ই কম। আমরা আসলে অল্প কিছুদিন ডেমো প্র্যাকটিস করে ভুলে যাই যে আমাদের শিখা শেষ হয় নি সামনে আরো কঠিন সময়ের সাথেও মোকাবেলা করা লাগতে পারে। কেননা ডেমো ট্রেডিং রিয়েল ট্রেডিং এর মতোই। শুধু পার্থক্য একটু যে ডেমো ট্রেডিং করে যে প্রফিট পাওয়া যায় সেটা আপনি উঠাতে পারবেননা আর রিয়েল ট্রেডিং করে যে প্রফিট পাবেন সেটা উঠাতে পারবেন এটাই মুল পার্থক্য।
আপনি যদি ডেমো ট্রেড রিয়েল ট্রেড মনে করে করতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে অনেক বেশি শিখতে পারবেন আর আপনি ডেমোতে যে ভুল গুল করবেন রিয়েল ট্রেড এ সেই ভুল গুল করলেন না তাহলে দেখবেন আপনি যখন থেকে রিয়েল ট্রেড শুরু করবেন তখন থেকেই আপনার ইনকাম শুরু হবে তাই
Suruj
2020-12-06, 10:54 AM
যত ডেমো অনুশীলন করা যাবে ততই উওম । আপনি ডেমো ট্রেডে বিভিন্ন টুলস ব্যবহার করে দেখতে পারেন কোনটি ভালো কাজ করে । এছাড়া ডেমোতে ট্রেড করে আপনার অভিজ্ঞতা বাড়াতে পারেন । যা পড়ে আপনার রিয়েল েএকাউন্ট এ কাজে লাগবে । এভারে আপনি বেশি বেশি ডেমোতে ট্রেড করে সফলতা লাভ করতে পারেন ফরেক্স ট্রেডিং এ ।
MISNIVA777
2020-12-06, 11:07 AM
ফরেক্স এমন একটি জায়গা যেখানে টিকে থাকা অনেক কঠিন। তবে ফরেক্স সম্পর্কে যদি ভাল জ্ঞান থাকে তাহলে ফরেক্সে সাথে টিকে থাকা যায়। আর এই জ্ঞান অর্জন করার সঅবচেয়ে ভাল মাধ্যম হল ডেমো একাউন্ট কোন লাভ বা লসের ভয় থাকে না। তাই ইচ্ছামত ট্রেডিং করা যায়। এতে ট্রেডিং সম্পর্কে ভাল জ্ঞান লাভ করা যায়। এবং পরবর্তিতে ট্রেডিং এর সময় কম ভুল হয়। তাই যত ডেমো ট্রেডিং অনুশীলন হবে ট্রেডিং সম্পর্কে তত জ্ঞান লাভ হবে।
ForexStar
2020-12-06, 03:46 PM
যে যতো ডেমো ট্রেডিং এ দক্ষ হবে রিয়েল ট্রেডিং এ সে ঠিক ততোটাই দক্ষ হবে। আমি মনে করি ডেমো ট্রেডিং সফলাতার মূল চাবিকাঠি। যে যতো বেশি ডেমো প্রাকটিস করবে তার সফলাতার সম্ভাবনা অনেক বেশি। কমপক্ষে ৬ মাস থেকে ১ বছর ডেমো প্রাকটিস করা উচিৎ। ডেমো ট্রেডিং কে আপনার রিয়েল ব্যালেন্স ভেবে ট্রেড করুন। মনে করুন এখান থেকে আপনি ভূল করলে আপনার ব্যালেন্স শুন্য হয়ে যাবে আর ঠিক করলে আপনি প্রফিট অর্জন করবেন।
আমি বলবো যে কম পরিমান ডলার নিয়েই ট্রেড করা ভালো। সেটা ১০০ ডলার হলেই ভালো। তাতে করে আপনি অল্প পুজি নিয়ে মার্কেটে টিকে থাকার লড়াইটা ভালো করে শিখে যাবেন। আপনি তাতে বুঝে শুনে ট্রেড করবেন। আপনার মাথায় এটাই থাকবে যে আপনার পুজি অল্প এটা থেকে আপনাকে মার্কেটে টিকে থাকতে হবে, লস করা যাবেনা, ব্যলেন্স জিরো করা যাবে না। এই মানসিকতাই আপনাকে রিয়েল ট্রেডে আগিয়ে রাখবে।
Md.shohag
2020-12-06, 06:46 PM
সঠিক মন্তব্য এখানে যতই ডেমো অনুশীলন করবে একজন ট্রেডার, ততই তার ফরেক্স মার্কেটের উপর কতৃত্ব বাড়তে থাকবে আশা করা যায়। কারন এতে করে বিশেষ যে সুবিধাটা হবে সেটা হল তার টার্মিনালটা সম্পর্কে এবং এর অভন্তরে যে টুলসগুলো ও ইন্ডিকেটর গুলো রয়েছে সেগুলোর একটা বেসিক ভাল ধারনা সে ডেমো থেকেই মনে করেন পেয়ে যাচ্ছেন, এরপর আপনার সাহস অনেক বেড়ে যাবে।এবং এই সাহস তাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে।
ABDUSSALAM2020
2020-12-06, 11:56 PM
যত ডেমো এবং অনুশীলন করা যাবে তত ভাল করা যাব
স্টাডির যখনি ডেমো ট্রেডিং অধ্যায় শেষ করে ফেলবেন তখন থেকেই ডেমো প্র্যাকটিস শুরু করেন। সব ব্রোকারের, ভিবিন্ন ফরেক্স সার্ভিস প্রোভাইডারদের একটি বিশাল সেক্টর হচ্ছে কারেন্সি এনালাইসিস মুলত যে যত বেশী এবং যত ভালো ইফেক্টিভ এনালাইসিস গ্রাহকদের উপহার দিতে পারবে সেই তত ভালো মার্কেট দখল করতে পারবে আর সকল ফরেক্স প্রতিষ্ঠানের লং-জাম্প কিন্তু এই এক বিষয়তে হয়।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
ANIK918
2020-12-07, 02:53 AM
ফরেক্স মার্কেটে কাজ করার জন্য আপনাকে ফুললি প্রিপেয়ার্ড হয় নিতে হবে। আর নতুন অবস্থায় যত বেশি দিমু প্র্যাকটিস করবেন ততই আপনার স্কিল বাড়বে এবং আপনি অভিজ্ঞতা অর্জন করবেন। ফরেক্স মার্কেটে সফল কিংবা দক্ষ হতে হলে ডেমো অনুশীলনের কোন বিকল্প নাই। যত বেশি দেহ প্র্যাকটিস করা যেতে পারে করুন কারণ এতে আপনারই স্কিল ডেভলপমেন্ট হবে। মনের বেনিফিট অবশ্যই পাবেন।
786.ariful.islam.bd
2020-12-07, 09:57 AM
আলহামদুলিল্লাহ্ । ৪ মাস ডেমো তে প্রেকটিস করে $১৫২ ডলার দিয়ে গত মাসে ফরেক্সে আসি । আজকে ঠিক এক মাস । এই এক মাস শেষে (২০দিন) সব লস বাদ দিয়ে, নেগেটিভ ক্লিয়ার করে আমার নেট প্রফিট $৬৬ ডলার । আমার টার্গেট ছিল $৫০ । শুকরিয়া আল্লাহর কাছে । ফরেক্সে শিখার কোনো শেষ নেই । প্রতিদিন কিছু না কিছু শিখছি এইখানে । সবার কাছে দোয়া চাই । জানি আমার যেকোনো প্রয়োজনে আপনাদেরকে ই সবার আগে কাছে পাবো
আপনার অনেক পরীক্ষা নিরিক্ষা করার প্রয়োজন পড়বে এবং আপনার প্রতিটি ধাপে তখন ভূল হতে থাকবে কতদিন এই রকম ভূল করতে করতে আপনি সঠিক হবে সেটা বলা খুব কষ্ট কিন্ত আপনি যদি সঠিক পন্থায় চেষ্টা করতে থাকেন তাহলে হবেই। তাই যদি আপনার এই প্রক্রিয়াকে রিয়েল ট্রেড এ করতে যান তাহলে আপনার যে, কি পরিমান লস হতে সেটা অনুমান করা যাবে না।
FRK75
2021-06-22, 11:09 PM
ভালো অভিজ্ঞতা অর্জন করতে চাইলে ডেমো ট্রেডিং প্রাকটিস করা খুব জরুরি । কারন একজন নতুন ট্রেডার ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন এবং রিয়েল ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করতে চাইলে অবশ্যই তাদের বেশি বেশি করে ডেমো ট্রেডিং অনুশীলন করা প্রয়োজন । যত বেশি ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবো,,, ততো বেশি আমরা ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে পারবো ।
আমরা যত বেশি ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করব আমাদের অভিজ্ঞতা ততঃ বাড়বে । আর ফরেক্স মার্কেটে যত আপনার অভিজ্ঞতা বাড়বে ট্রেডিং করে আপনি ততঃ বেশি লাভ করতে পারবেন । তাই আমাদের উচিত প্রাথমিক অবস্থায় ডেমো ট্রেড করেও যখন রিয়েল ট্রেডিং করব। সুতরাং অনুশীলনের কোন বিকল্প নেই ফরেক্সে ভালো করার জন্য। যত বেশি অনুশীলন তত বেশি দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন। পারফেক্ট ট্রেডার হওয়ার জন্য একজনকে অবশ্যই নিয়মিত অনুশীলন করতে হবে।
samun
2021-11-15, 04:24 PM
আসলে আমাদের ধৈর্য খুব ই কম। আমরা আসলে অল্প কিছুদিন ডেমো প্র্যাকটিস করে ভুলে যাই যে আমাদের শিখা শেষ হয় নি সামনে আরো কঠিন সময়ের সাথেও মোকাবেলা করা লাগতে পারে। ডেমোতে আসলে কোন টাকা খ্রচ হয় না তো তাই ব্যাপার টা আমলে নিই না আমরা। যদি টাকা খরচ করে আমাদের রিয়েল ট্রেডে প্র্যাকটিস করে ট্রেড শিখা লাগতো তাহলে আমরা একদম ঠিক ভাবে শিখতে পারতাম । অন্তত ৬ মাস থেকে ১বছর ডেমো ট্রেড করা উচিৎ আমাদের তারপর রিয়রল ট্রেডের কথা চিন্তা করা উচিত ।
FRK75
2022-07-12, 02:00 PM
যত ডেমো করা যায় তত ই ভালো। আসলে আমাদের ধৈর্য খুব ই কম। আমরা আসলে অল্প কিছুদিন ডেমো প্র্যাকটিস করে ভুলে যাই যে আমাদের শিখা শেষ হয় নি সামনে আরো কঠিন সময়ের সাথেও মোকাবেলা করা লাগতে পারে। ডেমোতে আসলে কোন টাকা খ্রচ হয় না তো তাই ব্যাপার টা আমলে নিই না আমরা। যদি টাকা খরচ করে আমাদের রিয়েল ট্রেডে প্র্যাকটিস করে ট্রেড শিখা লাগতো তাহলে আমরা একদম ঠিক ভাবে শিখতে পারতাম । ডেমো অনুশীলন করবে একজন ট্রেডার, ততই তার ফরেক্স মার্কেটের উপর কতৃত্ব বাড়তে থাকবে আশা করা যায়।ততই বেশি সফল হতে পারবেন। কেননা ডেমো ট্রেডিং রিয়েল ট্রেডিং এর মতোই। শুধু পার্থক্য একটু যে ডেমো ট্রেডিং করে যে প্রফিট পাওয়া যায় সেটা আপনি উঠাতে পারবেননা আর রিয়েল ট্রেডিং করে যে প্রফিট পাবেন সেটা উঠাতে পারবেন এটাই মুল পার্থক্য।ডেমো তে ট্রেডিং করার সময় আপনার যে ভুল হবে সেটা থেকে আপনি শিক্ষা নিতে পারবেন। যত বেশি ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারব । ততো বেশি আমরা ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে পারবো । তাই আমাদের উচিত বেশি বেশি করে ফরেক্স মার্কেট অনুশীলন করা এবং বেশি বেশি করে ডেমো ট্রেডিং অনুশীলন করা ।
FRK75
2023-02-02, 09:01 AM
ট্রেড শেখার মূল অংশটাই হলো ডেমো ট্রেড কারন এই মার্কেট ট্রেড করে কোন ট্রেড উপর আস্থা রাখা যায় না যে কোন ট্রেডটি আপনার পক্ষে যাবে তাই যতদিন আপনি আপনার সিস্টেম এর উইন রেশিও বাড়াতে না পারবেন ততদিন আপনি ডেমোতে ট্রাই করতে পারবেন। আর যারা কিছুদিন ডেমো করার পরে নিজেদের লাভবান মনে করেন এবং রিয়েল ট্রেড করতে এসে লস করেন, আসলে তারা ট্রেড এর কোন কিছু না বুঝেই ট্রেড করা শুরু করে দেন।প্র্যাক্টিস বিষয়টা হলো যেকোনো কাজকে সহজ করে তোলে। ফরেক্স মার্কেটে নতুন ট্রেডারদের ক্ষেত্রে অনেক বেশি ঝুঁকি থাকে। এই ঝুঁকি হ্রাস করতে ফরেক্সে ডেমো ট্রেডিং সিস্টেম চালু করা হয়েছে। নতুন ট্রেডার ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন এবং রিয়েল ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করতে চাইলে অবশ্যই বেশি বেশি করে ডেমো ট্রেডিং অনুশীলন করা প্রয়োজন । যত বেশি ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন হবে ততো বেশি ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জিত হবে।
FRK75
2023-09-09, 07:14 PM
যত ডেমো করা যায় তত ই ভালো। আসলে আমাদের ধৈর্য খুব ই কম। আমরা আসলে অল্প কিছুদিন ডেমো প্র্যাকটিস করে ভুলে যাই যে আমাদের শিখা শেষ হয় নি সামনে আরো কঠিন সময়ের সাথেও মোকাবেলা করা লাগতে পারে। ডেমোতে আসলে কোন টাকা খ্রচ হয় না তো তাই ব্যাপার টা আমলে নিই না আমরা। যদি টাকা খরচ করে আমাদের রিয়েল ট্রেডে প্র্যাকটিস করে ট্রেড শিখা লাগতো তাহলে আমরা একদম ঠিক ভাবে শিখতে পারতাম । অন্তত ৬ মাস ডেমো ট্রেড করা উচিৎ আমাদের তারপর রিয়রল ট্রেডের কথা ভাবতে হবে।যতই ডেমো অনুশীলন করবে একজন ট্রেডার, ততই তার ফরেক্স মার্কেটের উপর কতৃত্ব বাড়তে থাকবে আশা করা যায়।ততই বেশি সফল হতে পারবেন। কেননা ডেমো ট্রেডিং রিয়েল ট্রেডিং এর মতোই। শুধু পার্থক্য একটু যে ডেমো ট্রেডিং করে যে প্রফিট পাওয়া যায় সেটা আপনি উঠাতে পারবেননা আর রিয়েল ট্রেডিং করে যে প্রফিট পাবেন সেটা উঠাতে পারবেন এটাই মুল পার্থক্য।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.