PDA

View Full Version : ইন্ডিকেটর ডিফল্টভাবে ভেলু



majeed
2018-01-18, 02:16 PM
ইন্ডিকেটর ডিফল্টভাবে ভেলু বিষয়টি নির্ভর করবে আপনার স্ট্রেটিজির উপর। ডিফল্টভাবে যে ভেলু থাকে তা যদি আপানার স্ট্রেটিজির সাথে ম্যাচ করে তাহলে চেঞ্জ করার দরকার নাই, আর আপনার স্ট্রেটিজি যদি কাস্টম ভেলুর দরকার হয় তাহলে চেঞ্জ করে স্ট্রেটিজি সেট করতে পারেন।

maziz6989
2018-01-27, 02:27 PM
ভাল লিখেছেন, তবে আমার কাছে বেস্ট মনে হয়েছে কাস্টম ইন্ডিকেটর গুলো। কেননা ডিফল্ট ইন্ডিকেটর জিনিসটা তৈরী হয়ে থাকে মুলত ট্রেডারকে কনফিউজ করার জন্যই। তাই আমি মনে করি যে কোন কাস্টমাইজড ইন্ডিকেটরই সেরা। ধন্যবাদ।

FXBD
2018-03-05, 06:32 PM
যদিও মেটাট্রেডার ফোর প্লাটফর্মে প্রায় সবগুলোই ইন্ডিকেটর বিল্ড-ইন রয়েছে। তাই সবগুলো ইন্ডিকেটর একবার ডেমা অ্যাকাউন্টে প্রয়োগ করে দেখুন আপনার কৌশলের সাথে কোনটা মিলে যায়, তাহলে লেনদেন করার সময় আপনি ঐ নিদিষ্ট ইন্ডিকেটর ব্যবহার করতে পারবেন এবং আলাদাভাবে তৈরী করার প্রয়োজন হবে না।
https://www.instaforex.com/i/img/headers/technical_indicators_en.png
বিভিন্ন ইন্ডিকেটর কাজগুলো একবার দেখে নিতে চাইলে ভিজিট করুন https://www.instaforex.com/bd/forex_technical_indicators

riponinsta
2018-03-11, 11:40 AM
আমি ফরেক্স মার্কেট এ যে কয়টা ট্রেডিং সিস্টেম দিয়ে ট্রেড করি সে গুলো ইন্ডিকেটর ডিফল্টভাবে ভেলু দিয়ে ট্রেড করি কারন আমার কাছে ইন্ডিকেটর ডিফল্টভাবে ভেলু অনেক ভাল মনে হয় এটা বেশির ভাগ ট্রেডার ব্যবহার করে আমি শুধু মুভিং এভারেজ ইন্ডিকেটর ডিফল্টভাবে ভেলু পরিবর্তন করে ব্যবহার করি কারন মুভিং এভারেজ অনেক গুল দরকার হয় ট্রেড করার জন্য