PDA

View Full Version : ফরেক্সে লস এর কারনে সমুহ।



Debdas50
2018-01-12, 02:53 PM
লোভ করবেন না ইমোশনাল হবেন না নিজের মনগড়া সিদ্ধান্তে ট্রেড করবেন না মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন ট্রেডিং স্ট্রাটেজি মেনে চলবেন অ্যানালাইসিস ছাড়া কোন ট্রেড করবেন না.

01797733223
2018-01-12, 06:03 PM
ফরেক্স ব্যবসাতে মানুষের লস হওয়ার পেছনে অনেক অনেক কারন রয়েছে বলা যায়। তাই এখানে মানুষের নুন্যতম কারনগুলোর কিছুটা তুলে ধরা হল, যেমন কেউ যদি মার্কেট এনালাইসিস ছাড়া কিংবা কোনরকম মানি ম্যানেজম্যান্ট ছাড়াই ট্রেডে অংশগ্রহন করেন তাহলে। এরপর ধরেন যে তার যদি মার্কেট সম্পর্কে কোন আইডিয়া সেরকম না থাকে কিংবা তিনি যদি ইমোশোনাল ভাবে অথবা লোভে পড়ে যায় তাহলে সে এখানে অবশ্যই লস খাবেন।

Grimm
2018-01-12, 06:23 PM
আমার জানামতে ফরেক্সে ক্ষতির অনেক কারণ রয়েছে, তার মধ্যে লোভ এবং মনকে নিয়ন্ত্রণ করা বড় ধরনের ভূমিকা রাখে। আপনি যদি এই ব্যবসা সফলভাবে করতে চান তাহলে আপনার লোভ এবং মনকে নিয়ন্ত্রণ করতে হবে, তা না হলে আপনাকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে, আর যদি আপনি এই বিষয়গুলো ঠিকমত আয়ত্ত করতে পারেন তাহলে আপনি ভাল মুনাফা উপার্জন করতে পারবেন।

Sajib044
2018-01-12, 08:24 PM
ফরেক্স এ লসের মূল কারন হচ্ছে নিজের লোভ। যা আমাদের লসের দিকে নিয়ে আসে। আর অনেকে নিজের ইচ্ছেমতো ট্রেড করে বাজারদরের কোন ধারনা রাখে না যা ফরেক্স এ লসের মূল কারন ।

maziz6989
2018-01-13, 10:38 AM
সহমত। কিন্তু সত্যিই কি আপনার মনে হয় কোন ট্রেডার পারবে সব গুলো নিয়ম মেনে ট্রেড করতে। আমার এই বছর চারেকের অভিজ্ঞতা বলে তা কোন অবস্থাতেই সম্ভব হবে না। কেননা আমরা সব অবস্থাতেই মানুষ। এবং আমাদের মেশিনের মত করে আচরণ করা সম্ভব নয়।

Mamun13
2018-01-18, 07:09 PM
আজিজ ভাইয়ের সাথে আমি 100% একমত৷আমারও এই একই কথা৷আমরা যদি ইমোশনাল না হয়ে,লোভে না পড়ে,মানি মেনেজমেন্ট ফলো করে,ট্রেডিং স্ট্র্যাটেজী ফলো করে এবং সঠিক ভাবে এনালাইসিস করে ট্রেড করি তাহলে কখোনোই লস হবে না৷অথচ এগুলো মানতে পারিনা বলেই প্রতিনিয়ত লস গুনতে হয়৷

alamsat
2018-11-27, 03:11 PM
ফরেক্স এ আমরা অনেক কারনে লস করে থাকি তার মধ্যে অন্যতম কারন হল মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন। মার্কেটের সম্পর্কে ধারনা না নিয়ে যদি ট্রেড করা হয় তা হলে সব সময় ট্রেডটি লসের দিকে চলে যাবে। আপনি যখনই মার্কেটে প্রবেশ করবেন সাথে সাথে কোন ট্রেড নিবেন না কিছু সময় পার করে মার্কেট সম্পর্কে বুঝে শুনে তারপর ট্রেড নেওয়া উচিৎ তহালে লসের ভাল অনেকটা কমে আসবে আর সব সময় ছোট লটে ট্রেড করতে হবে তাহলে আপনার একাউন্টটি সুরক্ষিত থাকবে।

kohit
2018-11-27, 05:50 PM
ফরেক্সে লসের প্রধান কারন হল পর্যাপ্ত আনাল্যসিস না করে ট্রেড নেওয়া। বাংলাদেশে প্রায় ৮০% ট্রেডার কোন প্রকার আনাল্যসিস না করে ট্রেড নিয়ে থাকে। এমনকি অনেক ট্রেডার আছে যারা জানেনা যে কিভাবে স্টপ লস বা টেক প্রফিট সেট করতে হয়। এই কারণে বেশিভাগ ট্রেডার লস করে থাকে। তবে শুধু মাত্র অনভিজ্ঞরা যে লসের সম্মুখিন হয় তা কিন্তু নয়। অভিজ্ঞ ট্রেডারাও লস করে থাকে। ফরেক্স লস হওয়া স্বাভাবিক তবে কোন ট্রেডার যদি লাভের চেয়ে বেশি লস করে সেক্ষেত্রে তাকে বুঝতে হবে তার আনাল্যসিস বা স্ট্রেটেজিতে ভুল রয়েছে। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে লক্ষ লক্ষ স্ট্রেটেজি রয়েছে। যে স্ট্রেটেজি ভাল ফলাফল দিবে সেই স্ট্রেটেজি নিয়ে এগিয়ে চলুন। এছাড়া মানি ম্যানেজমেন্টের ও একটি বিষয় রয়েছে। যদি ভালভাবে মানি ম্যানেজমেন্ট কারা যায় তাহলে লস পুষিয়ে নিয়ে যায়। তাই আনাল্যসিসের পাশাপাশি মানি ম্যানেজমেন্টের উপরও জোর দিতে হবে।

Sakib42
2021-09-28, 10:23 PM
ফরেক্স এ কর্মরত অবস্থায় মানুষ অনেকগুলো কারোনের জন্য লসের সম্মুখীন হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে লোভ করা এবং সঠিকভাবে মার্কেট এনালাইসিস না করা। মূলত আমরা লোভের বশবর্তী হয়ে সঠিকভাবে মার্কেট এনালাইসিস না করেই মার্কেটে এন্ট্রি নিয়ে নেই অতিরিক্ত টাকা উপার্জন করার আশায় কিন্তু পরবর্তী সময় দেখা যায় অতিরিক্ত টাকা উপার্জন তো হয় না এবং আমাদের আরও ক্ষতির সম্মুখীন হওয়া লাগে। কখনো এমনটি করা যাবে না অবশ্যই আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে এবং লোভকে নিয়ন্ত্রণ করতে হবে। মার্কেটে এন্টিনার পুর্বে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করতে হবে এবং সঠিকভাবে যদি আমরা মার্কেটটা অ্যানালাইসিস করতে পারি তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে এবং আমরা বেশিদিন ফরেক্সে টিকে থাকতে পারবো।

Starship
2021-09-28, 11:47 PM
ফরেক্সের লসের কারণ অনেকগুলো রয়েছে যে কারণগুলো আপনি যদি সঠিকভাবে ফলো করতে না পারেন তাহলে ফরেক্সের লস করবেন। তবে তার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য যে কারণটা হলো অতিরিক্ত লোভ করার মাধ্যমে যখন আপনি যখন ট্রেড করবেন তখন লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। নিয়ম না মেনে যখন আপনি ট্রেড করবেন তখন লস সম্ভাবনা বেশি থাকে। অভিজ্ঞতা ছাড়া যদি আপনি ট্রেড করবেন তখন লস এর সম্ভাবনা আরও বেশি থাকবে তাই নিজের অভিজ্ঞতা অর্জনের প্রতি গুরুত্ব দিন।

EmonFX
2021-09-29, 09:24 AM
লোভ করবেন না ইমোশনাল হবেন না নিজের মনগড়া সিদ্ধান্তে ট্রেড করবেন না মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন ট্রেডিং স্ট্রাটেজি মেনে চলবেন অ্যানালাইসিস ছাড়া কোন ট্রেড করবেন না.

যে কোনো বিজনেস করতে হলে আপনাকে অবশ্যই কিছু না কিছু লস করতে হয় তবে সেই লসের পরিমাণ এমনটা না হয় যাতে মূলধন শেষ হয়ে যায়, সেদিকে আমাদের বিশেষ সতর্ক থাকা উচিত। ফরেক্স মার্কেটে ট্রেড করতে এসে শুরুতে আমরা অনেকেই লস করে ব্যালেন্স জিরো করে ফেলি। ফরেক্সে লস করার অনেক ধরনের কারণ রয়েছে।
১। ফরেক্স মার্কেটে ব্যালেন্স জিরো করার first and foremost কারণ হলো অতিরিক্ত লোভ করা।
২। ব্যালেন্স জিরো করার অন্যতম কারণ হলো অধৈর্যতা। বেশিরভাগ ট্রেডার ফরেক্স মার্কেট থেকে ঝরে যায় শুধুমাত্র অথচ তার কারণে।
৩। ট্রেনিং এর সময় স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার না করাও ব্যালেন্স জিরো করার আরেকটি কারণ।
৪। সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করা।
৫। মার্কেট এনালাইসিস এবং সাপোর্ট রেসিস্টেন্স নির্ণয় না করেই মনগড়াভাবে ট্রেড নেয়া ব্যালেন্স জিরো হওয়ার কারণ।
এসব বিষয়গুলো এড়িয়ে সঠিক পন্থায় ট্রেড করতে পারলে মূলধন রক্ষা করে ট্রেড করা সম্ভব, অন্যথায় বারবার লস কর ব্যালেন্স জিরো করার সমূহ সম্ভাবনা থাকে।

samun
2021-11-19, 04:18 PM
ফরেক্স এর মতো আন্তর্জাতিক মুদ্রা বাণিজ্য এটা খুব অস্বাভাবিক কোনো বিষয় নয় এখানে অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ কারণ হলো চরম মার্কেট এনালাইসিস সম্পর্কে না জানলে ওভার লটে করলে অতিরিক্ত লোভ করলে মার্কেটে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ভাল না জানলে প্রতিনিয়ত না দেখলে এমন অনেক কারণ রয়েছে যার কারণে ট্রেডার লস করে থাকে

Mas26
2024-04-25, 02:14 PM
ফরেক্স ব্যবসাতে মানুষের লস হওয়ার পেছনে অনেক অনেক কারন রয়েছে বলা যায়। তাই এখানে মানুষের নুন্যতম কারনগুলোর কিছুটা তুলে ধরা হল, যেমন কেউ যদি মার্কেট এনালাইসিস ছাড়া কিংবা কোনরকম মানি ম্যানেজম্যান্ট ছাড়াই ট্রেডে অংশগ্রহন করেন তাহলে। এরপর ধরেন যে তার যদি মার্কেট সম্পর্কে কোন আইডিয়া সেরকম না থাকে কিংবা তিনি যদি ইমোশোনাল ভাবে অথবা লোভে পড়ে যায় তাহলে সে এখানে অবশ্যই লস খাবেন।