PDA

View Full Version : মুভিং এভারেজ



majeed
2018-01-18, 12:13 PM
সহজভাবে, নির্দিষ্ট একটি সময়ের একটি কারেন্সির এভারেজ প্রাইস হল মুভিং এভারেজ। যেমন, ১০ দিনের কোন কারন্সির ক্লোজিং প্রাইস কে যদি ১০ দিয়ে ভাগ করেন তাহলে প্রতিদিনের একটি এভারেজ প্রাইস পেয়ে যাবেন এটাই হল সিম্পল মুভিং এভারেজ এর ধারনা। মুভিং এভারেজ প্রয়োজন হয় সঠিক এবং স্বচ্ছভাবে কোন একটি কারেন্সির সঠিক প্রাইস নির্ধারণ করে ঐ কারেন্সির ট্রেন্ড বুঝতে পারার কাজে।

01797733223
2018-01-18, 01:15 PM
মুভিং এভারেজ হল আপনার কেন্ডেলস্টীক গুলোর এভারেজ একটা মুভমেন্ট। এখন মার্কেটে মনে করেন আপনি কেন্ডেলস্টীক পেটার্ন নিয়ে কাজ করতে পছন্দ করেন তবে সেক্ষেত্রে আপনাকে এখানে প্রতিটা কেন্ডেলস্টীকের প্যাটার্ন সম্পর্কে বিশেষ ধারনা নিয়ে এখানে আপনাকে মার্কেট এনালাইসিস করতে হবে। এটা আসলে টেকনিক্যাল এনালাইসিসের একটা অংশ বলা যায়।

Mamun13
2018-01-18, 09:41 PM
মুভিং এভারেজ হলো যেকোনো ট্রেডিং চার্টের কেন্ডেলগুলোর এভারেজ মুভমেন্টের একটা গতি বিধির প্রদর্শন নির্দেশক টুলস বা টেকনিক্যাল ইনডিকেটর৷এই মুভিং এভারেজ দিয়ে ট্রেডারগণ টেকনিক্যাল এনালাইসিসের জন্য গুরুত্বপূর্ণ ট্রেন্ড চিহ্নিত করে থাকেন৷মুভিং এভারেজ ট্রেডারদের সর্বাধিক ব্যাবহৃত ও একটি জনপ্রিয় ইনডিকেটর৷

maziz6989
2018-02-24, 10:35 PM
যে কোন ইন্ডেক্স মার্কেট এ সব থেকে বেশি পরিমাণে ব্যবহৃত ইন্ডিকেটর হল এই মুভিং এভারেজ। এটা দিয়ে বেশ ভাল পরিমাণে মার্কেট এর নেক্সট মুভ বের করা যায়। কিন্তু এটা বেশ স্লো - তাই সিগন্যাল পেতে যার পর নাই দেরি হয়ে যেতে পারে। লং টার্ম এ মার্কেট মুভ ধরার জন্য এটা ব্যবহার করতে পারেন।

riponinsta
2018-02-25, 10:29 AM
ফরেক্স মার্কেট এ সব থেকে বেশি ব্যবহার করা হয় যে ইনডিকেটর তা হল মুভিং আভারেজ এই ইনডিকেটর বড় বড় ট্রেডারা এখন ও ব্যবহার করে আর বলা হয় ফরেক্স মার্কেট এ লাভ করতে বেশি কিছু করা লাগে না আপনি শুধু মুভিং এভারেজ দিয়ে লাভ করতে পারবেন তাই একটা ইনডিকেটর দিয়ে ভাল লাভ করা সম্ভব ফরেক্স মার্কেট এ

iloveyou
2018-02-25, 12:29 PM
ভাই ফরেক্সে মুভিং এভারেজ বলতে একটা ইন্ডিকেটরকে বোঝায়। যেটা এখানে আপনাকে মার্কেটের পূর্বানুমাণ থেকে কিছুটা ধারনা দিবে, এবং যার উপর খানিকটা ভরসা করে আপনি ট্রেডগুলো নিবেন। মোট কথায় মার্কেটের বিগত এভারেজ মুভমেন্টের একটা ধারণা প্রদান। অর্থাৎ* নির্দিষ্ট কোন একটি কারেন্সি পেয়ারের এভারেজ প্রাইস সমূহই হল এখানে মুভিং এভারেজ।

jasminbd
2018-02-25, 02:09 PM
মুভিং অ্যাভারেজ ব্যাখ্যা সবচেয়ে সাধারণ উপায় হল প্রাইস অ্যাকশান ডাইনামিক্স তুলনা করা। যখন ইন্সট্রুমেন্ট এর প্রাইস তার মুভিং অ্যাভারেজ লাইনের উপরে বৃদ্ধি পায় তখন বাই সংকেত প্রদর্শন করে, আর যদি প্রাইস তার মুভিং এভারেজের লাইনের নিচে নেমে আসে, তাহলে এটি সেল সংকেত প্রদর্শন করে।

5307

saraa
2020-03-16, 01:40 PM
যে কোনও ব্যবসায় সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম খুব গুরুত্বপূর্ণ, তাই আমরা যদি ফরেক্সে সফল হতে চাই, তবে আমাদের যথাসম্ভব কাজ করা উচিত এবং পার্থক্য প্রশিক্ষণে আমাদেরও ফরেক্সে আমাদের অভিজ্ঞতা বৃদ্ধি করা উচিত। এর সাহায্যে, ফরেক্সে আমরা ভাল কাজ করে ভাল সাফল্য অর্জন করতে পারি এবং ক্ষতিও এড়াতে পারি nd আর বৈদেশিক মুদ্রার কোনও আয়ের সীমা নেই পার্থক্যে আয় করা কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে, তাই আমাদের ফরেক্সে এবং ফরেক্সে আরও বেশি করে কাজ করা উচিত আমরা সফল না হওয়া পর্যন্ত আমাদের কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়া উচিত।

K.K.BABY
2020-03-28, 11:41 AM
মুভিং এভারেজ হলো মার্কেটের অবস্থা পূর্বে এমন ছিলো এবং ফিউচার এ কেমন হতে পারে তার একটি গড় নির্ণয় করে।এইটা একটি টেকনিক্যাল ইন্ডিকেটর।অধিকাং ট্রেডারদের কাজে একটি জনপ্রিয় টুলস এটি।এটির মাধ্যমে যারা টেকনিক্যাল এনালাইসিস এ বিশ্বাসী তারা মুভিং এভারেজ এর মাধ্যমে ট্রেড এন্ট্রি নিয়ে থাকেন।তবে মুভিং এভারেজ নিয়ে আপনি আপনি এনালাইসিস না করে ট্রেড করেন তাহলে বিপদে পড়বেন।তাই ডেমোতে অনেক বার প্রাক্টিস করে তার পর রিয়েল একাউন্ট এ ট্রেড এন্ট্রি নেওয়া উচিত।

SR12
2020-03-28, 11:55 AM
মুভিং এভারেজ মার্কেটের ট্রেন্ড বুজতে অনেকটাই সাহায্য করে। অনেক সময় মুভিং এভারেজ মার্কেটের সাপোর্ট রেজিস্টান্স হিসেবেও কাজ করে। তাই আমাদের উচিত হবে মুভিং এভারেজ নিয়ে ভালো স্টাডি করা। তবে সিম্পল মুভিং এভারেজের চেয়ে আমার কাছে এক্সপোটেনশিয়াল মুভিং এভারেজ বেশি কার্যকর মনে হয় তবে এটি শর্ট টাইম ফ্রেমের ক্ষেত্রে।

amreta
2020-03-28, 03:03 PM
সহজভাবে, নির্দিষ্ট একটি সময়ের একটি কারেন্সির এভারেজ প্রাইস হল মুভিং এভারেজ। যেমন, ১০ দিনের কোন কারন্সির ক্লোজিং প্রাইস কে যদি ১০ দিয়ে ভাগ করেন তাহলে প্রতিদিনের একটি এভারেজ প্রাইস পেয়ে যাবেন এটাই হল সিম্পল মুভিং এভারেজ এর ধারনা। মুভিং এভারেজ প্রয়োজন হয় সঠিক এবং স্বচ্ছভাবে কোন একটি কারেন্সির সঠিক প্রাইস নির্ধারণ করে ঐ কারেন্সির ট্রেন্ড বুঝতে পারার কাজে।

প্রকৃত ভাষায়, আমরা একজন ফরেক্স ব্যবসায়ী হতে পারি যিনি ব্যবসায়ী হতে চান এবং আমরা নিশ্চিত যে আমরা জ্ঞান বা অভিজ্ঞতা ব্যতীত অন্যের সাথে বাণিজ্য করতে সক্ষম হব না। ক্ষতি হ'ল শাকটা

FREEDOM
2020-06-17, 02:51 AM
সহজভাবে, নির্দিষ্ট একটি সময়ের একটি কারেন্সির এভারেজ প্রাইস হল মুভিং এভারেজ। যেমন, ১০ দিনের কোন কারন্সির ক্লোজিং প্রাইস কে যদি ১০ দিয়ে ভাগ করেন তাহলে প্রতিদিনের একটি এভারেজ প্রাইস পেয়ে যাবেন এটাই হল সিম্পল মুভিং এভারেজ এর ধারনা। মুভিং এভারেজ প্রয়োজন হয় সঠিক এবং স্বচ্ছভাবে কোন একটি কারেন্সির সঠিক প্রাইস নির্ধারণ করে ঐ কারেন্সির ট্রেন্ড বুঝতে পারার কাজে।

মুভিং এভারেজ হলো একটি ইন্ডিকেটর যা ফরেক্স মার্কেট সবচেয়ে বহুল ব্যাবহিত একটি ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরের সাহায্যে অনেকেই ট্রেড করে থাকে এবং ভালো সফলতাও পেয়ে থাকে। মুলত বিগত দিনের এভারজের উপর ডিপেন্ড করে মুভিং এভারেজ ইন্ডিকেটর কাজ করে। সাধারনত শর্ট ট্রেডের ক্ষেত্রে ১০,২০ সিম্পল মুভিং এভারেজ ও লং ট্রেডের ক্ষেত্রে ১০০,২০০ সিম্পল মুভিং এভারেজ ব্যাবহার করা হয়ে থাকে।

Sid
2020-12-18, 05:04 PM
মুভিং এভারেজ হলো যেকোনো ট্রেডিং চার্টের কেন্ডেলগুলোর এভারেজ মুভমেন্টের একটা গতি বিধির প্রদর্শন নির্দেশক টুলস বা টেকনিক্যাল ইনডিকেটর৷এই মুভিং এভারেজ দিয়ে ট্রেডারগণ টেকনিক্যাল এনালাইসিসের জন্য গুরুত্বপূর্ণ ট্রেন্ড চিহ্নিত করে থাকেন৷মুভিং এভারেজ ট্রেডারদের সর্বাধিক ব্যাবহৃত ও একটি জনপ্রিয় ইনডিকেটর৷

KF84
2021-02-01, 09:27 PM
সহজভাবে, নির্দিষ্ট একটি সময়ের একটি কারেন্সির এভারেজ প্রাইস হল মুভিং এভারেজ। যেমন, ১০ দিনের কোন কারন্সির ক্লোজিং প্রাইস কে যদি ১০ দিয়ে ভাগ করেন তাহলে প্রতিদিনের একটি এভারেজ প্রাইস পেয়ে যাবেন এটাই হল সিম্পল মুভিং এভারেজ এর ধারনা। মুভিং এভারেজ প্রয়োজন হয় সঠিক এবং স্বচ্ছভাবে কোন একটি কারেন্সির সঠিক প্রাইস নির্ধারণ করে ঐ কারেন্সির ট্রেন্ড বুঝতে পারার কাজে।
মুভিং এভারেজ ইনডিকেটর আমি কখনই ব্যবহার করি নি তাই এই ইন্ডিকেটর টি কিভাবে কাজ করে এই বিষয়ে আমার কোন ধারনা ছিল না কিন্তু আপনার পোষ্টটি পড়ে এই বিষয় এ আমি কিছুটা অবগত হলাম । আর যেহেতু এই ইনডিকেটর টি মার্কেট এর ট্রেন্ড নির্ধারণে ব্যবহৃত হয় তাই আমিও এই ইনডিকেটর সম্পর্কে ভালভাবে শিখতে এবং বুঝতে চাই ।

Smd
2021-04-25, 06:51 PM
আমরা যদি ফরেক্সে সফল হতে চাই, তবে আমাদের যথাসম্ভব কাজ করা উচিত এবং পার্থক্য প্রশিক্ষণে আমাদেরও ফরেক্সে আমাদের অভিজ্ঞতা বৃদ্ধি করা উচিত। এর সাহায্যে, ফরেক্সে আমরা ভাল কাজ করে ভাল সাফল্য অর্জন করতে পারি এবং ক্ষতিও এড়াতে পারি। অনেক সময় মুভিং এভারেজ মার্কেটের সাপোর্ট রেজিস্টান্স হিসেবেও কাজ করে। তাই আমাদের উচিত হবে মুভিং এভারেজ নিয়ে ভালো স্টাডি করা।