View Full Version : কে ফরেক্স মার্কেট নিয়ন্ত্রন করে।
01797733223
2018-01-14, 11:04 PM
একটি সাধারণ প্রশ্ন সকল নতুন ট্রেডারের মধ্যে পাওয়া যায় যে, কে ফরেক্স মার্কেট নিয়ন্ত্রন করে। এবং এর গতিশীলতার কারন কি । ভাই ফরেক্স মার্কেট এর নিয়ন্ত্রন কারও হাতে নেই। এটি স্বনিয়ন্ত্রিত এবং এর গতিবিধি কারও মাধ্যমে নিয়ন্তিত নয়। তাই যদি আপনি মনে করেন যে, ফরেক্স কেউ নিয়ন্ত্রন করে, তাহলে আপনার চিন্তা ভাবনা ভূল।
iloveyou
2018-02-19, 08:56 PM
ভাই কেউ না। এই মার্কেট প্লেসটা এতো বড় যে কারও একার পক্ষে এই মার্কেট নিয়ন্ত্রন করা সম্ভব নয়। ইভেনকি কোনো দেশের সরকারও এই মার্কেট কে নিয়ন্ত্রন করতে পারবে না। তাই মার্কেট চলে তার আপন গতিতে। এটা একটা টেকনোলোজির মাধ্যমে সারা বিশ্বের ট্রেডারদের মধ্যে অটোমেটিক ভাবে যোগ সূত্র তৈরি করে দেয়, যার নাম হলো ইলেকট্রনিক কমিউনিকেশন নেটোয়ার্ক।
maziz6989
2018-02-19, 10:31 PM
আপাত দৃষ্টিতে মার্কেট নিয়ন্ত্রন কেউ করে না। কিন্তু সুক্ষ দৃষ্টিতে মার্কেট অবশ্যই নিয়ন্ত্রিত হয়ে থাকে। কারা করে? এক কথায় স্মার্ট মানি। কি ভাবে? একটু ঘিলু খাটান পেয়ে যাবেন।
নোট ঃ স্মার্ট মানি ইজ অলওয়েজ উইনার।
Mamun13
2018-02-20, 10:22 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে এই এক বিশাল সুযোগ যে এখানে কোনো নির্দিষ্ট ব্যাক্তি বা গোষ্ঠী নিয়ন্ত্রন করতে পারে না৷সারা বিশ্বজুড়ে সবাই যেকোনো প্রান্ত থেকে একই সাথে ট্রেড করে৷ট্রেডারগন ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমে ট্রেড করেন৷তাই মার্কেটে ট্রেডারদের সম্মিলিত ট্রেডিং সেন্টিমেন্ট অনুসারেই প্রাইস মুভমেন্ট করে থাকে৷
Grimm
2019-12-01, 08:00 PM
আসলে এখানে কে হবে না বলেন কারা ফরেক্স মার্কেট নিয়ন্ত্রণ করে থাকে। আমার জানামতে বড় বড় কয়েকটি ব্যাংক এই ফরেক্স মার্কেট সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে থাকে। তারা যখন যেমন চায় মার্কেট ঠিক তেমনভাবেই মুভমেন্ট করাতে পারে। আর এর মাঝে আমরা ছোট ছোট ট্রেডাররা কিছু লাভ এবং লস করে থাকি। আপনি দেখতে পাবেন মাঝে মাঝে কোন কারণ ছাড়াই মার্কেট অযথা বেশি মুভমেন্ট করে থাকে আসলে তখন ব্যাংকগুলো আমাদের মাইন্ড নিয়ে খেলা করে আর এতে আমরা বেশি আবেগপ্রবণ হয়ে বেশি লস করে থাকি। তাই আমাদের উচিত একটু সাবধানতার সহিত ট্রেড করার।
ফরেক্স ট্রেডিং খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দিন দিন ফরেক্স ট্রেডিং এটি সেরা কাজ করে চলেছে। প্রচুর ব্যবসায়ী ফরেক্স ট্রেডিংয়ের সাথে জড়িত রয়েছে। স্মার্ট ট্রেডাররা এই ব্যবসায়ের প্রধান ব্যবসায়ী। বেকার ব্যক্তিরা এই ট্রেডে ভবিষ্যত খুঁজে পাচ্ছেন। পুরো মনোযোগ দিয়ে এই ব্যবসা করছেন।
PK_SHIKDER
2019-12-02, 07:26 PM
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,, তাই আমার জানা নাই যে,, কে বা কারা এই ফরেক্স মার্কেটকে নিয়ন্ত্রণ করছে । উপরিউক্ত আলোচনার মাধ্যমে এটাই বুঝতে পারছি যে,,, এই ফরেক্স মার্কেটকে কেউ নিয়ন্ত্রণ করে না । কিন্তু আমি এই মতের সাথে একতম হতে পারছি না,, কেউ না কেউ এই ফরেক্স মার্কেটকে নিয়ন্ত্রণ করে আসছে । যদি সেটা জানতে পারতাম তাহলে খুবই ভালো হতো ।
DJSUMON777
2019-12-02, 08:06 PM
ফরেক্স মার্কেট এতটাই বিশাল যে এটা কোন ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমার যতটা ধারণা ফরেক্স মার্কেট নিয়ন্ত্রিত হয় প্রত্যেক মেম্বার এর মাধ্যমে কেননা সবাই ফরেক্স মার্কেটের একটি অংশ এবং সবার এই ফরেক্স মার্কেটে ডিপোজিট রয়েছে সেহেতু সবার ব্যালেন্সের এবং ক্রয় এবং বিক্রয় এর মাধ্যমে এটি স্থিতিশীল হয় এবং গতিশীল হয়।
habibi
2019-12-03, 06:26 PM
ফরেক্স ট্রেডিং মূলত ব্যাংক এবং বড় সংস্থাগুলি ব্যবহার করার উদ্দেশ্যে ছিল, আমাদের মত “ছোট ট্রেডারদেরঃ জন্য নয়। তবে ইন্টারনেটের উত্থানের কারণে অনলাইন ফরেক্স ব্রোকাররা এখন আমাদের মতো "খুচরা" ট্রেডারদের ট্রেডিং অ্যাকাউন্ট সরবরাহ করতে করছে যার ফলে আমরাও ফরেক্স ট্রেডিং এ অংশগ্রহণ করতে পারছি। তাই ফরেক্স মার্কেটে আমাদের মত ছোট ট্রেডারদের ভূমিকা কম থাকে। ফরেক্স মাকেটের প্লেয়াররা হল
১। সুপার ব্যাংকগুলো – সিটি ব্যাংক, জেপি মরগান, ইউবিএস, বার্কলেস, ডয়চে ব্যাংক এবং এইচএসবিসি
২। বড় বাণিজ্যিক সংস্থা-
৩। সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক, ইংল্যান্ডের ব্যাংক এবং ফেডারেল রিজার্ভ,
৪। ট্রেডার
uzzal05
2019-12-27, 06:27 AM
ফরেক্স মার্কেট কারও একার পক্ষে পরিবর্তন করা সম্ভব না। এই ট্রেডারদের মাধ্যেমে পরিবর্তন হয়ে থাকে। বড় ব্যাংক প্রতিষ্ঠান বিভিন্ন সংস্থা ইত্যাদি ট্রেডারগনদের মাধ্যমে ফরেক্স মার্কেট পরিবর্তন হয়ে থাকে। এই মার্কেট এতই বিশাল যে একার পক্ষে কোন পরিবর্তন করা যায় না।
saraa
2020-02-21, 01:43 PM
নিঃসন্দেহে এই কারণগুলিই সাফল্যের মূল চাবিকাঠি। যদি ফরেক্স ট্রেডিং সম্পর্কে জ্ঞান না থাকে তবে এটির ধারাবাহিক হওয়া অসম্ভব। জ্ঞান বাড়াতে এমটি ফোরাম সেরা প্ল্যাটফর্ম এবং অভিজ্ঞতা অর্জনের জন্য ডেমো অ্যাকাউন্ট ব্যবহারের সেরা সরঞ্জাম। অনুশীলন আপনার অভিজ্ঞতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা আপনার আত্মবিশ্বাস বাড়ায়। আপনি যদি ফরেক্স থেকে বেনিফিট পেতে চান তবে আপনার দক্ষতা শেখার এবং উন্নতিতে গভীর আগ্রহ নিন
SOMARANITHAKUR1995
2020-02-21, 01:55 PM
আসলে ফরেক্স মার্কেট আপন গতিতে ওঠানামা করে। এটা আসলে বিশাল অনলাইন মার্কেটপ্লেস। কোন দেশ বা কোন প্রতিনিধি এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। ফরেক্স মার্কেটে কারেন্সির প্রাইস মূলত উঠানামা করে একটি দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ইত্যাদি অবস্থার উপর নির্ভর করে এবং সিস্টেমটি অটোমেটিক। এটাকে ইন্টারনেটের মাধ্যমে সারাবিশ্বে ছড়িয়ে দেওয়া হয়। তবে ফরেক্স মার্কেটকে সঠিকভাবে এনালাইসিস করলে মার্কেটের মুভমেন্ট সম্পর্কে ধারণা পাওয়া যায়। ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বে মার্কেট এনালাইসিস করা খুবই গুরুত্বপূর্ণ।
amreta
2020-02-21, 03:44 PM
ইয়াসরা ফরেক্স মার্কেটে কাজ করে এবং আমি মনে করি আপনি যদি এতে কঠোর পরিশ্রম করেন তবে আপনি খুব দ্রুত সফল হবেন তাই আমার না মতে আপনি এমন কাজে খুব কঠোর হন যেখানে আপনি শীঘ্রই সাফল্য অর্জন করতে পারবেন। এবং যাত্রী পেতে থাকুন
amreta
2020-02-21, 03:49 PM
স্যার, আমি মনে করি না যে কোনও সদস্য খামারের বাজার নিয়ন্ত্রণ করছেন যেখানে তারা এটি জানার চেষ্টা চালিয়ে যাবেন, তাই আপনার পক্ষে এটি পোস্ট করার ভাল কোনও সময় থাকবে না যা প্রচুর দিকে পরিচালিত করবে সফলভাবে সফল
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.