PDA

View Full Version : টার্গেট কত%



maziz6989
2018-01-16, 10:58 PM
অনেকেই ফরেক্স মার্কেট এ আসে ১০০% প্রফিটের টার্গেট নিয়ে। এটা একটা চরম বোকামী। কেননা এখানে যখনই আপনি ৪০% এর বেশি প্রফিট খেতে চাইবেন তখনই আপনি বেশি বেশি রিক্স নিয়ে ট্রেড করবেন এবং লস হবার সম্ভাবনা বেড়ে যাবে। আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে যাতে আপনার লস না হয় এবং প্রফিট টাও ঠিক থাকে। তাই আমি বলব ২০% প্রফিটই সঠিক।
আমার মতামত শেয়ার করলাম। আপনার টাও শেয়ার করেন।

Mamun13
2018-01-19, 01:04 AM
ভাই,প্রতিমাসে প্রফিট 20% ই তো অনেক৷10% বা 5% যাই বলেন না কেন-এটা ফরেক্স মার্কেট থেকে প্রফিট !!! আমার কাছে প্রফিট মানেই বিশাল কিছু ! লস না হলেই খুশি আমি৷আর প্রতিমাসে 20% এর বেশীও প্রফিট নেওয়া যায় তবে প্রচুর রিস্ক থাকে৷ফরেক্স মার্কেটে কম রিস্ক নিয়ে অল্প অল্প করে নিয়মিত প্রফিট করাই উত্তম৷বেশী প্রফিট মানেই বেশী লোভ আর বেশী লোভ মানেই বেশী বেশী রিস্ক নেওয়া আর বেশী বেশী রিস্ক নেওয়া মানেই দ্রূত পুঁজি হারানো...ফকির মজনু শাহ৷

expkhaled
2018-01-19, 11:53 AM
যেকোন ব্যবসায় লাভ করতে হবে এটাই বাস্তব তবে যেকোন ব্যবসায় যদি লাভ বেশী থাকে সেখানে রিস্কও বেশী থাকবে এটাও বাস্তব। ফরেক্স মার্কেট ও ঠিক রেগুলার ব্যবসার মত আপনি যদি অল্প লাভ করে খুশি থাকতে পারেন তবে বেশী দিন এই ব্যবসা থেকে লাভবান হতে পারবেন আর যেইদিন আপনার অতিরিক্ত লাভের চিন্তা আসবে মানে আপনি লোভ করা শুরু করবেন সেই দিন থেকে আপনার লস শুরু হয়ে যাবে। আপনার একাউন্টের রেশিও অনুযায়ী ৫% বা ১০% রিস্ক ফ্রি ভাবে আয় করতে পারেন এর চেয়ে বেশী আশা করা মানে আপনার জন্য লস অপেক্ষা করছে।

01797733223
2018-01-19, 06:56 PM
ভাই এ মাসে আমার টার্গেট ২০% তবে সামনে কি হয় বলা যাচ্ছেনা। কি আর করব বলেন মার্কেটের যে হাল। মার্কেট সম্পর্কে কোন কিছু অনুমান করা অনেক মুশকিল। কেননা মার্কেট কখন তার মুভমেন্ট চেন্জ করবে এর একজেক্ট ধারনা নিয়ে একটা ট্রেড ওপেন করাটা ওতটা সোজা না। সুতরাং যা কিছুই হোক না কেন লক্ষ অর্জন করতে হলে আপনাকে অবশ্যই একটা টার্গেট নিয়ে সবসময় কাজ করার প্রবণতা থাকতে হবে।

Grimm
2018-01-19, 11:42 PM
অনেকেই ফরেক্স মার্কেট এ আসে ১০০% প্রফিটের টার্গেট নিয়ে। এটা একটা চরম বোকামী। কেননা এখানে যখনই আপনি ৪০% এর বেশি প্রফিট খেতে চাইবেন তখনই আপনি বেশি বেশি রিক্স নিয়ে ট্রেড করবেন এবং লস হবার সম্ভাবনা বেড়ে যাবে। আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে যাতে আপনার লস না হয় এবং প্রফিট টাও ঠিক থাকে। তাই আমি বলব ২০% প্রফিটই সঠিক।
আমার মতামত শেয়ার করলাম। আপনার টাও শেয়ার করেন।

আপনি একদম ঠিক বলেছেন, অনেকে এই বাজারে আসে মাসে ১০০% মুনাফার উদ্দেশ্যে, যার ফলে বেশি ঝুকি নিয়ে ট্রেড করতে থাকে এবং সর্বশেষ ১০০% ক্ষতি নিয়ে বের হয়ে যায়। কারণ এই ব্যবসা হতে মাসে ১০০% মুনাফা অসম্ভব আর কেউ যদি একটু চেষ্টা করে তাহলে সে আর বেশিদিন টিকতে পারবে না। আমি মনে করি ১০% এর উপর লক্ষ্য নির্ধারণ করাটা উচিত নয়। কারণ এটা খুব একটা সহজ ব্যবসা নয়।

maziz6989
2018-01-20, 11:11 AM
নতুন বছর শুরু করব ২৫% টার্গেট নিয়ে। মাঝে মাঝে ৪০০-৪৫০% ও প্রফিট করে দেখলাম শেষ বেলায় রেজাল্ট জিরোই থাকে। তাই এখন নিজের উপর বিশেষ রকম কন্ট্রোল নিয়ে শুরু করব। এখন আর আগের মত পাগলমি ট্রেড করব না। সবাই কে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ।

Shadhin
2018-01-20, 05:48 PM
ফরেক্স ট্রেড করতে হলে আগে আপনাকে নিদিষ্ট টার্গেট রাখতে হবে এ বছরেরে শুরুতে আপনার টার্গেট কত হবে সেটা আগে আপনাকে খেয়াল রাখতে হবে তবেই আপণী আপনার পুরো টার্গেট টা পাবেন বলে আশা করে যায় এ বছরের প্রথমে আগে আপনাকে ২৫% বা তার বেশি টার্গেট অবশ্যই রাখতে হবে তবেই আপনি এই ব্যবসায় সফলতা পাবেন বলে আশা করা যায় ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে টার্গেট টা ঠিক রাখতে হবে

samun
2021-10-31, 10:08 PM
ফরেক্স মার্কেটে টার্গেটের কথা তারাই বলতে পারে যারা অধিক দক্ষ এবং অভিজ্ঞ এবং দীর্ঘ দিনের পুরনো ট্রেডার আমাদের মত নতুন ট্রেডারদের জন্য ফরেক্স মার্কেটে কোন টার্গেট নয় বরং যেটা প্রার্থী সেটাই অর্জন করতে হবে এর বেস্ট চাইতে গেলে ফরেক্স মার্কেট থেকে ছিটকে পড়তে হবে