majeed
2018-01-14, 05:12 PM
মেজর ও ক্রস পেয়ার বাদ দিলে শেষে যে পেয়ারগুলো থাকে সেগুলোকে বলা হয় Exotics পেয়ার। Exotics পেয়ার গুলোতে প্রধান কারেন্সির সাথে পরিপূরক হিসেবে কোন emerging market এর কারেন্সি থাকে। যেমন EUR/HKD, EUR/ZAR, USD/MXN, USD/SGD, USD/ZAR
maziz6989
2018-01-20, 11:03 AM
মেজর/ক্রস পেয়ার নিয়েই পারি না এক্সোটিক পেয়ার দিয়ে করব টা কি। তারপরও আপনার উদ্যোগকে স্বাগত জানাই আমাদের কে জানানোর জন্য। এই পেয়ার গুলোর যে মুভমেন্ট তাতে আর যা হোক প্রফিট ঘরে তুলতে হবে বলে মনে হয় না। তবে সাবধানে ট্রেড করেন এবং প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করেন।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2026 vBulletin Solutions, Inc. All rights reserved.