PDA

View Full Version : কোনটা উত্তম? প্যাসিভ না ডিরেক্ট



maziz6989
2018-01-16, 10:21 PM
আমদের অনেক ট্রেডার ভাই আছেন ( আসলে লুজার) যারা বলেন আরে রাখেন ট্রেডিং। কমিশন খান সেখানেই বেশি লাভ! কথাটা আপনার কাছে কতখানি সত্য মনে হয়? আমার কাছে আর যাই হোক মনে হয় একটা বড় বড় সড় মিথ্যা কথা। কখনও কমিশন বড় হতে পারে না লাভের থেকে। তবে এটাও সত্য অনেকে মার্কেট এ সুবিধা করতে না পেরে দ্বিতীয় একটা ইনকামের মাধ্যম তৈরী করে নিয়েছে নিজেদের সুবিধার জন্য। তাদের ও তো কিছু একটা করে খেতে হবে না!
তবে যারা ট্রেডার হতে চান তাদেরকে বলব ভাই , প্যসিভ ইনকামের ধান্ধায় পড়লে আর বের হতে পারবেন বলে আমার মনে হয় না।

Mamun13
2018-05-12, 11:10 PM
প্যাসিভ ইনকামের কোনো প্রশ্নই আসে না৷ফরেক্স মার্কেটে নিজেকে দীর্ঘ সময় ব্যয় করে শ্রম দিয়ে কষ্ট করে প্রতিষ্ঠিত হতে হবে,পেশাদার ট্রেডার হতে হবে৷তা না হলে ফরেক্স মার্কেটে আসার কোনোও যুক্তি নাই৷ফরেক্স মার্কেটে যদি আসতেই চান তাহলে অবশ্যই প্রতিষ্ঠিত ট্রেডার হওয়ার উদ্দেশ্যেই আসা উচিত৷এখানে বিকল্প উপায়ে কমিশন খাওয়া বা প্যাসিভ ইনকাম করার চেষ্টা না করাই ভালো৷ফরেক্স মার্কেট আমাদের সকলের জন্যই যেহেতু উন্মুক্ত এবং স্বাধীন কর্মক্ষেত্র৷তাছাড়া এখানে নিজের পকেটের তেমন কোনো পুঁজিরও প্রয়োজন পড়ে না,শুধুমাত্র দীর্ঘসময় দিয়ে নিয়মিত ট্রেডিং কলাকৌশলগুলো শিখতে হয়৷কয়েক বছর যদি এই মার্কেটে নিয়মিত টিকে থাকতে পারেন তাহলে আপনাকে আর ঠেকায় কে ?? ফরেক্স মার্কেটে একবার দাঁড়িয়ে গেলে প্রচুর আয় রোজগার করতে সুযোগ পেয়ে যাবেন৷বিশ্বের সর্বাধিক আয়-রোজগারের বিশাল কর্মক্ষেত্র এই ফরেক্স মার্কেট৷তাই এখানে প্যাসিভ ইনকামের চিন্তা বাদ দিয়ে নিজেকেই প্রতিষ্ঠিত ট্রেডার রূপে গড়ে তুলতে চেষ্টা করবেন৷

uzzal05
2018-05-29, 05:50 AM
যারা আসলে ফরেক্স ট্রেৃডং মোটেই জানে না তারা এই ধরনের কাজ করে থাকে। কারন তারা ট্রেড এ লাভ করতে পারে না। তারা শুধু কমিশন খেয়ে ফরেক্স থেকে লাভ তরতে চায়। কিন্তু এটা করে ফক্সে করার চেয়ে না করাই ভালো।

edottc
2019-03-21, 09:31 AM
আমি মনে করি ফরেক্স এ আপনি দীর্ঘ সময় নিয়ে থাকতে চান তাহলে আপনার জন্য অবশ্যই ডিরেক্ট উত্তম ।আপনি এখানে ভাল করে কাজ শিখতে পারবেন এবং ভাল প্রফিট অর্জন করতে পারবেন ।