PDA

View Full Version : মার্কেট এর গতিশীলতার কারন কি।



01797733223
2018-01-14, 11:07 PM
ফরেক্স মার্কেট বিভিন্ন কারনে গতিশীল হয়। যেমন আপনি যদি আমেরিকায় গিয়ে ১০০০ টাকার ডলার কিনেন , তাহলে এর প্রভাব সব ইউ.এস.ডি পেয়ারে পড়বে, এবং মার্কেট মুভ করবে। অর্থ্যাৎ* প্রত্যেকেই ফরেক্স মার্কেট এর মুভমেন্ট বা গতিশীলতার জন্য দায়ী । এই মার্কেট টি এতো বড় যে কারও একার পক্ষে এই মার্কেট নিয়ন্ত্রন করা সম্ভব নয় , এমনকি কোনো দেশের সরকারও এই মার্কেট কে নিয়ন্ত্রন করতে পারে না।

iloveyou
2018-02-19, 08:47 PM
ভাই ফরেক্স মার্কেট বিভিন্ন কারনে গতিশীল হয়ে থাকে। যেমন আপনার দেশ থেকে যদি মনে করেন ২০০ জন মানুষ আমেরিকা সহ বিশ্বের অন্যান্য দেশে চলে গেলে তারা যে টাকা দিয়ে ডলার ক্রয় করল এটা একটা কারন। এরকম আরও অনেক অনেক কারন রয়েছে যেগুলোর প্রভাব ফরেক্স মার্কেটের বিভিন্ন কারেন্সি পেয়ার গুলোও উপর পড়ে থাকে। সুতরাং অভ্যন্তরীণ দৃষ্টিকোণ থেকে দেখলে প্রতিটি মানুষই কোন না কোন ভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ফরেক্স মার্কেটর গতিশীলর কারন হতে পারে।

maziz6989
2018-02-19, 10:32 PM
ফরেক্স মার্কেট বিভিন্ন কারনে গতিশীল হয়। যেমন আপনি যদি আমেরিকায় গিয়ে ১০০০ টাকার ডলার কিনেন , তাহলে এর প্রভাব সব ইউ.এস.ডি পেয়ারে পড়বে, এবং মার্কেট মুভ করবে। অর্থ্যাৎ* প্রত্যেকেই ফরেক্স মার্কেট এর মুভমেন্ট বা গতিশীলতার জন্য দায়ী । এই মার্কেট টি এতো বড় যে কারও একার পক্ষে এই মার্কেট নিয়ন্ত্রন করা সম্ভব নয় , এমনকি কোনো দেশের সরকারও এই মার্কেট কে নিয়ন্ত্রন করতে পারে না।

ভাই, এখানে গতিশীলতার যে কেতাবী ব্যাখ্যা আপনি দিয়েছেন এক সময় আমি ও তাই মনে করতাম। কিন্তু সত্যটা হল এখানে গতি না থাকলে এত এত ব্যবসায়ী কি নিয়ে বাচবে। এখানে গতি টাই একটা ব্যবসা। মনে রাখবেন গতি জীবন।

Mamun13
2018-02-21, 09:01 PM
ফরেক্স মার্কেটের ট্রেডিং টার্মিনালগুলো ওপেন করলেই আমরা দেখতে পারি যে কোনো কারেন্সী পেয়ারের প্রাইস একটি কেন্ডেলস্টীক আকারে উঠানামা করছে৷কারন ট্রেডারগন মার্কেটে ক্রয়/বিক্রয়ের মাধ্যমে ট্রেড করছেন তাই প্রাইস মুভমেন্ট করছে অর্থাৎ প্রাইসে গতির সৃষ্টি হচ্ছে৷যখন দেখবেন কোনো বড় নিউজ প্রকাশিত হয়েছে এবং সাথে সাথে প্রাইস বিশাল গতিশীল হচ্ছে...একটানে ১৫০-২০০ পিপস৷কারন ট্রেডারগন সবাই একযোগে ট্রেড করছেন৷আর যখন প্রাইস মুভমেন্ট খুবই কম তখন স্বাভাবিক ভাবেই বুঝবেন যে এখন অধিকাংশ ট্রেডারগন বিশ্রামে আছেন৷

samun
2021-12-25, 09:26 AM
বেসুন্দর একটি বিষয় উপস্থাপন করেছেন আসলে পৃথিবীর অর্থনীতি হলো চলমান প্রতিনিয়ত একটি দেশের অর্থনৈতিক দেশের অর্থনৈতিক লেনদেন হচ্ছে সে ক্ষেত্রে দেখা যায় যার ব্যবহার যত বেশি তার মান ততো বেশি যখন ডলারের চাহিদা বৃদ্ধি পায় তখন ইউএসডি বেড়ে যায় আবার যখন দেখা যায় ইউরও এর চাহিদা বৃদ্ধি পায় তখন ইউরোর মান বৃদ্ধি পায় সে ক্ষেত্রে ফরেক্স মার্কেটে যখন তারতম্য পরিলক্ষিত হয় অর্থাৎ যে দেশের অর্থের মানে বৃদ্ধি পায় সেই কারেন্সির উপর মুভমেন্ট বেড়ে যায়