PDA

View Full Version : ফরেক্স শিক্তে হলে আগে কি সেখা উছিত...।?



Debdas50
2018-01-17, 11:42 AM
জেনে রাখুন বাংলাদেশে যারা ট্রেনিং করায় তারা নিজেরাও ফরেক্স ভালমত জানে না। উপরোক্ত কোন ব্যাপার যদি আপনার মাঝে থাকে তবে আপনাকে আমি লাইভ ফরেক্স ট্রেডিংয়ের আগে আরো কয়েকবার ভাবার অনুরোধ করব। যদি না ভেবে আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকেন তবে লাইভ ট্রেডিংয়ের এক মাস পর আমার এ লেখাটা আবার পড়ার আমন্ত্রণ থাকবে।

mdsakil
2018-01-22, 08:10 AM
কিছু ভলো ট্রেডার আছে তবে তারা প্রচুর লাভ করে, ফলে তারা আমাদের নজর এড়িয়ে চলে আমরা যাদের দেখি বেশি বকবক করে এরা আসলে সিগনাল প্রভাইডার। তাই আমাদের মনোভাব হয়ে গেছে যে বাংলাদেশে কোন ভালো ট্রেডার নাই। কিন্তুু আপনি খোঁজ নিয়ে দেখবেন অনেক ভালো ট্রেডার আছে। তবে তা সংখ্যায় অনেক কম। ভালো ট্রেডার হতে সমায় ও অর্থ প্রয়োজন এই দুইটার একটাও আমাদের নাই। আরো সমস্যা আছে যেমন আমরা নিউজ বুঝিনা। নিউজ কিছুটা বুঝলেও কোন পেয়ারে মুভ করেবে বুঝিনা। তাই এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে ভালো ট্রেডার হতে পারবো।

amdad50
2018-01-25, 10:20 PM
ডেমো করতে হয় ।

maziz6989
2018-01-27, 02:15 PM
আগে আপনাকে ধৈর্য বা কিভাবে নিজেকে বিশেষ মুহুর্তে নিয়ন্ত্রন করবেন তা শিখতে হবে। আপনাকে লেগে থাকার মানসিকতা থাকতে হবে। আপনার লোভ কে নিয়ন্ত্রন করতেই হবে। আর সব থেকে বড় জিনিস হল আপনি যে এই মার্কেট এ কিছুই না তা মাথায় রাখতেই হবে। ধন্যবাদ।