PDA

View Full Version : আমি ট্রেডার হতে পারব তো?



maziz6989
2018-01-20, 10:38 AM
আমি ট্রেডার হতে চাই! কিভাবে হতে পারি? কত দিন সময় দিতে হবে? কত টাকা ইনকাম হতে পারে? কত টাকা ইনভেস্ট করতে হবে? লস হবার সম্ভাবনা নেই তো?
আমাদের হাজারটা প্রশ্ন থাকে। আবার আমরা খুব দ্রুত ইনকামও চাই। আবার রিটার্ন ও চাই কম বেশি শতভাগ।
আমার সাজেশন হল - শিখেন, সময় দেন, অল্প প্রফিটের আশা করেন, টাইম ইনভেস্ট করেন, এক রাতে বড়লোক হবার স্বপ্ন দেখা বাদ দেন, লং টার্ম গোল সেট করেন- আশা করি সফল আপনিই হবেন। অবশ্যই লেগে থাকতে হবে।

expkhaled
2018-01-20, 11:15 AM
আমার মতে প্রাথমিক ভাবে ট্রেডার হতে হলে অনেক সময় দিতে হয়। তাই প্রাথমিক ভাবে ফরেক্স থেকে আয় আশা করাটা ঠিক নয়। যদি আপনি ১/২ বছর শিখে আপনি যদি আয় করতে চান তাহলে আপনার লস হবে প্রচুর তারপরও আপনি আশানুরূপ আয় করতে পারবেন কি না তাও ঠিক নেই। ফরেক্স তাদের জন্য যাদের উপর আয়ের কোন চাপ নেই বা অন্য পেশায় আপনি নিয়োজিত তাহলে আপনি ফরেক্স সময় নিয়ে শিখতেও পারবেন আর আপনি একজন ট্রেডার হতে পারবেন আশা করা যায়। অবশ্য যদি আপনি মন থেকে চান কারণ ফরেক্স ট্রেডার হতে হলে আপনার খারাপ পরিস্থিতির শিকার হয়ে তারপর হতে হবে, অনেক ধৈর্য্যর বিষয়।

01797733223
2018-01-20, 06:58 PM
ভাই অবশ্যই পারবেন। তবে একটু নয় অনেক ধৈর্য নিয়ে এখানে আপনাকে কাজ করতে হবে। মার্কেটের পেছনে সময় দিতে হবে, একারনেই যে এখানকার যাবতীয় জ্ঞানগুলো আপনাকে একটু করে অর্জন করার চেষ্টা করতে হবে, ডেমো ট্রেড করতে হবে, মার্কেটের উপর দক্ষতা ও বিশেষ অভিজ্ঞতা অর্জন করতে হবে। এছাড়াও আপনাকে এখানে প্রচুর সাহসীকতা নিয়ে ট্রেড করতে হবে, তাহলেই ট্রেডার হতে পারবেন।

Mamun13
2018-05-12, 10:21 PM
সত্যিই আজিজ ভাইয়ের কথা 100%বাস্তব৷আমিও তার মত ঠিক একই রকম পরামর্শ দিব-আপনারা যারা ফরেক্স মার্কেটে একদম নতুন আসছেন তাদেরকে অবশ্যই একটি বিষয় খুব ভালোভাবে লক্ষ রাখতে হবে তা হচ্ছে- “আপনারা দীর্ঘ সময় দিয়ে ধৈর্য এবং ত্যাগের সাথে নিয়মিত ট্রেডিং কলাকৌশলগুলো শিখে পর্যাপ্ত অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করে নিবেন৷ফরেক্স মার্কেটে যারাই প্রতিষ্ঠিত হয়েছেন তারা সবাই শুরুতেই লাভের চিন্তা না করে বরং ট্রেডিং কলাকৌশলগুলো শেখার জন্য নিয়মিত সময় দিয়েছেন,শ্রম দিয়েছেন৷এখানে প্রতিদিন নিয়মিত কিছু সময় বিভিন্ন কলাকৌশলগুলো শিখা উচিৎ৷এটা আমাদের অনেকেরই দ্বারা সম্ভব হয় না৷তাই তারা কিছুদিন মার্কেটে এলোমেলো ট্রেড করে বেশকিছু লস দিয়ে চলে যেতে বাধ্য হন৷এজন্যই ফরেক্স মার্কেটে মাত্র শতকরা 10 জন টিকে থাকতে পারেন আর বাকি 90 জন পালিয়ে যাচ্ছেন৷কারণ হলো এই মার্কেটে দীর্ঘ সময় দিয়ে শিখতে হয়৷তাই আপনারা যারা এই মার্কেটে প্রতিষ্ঠিত হওয়ার উদ্দেশ্যে আসছেন তাদেরকে অবশ্যই কষ্ট করে শিখতে হবে এবং টিকে থাকতে হবে৷তাহলে একসময় আপনি ঠিকই প্রতিষ্ঠিত হয়ে যাবেন৷

souravkumarhazra6763
2018-05-12, 11:27 PM
আপনি ট্রেডার হতে পারবেন কিনা এই টা সম্পূর্ণ আপনার চেষ্টা উপর ডিপেন্ড করে,ফরেক্স শিখতে হলে আপনাকে অন্তত্য ৬ মাস ডেমো প্রাকটিস করতে হবে এবং ফরেক্স রিলেটেড বিভিন্ন টপিক পড়ে আইডিয়া নিতে হবে,তাহলে আপনি ট্রেডার হতে পারবেন।

riponinsta
2018-05-13, 10:56 AM
আপনি অনেক ভাল একটা পোস্ট করছেন ফরেক্স মার্কেট এ নতুন যারা আসে তারা সর্ট টাইম এ অনেক বেশি ডলার লাভ করতে চাই এই কারন এ তারা বড় বড় লট এ ট্রেড করে সেই কারন এ তারা তাদের অ্যাকাউন্ট এর ক্ষতি করে তারা ফরেক্স মার্কেট এ ট্রেড করা শিখতে চাইনা এই কারন এ তারা ফরেক্স মার্কেট এ ভাল করতে পারে না

uzzal05
2018-05-28, 10:02 AM
আপনি ট্রেডার হতে পারবেন। কিন্তু কত দিনে হতে পারবেন সেটা বলা মুশকিল। কেননা এখানে মানে শুধু সময় না। এখানে সাকসেস রেট থাকতে হবে। আপনার মাসে কম বা বেশি লাভ থাকতে হবে। কেননা একাবরে প্রতি মাসে যেন লস না হয়ে যায়।

expkhaled
2018-05-28, 11:53 AM
আসলে ফরেক্স মার্কেট এমন একটি জায়গা যেখানে যারা যত বেশীদিন সময় দিবেন ততবেশী লাভবান হতে পারবেন। আর যারা অস্থির হয়ে যাবেন ইনকামের জন্য তাদের লস হবে এবং মার্কেট থেকে তারাতারি বের হয়ে যাবেন। তাই ধীরগতিতে চেষ্টা করুন তাহলে মার্কেট এ বেশীদিন থাকতে পারবেন আর যদি বেশীদিন টিকে থাকতে পারেন তাহলে আপনার অবশ্যই লাভ হবে। তবে সঠিক শিক্ষা নিতে হবে মার্কেট থেকে। আর সব সময় পজিটিভ চিন্তা করবেন মার্কেট এর ব্যপারে। স্বাভাবিক ভাবেই আমরা অনেক প্রকারের সমস্যার মধ্যে থাকি সেই সব সমস্যা গুলো দুরে রেখে মার্কেট এ আসবেন তাহলে আশা করি আপনার ভাল কিছু করা সম্ভব।

rafiuqlislam
2018-05-28, 12:14 PM
ফরেক্সে আপনি কেন যে কেউ ট্রেডার হতে পারে। শুধুমাত্র ফরেক্স বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে এরপর ধৈর্য ধরে ৬মাস ডেমো করতে হবে ।তারপর ট্রেডে আসতে হবে তবেই আপনি ভাল করতে পারবেন।

alamsat
2018-05-28, 04:56 PM
একজন প্রকৃত ট্রেডার হলো উনি যিনি যত কষ্ট হোক না কেন যত লস হোক না কেন ফরেক্স নিয়ে পড়ে আছে. কারণ মার্কেট নিয়ে আপনি যদি না পড়ে থাকেন আপনি কিছু শিখতে পারবেন না. আবার অনেক এ আছে এমন যারা কিছু দিন ট্রেড করে আবার কিছুদিন ফরেক্স মার্কেট এ আসে না. আবার কিছুদিন পরে ট্রেড করে. এমন করলে ট্রেডিং সম্পর্কে আপনার যে অভিজ্ঞতা ছিল সেটি নিয়মিত মার্কেট সম্পর্কে না জানার কারণে ভালো ট্রেড করতে পারবেন না. তাই নিয়মিত ফরেক্স মার্কেট এর সাথেই লেগে থাকতে হবে তাইলে আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ.

jyotibiswas000035
2018-05-28, 07:01 PM
ফরেক্স মার্কেটে অনেকেই ট্রেড করে থাকে তাই বলে সবাইকে ট্রেডার বলা চলে না কারন এখানে ট্রেড করা এক জিনিস আবার এই মার্কেটে সফরতার সাথে ট্রেড করে টিকে থাকা অন্য জিনিস্ আপনি যদি শুরু থেকে ট্রেডিং জ্ঞান,দক্ষতা এবং অভিজ্ঞতার চর্চা করে নিজেকে তৈরি করে থাকেন তবেই কেবল আপনার পক্ষে এখানে সফলতার সাথে টিকে থাকা সম্ভাবকর হবে।

mdsakil
2018-05-29, 04:02 AM
ফরেক্রে অনেক টাকা আয় করা যায়। তবে এটাতে প্রচুর লস ও হয় লাভ থেকে লসের পরিমান বেশি হয়, যদি আমরা না বুজে ট্রেড করি। নতুন অবস্তায় আমরা দ্রুত আমাদের বিনিয়োগকৃত টাকা তুলতে চাই ফলে লসের পরিমান বেড়ে যায়। তবে আমাদের ফান্ডমেন্টাল ও টেকনিক্যাল এ্যনালাইসিস জানতে হবে। সঠিক সমায়ে ট্রেড ধরতে পারলে লাভ করা সম্ভাব । তবে নতুনরা কম ঝুকি নিতে পারে এতে লাভ ও কম হবে।

iloveyou
2018-08-28, 06:30 PM
ভাই এখানে সবাই ট্রেডার হতে পারবে, তবে সে যদি তার জ্ঞান ও বুদ্ধিকে সঠিকভাবে এখানে কাজে লাগাতে পারেন। সুতরাং আর দেরি না করে আপনিও নেমে পড়েন, দক্ষতা অর্জন করেন, অভিজ্ঞতা বাড়ান, সময়কে এখানে সঠিকভাবে পরিচালনার মাধ্যমে আপনার জ্ঞানকে তরান্বিত করুন, দরকার হলে ফোরামের সকল সদস্যদের সহযোগিতা নিন আর এভাবেই দেখবেন যে হটাৎ* একদিন আপনি অত্যন্ত ভাল মানের একজন ট্রেডারে পরিণত হয়েছেন।

SHARIFfx
2018-08-28, 08:42 PM
ইনশাআল্লাহ কেন নয়। কারন আমি ২০১২ সাল থেকে অনেক লস করে পরে আছি, আর সফলতা হচ্ছে ২০১৪ সালের শেষ দিকে। তাই হাল ছাড়া যাবে না। আপনাকে লেগে থাকতে হবে। আর শিখার শেষ নাই। তবে টিকে থাকলে আপনি সফলতা পাবেনই।

lanzuu
2018-08-28, 09:17 PM
কত আয় হবে, কতদিন লাগবে, কতক্ষন করে সময় দিতে হবে এগুলো না ভেবে শেখা শুরু করুন। একটা ভালোমানের চাকুরি করতে গেলেও তো ২৩-২৪ বছরের পড়াশুনা লাগে। আর ফরেক্স ট্রেডে তো মিনিমাম ১বছর ঠিকঠাক সময় দেওয়া যেতেই পারে। আশেপাশের সব ধ্যান ধারনা বাদ দিয়ে টানা একটা বছর সময় দিন ফরেক্স শেখার পেছনে। আমি গ্যারান্টি দিচ্ছি একবছর পর একটা ভালো অংকের টাকা উপার্জন করতে পারবেন। শুধু লাগবে আপনার আগ্রহ আর সীমাহীন ধৈর্য্য। এই দুটো থাকলে আপনি সফল ট্রেডার হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন। আর মাথায় এরকম চিন্তা থাকে যে, কেমন ইনকাম হবে, পার্টটাইম করা যাবে কিনা তাহলে বলব ফরেক্স আপনার জন্য নয়। মোটকথা এখানে টিকে থাকতে হলে আপনাকে পড়াশুনার উপর থাকতে হবে এবং সেটা সিরিয়াস হয়েই করতে হবে।

TanjirKhandokar1994
2019-07-28, 01:12 PM
অবশ্যই আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন। তবে এখানে আপনাকে দক্ষ ও ভালো মানের ট্রেডার হতে হলে অনেক সময় ও পরিশ্রম দিতে হবে। আপনি যদি এখানে পর্যাপ্ত সময় নিয়ে কাজ করেন তাহলে একসময় অবশ্যই আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন। আর একটা বিষয় হলো যে কোন কাজ যদি ধৈর্যের সঙ্গে করা হয় তাহলে অবশ্যই সে কাজে সফল ও অবিজ্ঞ হওয়া সম্ভব। তাই আমি মনে করি যারা ফরেক্স ট্রেডিং এ নতুন তাদের উচিত প্রথম অবস্থায় এখানে ধৈর্য্য ধরে পর্যাপ্ত সময় নিয়ে কাজ করা তাহলে একসময় এখানে ভালো করতে পারবেন। এবং সেই সাথে ডেমো প্রাকটিস করতে হবে মার্কেট সম্পর্কে ভালো দক্ষ হতে হবে এবং মার্কেট এনালাইসিস করতে শিখতে হবে তাহলেই কেবল এখানে একজন সফল ট্রেডার হওয়া সম্ভব বলে আমি মনে করি। ধন্যবাদ

samun
2019-07-28, 02:33 PM
ট্রেডার হওয়া খুব কঠিন ব্যাপার নয়। কিন্তু একজন ভালো ও অভিজ্ঞ ট্রেডার হওয়া কঠিন ব্যাপার। একজন দক্ষ ট্রেডার হতে নিজেকে অনেক পরিশ্রম করতে হবে। ফরেক্স বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। মার্কেট সম্পর্কে জানতে হবে। এক কথায় ফরেক্সে অলরাউন্ডার হতে হবে। প্রচুর পরিমানে ডেমো ট্রেড অনুশীলন করতে হবে। তবেই একজন ট্রেডার নয় বরং দক্ষ ট্রেডার হওয়া সম্ভব।

AMIRSHIKDER976
2019-07-28, 02:43 PM
মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে। সেক্ষেত্রে তার দৃঢ় মনভাব তাকাই প্রয়োজন তবেই সম্ভব। ফরেক্স এ ভালো ট্রেডার হতে হলে প্রয়োজন অনুযায়ী আপনার সময় শ্রম দিয়ে কাজ করতে হবে। যারা দক্ষ ও অভিজ্ঞ তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সামনেএগিয়ে যেতে হবে।
বর্তমান বিশ্বের সব কিছু অনলাইনে শেখার সুযোগ আছে তাই আপনি অনলাইন এর মাধ্যমে শিখতে পারেন। এভাবে চেষ্টা করলে আপনি ভালো একজন ট্রেডার হতে পারবেন।

sofiz
2019-07-28, 02:59 PM
ট্রেডারতো আমরা সকলেই তবে সফল ট্রেডার হওয়াই মুল লক্ষ।এখানে সফল অনেকেই হয়েছেন আবার অনেকেই বিফলে গেছেন। সফল হতে হলে আমাদের ধৈর্য্য ধরে থাকতে হবে ভালো শেখার চেষ্টা করতে হবে অভিজ্ঞতা অর্জন করতে হবে তবেই আমরা পারবো।

Sid
2020-12-15, 10:04 AM
এলোমেলো ট্রেড করে বেশকিছু লস দিয়ে চলে যেতে বাধ্য হন৷এজন্যই ফরেক্স মার্কেটে মাত্র শতকরা 10 জন টিকে থাকতে পারেন আর বাকি 90 জন পালিয়ে যাচ্ছেন৷কারণ হলো এই মার্কেটে দীর্ঘ সময় দিয়ে শিখতে হয়৷তাই আপনারা যারা এই মার্কেটে প্রতিষ্ঠিত হওয়ার উদ্দেশ্যে আসছেন তাদেরকে অবশ্যই কষ্ট করে শিখতে হবে এবং টিকে থাকতে হবে৷তাহলে একসময় আপনি ঠিকই প্রতিষ্ঠিত হয়ে যাবেন৷

Joly
2020-12-15, 10:18 AM
আমি ফরেক্স ব্যচসাতে নতুন জানিনা যে আমি ফরেক্স ট্রেডার হতে পারব কিনা।তবে চেষ্টা করব যাতে আমি ফরেক্স ট্রেডার হতে পারি।আমি শুুধু এখুন ফোরেক্স ফ্রোরামে পোষ্ট করি।এখুন শুুধু ডেমো ট্রেড করি। যখুন বোনাস ডলার পাবো তখুন রিয়েল ফরেক্স ট্রেড করব।আমার বিশ্বাস আমি ফরেক্স ট্রেডিয থেকে ভালো কিছু করতে পারব ইনশাআল্লাহ।

asfiyarimo5
2020-12-15, 10:42 AM
আমার মতে ,, ফরেক্স এমন একটা জায়গা যেখানে নতুন অবস্থায় বেশি প্রফিট করাটা বোকামি কারন ফরেক্স থেকে প্রথম অবস্থায় কেউ বেশি প্রফিট করতে পারে না । ফরেক্স এমন একটা জায়গা যেখানে ধৈয ধরে প্রতিটা ট্রেড ওপেন করতে হয় এখানে যে বেশি সময় দিবে সেই এখান থেকে ভাল আয় করতে পারবে । যে কেই ফরেক্সে ট্রেড করতে পারে তবে দক্ষতা ছাড়া এখানে আসলে লসের মুখে পরার সম্ভাবনা বেশি তাকে তাই আমি মনে করি যদি একজন সফল ট্রেডার হতে চান তবে অবশ্যই সময় দিতে হবে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে । ধন্যবাদ

sss21
2020-12-15, 01:48 PM
ফরেক্স মার্কেটে অনেকেই ট্রেড করে থাকে তাই বলে সবাইকে ট্রেডার বলা চলে না কারন এখানে ট্রেড করা এক জিনিস আবার এই মার্কেটে সফরতার সাথে ট্রেড করে টিকে থাকা অন্য জিনিস্ আপনি যদি শুরু থেকে ট্রেডিং জ্ঞান,দক্ষতা এবং অভিজ্ঞতার চর্চা করে নিজেকে তৈরি করে থাকেন তবেই কেবল আপনার পক্ষে এখানে সফলতার সাথে টিকে থাকা সম্ভাবকর হবে।

EmonFX
2020-12-15, 03:14 PM
আমি ট্রেডার হতে চাই! কিভাবে হতে পারি? কত দিন সময় দিতে হবে? কত টাকা ইনকাম হতে পারে? কত টাকা ইনভেস্ট করতে হবে? লস হবার সম্ভাবনা নেই তো?
আমাদের হাজারটা প্রশ্ন থাকে। আবার আমরা খুব দ্রুত ইনকামও চাই। আবার রিটার্ন ও চাই কম বেশি শতভাগ।
আমার সাজেশন হল - শিখেন, সময় দেন, অল্প প্রফিটের আশা করেন, টাইম ইনভেস্ট করেন, এক রাতে বড়লোক হবার স্বপ্ন দেখা বাদ দেন, লং টার্ম গোল সেট করেন- আশা করি সফল আপনিই হবেন। অবশ্যই লেগে থাকতে হবে।

যদি নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে এবং দৃঢ় মনোবল থাকে তাহলে অবশ্যই ট্রেডার হওয়া সম্ভব। কঠোর অধ্যবসায় এবং পরিশ্রম করার মানসিকতা নিয়ে ধৈর্যের সাথে ফরেক্স শিখে যেতে পারলে অবশ্যই ভালো ট্রেডার হওয়া সম্ভব। অনেকেই খুব রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন নিয়ে ফরেক্স ট্রেডিং করেন যার ফলে খুব তাড়াতাড়ি লস করে ফরেক্স মার্কেট থেকে বিদায় হয়ে যায়। আপনি যদি ধৈর্যের সাথে লোভ নিয়ন্ত্রণ করে এবং মানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং করতে পারেন তাহলে যত কম ডিপোজিট নিয়েই ট্রেডিং করেন না কেনো ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব। ফরেক্স সফলতার জন্য সবচেয়ে বেশি দরকার ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতা অর্জন করার জন্য দরকার বেশি বেশি প্রাকটিস করা। শুধু প্রাকটিসই আপনাকে একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারে রূপান্তরিত করতে পারে। আত্মবিশ্বাসের সাথে প্র্যাকটিস করে যেতে পারলে যে কেউই একজন ভালো ট্রেডারে পরিণত হতে পারে।

FRK75
2021-03-18, 09:27 AM
ভাই অবশ্যই পারবেন। তবে একটু নয় অনেক ধৈর্য নিয়ে এখানে আপনাকে কাজ করতে হবে। মার্কেটের পেছনে সময় দিতে হবে, একারনেই যে এখানকার যাবতীয় জ্ঞানগুলো আপনাকে একটু করে অর্জন করার চেষ্টা করতে হবে, ডেমো ট্রেড করতে হবে, মার্কেটের উপর দক্ষতা ও বিশেষ অভিজ্ঞতা অর্জন করতে হবে। শুধুমাত্র ফরেক্স বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে এরপর ধৈর্য ধরে ৬মাস ডেমো করতে হবে ।তারপর ট্রেডে আসতে হবে তবেই আপনি ভাল করতে পারবেন।

Starship
2021-03-18, 10:20 AM
ট্রেডার তো সবাই হতে পারে কিন্তু কেউ ব্যর্থ ট্রেডার হয় আবার কেউ সফল ট্রেডার হয়ে থাকে। আপনার প্রশ্নটি যদি আমি কি সফল ট্রেডার হতে পারব হয়? সেই পরিপ্রেক্ষিতে আলোচনা করছি। সফল ট্রেডার এবং ব্যর্থ ট্রেডার হওয়ার পেছনে মূলত আপনার ধৈর্য ও পরিশ্রমে উপর নির্ভর করে। আপনি যদি ধৈর্য ধরে ফরেক্স সম্পর্কে জানেন, বোঝেন এবং দক্ষতা অর্জন করেন তাহলে আপনি সফল হতে পারবেন। আর যদি এগুলো আপনার মাঝে এখনো গুণ না থাকে তা সফলতা হওয়ার আগ্রহ তাহলে আপনি সফলতা হতে পারবেন না।

Smd
2021-05-24, 04:54 PM
এটাতে প্রচুর লস ও হয় লাভ থেকে লসের পরিমান বেশি হয়, যদি আমরা না বুজে ট্রেড করি। নতুন অবস্তায় আমরা দ্রুত আমাদের বিনিয়োগকৃত টাকা তুলতে চাই ফলে লসের পরিমান বেড়ে যায়। তবে আমাদের ফান্ডমেন্টাল ও টেকনিক্যাল এ্যনালাইসিস জানতে হবে। সঠিক সমায়ে ট্রেড ধরতে পারলে লাভ করা সম্ভাব । কিন্তু একজন ভালো ও অভিজ্ঞ ট্রেডার হওয়া কঠিন ব্যাপার। একজন দক্ষ ট্রেডার হতে নিজেকে অনেক পরিশ্রম করতে হবে। ফরেক্স বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। মার্কেট সম্পর্কে জানতে হবে। এক কথায় ফরেক্সে অলরাউন্ডার হতে হবে।

FRK75
2021-09-03, 05:54 PM
ধৈর্য নিয়ে এখানে আপনাকে কাজ করতে হবে। মার্কেটের পেছনে সময় দিতে হবে, একারনেই যে এখানকার যাবতীয় জ্ঞানগুলো আপনাকে একটু করে অর্জন করার চেষ্টা করতে হবে, ডেমো ট্রেড করতে হবে, মার্কেটের উপর দক্ষতা ও বিশেষ অভিজ্ঞতা অর্জন করতে হবে। এছাড়াও আপনাকে এখানে প্রচুর সাহসীকতা নিয়ে ট্রেড করতে হবে, তাহলেই ট্রেডার হতে পারবেন।

md mehedi hasan
2021-09-04, 10:48 AM
ফরেক্স মার্কেটে একজন দক্ষ ট্রেডার হওয়া কোন সহজ ব্যাপার নয়।ফরেক্স মার্কেটে সবাই ট্রেড করে টাকা ইনকাম করতে আসে।কিন্তু সবাই ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারেনে।এর একমাত্র কারণ হচ্ছে নিজেকে ফরেক্স মার্কেটে দক্ষ ট্রেডার এর পর্যায়ে নিয়েযেতে পারিনি।ফরেক্স মার্কেটে নিজেকে দক্ষ হিসাবে গড়ে তুলতে যে কতটা কষ্টের পথ অতিক্রম করতে হয়।এটা এক জন দক্ষ ট্রেডাই জানে।প্রচুর অধ্যয়ন ও অধ্যবসায়ের ফল হলো ফরেক্স মার্কেটে টিকে থাকার মূল কৌশল।

FRK75
2022-01-08, 12:02 PM
মার্কেটে অনেকেই ট্রেড করে থাকে তাই বলে সবাইকে ট্রেডার বলা চলে না কারন এখানে ট্রেড করা এক জিনিস আবার এই মার্কেটে সফরতার সাথে ট্রেড করে টিকে থাকা অন্য জিনিস্ আপনি যদি শুরু থেকে ট্রেডিং জ্ঞান,দক্ষতা এবং অভিজ্ঞতার চর্চা করে নিজেকে তৈরি করে থাকেন তবেই কেবল আপনার পক্ষে এখানে সফলতার সাথে টিকে থাকা সম্ভাবকর হবে।

EmonFX
2022-01-08, 08:52 PM
আমি ট্রেডার হতে চাই! কিভাবে হতে পারি? কত দিন সময় দিতে হবে? কত টাকা ইনকাম হতে পারে? কত টাকা ইনভেস্ট করতে হবে? লস হবার সম্ভাবনা নেই তো?
আমাদের হাজারটা প্রশ্ন থাকে। আবার আমরা খুব দ্রুত ইনকামও চাই। আবার রিটার্ন ও চাই কম বেশি শতভাগ।
আমার সাজেশন হল - শিখেন, সময় দেন, অল্প প্রফিটের আশা করেন, টাইম ইনভেস্ট করেন, এক রাতে বড়লোক হবার স্বপ্ন দেখা বাদ দেন, লং টার্ম গোল সেট করেন- আশা করি সফল আপনিই হবেন। অবশ্যই লেগে থাকতে হবে।

অবশ্যই আপনি ট্রেডার হতে পারবেন। এই মার্কেটে 100 জনের মধ্যে 5 জন সফল হলে আপনিও তাদের মধ্যে একজন হতে পারবেন। তবে তার জন্য চাই কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস। ফরেক্সে সবাই লাভ করার জন্যই আসেন। কিন্তু সবাই কি ফরেক্স ট্রেডিং শুরু করেই লাভ করা শুরু করে দিতে পারেন? পারেন না। ফরেক্স ট্রেডিং বা যেকোনো বিনিয়োগনির্ভর ব্যবসা করতে গেলে জানার পরিধিকে অনেক বাড়াতে হয়, শিখতে হয় অনেক কিছু। এ শেখাটি কেউ লস করে শিকেন, কেউ অন্যকে দেখে শিখেন, কেউ বা পড়ে শিখেন। একেকজনের শিখতেও লেগে যায় অনেক বছর। কেউ কেউ ৩-৪ বছর ধরে ট্রেড করছেন, কিন্তু শিখে উঠতে পারেননি কিছুই, আবার কেউ কেউ ৬ মাসেই হয়তো পরিশ্রম করে মার্কেটকে ভালভাবে দখলে নিয়ে এসেছেন।

নতুন ফরেক্স শিখছেন বা অনেক বছর ফরেক্স ট্রেডিং করে ব্যর্থ সবারই একই জিজ্ঞাসা, কবে লাভবান ফরেক্স ট্রেডার হয়ে উঠতে পারবো। এ লেখায় আপনার সেই প্রশ্নের উত্তর মিলবে। ফরেক্সে লাভবান ট্রেডার হয়ে ওঠা যায় কিভাবে? লাভবান ফরেক্স ট্রেডার হতে কতদিন লাগে, এই প্রশ্নের চাইতে একজন ট্রেডারের যেই প্রশ্নটি করা গুরুত্বপূর্ণ তা হল একজন লাভবান ট্রেডার কিভাবে হয়ে ওঠা যায়। সেই লাভবান ট্রেডার হয়ে ওঠার গুনগুলো অর্জন করতে আপনার যতদিন লাগবে, ঠিক ততদিন সময়ই প্রয়োজন হবে আপনার একজন লাভবান ট্রেডার হয়ে উঠতে। মনে রাখতে হবে, যেকোনো বিষয়ে সফল হবার পূর্বশর্ত হল সে বিষয়ে প্রচুর অভিজ্ঞতা লাভ। সাফল্যের কোন শর্টকার্ট নেই, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন। ফরেক্স ট্রেডিংয়ের মূল সমস্যা হল আপনি ট্রেড করতে গিয়ে আসে-পাশের বিভিন্ন ট্রেডারদের লোভনীয় অফার-স্ক্রিনশট দেখে নিজেকে বিভ্রান্ত করে ফেলবেন। বেশিরভাগ ট্রেডার তাই করেন। তাই ১০০ তলা সাফল্যের বিল্ডিংয়ে বেশিরভাগ ট্রেডার সিঁড়ি রেখে ঝুঁকিপূর্ণ লিফট দিয়ে উঠতে চেষ্টা করে, মাঝ পথে লিফট আটকে যায়। তারপর আবার নেমে আবার সিঁড়ি দিয়ে উঠতে শুরু করেন, মাঝে আবার লোভনীয় লিফট দেখে আবার শর্টকার্ট মেরে ওঠার চেষ্টা করেন। কিন্তু লোভনীয় লিফটগুলো কখনোই গন্তব্যে পৌঁছতে পারে না। সাফলের ১০০ তলায় উঠতে হলে আপনাকে সিঁড়ি বেয়েই কষ্ট করে উঠতে হবে।

কত সময় লাগবে? তা আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কারণ হল একেকজনের শেখার ক্ষমতা একেকরকম। কিন্তু যারা শর্টকাটে শিখতে গিয়ে এদিক ওদিক লোভে পড়ে বিভ্রান্ত হয়ে পড়েন, তারা ১০ বছর ফরেক্স ট্রেডিং করলেও হয়তো কিছু শিখবেন না, কিন্তু যে সঠিক পথে চেষ্টা করবেন, তিনি হয়তো ৬ মাসেই পারবেন। কিন্তু মনে রাখবেন, আপনি কতদিনে একজন লাভবান ট্রেডার হয়ে উঠতে পারবেন, প্রক্রিয়াটি নির্ভর করে পুরোপুরি আপনার নিজের ওপর। তবে যতই সময় যাবে, আপনার অভিজ্ঞতা ততই বাড়বে, আপনি ততই পরিপক্ক হয়ে উঠবেন।

sss21
2022-01-27, 06:36 PM
একজন প্রকৃত ট্রেডার হলো উনি যিনি যত কষ্ট হোক না কেন যত লস হোক না কেন ফরেক্স নিয়ে পড়ে আছে. কারণ মার্কেট নিয়ে আপনি যদি না পড়ে থাকেন আপনি কিছু শিখতে পারবেন না. আবার অনেক এ আছে এমন যারা কিছু দিন ট্রেড করে আবার কিছুদিন ফরেক্স মার্কেট এ আসে না. আবার কিছুদিন পরে ট্রেড করে. এমন করলে ট্রেডিং সম্পর্কে আপনার যে অভিজ্ঞতা ছিল সেটি নিয়মিত মার্কেট সম্পর্কে না জানার কারণে ভালো ট্রেড করতে পারবেন না. তাই নিয়মিত ফরেক্স মার্কেট এর সাথেই লেগে থাকতে হবে তাইলে আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ

FREEDOM
2022-04-11, 11:52 AM
আপনি ট্রেডার হতে পারবেন কিনা এই টা সম্পূর্ণ আপনার চেষ্টা উপর ডিপেন্ড করে,ফরেক্স শিখতে হলে আপনাকে অন্তত্য ৬ মাস ডেমো প্রাকটিস করতে হবে এবং ফরেক্স রিলেটেড বিভিন্ন টপিক পড়ে আইডিয়া নিতে হবে,তাহলে আপনি ট্রেডার হতে পারবেন।