PDA

View Full Version : ফরেক্স শেখার জন্য বাংলা কী কী বই আছে?



Tipu Sultan
2018-01-12, 07:29 PM
ফরেক্স শেখার জন্য বাংলা কি কি বই পিডিএফ বা বাজারে পাওয়া যাই জানতে পারলে ভাল হত।আর ডাউনলোড লিংক দিলে বেশি ভাল হত।

maziz6989
2018-01-13, 11:06 AM
ভাই, একটু কষ্ট করে ইংরেজিটাই বোঝার চেষ্টা করবেন ভাল হবে। বাংলা যে পিডিএফ গুলো আছে তা আমার জানা মতে একেবারে এন্ট্রি লেভেলের। এখানে খুব ভাল ভাবে ডিটেইলস নাও পেতে পারেন। তবে শেখার জন্য আপনি বিডি পিপসের ওয়েব সাইটের সাহায্য নিতে পারেন। আগামী মাসে আমারও একটা ওয়েব সাইট লঞ্চ করার ইচ্ছা আছে ফরেক্স মার্কেট এর উপর।

01797733223
2018-01-13, 03:36 PM
ভাই ফরেক্স শেখার জন্য আপনাকে কোথাও কোনকিছু খোঁজ করার দরকার নেই। কারন এই ফোরামটাই হল আপনার আমার ইভেনকি আমাদের সকলের জন্য একটা সুন্দর লার্নিং সেন্টার বলা যায়। কেননা আপনি এখান থেকে যে শিক্ষাটা অর্জন করতে পারবেন আমার মনে হয়না আপনাকে আর অন্য কোথাও যাবার প্রয়োজন হবে। করন এখানকার সিনিয়র মেম্বারদের সকল পোস্টগুলো আপনি যদি ভালভাবে ফলো করেন তাহলে আর বাংলা বইয়ের দরকার হবে না বলে আমি আশা করছি। আপনি এখান থেকেই ভালভাবে সবকিছু শিখতে পারবেন।

Grimm
2018-01-13, 04:01 PM
আমি এখন পর্যন্ত ফরেক্স শেখার জন্য বই খোজার চেষ্টার করি নাই, তবে আমার মনে হয় বাংলা কোন বই নাই আর যদি থাকে তবে খুব কম বই পাবেন, অন্যথায আপনি ইংরেজী বই অনেক পাবেন। আপনি যদি কোন বই খোজেন তাহলে আপনি ইন্টারনেটে খোজ করতে পারেন। আশা করি আপনার কাঙ্খিত বইটি পেয়ে যাবেন।

Mahidul84
2018-01-13, 04:53 PM
আসলে ভাই আমার জানা মতে ফরেক্স শিখার জন্য বাংলা কোন বই নেই। তবে অনলাইনে আপনি অনেক ইংরেজি বই পাবেন। আর সেগুলো থেকেই ফরেক্স সম্পর্কে আপনি অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন। আশা করি আপনি ঐ ইংরেজি বইগুলো হতে বাংলা অনুবাদ করে আপনি ফরেক্স সম্পর্কে ভাল দক্ষ হয়ে উঠতে পারবেন। তবে চেষ্টা করলে হয়তো বা দুই একটা বই বাংলা ভার্সনে খোজে পেতে পারেন আমার মনে হয়।

Mamun13
2018-01-18, 08:31 PM
আমাদের জন্য সুখবর যে আমাদের আজিজ ভাই ফরেক্স ট্রেডের জন্য বাস্তব সম্মত,কার্যকরী ও শিক্ষনীয় একটি লার্নিং এন্ড ট্রেইনিং সাইট প্রকাশ করছেন৷কিন্তু আলাদা কোনোও সাইট লঞ্চ না করে আমাদের এই ফোরামে ধারাবাহিক পর্ব আকারে লিখলেই তো সবাই এখানে উপকৃত হতাম৷ফরেক্স ট্রেডের উপর আমার কিছু কার্যকরী ধারাবাহিক লেসন পর্ব আকারে লেখা আছে এই ফোরামে৷সেগুলো নতুনদের খুবই কাজে লাগবে৷আমি মনে করি আমাদের ফোরামের লেখাগুলো বুঝতে পারলেই নতুনদের জন্য যথেষ্ঠ৷অন্য কোথাও ক্লীয়ার স্টাডি নাও পেতে পারেন যতটা এখানে পাবেন৷

maziz6989
2018-02-24, 10:33 PM
বর্তমানে বেশ কিছু ওয়েব সাইট আছে যেখানে আপনি শিখতে পারেন। যে কোন ব্রোকারের ও লার্নিং সেকশনে নক করে দেখতে পারেন। আর এই ফোরাম তো আছেই। লেগে থাকতে হবে এটা নিশ্চিত। যদি তা পারেন তবেই জ্যাকপট পাবার পথে এক কদম এগিয়ে গেলেন নিশ্চিত। লেগে থাকুন।

iloveyou
2018-02-25, 12:39 PM
ভাই বাজারে আপনি অনেক বই পাবেন, কিংবা গুগোলের সার্চ ইন্জিনেও সার্চ করলে ফরেক্সের সব ধরনের বই আপনি সংগ্রহ করে ডাউনলোর্ড করে নিতে পারবেন। তবে আপনি অন্যান্য জায়গায় সময় নষ্ট না করে এই ফোরামে মনোনিবেশ করুন, তাহলেই আপনার ফরেক্স শেখা খুব ভালভাবে সম্পূর্ণ হবে। কেননা এখানে আপনি যে লার্নিংটা পাবেন সেটা অন্য জায়গা থেকে প্রপারলী জানতে বা শিখতে পারবেন না।

riponinsta
2018-02-25, 01:16 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড সেখার জন্য বাংলা ভাল বই খুব কম আমি দেখছি আপনি যদি এই ফোরাম টা ভাল করে পড়েন তাহলেই ফরেক্স মার্কেট এর ট্রেড শিখতে পারবেন আবার আপনি যদি কোন সমস্যাই পড়েন তাহলে আপনি যদি এই গ্রুপ এ পোস্ট করেন তাহলে হেল্প পাবেন অনেকেই শিখার জন্য অনেক অনেক পোস্ট করছে আমি নিজেও এই ফোরাম থেকে অনেক কিছু সিখছি

saraa
2020-03-16, 01:52 PM
হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন, তবে একের মধ্যে একটি খুব ভাল ব্যবসা আমাদের এতে কখনও সাহস হারা উচিত নয়, বরং আমাদের সবসময় কঠোর পরিশ্রম করা উচিত এবং যদি এখন সময় না পাওয়া যায় তবে আমার এতে ধৈর্য ধারণ করা উচিত। এবং আমাদের কখনই তাড়াহুড়া করা উচিত নয়, একসাথে কাজ করার সাহস পাওয়ার জন্য কখনই কঠোর পরিশ্রম করা উচিত নয় আপনার কীভাবে মিস করতে সক্ষম হতে হবে এবং আমাদের কী করা উচিত