PDA

View Full Version : আমি ফরেক্স এ নতুন। কত দিন ধরে ডেমো একাউন্ট 



Tipu Sultan
2018-01-11, 11:34 PM
অনেকে বলছে কমপক্ষে ৪ মাস.....

maziz6989
2018-01-12, 11:36 AM
আসলে এখানে কতদিন ডেমো করতে হবে তার নির্দিষ্ট কোন সময় সীমা আমার জানামতে নেই। এখানে সব থেকে বড় কথা হল আপনি যখনি একটা স্ট্রাটেজি বিল্ডআপ করে নিয়মিত প্রফিট করতে পারবেন তখনি আপনি লাইভ ট্রেডিং এর জন্য ফিট। তাই আগে সিরিয়াস ভাবে ট্রেড শিখুন। সময় বিষয় নয়। বার বার লস করার চাইতে এক বারে শিখে আসা উত্তম।

expkhaled
2018-01-12, 11:56 AM
আমার মতে একজন নতুন ট্রেডারের তত দিন ডেমো করা উচিত যতদিনে তার নিজস্ব স্ট্রেটেজি তৈরী না হয়। কারন ফরেক্স ব্যবসা ভালভাবে শিখতে হয় প্রথমে তারপর গিয়ে রিয়েল ট্রেড। ফরেক্স ব্যবসায় লস ঠেকানো কোন রাস্তা নেই। কিন্ত আপনি ভাল অভিজ্ঞ হন তাহলে লস কিভাবে রিকভার করতে হয় সেটা জানতে পারেন। তাই ডেমো ট্রেডকরে নিজেকে প্রস্তুত করে নিতে হবে রিয়েল করার জন্য। ডেমো ট্রেড এর মাধ্যমে ট্রেডিং এর কলাকৌশল গুলো আয়ত্ব করতে হবে। একমাত্র ডেমোই হলো ১০০ভাগ রিস্ক ফ্রি ট্রেডিং শেখার জায়গা।

01797733223
2018-01-12, 05:43 PM
নতুন অবস্থায় ভাই আপনাকে কমপক্ষে ৯ মাস ডেমোতে ভালকরে কন্টিনিউ প্রাকটিস চালিয়ে যেতে হবে। এর ফাঁকে দিয়ে আপনাকে ফরেক্স মার্কেটের সবধরনের জ্ঞানগুলো অর্জনে চেষ্টা চালাতে হবে। এভাবে ধীরে ধীরে
অাপনার অভিজ্ঞতাও দেখবেন যে অনেক বেড়ে গিয়েছে আপনি বুঝতেও পারবেননা। সুতরাং আমার মতামত হল ডেমো একাউন্টে প্রাকটিস করা এটা আপনাকে অব্যাহত রাখতে হবে সবসময়।

Grimm
2018-01-12, 06:33 PM
আপনি আসলে কি বলতে চাচ্ছেন তো কিছুই বুঝতে পারছি না। আপনা প্রসঙ্গে বিস্তারিত কোন কিছু লিখা নাই। আপনি যদি দয়া করে বিস্তারিত লিখেন তাহলে আমাদের বুঝতে সহজ হবে। আপনি মনে হয় জানতে চেয়েছেন ডেমোতে আপনি কতদিন অনুশীলন করতে চান তাই তো? যদি তাই হয়ে থাকে তাহলে আমি বলতে চাই সেখানে কোন নির্দিষ্ট সময় নেই। আপনি যতদিন না পর্যন্ত সঠিকভাবে ট্রেড করতে পারছেন ততদিনই আপনাকে ব্যবহার করতে হবে।

Sajib044
2018-01-12, 08:08 PM
ফরেক্স এমন একটা বিষয় যে এমন না যে আপনি একদিনে তা আয়ত্ব করতে পারবেন আবার এমন না যে আপনি সারাজীবন ফরেক্স এর জন্য ব্যয় করবেন তাও ফরেক্স শিখতে পারবেন না।ধৈর্য ধরে পরিশ্রমের সাথে চেষ্টা করুন খুব সহজেই ফরেক্স নিজের আওতায় আনতে পারবেন যে কিভাবে ট্রেড করলে ফরেক্স থেকে লাভবান হওয়া যাবে। তবে এটা অনেকের ক্ষেত্রে ভিন্নই হতে পারে। আর ডেমো একাউন্টে যতদিন পর্যন্ত না নিজের একটা কনফিডেন্স না আসছে ততদিন পর্যন্ত ডেমো একাউন্ট এ ট্রেড চালিয়ে যাওয়া উচিৎ।

Mamun13
2018-01-18, 07:03 PM
ডেমো ট্রেডিং করে করে ফরেক্স মার্কটে ট্রেডিং কলা-কৌশলগুলো শিখতে হয়৷একটা সঠিক ও বাস্তবসম্মত প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজী নিশ্চিত হওয়াই মূলত ডেমো প্র্যাকটিসের আসল উদ্দেশ্য৷অনেকেই ৬ মাস ডেমো প্র্যাকটিস করেই রিয়েল ট্রেডে নিয়মিত সফলতা পেয়ে যায় আর অনেকেই ৩ বছরেও ঐ সফলতা খুঁজে পায় না৷

alamsat
2018-11-29, 11:08 AM
নতুনদের জন্য ডেমো একাউন্টটে প্রাকটিস চলতেই থাকবে সেটা কতদিন চলবে এটা নির্ভর করবে আপনার নিজের উপর আপনি যদি ডেমোতে প্রতিনিয়ত প্রফিট করতে পারেন তাহলে লাইভ ট্রেড করতে পারেন। আর যদি লস করতে থাকেন তাহলে আপনাকে আর ডেমো প্রাকটিস করতে হবে। তাই কতদিন ডেমো করবেন এটা নির্ভর করে ট্রেড অভিজ্ঞতার উপর। তবে লাইভ ট্রেড করার সাথে সাথে ডেমোতে প্রাকটিস নিয়মিত চালু রাখাটা অনেক ভাল এতে করে নিজের অভিজ্ঞতা আরও বাড়তে থাকে। আমরা লাইভ ট্রেড করার সময় অনেক এন্ট্রি রিস্ক নিয়ে নিতে চাই না কিন্তু ডেমোতে সেটা র্নিদিধায় নিয়ে নেই তাই যদি প্রতিটি রিস্ক আপনার কাছে লাগে এবং প্রতিটি ট্রেড এ প্রফিট করতে পারেন তাহলে লাইভ ট্রেড করতে গেলেও আপনি প্রতি ট্রেড এ রিস্ক নেওয়া শিখে যাবেন এবং লাভবান হবেন।

MdSohagMiah
2019-04-10, 09:42 PM
নতুন হিসেবে কতদিন আপনাকে ড্যামো প্রাক্টিস করতে হবে, তার কোন বাধা-ধরা নিয়ম নেই। ড্যামো একাউন্ট হচ্ছে রিস্ক ছাড়া ট্রেড শেখার বা এনালাইসিস করার নির্ভরযোগ্য জায়গা। এখানে আপনি ততদিন অনুশীলন করুন, যতদিন আপনি আপনার ট্রেডিং স্ট্রেটেজির উপর আস্থা না আনতে পারছেন। যখনি কোন নতুন স্ট্রেটেজির খোজ পাবেন, আগে কিছুদিন ড্যামোতে প্রাক্টিস করুন, সন্তোষজনক হলে রিয়েলে এ্যাপ্লাই করুন।

SAGOR_HALDER944
2019-04-10, 09:56 PM
নতুনদের জন্য ডেমো ট্রেডিং একটি গুরুত্বপূর্ণ বিষয়।কারণ ডেমো ট্রেডিং এর মাধ্যমে নতুন ট্রেডারগন ফরেক্স ট্রেডিং এর অভিজ্ঞতা অর্জন করে।ডেমো ট্রেডিং এর মাধ্যমে ধীরে ধীরে মার্কেট এনালাইসিস করার একটি অভিজ্ঞতা অর্জন হয়।তাই যতদিন না ভালো ট্রেডিং অভিজ্ঞতা অর্জন হয় ততদিন ডেমো ট্রেডিং চালিয়ে যাওয়া উচিত।তবে কমপক্ষে তিন থেকে চার মাস ডেমো ট্রেডিং করলে মার্কেট সম্পর্কে একটা ভালো ধারণা অর্জন হয়।

samirarman
2019-04-11, 01:58 AM
আমার মনে করি, ফরেক্স ব্যবসায় এ কতদিন ধরে ডেমো দিয়ে প্রাক্টিস করতে হবে এর কোন নির্দিষ্টতা নাই। এটা সম্পুর্ন নির্ভর করবে আপনার উপর, আপনি যত দ্রুত প্রাক্টিস করে ফরেক্স ব্যবসায় নিজের আয়ত্ত আনতে পারবেন। আমি ৬ মাস ডেমো দিয়ে প্রাক্টিস করে ফরেক্স ব্যবসায়কে নিজের আয়ত্তে নিয়েছি। ডেমো দিয়ে যত বেশি প্রাক্টিস করবেন ততি আপনার লাভ।

SHARIFfx
2019-04-11, 02:16 AM
আমি নতুন দের বলতে চাচ্ছি যে আপনার উচিত অন্তত ৬ মাস থেকে ১ বছর ডিমো ট্রেডিং এ সময় দেওয়া। আর তা হলে মার্কেট ট্রেন্ড সম্পর্কে বুজতে পারবেন সাথে দক্ষ বাবে টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্ট এনালাইসিস শিখতে পারবেন। আর এই বাবে দক্ষতা অর্জন করে ফরেক্স এ সফলতা পাওয়া অনেক সহজ মাধ্যম।

bdunity11
2019-04-11, 07:37 AM
নতুন হিসেবে কতদিন আপনাকে ড্যামো প্রাক্টিস করতে হবে কারণ ডেমো ট্রেডিং এর মাধ্যমে নতুন ট্রেডারগন ফরেক্স ট্রেডিং এর অভিজ্ঞতা অর্জন করে।ডেমো ট্রেডিং এর মাধ্যমে ধীরে ধীরে মার্কেট এনালাইসিস করার একটি অভিজ্ঞতা অর্জন হয়।তাই যতদিন না ভালো ট্রেডিং অভিজ্ঞতা অর্জন হয় ততদিন ডেমো ট্রেডিং চালিয়ে যাওয়া উচিত

AMIRSHIKDER976
2019-04-12, 11:15 PM
ফরেক্সে কতদিন ডেমো প্র্যাকটিস করবেন তা হচ্ছে আপনার বুঝেন এর উপর নির্ভর করবে আপনি দ্রুত বুঝতে পারেন তাহলে হবে দ্রুত বুঝতে না পারলে বেশি প্রয়োজন। তবে যত প্যাকটিস দক্ষ অভিজ্ঞতা অর্জন করবেন। এর সাথে সাথে মানি ম্যানেজমেন্ট মানবিক তথ্য আপডেট নিউজ এবং হচ্ছে মার্কেটিং সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন।

bdunity
2019-04-29, 03:10 PM
ফরেক্সে নতুনদের জন্য অনেকটা টাফ । কারন ফরেক্সে জানার শেষ নেই । তাই যদি আপনি ডেমোতে প্রাথমিক ভাবে প্রাক্টিস করেন তাহলে হয়তো আস্তে আস্তে সব গুলো আয়ত্ব করতে সক্ষম হবেন । তবে কতদিন প্রাক্টিস করবেন সেটা আপনার ব্যাক্তিগত ব্যাপার । তবে,আমার মনে হয় ৬মাস থেকে কমপক্ষে ১বসর ডেমোতে প্রাক্টিস করা উচিৎ।

MdPiashHasan6080892
2019-04-29, 11:39 PM
ফরেক্স মার্কেটে ডেমো ট্রেডিং করার নির্দিষ্ট কোন সময় সীমা নেই।কারণ অনেকে আছে খুব কম সময়ে ফরেস্ট মার্কেটিং এর সকল কলা কৌশল রপ্ত করতে পারে। আবার অনেকের একটু বেশি সময় লাগে।তাই আপনার যতদিন পর্যন্ত ফরেক্স মার্কেটে দক্ষতার সাথে অভিজ্ঞতা অর্জন না হবে ততদিন আপনি ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং প্রাকটিস করলে সেটা ছয় মাস হতে পারে 8 মাস হতে পারে। তবে আপনি যখন ডেমো ট্রেডিং করবেন অবশ্যই পূর্ণ মনোযোগের সাথে ডেমো ট্রেডিং করবেন

KaziBayzid162
2019-05-02, 11:14 PM
আপনি কতদিন ডেমোতে প্রকটিস করবেন তা ডিপেন্ড করবে মূলত আপনার দক্ষাতা ও অভিজ্ঞতার উপর,অথ্যাৎ আপনি ডেমো থেকে কি পরিমান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন,সেটা বুজতে পারবেন যখন আপনি ডেমোতে সর্বদা প্রফিট করতে পারছেন এবং লস রিকভার করতে পারবেন,তখনই আপনি রিয়েল একাউন্টে ট্রেড শুরু করতে পারেন,তবে রিয়েল একাউন্টে ট্রেড করার পাশাপাশি ডেমোতে প্রকটিস চালিয়ে যাওয়া উচিত,কেননা যত প্রাকটিস করবেন আপনার দক্ষতা ও অভিজ্ঞতা ততটাই বাড়বে,আর যখন নিজেকে দক্ষ ট্রেডার হিসাবে গড়ে তুরতে পারবেন,তখন লস এড়িয়ে প্রফিট করতে পারবেন।

Panna1989
2019-08-27, 04:46 PM
আমরা জানি ফরেক্স মার্কেটে ডেমো ট্রেডিং করার নির্দিষ্ট কোন সময় সীমা নেই।কারণ অনেকে আছে খুব কম সময়ে ফরেস্ট মার্কেটিং এর সকল কলা কৌশল রপ্ত করতে পারে। আবার অনেকের একটু বেশি সময় লাগে।তাই আপনার যতদিন পর্যন্ত ফরেক্স মার্কেটে দক্ষতার সাথে অভিজ্ঞতা অর্জন না হবে ততদিন আপনি ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং প্রাকটিস করলে সেটা ছয় মাস হতে পারে 8 মাস হতে পারে। তবে আপনি যখন ডেমো ট্রেডিং করবেন অবশ্যই পূর্ণ মনোযোগের সাথে ডেমো ট্রেডিং করবেন

TanjirKhandokar1994
2019-08-27, 05:55 PM
নতুনদের জন্য ডেমো ট্রেডিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এর কারণ হলো ডেমো ট্রেডিং এর মাধ্যমে নতুন ট্রেডারগন ফরেক্স ট্রেডিং এর বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারেন। কিভাবে রিয়েল ট্রেডিং শুরু করতে হবে তার প্রাথমিক শিক্ষা বা ধারনা এই ডেমো ট্রেডিং এর মাধ্যমেই শেখা সম্ভব। এছাড়া ডেমো ট্রেডিং এর মাধ্যমে ধীরে ধীরে মার্কেট এনালাইসিস করার একটি অভিজ্ঞতা অর্জন হয়।তাই যতদিন না ভালো ট্রেডিং অভিজ্ঞতা অর্জন হয় ততদিন ডেমো ট্রেডিং করা উচিত হবে বলে আমার মনে হয়।

ENGR:SUZON
2019-08-27, 06:43 PM
ফরেক্সে যারা নতুন, তাদের জন্য ডেমো অ্যাকাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, রোমাঞ্চকর, নির্ভরযোগ্য এবং সর্বপ্রকার ঝুঁকি মুক্ত একটা প্রশিক্ষণের প্লাটফর্ম। আমরা কম করে হলেও ১৬বছর ভালোভাবে পড়ালেখা করি নিজেদের ক্যারিয়ার দাড় করানোর জন্য আর আপনি যদি মনে করেন, অন্যান্য পেশার পাশাপাশি ফরেক্সেও আপনি আপনার ক্যারিয়ার গড়তে চান, তাহলে একবার ভাবুন তো কতটা সময় এটার পিছনে দেয়া উচিৎ। না, আমি কোন লং টাইমের কথা বলবো না কারণ, ফরেক্স এ নিজেকে দক্ষ করে গড়তে বছরের পর বছর প্রয়োজন নাই। তবে চেষ্টা করুন যতবেশি সম্ভব ডেমো তে প্রাকটিস করার। ডেমো থেকে আপনি মানি ম্যানেজমেন্ট, মার্কেট এনালাইসিস, স্টপ লস-টেক প্রফিট ইত্যাদি বিষয়গুলো যখন আয়ত্ব করতে পারবেন, যখন লস কম প্রফিট বেশি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন, যখন আপনার ট্রেডিং স্ট্র্যাটেজির উপর আস্থা আনতে পারবেন, নিজেকে দক্ষ করে গড়তে পারবেন তখন আপনি রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করা শুরু করুন, ইনশাআল্লাহ্, সফল হতে পারবেন। মনে রাখবেন, কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ।

Rokibul7
2019-08-27, 07:58 PM
আসলে সাফল্যতা নিরভর করবে আপনার আগ্রহতার উপর।আপনার যত আগ্রহ থাকবে তত আপনি শিখতে পারবেন।কতদিনে সফল হওয়া যাবে তা নিরভর করবে আপনি কতদিনে সফল হয়েছেন।অথাত কত গুলো কৌশল আপনি কতদিনে কাভার করেছন।আমিও আপনার মত ফরেক্সএ নতুন ২/৩মাস ডেমো প্রকটিসএ আছি,এত দিনে আমি শুধু মাত্র স্টপলসও কিছু বাপার আয়ত্ত করেছি।সো যত প্রাকটিস করবেন তত শিখবেন

Rion
2019-08-27, 08:41 PM
নতুনদের জন্য ডেমো ট্রেডিং একটি গুরুত্বপূর্ণ বিষয়।কারণ ডেমো ট্রেডিং এর মাধ্যমে নতুন ট্রেডারগন ফরেক্স ট্রেডিং এর অভিজ্ঞতা অর্জন করে।ডেমো ট্রেডিং এর মাধ্যমে ধীরে ধীরে মার্কেট এনালাইসিস করার একটি অভিজ্ঞতা অর্জন হয়।তাই যতদিন না ভালো ট্রেডিং অভিজ্ঞতা অর্জন হয় ততদিন ডেমো ট্রেডিং চালিয়ে যাওয়া উচিত।

Mazharul777
2019-09-05, 07:13 PM
আমরা জানি ফরেক্স মার্কেটে ডেমো ট্রেডিং করার নির্দিষ্ট কোন সময় সীমা নেই।কারণ অনেকে আছে খুব কম সময়ে ফরেস্ট মার্কেটিং এর সকল কলা কৌশল রপ্ত করতে পারে। আবার অনেকের একটু বেশি সময় লাগে।তাই আপনার যতদিন পর্যন্ত ফরেক্স মার্কেটে দক্ষতার সাথে অভিজ্ঞতা অর্জন না হবে ততদিন আপনি ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং প্রাকটিস করলে সেটা ছয় মাস হতে পারে 8 মাস হতে পারে। তবে আপনি যখন ডেমো ট্রেডিং করবেন অবশ্যই পূর্ণ মনোযোগের সাথে ডেমো ট্রেডিং করবেন।

ARIFULISLAM1996
2019-09-05, 07:28 PM
নতুন ট্রেডারদের জন্য ডেমো ট্রেডিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।কেননা ডেমো একাউন্টে ট্রেডিং করলে ফরেক্সের লাইভ ট্রেডিং সম্পর্কে দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়ে।আমি মনে করি যে ডেমো ট্রেডিং হচ্ছে ফরেক্স মার্কেটে আসার জন্য প্রাথমিক ধাপ যা সবার জন্যই বাধ্যতামূলক। ডেমো ট্রেডিংয়ে যে যত বেশি সময় দেবে ফরেক্স মার্কেট সম্পর্কে সে ততই বেশি শিখতে পারবে। কাজেই নতুন ট্রেডারদের উচিত কমপক্ষে ৫ থেকে ৬ মাস ডেমো ট্রেডিংয়ে ট্রেড করা।এই সময়ের মধ্যে যদি কেউ দক্ষতা অর্জন করতে না পারেন তাহলে কমপক্ষে ততদিন পর্যন্ত ডেমো ট্রেডিংয়ে ট্রেড করতে হবে যতদিন না আপনি ফরেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না পেয়েছেন।ফরেক্স মার্কেটে ভালো কিছু করতে হলে ডেমো ট্রেডিংয়ে অনুশীলনের বিকল্প কোনো কিছুই নেই বলে আমি মনে করি।ডেমো ট্রেড করলে ফরেক্সের মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং ফরেক্স মার্কেট এনালাইসিস করার জন্য দক্ষতা তৈরি হয়।

Hredy
2019-09-05, 07:43 PM
ফরেক্স এ যারা নতুন তাদের ট্রেডিং শুরু করার অাগে অবশ্যই ডেমোতে ট্রেড করা উচিত। কারণ কোন কাজ শুরু করতে গেলে আগে সেই কাজে দক্ষ হওয়া প্রয়োজন। ডেমোতে ট্রেড প্রাকটিস করে নিজের দক্ষতা বৃদ্ধি করা সম্ভব যা লাইভ ট্রেডে সফল হতে সাহায্য করে। এই প্রাকটিস মিনিমাম ৬ মাস করা উচিত। তারপর রিয়েল ট্রেডে আসা উচিত। যতদিন ই সময় লাগুক দক্ষ না হয়ে রিয়েল ট্রেড করা উচিত না।

souravkumarhazra6763
2019-09-05, 07:58 PM
ফরেক্স বিজিনেস এ সফলতা পেতে হলে আপনাকে ডেমো অনুশীলন করতে হবে,আপনি যেহেতুক নতুন তাহলে আপনাকে সর্ব প্রথম ডেমো অনুশীলন করতে হবে,আপনাকে কমপক্ষে ৬ মাস ডেমো অনুশীলন করে রিয়েল একাউন্ট এ ট্রেড করতে হবে,অন্যথায় সফল হতে পারবেন না।