View Full Version : লিভারেজ কত রাখা শ্রেয়।
01797733223
2018-01-14, 11:12 PM
আমাদের বোনাস অ্যাকাউন্টের লিভারেজ সাধারনত সর্ব্বোচ্চ ১:৫০ হয় । এর অর্থ হলো আমরা ১ ডলার দিয়ে ৫০ ডলার সমমান ট্রেড করতে পারি। কিন্ত প্রকৃত পক্ষে আপনি যতো বেশি লিভারেজ ব্যবহার করবেন , আপনার রিস্ক ততোই বৃদ্ধি পাবে। তাই সর্বদা চেষ্টা করুন কম লিভারেজে ট্রেড করতে।
Grimm
2018-01-28, 11:52 PM
আমি কখনই আমার লিভারেজ এর কথা চিন্তা করি না। কারণ আমি সবসময় অর্থ ব্যবস্থাপনা অনুসরণ করি আর আমার মতে যারা ঠিকমত অর্থ ব্যবস্থাপনা অনুসরণ করে ট্রেড করে তাদের কাছে লিভারেজ তেমন গুরুত্ব পায় না। কিন্তু যারা অল্প সময়ে অধিক মুনাফার জন্য অর্থ ব্যবস্থাপনা মেনে ট্রেড করে না তাদের কাছে লিভারেজের গুরুত্ব অনেক বেশি আর তারা চিন্তা করে বেশি করে লিভারেজ নেওয়ার কারণ বেশি লিভারেজে বেশি ঝুকি নেওয়া যায়।
Syed Moinul
2018-01-29, 12:32 AM
লিভারেজ কম রাখা ভালো। কিন্তু রিস্ক নিতে পারলে বেশি রাখলে আপনি বেশি ডলার নিয়ে ট্রেড করতে পারবেন। তাই লিভারেজ টা নিজের পছন্দ মতো ঠিক করে নিতে হয়। এটা নিজের অভিজ্ঞা থেকে করতে পারেন।
SkRasheduzzaman1990
2018-01-29, 01:32 AM
ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে লেভারেজ অনেক বেশি গুরুত্বপূর্ন একটি বিষয় একেক ব্রোকারে একেক ধরনের লেভারেজ নেওয়ার সুযোগ থাকে ফোরাম থেকে বোনাস নিয়ে ট্রেড করার ক্ষেত্রে লেবারেজ সবোর্চ্চ ১:৫০ নেওয়া যায়। লেভারেজ অল্প ব্যালেন্সেও অনেক ভাল ভাবে ট্রেডিং প্লাটফর্মে টিকে থাকার ক্ষেত্রে সহায়তা প্রদান করে থাক্
Mahidul84
2018-01-29, 08:02 PM
বর্তমানে আপনি যত কম লিভারেজ নিয়ে ট্রেড করতে পারবেন তত বেশি আপনার জন্য ভাল হবে। তবে আমি লিভারেজের কথা তেমন বেশি চিন্তা করি না কারণ আমি বেশি প্রাধান্য দেই সেটা হচ্ছে আমার মানি ম্যনেজমেন্ট দিকটা। আমার মতে আপনি যদি সঠিকভাবে আপনার মানি ম্যনেজমেন্ট পরিচালনা করে ট্রেড করতে পারেন তাহলে আপনার কাছে লিভারেজ তেমন বেশি গুরুত্বপূর্ণ হবে না। কারণ আপনি যদি মানি ম্যনেজমেন্ট সঠিকভাবে পরিচালন করতে পারেন তাহলে এমনিতেই আপনার লিভারেজ কন্ট্রোলে চলে আসবে।
maziz6989
2018-01-29, 08:07 PM
সাধারণত ফোরামের একাউন্ট এ ১:৫০ এর বেশি লিভারেজ নেওয়া যায় না। কিন্তু যদি আপনার নিজের ডিপোজিট করা লাইভ একাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি চাইলে ১:১০০০ পর্যন্ত লিভারেজ নিতে পারেন। তবে ১:৫০০ রাখাই উত্তম। কেননা যত বেশি লিভারেজ তত বেশি রিস্ক। সাবধানে ট্রেড করবেন ভাল থাকবেন।
Mamun13
2018-04-01, 05:51 PM
যারা একদম নতুন,অনভিজ্ঞ,অদক্ষ,নবাগত ও শিক্ষার্থী ট্রেডার তাদের জন্য লিভারেজ যত কম নেওয়া যায় ততই ভালো হয় যেমন-1:50৷আর যারা কিছুটা দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার অর্থাৎ intermediate level trader তাদের জন্য লিভারেজ কিছুটা বেশি নেওয়া ক্ষতিকর নয় যেমন-1:100৷আর যারা কয়েক বছরের নিয়মিত অভিজ্ঞ ট্রেডার তারা একটু বেশি লিভারেজ নিয়ে ট্রেড করতে পারেন তাতে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয় যেমন-1:500৷এভাবে যাদের ট্রেডিং অভিজ্ঞতা বছরে বছরে যতই বাড়বে লিভারেজের পরিমানও ততই বাড়িয়ে নিয়ে ট্রেড করতে পারেন৷সবাই মনে রাখবেন লিভারেজ যত বেশি নিবেন আপনি ট্রেড করার সুযোগ তত বেশি পাবেন তবে সাথে সাথে ঝুঁকির পরিমাণও বেড়ে যাবে৷
riponinsta
2018-04-02, 11:17 AM
হ্যাঁ আপনি ঠিক কথা বলছেন ফরেক্স মার্কেট এ বেশি লিভারেজ দিয়ে ট্রেড করা উচিত না কারন বেশি লিভারেজ নিয়ে ট্রেড করলে বড় রিস্ক এ ট্রেড ওপেন করে ফেলে তখন আসলে বেশি লস হতে পারে তাই কম রিস্ক এ বেশি বেশি লাভ করতে হবে অনেকে বুঝতে চাইনা ফরেক্স মার্কেট এ কম রিস্ক এ অনেক বেশি লাভ করা যায় আর সেই লাভ ধরেও রাখা যায়
expkhaled
2018-04-02, 11:18 AM
আমার মতে লিভারেজ এর কম বেশী হয় অভিজ্ঞতার সাথে। যদি নতুন হয়ে থাকেন তাহলে যত কম লিভারেজ ব্যবহার করবেন তত আপনি বেশীদিন মার্কেট এ টিকতে পারবেন যেমন ১:১০ নিয়ে ট্রেড করা শুরু করতে পারেন তবে সাথে মানি ম্যানেজমেন্ট করা শিখতে হবে ভালভাবে। যদি মানি ম্যানেজ সঠিক ভাবে প্রয়োগ করতে পারেন তাহলে আপনি লিভারেজ নিয়ে বেশী চিন্তা না করলেও চলবে। আর যারা অভিজ্ঞ এই মার্কেট এ তারা যেকোন পরিমানের লিভারেজ নিয়ে ট্রেড করে ভাল প্রফিট অর্জন করে নিতে পারেন।
samun
2022-06-19, 10:08 AM
আসলে একজন নতুন ট্রেডারের জন্য একটি বিষয় এবং একজন দক্ষ ট্রেডারের জন্য অন্য আরেকটি বিষয় একজন নতুন ট্রেডারের জন্য অবশ্যই 1:50 লিভারের নেওয়াটা সর্বোত্তম এবং একজন দক্ষ ট্রেডার সে তার প্রয়োজনমতো লেভারেজ নিয়ে অর্জন করতে পারে। তার কারণ একজন দক্ষ ট্রেডার সর্বোচ্চ ঝুঁকি নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে সে তার লক্ষ্য অর্জন করতে পারবে। যা একজন নতুন ট্রেডার কখনোই তার পক্ষে ঝুঁকি নেওয়া সম্ভব নয়। তাই নতুনদের জন্য অবশ্যই 1:50 লিভারেজ নেওয়া খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়।
jasminbd
2022-06-19, 11:17 AM
লিভারেজের বিষয়টি নির্ভর করে আপনার ট্রেডিং স্ট্রেটেজি এবং ডিপোজিটের উপর। যদি আপনি কম ডিপোজিট নিয়ে ফরেক্স ট্রেডিং করেন তাহলে সেই ক্ষেত্রে লিভারেজ একটু বাড়িয়ে নিতে পারেন। কারন আপনি যদি বেশি লিভারেজ দিয়ে ট্রেড করে তাহলে আপনার মার্কিন কম আসবে এবং আরো বেশি ট্রেড ওপেন করতে পারবেন। আর যদি আপনি বেশি পুঁজি নিয়ে ট্রেড করেন তাহলে সেক্ষেত্রে যতকম লিভারেজ নিতে পারেন তত ভাল। অধিক লিভারেজ আবার ক্ষতির কারণ হতে পারে। অনেক বিভিন্ন ব্রোকার ১:১০০০ লিভারেজ দিয়ে থাকে। ইন্সটাফরেক্সেও ১:১০০০ লিভারেজ দিয়ে থাকে। তবে আমি আপনাদের পরামর্শ দিব যে লিভারেজ ১:১০০ থেকে ১:৫০০ এর মধ্যে রাখতে। এছাড়াও আপনি আপনার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী লিভারেজ সেট করতে পারেন।
Starship
2022-06-19, 02:56 PM
খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন। আমরা যখন ফরেক্স ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করেন তখন লিভারেজ নির্ধারণ করে একাউন্ট ওপেন করতে হয়। তবে আমরা যারা পোষ্টের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করে থাকি সেই সকল একাউন্টে সাধারণত ১ঃ৫০ লিভারেজ নির্ধারণ করে একাউন্ট ওপেন করতে হয়। আমার নিজের একাউন্টে কি লিভারের নির্ধারণ করে একাউন্ট ওপেন করেছি। সাধারণত কম ব্যালান্স দিয়ে বেশি লট নির্ধারণ করা ট্রেড বুদ্ধিমানের কাজ নয়।এছাড়া আপনি চাইলে বেশি লটে লিভারেজ দিয়ে অল্প ব্যালেন্স দিয়ে ট্রেড করতে পারবেন। তখন নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকবে। তাই আমার মতে নিজের অ্যাকাউন্ট সুরক্ষা রেখে ট্রেড করাটা বুদ্ধিমানের কাজ হবে।
FRK75
2023-02-11, 11:51 PM
আপনি যত কম লিভারেজ নিয়ে ট্রেড করতে পারবেন তত বেশি আপনার জন্য ভাল হবে। তবে আমি লিভারেজের কথা তেমন বেশি চিন্তা করি না কারণ আমি বেশি প্রাধান্য দেই সেটা হচ্ছে আমার মানি ম্যনেজমেন্ট দিকটা। আমার মতে আপনি যদি সঠিকভাবে আপনার মানি ম্যনেজমেন্ট পরিচালনা করে ট্রেড করতে পারেন তাহলে আপনার কাছে লিভারেজ তেমন বেশি গুরুত্বপূর্ণ হবে না। কারণ আপনি যদি মানি ম্যনেজমেন্ট সঠিকভাবে পরিচালন করতে পারেন তাহলে এমনিতেই আপনার লিভারেজ কন্ট্রোলে চলে আসবে।একজন দক্ষ ট্রেডারের জন্য অন্য আরেকটি বিষয় একজন নতুন ট্রেডারের জন্য অবশ্যই 1:50 লিভারের নেওয়াটা সর্বোত্তম এবং একজন দক্ষ ট্রেডার সে তার প্রয়োজনমতো লেভারেজ নিয়ে অর্জন করতে পারে। তার কারণ একজন দক্ষ ট্রেডার সর্বোচ্চ ঝুঁকি নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে সে তার লক্ষ্য অর্জন করতে পারবে। যা একজন নতুন ট্রেডার কখনোই তার পক্ষে ঝুঁকি নেওয়া সম্ভব নয়। তাই নতুনদের জন্য অবশ্যই 1:50 লিভারেজ নেওয়া খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়।
Tofazzal Mia
2023-02-12, 04:30 PM
যখন বড় ধরনের লস হয় তখন চেষ্টা করবেন ঠান্ডা মাথায় ভাবতে। প্রতি ট্রেডেই কিন্তু আমরা রিস্ক নিয়েই ট্রেড করি। যেহেতু রিস্ক থাকে প্রতিটা ট্রেডে তাই কিছু সময় বা কোন মাসে লস আসাটা একদম স্বাভাবিক ব্যাপার।
শুধু লক্ষ্য রাখবেন লসটা যেন হয় আপনার ট্রেডিং সিস্টেমের মধ্যে থেকে। সিস্টেমের বাইরে গিয়ে ট্রেড / অভারট্রেডে যেন লস না হয় সেদিকে সতর্ক থাকবেন
19175
Mas26
2023-02-27, 03:34 PM
যারা একদম নতুন,অনভিজ্ঞ,অদক্ষ ,নবাগত ও শিক্ষার্থী ট্রেডার তাদের জন্য লিভারেজ যত কম নেওয়া যায় ততই ভালো হয় যেমন-1:50৷আর যারা কিছুটা দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার অর্থাৎ intermediate level trader তাদের জন্য লিভারেজ কিছুটা বেশি নেওয়া ক্ষতিকর নয় যেমন-1:100৷আর যারা কয়েক বছরের নিয়মিত অভিজ্ঞ ট্রেডার তারা একটু বেশি লিভারেজ নিয়ে ট্রেড করতে পারেন তাতে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয় যেমন-1:500৷কারণ আমি সবসময় অর্থ ব্যবস্থাপনা অনুসরণ করি আর আমার মতে যারা ঠিকমত অর্থ ব্যবস্থাপনা অনুসরণ করে ট্রেড করে তাদের কাছে লিভারেজ তেমন গুরুত্ব পায় না। কিন্তু যারা অল্প সময়ে অধিক মুনাফার জন্য অর্থ ব্যবস্থাপনা মেনে ট্রেড করে না তাদের কাছে লিভারেজের গুরুত্ব অনেক বেশি আর তারা চিন্তা করে বেশি করে লিভারেজ নেওয়ার কারণ বেশি লিভারেজে বেশি ঝুকি নেওয়া যায়।এভাবে যাদের ট্রেডিং অভিজ্ঞতা বছরে বছরে যতই বাড়বে লিভারেজের পরিমানও ততই বাড়িয়ে নিয়ে ট্রেড করতে পারেন৷সবাই মনে রাখবেন লিভারেজ যত বেশি নিবেন আপনি ট্রেড করার সুযোগ তত বেশি পাবেন তবে সাথে সাথে ঝুঁকির পরিমাণও বেড়ে যাবে৷
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.