PDA

View Full Version : ফরেক্স শিখতে কতদিন সময় লাগতে পারে?



Debdas50
2018-01-21, 10:00 PM
ফরেক্স মার্কেট শিখতে কতদিন সময় লাগবে তা বলা মুশকিল । তবে কাজের উপর নির্ভর করবে । নিয়মিতি ফরেক্স এ কাজ করলে তাতে বেশিদিন সময় লাগার কথা নয় । তবে নিয়মিত ডেমো করলে ৬ মাস কিংবা ১ বছর সময় লাগতে পারে যদিঅ আমি সঠিক বলতে পারবোনা কারণ আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার। একাউন্টে নিয়মিত কাজ করলে অল্প সময়ে ভাল ট্রেডার হোয়া যাবে । তবে শেখার কোন শেষ নাই এই মার্কেটে যত বেশি সময় দিবে তত বেশি শিখার আছে ।

Mamun13
2018-05-11, 10:42 PM
এখানে কখনোই নিশ্চিত হয়ে বলা যায় না যে আপনার প্রতিষ্ঠিত হতে কতটুকু সময়ের প্রয়োজন লাগবে এবং এর কোনোও নির্দিষ্ট সময়সীমা নাই৷যার মেধা-মগজ-ব্রেইন-ধৈর্য্য যেমন তার তেমন সময় লাগতে পারে৷এই মার্কেটে যদি আপনি পেশাদার ট্রেড করতে চান তাহলে প্রথমে আপনাকে ফরেক্স ট্রেডিং এর কলাকৌশল সম্পর্কে সকল থিউরিটিক্যাল বিষয়গুলো জানতে হবে,শিখতে হবে এবং বুঝতে হবে৷এজন্য আমাদের ফোরাম সহ অন্যান্য বিভিন্ন ফোরাম থেকে স্টাডি করতে হবে,ফরেক্সের উপর বিভিন্ন ই-বুক থেকে শিখতে হবে,ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য ভিডিও টিউটোরিয়াল দেখতে হবে -শিখতে হবে,আমাদের ইন্সটাফরেক্স ব্রোকারেও ভিডিও টিউটোরিয়াল রয়েছে সেগুলো দেখতে পারেন-শিখতে পারেন৷অনলাইন থেকে ঘেঁটে ঘেঁটে শিখতে হলে অনেক সময়ের প্রয়োজন হবে৷এরপর যা যা শিখলেন তার সবকিছুই ডেমো অ্যাকাউন্টে দীর্ঘদিনব্যাপী প্রয়োগ করতে হবে৷কারন ফরেক্স মার্কেটে নিয়মিত প্রফিটেবল ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই একটি কার্যকরী,বাস্তবসম্মত এবং সঠিক ট্রেডিং স্ট্রাটেজি নিশ্চিত করতে হবে৷এর জন্য অনেকেই দীর্ঘ কয়েক বছর সময় স্টাডি করে থাকেন৷

hasem79
2018-05-11, 10:49 PM
এতটা বছর খালি গাধার মত করে খেটেই গেলাম কিন্তু আজও শেখা হল না। মনে হয় না আর কখনও শেখা হবে বলে। তবে লেগে আছি যে কোন ভাবে শেখার জন্য। আসলে গত এক বছরে একটা কিছু খুলে পড়েছি বলে মনে পড়ে না। খালি ট্রেড করার ধান্ধা করেছি। আসলে আমরা লুজার আসলে নিজেরেই দোষে।

riponinsta
2018-05-12, 10:39 AM
ফরেক্স মার্কেট এ টেড শিখতে কত দিন সময় লাগবে এটা নির্ভর করছে আপনার উপর আপনি যত তারাতারি শিখে তা মার্কেট এ কাজে লাগাতে পারবেন তত বেশি আপনি ফরেক্স মার্কেট থেকে লাভ করতে পারবেন তাই ফরেক্স মার্কেট এ ট্রেড শিখার শুরুর দিকে আপনাকে ট্রেড শিখার দিকে মন দিতে হবে আপনি বেশি বেশি মার্কেট এ কাজে লাগাতে পারবেন তত আপনার জন্য ভাল হবে

expkhaled
2018-05-12, 04:55 PM
ফরেক্স শিখতে সময় বেশী লাগে না কিন্তু অভিজ্ঞতা এবং লাভজনক ট্রেডার হতে সময় লাগে অনেক। আসলে ফরেক্স এর জন্য প্রয়োজন সঠিক জ্ঞান এবং অভিজ্ঞতা যা কিনা অল্প দিনে সম্ভব নয় ফরেক্স থেকে যদি ভাল কিছু নিতে চান তাহলে ধৈর্য্য সহকারে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে এবং স্টাডি করার প্রয়োজন, বিভিন্ন বিষয়ের উপর জানতে হবে। শুধু জানলেই হবে না সেগুলো এক এক করে ডেমো ট্রেড এ এপ্লাই করে এটার রেজাল্ট কেমন হলো সেটা দেখতে হবে। অর্থাত ফরেক্স সম্পূর্ন পরীক্ষা নির্ভর পেশা, আপনাকে দীর্ঘদিন প্রচেষ্টার মাধ্যমে এটাকে আপনার আত্মস্ত করতে হবে।

souravkumarhazra6763
2018-05-12, 07:23 PM
ফরেক্স শিখতে কতো সময় লাগবে তা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর,আপনি যদি পরিশ্রমি হন তাহলে খুব সহজে ফরেক্স সিখতে পারবেন,কিন্তু ফরেক্স শিখতে লং টাইম সময় প্রয়োজন আপনি খুব কম সময়ে ফরেক্স লার্নিং করতে পারবেন না।

habibi
2018-05-13, 06:03 PM
আপনি যদি আমাকে এই প্রস্ন করে যে ফরেক্স ট্রেডিং শিখতে কত দিন লেগেছে তাহলে আমি বলব যে আপনি যে আপনি ভুল প্রস্ন করেছেন। কারণ শুধু ট্রেড ওপেন ক্লোজ করতে পারা মানেই ফরেক্স শেখা নয়। একজন ফরেক্স ট্রেডার তখনই সে দাবি করতে পারে যে সে ফরেক্স শিখছে যখন সে এমন ট্রেডিং স্ট্রেটেজি আবিস্কার করে যে ট্রেডিং স্ট্রেটেজি দিয়ে সে প্রতিনিয়ত প্রফিট করতে পারছে। একজন ট্রেডারের সফলতা এখানেই। আর এমন ট্রেডিং স্ট্রেটেজি তৈরি করতে যুগযুগ লেগে যায়। তাই আমি বলব যে ফরেক্স শিখতে যুগযুগও লাগতে পারে। তাই মাস বা বছর হিসাব করে লাভ নেই।

uzzal05
2018-05-28, 09:13 AM
প্রথম অবস্থায় দুই একদিন ফরেক্স করে ফরেক্স শেখা সম্বভ নয়। ফরেক্স শেখার জন্য আমাদের নিয়মিত মার্কেট পর্যবেক্ষন করতে হবে। আর মার্কেট প্রতিনিয়ত পরিবর্তনশীল। কেননা আপনি যদি খেয়াল করেন অনেক সময় দেখা যায় মার্কেট যে সপ্তাহ দুিই দিন বন্ধ থাকে সেদিন ও মার্কেট পরিবর্তিত হয়ে থাকে।

iloveyou
2018-10-09, 10:07 AM
ভাই এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে সেই ট্রেডারের উপর। তবে ব্যসিক্যালী এ ব্যবসাটাকে পুরোপুরিভাবে শিখতে ও জানতে তিন থেকে ৫ বছর সময় লেগে যেতে পারে আবার কারও কারো ক্ষেত্রে দেখা গিয়েছে যে ১০ থেকে ১২ বছর। সুতরাং আপনি যদি কঠোর পরিশ্রমের মাধ্যমে সুক্ষ্নভাবে ধৈর্য্য সহকারে প্রথম থেকেই সঠিক প্রসেসের ভিত্তিতে অগ্রসর হতে পারেন তবে ২ বছরের মধ্যেও সেটা সম্ভব।

expkhaled
2018-10-09, 11:24 AM
ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভবান ট্রেডার হতে হলে বেশ কয়েক বছরের প্রয়োজন। কারন মার্কেট বুঝতে হবে এবং আরও বুঝতে হলো কোন পেয়ার আপনাকে স্যূট করে কারন সব পেয়ারে আপনি ট্রেড করে লাভবান হতে পারবেন না। আপনি যদি দেখেন একজন ইউরোইউএসডি তে লাভবান হচ্ছেন তো আপনি নিজে ট্রেড করে দেখবেন আপনি লস করছেন তাই পেয়ার গুলো টেষ্ট করতে হবে আপনার সাইকোলজির সাথে কোনটা খাপ খায়। তারপর আছে আপনার ট্রেডিং স্ট্রেটেজি এবং নিজেকে কন্ট্রোল করা ক্ষমতা। আর এই সব কিছু টেষ্ট করতে হবে ডেমো ট্রেড এ না হলে আপনি লস করতে করতে পাগল হয়ে যাবেন। তাই যদি সত্যিকারের ট্রেডার হতে চান আগে ভালভাবে পড়াশুনা করে নিজেকে ট্রেনিং দিয়ে তারপর ট্রেড করার জন্য আসুন।

alamsat
2018-10-09, 12:50 PM
ঠিকভাবে বলা যায় না কত দিন লাগতে পারে ফরেক্স শিখতে তবে এটা নির্ভর করবে আপনার চেষ্টার উপর। আপনি ভালকরে নিয়মিত ট্রেডিং কৌশলগুলি শিখতে পারলে বেশি দিন সময় লাগবে না। কিন্তু আপনার কৌশল গুলি মার্কেটে প্রয়োগ করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে একটু সময় লাগবে। কারন যতই কৌশল অবলম্বন করেন না কেন মার্কেটে ভালকরে সেগুলি ব্যবহার করে লাভবান হতে না পারলে আপনার কৌশল শেখার কোন মূল্যনেই। তাই যত আপনি মার্কেটে আপনার কৌশল ব্যবহার করে নিয়মিত লাভ করতে পারবেন ততই আপনি দ্রুত ফরেক্স ট্রেডিং শিখতে পারবেন।

owalith
2018-10-09, 11:58 PM
পৃথিবীতে সবচেয়ে সহজতম বিজনেস ফরেক্স অন্যদিকে ধরা যায় সবচেয়ে এরিকসন বিজনেস হচ্ছে ফরেক্স। ফরেক্স শিখতে কতটা সময় লাগে এটা ভালোভাবে জানতে হলে প্রথমত ফরেক্স এ কাজ করতে হবে ধীরে ধীরে করে যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি ইনভেস্ট করে আপনি আপনি ফরেস্ট আয়ত্তে নিতে পারবেন

Ripon Ahmmed999
2018-10-13, 11:48 AM
ফরেক্স শেখা এটা তার অভিজ্ঞতার উপর নিভ্রর করে। এটা আসলে যারা মন দিয়ে শিখবে তাদের অল্প কিছু দিন সময় লাগবে। হ্যা অনেকে প্রথম প্রথম এটার কিছু বোঝে না এটা যেখন তারা দেখবে তখন থেকে আর করতে চাইবে না আসলে এটা কঠিন। তবে আমার মতে তারা ২থেকে ৩ মাস ডেমো ট্রেড করলে অনেক কিছু শিখবে।
ধন্যবাদ

kashed
2018-10-13, 03:31 PM
আপনি যদি ফরেস্ক সম্পর্কে একটু যেনে থাকেন, অবশ্যই আপনিফরেস্কে আসুন, ফরেক্স শিখথে গেলে আগে আপনার মুভমেন্ট ভাল করে তৈরি করতে হবে তারপর আপনি যদিখুবিই আগ্রহ থাকে তাহলে যে ফরেস্ক আপনি শিখতেই হবে এমন মন মানুষী কতা থাকে তো আমি বল্লো ফরেস্ক শিখথে আপনার কোন সময় লাগবেনা আমার মনে হয় আপনি খুবিই তাড়াতাড়ী ফরেস্ক শিখে ফেলবেন আশা করি,,।

Mahidul84
2018-10-13, 07:11 PM
আসলে ফরেক্স শিখতে কতদিন সময় লাগবে তা সঠিক কেউ বলতে পারবে না বরং ট্রেডার নিজেই সিদ্ধান্ত নিতে পারবে সে কতটুকু পরিশ্রম করলে বা সময় ব্যয় করলে কত দ্রুত ফরেক্স শিখতে পারবেন। ট্রেডার যদি নিজের দৃঢ় বিশ্বাস ও আত্মনির্ভরশীলতা বিশ্বাস রেখে সঠিকভাবে দ্রুত এগোতে পারে যদি তাহলে অবশ্যই সেই ট্রেডার খুব তাড়াতাড়ি ফরেক্স শিখতে অল্প সময় ব্যবহার করেই ফরেক্স শিখতে পারবে।

fardin
2018-10-19, 10:13 PM
ফরেক্স মার্কেট এ টেড শিখতে কত দিন সময় লাগবে এটা নির্ভর করছে আপনার উপর আপনি যত তারাতারি শিখে তা মার্কেট এ কাজে লাগাতে পারবেন তত বেশিফরেক্স মার্কেট এ নিয়মিত লাভবান ট্রেডার হতে হলে বেশ কয়েক বছরের প্রয়োজন। কারন মার্কেট বুঝতে হবে এবং আরও বুঝতে হলো কোন পেয়ার আপনাকে স্যূট করে কারন সব পেয়ারে আপনি ট্রেড করে লাভবান হতে পারবেন না

KF84
2019-08-07, 11:27 PM
ফরেক্স শেখার কোন নির্দিষ্ট সিমাবদ্ধতা না থাকায় ফরেক্স শেখার আসলে কোন শেষ নেই । কারণ মার্কেট প্রতিনিয়ত তার মুভমেন্টের প্যাটার্ন পরিবর্তন করছে এবং এর কৌশল হচ্ছে আরও জটিল থেকে জটিলতর । তাই এই মার্কেটের পরিবরতনের সাথে সাথে আমাদের জ্ঞ্যনও ক্রমাগত পরিশীলিত করতে হবে । তাই শেখার কোন শেষ নেই যদি না আপনি ফরেক্স করা বন্ধ করেন । তবে হ্যাঁ ফরেক্সের যে বেসিক বিষয়গুলো রয়েছে সে গুলো সম্পর্কে ভালভাবে জানতে এবং বুঝতে গেলে কমপক্ষে এক বছর নিয়মিতভাবে সময় দেয়া প্রয়োজন বলে আমি মনে করি ।

samun
2019-08-07, 11:33 PM
ফরেক্স শেখার কোন নির্দিষ্ট সময় নেই। এই কাজ একবারে কেউ শিখতে পারবে না। ক্রমানুসারে পর্যায়ক্রমে এই কাজ শিখতে হয়। ফরেক্স মার্কেট থেকে প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিক্ষা অর্জন হয়। একবারে আয়োত্ত করা কারো পক্ষে সম্ভব নয়। যারা অনেক বছর ধরে ফরেক্স করছে তারা এখনো শিখছে। শেখার কোন শেষ নেই।তবে ফরেক্স সম্পর্কে বিস্তারিত জানতে প্রায় ১ মাস লাগে আমি মনে করি।

DJSUMON777
2019-08-08, 01:14 AM
ফরেক্স শিখতে কতদিন সময় লাগে এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার নিজের উপর। আপনি যতটা এটা কে সহজে গ্রহণ করতে পারেন তার উপর ডিপেন্ড করে আপনার শিখতে কতদিন সময় লাগতে পারে। তবে ফরেক্স মার্কেটে যারা আসে নতুন তারা কেউই হান্ডেট পার্সেন্ট শিখে আসে না যার কারনে তারা প্রাথমিক অবস্থায় হয়তো অনেক ভাবে ভেঙে পড়ে কিন্তু যারা লাগাতার ট্রাই করে যায় তারাই একজন সফল ট্রেডার হতে সক্ষম হয়। আপনার বুদ্ধিমত্তা কি পরিমান সক্রিয় সেই অনুযায়ী সময় লাগবে আপনাকে ফরেক্স শিখতে।

KaziBayzid162
2019-08-08, 03:51 AM
ফরেক্স শিখতে কতদিন সময় লাগবে এটা নিশ্চিত করে বলা সম্ভব নয়, এক এক একজন ট্রেডারের ক্ষেত্রে একেক ধরনের হয়ে থাকে, কারণ এটা নির্ভর করে একজন ট্রেডারের শেখার আগ্রহ, ও রিসিভ করার দক্ষতার ওপর।অর্থাৎ আপনার যদি ফরেক্স শেখার প্রচুর আগ্রহ থেকে থাকে এবং আপনি যদি খুব সহজে সমস্ত জ্ঞান আয়ত্ত করে নিতে পারেন তাহলে বলব অল্প সময়ের মধ্যেই আপনি ফরেক্স সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করতে পারবেন,এবং সেই প্রাথমিক ধারণা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছয় মাস থেকে এক বছরের মধ্যে খুব ভালোভাবে ফরেক্স সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারবেন।কিন্তু আপনার যদি ফরে শেখার ব্যাপারে তেমন কোন আগ্রহ না থাকে এবং আপনি যদি খুব ভালো হবে এটা কে রিসিভ করতে না পারেন, তাহলে আপনি বছরের পরে বছর সময় দিয়েও ফরেক্স সম্পর্কে সঠিক ভাবে শিখতে পারবেন না।

Hridoy6763
2019-08-08, 10:14 AM
ফরেক্স একটি লং টাইম প্রসেস,তাই ফরেক্স শিখতে কত সময় লাগবে সঠিক ভাবে বলা সম্ভব নয়,কিন্তু ফরেক্স ভালো ভাবে শিখতে কমপক্ষে ২ বছর সময় লাগবে,কিন্তু আমি মনে করি ফরেক্স শিখতে কত সময় লাগবে এই টা ডিপেন্ড করে থাকে একজন ট্রেডার এর উপর,আপনি যত তাড়াতাড়ি সব বুঝতে পারবেন ততো তারাতাড়ি শিখতে পারবেন ফরেক্স।

uzzal05
2019-08-08, 10:43 AM
ফরেক্স এ ভালো ট্রেডার হতে গেলে আপনাকে 1-2 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। আর ব্যাসিক ফরেক্স আপনি ১ মাস প্র্যাক্টিস করলেই কিভাবে বাই সেল বা এন্ট্রি লিমিট অর্ডার দেওয়া যায় তা শেখা সম্ভব। কারন ট্রেড অপেন ক্লোজ করা শিখতে সময় না লাগলে ভালো প্রফিট এবং মার্কেট টিকে থাকার জন্য অনেক সময়ের প্রয়োজন।

Hasinapx
2019-08-08, 12:03 PM
যে কোন কাজই কম হোক তবুও নিয়মিত হোক । যেমন ইবাদতের ক্ষেত্রে -কম কম হোক কিন্তু নিয়মিত যে কোন আমলই মহান আল্লাহর কাছে প্রিয়। যে কোন ব্যবসার প্রফিট হোক বা পেশায় প্রোমোশনের বিষয় হোক তাতে তাড়াহুড়া করলে হিতে বিপরীত হয়। প্রফিটের চেয়ে ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনাই বেশী থাকে। এজন্য লোভকে কন্ট্রোল করে অল্প অল্প করে প্রফিট নিয়মিত করে একসময় ব্যালেন্স কে সমৃদ্ধ করার চেষ্টা করা উচিত ।

ARIFULISLAM1996
2019-08-08, 07:54 PM
ফরেক্স একটি দীর্ঘমেয়াদী ব্যবসা যার শেখার কোন শেষ নেই। ফরেক্সে আপনি যত বেশি সময় দিবেন তত বেশি শিখতে পারবেন। কেউ নির্ধারিত নির্ধারণ করে বলতে পারবে না যে ফরেক্স শিখতে কতটা সময় লাগবে

ARIFULISLAM1996
2019-08-08, 07:57 PM
ফরেক্স একটি দীর্ঘমেয়াদী ব্যবসা যার শেখার কোন শেষ নেই। ফরেক্সে আপনি যত বেশি সময় দিবেন তত বেশি শিখতে পারবেন। কেউ নির্ধারণ করে বলতে পারবে না যে ফরেক্স শিখতে কতটা সময় লাগবে। ফরেক্স শেখাটা সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করবে।আমার মনে হয় ফরেক্স শিখতে হলে ফরেক্স সম্পর্কে আগে খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে এবং ডেমো ট্রেডিংয়ে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে।ফরেক্স কি তা জানতে হবে। ফরেক্স মানি ম্যানেজমেন্ট কি তার সম্পর্কে জানতে হবে।ফরেক্স এর মার্কেট সম্পর্কে জানতে হবে এবং ফরেক্স এনালাইসিস গুলো যথাযথ ভাবে করার চেষ্টা করতে হবে। তাছাড়াও ফরেক্সে দৈনিক নিউজ গুলো এনালাইসিস করার অভিজ্ঞতা অর্জন করতে হবে।আমার মনে হয় ফরেক্সে একজন অভিজ্ঞ এবং দক্ষ ট্রেডার হতে গেলে কয়েক বছর সময় লেগে যেতে পারে।কখন এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে ফরেক্স করতে যাবেন না। কেননা ফরেক্স খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্যাবসা যার সামান্যতম ভুল আপনাকে অন্ধকারের দিকে নিয়ে যেতে পারে।

AMIRSHIKDER976
2019-08-08, 11:43 PM
ফরেক্স শিখতে কতদিন সময় লাগতে পারে এটা মূল বিষয় না। আপনি কতটা সময় দিয়ে বা কতটুকু গুরুত্ব সহকারে ফরেক্স শিখছেন এটা মূল বিষয় আপনি যদি সবকিছু ভালোভাবে গ্রহণ করেন এবং ডেমো প্র্যাকটিস করেন তাহলে বেশি দিন সময় লাগবে না। পাশাপাশি দক্ষ ও অভিজ্ঞ লোকের সাথে পরামর্শ করা বিভিন্ন ওয়েবসাইট এবং ইন্টারনেটের মাধ্যমে সহযোগিতা নিলে খুব দ্রুতই ভালোভাবে একজন দক্ষ অভিজ্ঞ হতে পারবেন।

BangaliBabu
2019-08-14, 12:59 PM
ফরেক্স মার্কেট শিখতে কতদিন সময় লাগবে তা বলা মুশকিল । তবে কাজের উপর নির্ভর করবে । নিয়মিতি ফরেক্স এ কাজ করলে তাতে বেশিদিন সময় লাগার কথা নয় । তবে নিয়মিত ডেমো করলে ৬ মাস কিংবা ১ বছর সময় লাগতে পারে যদিঅ আমি সঠিক বলতে পারবোনা কারণ আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার। একাউন্টে নিয়মিত কাজ করলে অল্প সময়ে ভাল ট্রেডার হোয়া যাবে । তবে শেখার কোন শেষ নাই এই মার্কেটে যত বেশি সময় দিবে তত বেশি শিখার আছে ।

আপনি কতদিনে কম্পিলিটলি ফরেক্স শিখতে পারবেন এটা নির্ভর করে দিনে কতটা সময় ফরেক্সের পিছনে দিচ্ছেন। এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা হল সঠিক পথ। ফরেক্সের সঠিক পথে চলতে হলে আমাদের কঠিন অধ্যবসায় করতে হবে নতুবা ছিটকে যাওয়ার সম্ভাবনা বেশি। বেসিক জিনিসগুলো ভালভাবে গুছিয়ে নিতে হবে নতুবা অগোছালো ভাবে যদি এগুলো শিখতে যায় তাহলে আমাদের ট্রেডিং মেথডও অগোছালো হয়ে যাবে। অনেকেই মনে করেন এটি অনেক সহজ কাজ তাই অল্প কিছু বিষয়াবলি শিখার পর নিজেকে মহাজ্ঞানী মনে করতে শুরু করেন। এটা যে অনেক বড় একটা ভূল সেটা কিছুদিন পরেই আমরা টের পাই। সিনিয়র এক বড় ভাই আমাকে বলেছিলেন, ফরেক্সে যতই সময় দেন না কেন সেটাই কম। আমি অনেক দিন যাবৎ ফরেক্সর সাথে সম্পৃক্ত কিন্তু আজও পর্যন্ত সঠিক কোন ১০০% ওয়ার্কিং ডিপেন্ডেবল সিস্টেম তৈরী করতে পারলাম না। হয়ত অদূর ভবিষ্যতে আমি বর্তমান উইন রেইটের চেয়ে ভালো উইন রেইটের মেথড পেয়ে যাবো। কিন্তু ততদিন পর্যন্ত তো আমাকে লেগে থাকতে হবে বস, তাই না? আমার মতে ফরেক্স শিখতে কমপক্ষে ৩-৪ বছর সময় তো লাগবেই বা তার বেশিও লাগতে পারে। আবারও বলছি, এটা নির্ভর করবে আপনি ফরেক্সকে কতটা সময় দিচ্ছেন আর কিভাবে শেখার পথটাকে অনুসরণ করছেন।

Mazharul777
2019-08-30, 05:59 PM
শেখার কোনো শেষ নেই। এখানে কখনোই নিশ্চিত হয়ে বলা যায় না যে আপনার প্রতিষ্ঠিত হতে কতটুকু সময়ের প্রয়োজন লাগবে এবং এর কোনোও নির্দিষ্ট সময়সীমা নাই৷যার মেধা-মগজ-ব্রেইন-ধৈর্য্য যেমন তার তেমন সময় লাগতে পারে৷এই মার্কেটে যদি আপনি পেশাদার ট্রেড করতে চান তাহলে প্রথমে আপনাকে ফরেক্স ট্রেডিং এর কলাকৌশল সম্পর্কে সকল থিউরিটিক্যাল বিষয়গুলো জানতে হবে,শিখতে হবে এবং বুঝতে হবে৷এজন্য আমাদের ফোরাম সহ অন্যান্য বিভিন্ন ফোরাম থেকে স্টাডি করতে হবে,ফরেক্সের উপর বিভিন্ন ই-বুক থেকে শিখতে হবে,ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য ভিডিও টিউটোরিয়াল দেখতে হবে -শিখতে হবে,আমাদের ইন্সটাফরেক্স ব্রোকারেও ভিডিও টিউটোরিয়াল রয়েছে সেগুলো দেখতে পারেন-শিখতে পারেন৷অনলাইন থেকে ঘেঁটে ঘেঁটে শিখতে হলে অনেক সময়ের প্রয়োজন হবে৷এরপর যা যা শিখলেন তার সবকিছুই ডেমো অ্যাকাউন্টে দীর্ঘদিনব্যাপী প্রয়োগ করতে হবে৷কারন ফরেক্স মার্কেটে নিয়মিত প্রফিটেবল ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই একটি কার্যকরী,বাস্তবসম মত এবং সঠিক ট্রেডিং স্ট্রাটেজি নিশ্চিত করতে হবে৷এর জন্য অনেকেই দীর্ঘ কয়েক বছর সময় স্টাডি করে থাকেন৷

DuckHunt
2019-08-30, 06:03 PM
আমার মতে ফরেক্স শিখতে সময় বেশী লাগে না কিন্তু অভিজ্ঞতা এবং লাভজনক ট্রেডার হতে সময় লাগে অনেক। আসলে ফরেক্স এর জন্য প্রয়োজন সঠিক জ্ঞান এবং অভিজ্ঞতা যা কিনা অল্প দিনে সম্ভব নয় ফরেক্স থেকে যদি ভাল কিছু নিতে চান তাহলে ধৈর্য্য সহকারে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে এবং স্টাডি করার প্রয়োজন, বিভিন্ন বিষয়ের উপর জানতে হবে। শুধু জানলেই হবে না সেগুলো এক এক করে ডেমো ট্রেড এ এপ্লাই করে এটার রেজাল্ট কেমন হলো সেটা দেখতে হবে। অর্থাত ফরেক্স সম্পূর্ন পরীক্ষা নির্ভর পেশা, আপনাকে দীর্ঘদিন প্রচেষ্টার মাধ্যমে এটাকে আপনার আত্মস্ত করতে হবে।

KANIZFATEMA1997
2019-08-30, 06:34 PM
শেখার কোন বয়স নাই। যে যত বেশী শিখতে পারবো সেততো বেশী সে বিষয়ে অভিজ্ঞ হয়ে উঠবে।তাই আগে ভালো করে শিখতে হবে।শেখার জন্য অনেক ওয়েব সাইড।ওয়েব পেজ।ইউটিউব ভিডিও ও গুগোল রয়েছে।শেখার জন্য একে জনের একরকম সময় লাগে।৬-১০মাসেও কেউ শেখে।আবার ৩মাসেও কেউ শিখে ফেলে।যে যেভাবে গ্রহণ করতে পারে। সবার মেধাশক্তি তো আর এক নয়।তাই সবার আলাদা আলাদা সময় লাগে।তবে ডেমো শিখতে বেশী সময় লাগে না।এটা আপনার নিজের ওপর নির্ভর করে কয়দিনে শিখবেন

Hredy
2019-08-30, 08:16 PM
ফরেক্স শেখা নির্ভর করে ট্রেডার এর উপর। যে যত বেশি মেধাবী এবং পরিশ্রমী তার ফরেক্স এ স্থান করে নিতে খুব বেশি সময় লাগে না। তবে ফরেক্স কে পুরোপুরি আয়ত্ত করা অসম্ভব। ফরেক্স প্রতিদিন নিত্যনতুন শিক্ষা দেয় যে কারণে আমরা প্রতিদিন কিছু না কিছু শিখছি। ফরেক্স সাধনার বিষয় নিজের মেধা অনুযায়ী এগিয়ে যেতে হবে একসময় সফলতা অাসবেই।

MANIK6642
2019-08-31, 12:53 AM
ফরেক্স শিখতে যে আসলেই কতদিন সময় লাগবে একথা কেউই বলতে পারবেনা।তবে এটা নির্ভর করে ট্রেডার ট্রেডিং কৌশল এবং স্কিলের উপর। আপনি যদি ভালো ট্রেড বুঝতে পারেন আপনার মাথায় যদি ট্রেড সম্বন্ধে ভালো ধারণা আসে আপনি দ্রুত বুঝবেন তবে এটা ঠিক কতদিন লাগে কেই বলতে পারেনা।আপনাকে ফরেক্স এ সফল হতে হলে আপনাকে ফরেক্স সম্পর্কে ভাল ধারণা অর্জন করতে হবে।সব ধরনের এনালাইসিস করা জানতে হবে।কখন ট্রেড এন্টি করবেন বাই এ করবেন না সেলে এগুলো জানতে হবে।মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে।কখন স্টপলস কখন টেকপ্রফিট ব্যবহার করবেন জানতে হবে।এভাবে সবকিছু জেনে আপনি ডেমোতে প্র্যাক্টিস করলে আপনি ফরেক্স এ দক্ষ হতে পারবেন তখন লাভ ও করতে পারবেন। এজন্য নির্দিষ্ট কোন সময় নয় আপনার ট্রেডিং কোয়ালিটি যত ভাল হবে তত দ্রুত আপনি ফরেক্স ভালভাবে শিখতে পারবেন।

Panna1989
2019-09-06, 04:46 PM
এখানে কখনোই নিশ্চিত হয়ে বলা যায় না যে আপনার প্রতিষ্ঠিত হতে কতটুকু সময়ের প্রয়োজন লাগবে এবং এর কোনোও নির্দিষ্ট সময়সীমা নাই৷যার মেধা-মগজ-ব্রেইন-ধৈর্য্য যেমন তার তেমন সময় লাগতে পারে৷এই মার্কেটে যদি আপনি পেশাদার ট্রেড করতে চান তাহলে প্রথমে আপনাকে ফরেক্স ট্রেডিং এর কলাকৌশল সম্পর্কে সকল থিউরিটিক্যাল বিষয়গুলো জানতে হবে,শিখতে হবে এবং বুঝতে হবে৷এজন্য আমাদের ফোরাম সহ অন্যান্য বিভিন্ন ফোরাম থেকে স্টাডি করতে হবে,ফরেক্সের উপর বিভিন্ন ই-বুক থেকে শিখতে হবে,ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য ভিডিও টিউটোরিয়াল দেখতে হবে -শিখতে হবে,আমাদের ইন্সটাফরেক্স ব্রোকারেও ভিডিও টিউটোরিয়াল রয়েছে সেগুলো দেখতে পারেন-শিখতে পারেন৷অনলাইন থেকে ঘেঁটে ঘেঁটে শিখতে হলে অনেক সময়ের প্রয়োজন হবে৷এরপর যা যা শিখলেন তার সবকিছুই ডেমো অ্যাকাউন্টে দীর্ঘদিনব্যাপী প্রয়োগ করতে হবে৷কারন ফরেক্স মার্কেটে নিয়মিত প্রফিটেবল ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই একটি কার্যকরী,বাস্তবসম মত এবং সঠিক ট্রেডিং স্ট্রাটেজি নিশ্চিত করতে হবে৷এর জন্য অনেকেই দীর্ঘ কয়েক বছর সময় স্টাডি করে থাকেন৷

TanjirKhandokar1994
2019-09-06, 05:30 PM
ফরেক্স শিখতে কতোদিন সময় লাগতে পারে এর কোন সঠিক উত্তর আছে আমি মনে করি না। কেননা এখানে সবার জ্ঞানের পরিধি এক রকম নয়। এখানে কেউ একটা কাজ একবার দেখলেই করতে পারেন আবার কেউ আছেন যারা অনেক সময় দেখলেও করতে পারেন না। তাই এটা পুরোপুরি নির্ভর করবে আপনার নিজের উপর। আপনি যতো ভালো করে ফরেক্স শিখতে পারবেন ততোই সফল হতে পারবেন। তাই ফরেক্স শেখা আপনার নিজের ইচ্ছার উপর নির্ভর করবে বলে আমি মনে করি। ধন্যবাদ

saraa
2020-02-23, 11:32 AM
আপনি ঠিক বলেছেন, সত্যই অনেক লোক দক্ষতা এবং অভিজ্ঞতা ছাড়াই ফরেক্স ব্যবসায় যোগদান করে যাতে তারা প্রায়শই অর্থ হারাতে পারে। কখনও কখনও তারা কিছুটা দক্ষতা এবং অভিজ্ঞতার সাথে বাণিজ্য করে বড় মুনাফা অর্জন করতে চায়। ফরেক্স ব্যবসায়ে টিকে থাকার দক্ষতা এবং অভিজ্ঞতা না থাকলে অসম্ভব। আপনি যদি টাকা হারাতে না চান তবে সর্বদা দক্ষতা এবং অভিজ্ঞতা বজায় রাখতে হবে অবিচ্ছিন্ন।

Soh1952
2020-08-22, 08:45 PM
ফরেক্স শেখা এটা তার অভিজ্ঞতার উপর নিভ্রর করে। এটা আসলে যারা মন দিয়ে শিখবে তাদের অল্প কিছু দিন সময় লাগবে। হ্যা অনেকে প্রথম প্রথম এটার কিছু বোঝে না এটা যেখন তারা দেখবে তখন থেকে আর করতে চাইবে না আসলে এটা কঠিন। তবে আমার মতে তারা ২থেকে ৩ মাস ডেমো ট্রেড করলে অনেক কিছু শিখবে।যারা অনেক বছর ধরে ফরেক্স করছে তারা এখনো শিখছে। শেখার কোন শেষ নেই।তবে ফরেক্স সম্পর্কে বিস্তারিত জানতে প্রায় ১ মাস লাগে আমি মনে করি।

FREEDOM
2020-08-22, 09:09 PM
এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে সেই ট্রেডারের উপর। তবে ব্যসিক্যালী এ ব্যবসাটাকে পুরোপুরিভাবে শিখতে ও জানতে তিন থেকে ৫ বছর সময় লেগে যেতে পারে আবার কারও কারো ক্ষেত্রে দেখা গিয়েছে যে ১০ থেকে ১২ বছর। সুতরাং আপনি যদি কঠোর পরিশ্রমের মাধ্যমে সুক্ষ্নভাবে ধৈর্য্য সহকারে প্রথম থেকেই সঠিক প্রসেসের ভিত্তিতে অগ্রসর হতে পারেন তবে ২ বছরের মধ্যেও সেটা সম্ভব।

Md.shohag
2020-08-22, 09:34 PM
ফরেক্স মার্কেট শিখতে কতদিন সময় লাগবে তা বলা মুশকিল। আসলে ফরেক্স এর জন্য প্রয়োজন সঠিক জ্ঞান এবং অভিজ্ঞতা যা কিনা অল্প দিনে সম্ভব নয় ফরেক্স থেকে যদি ভাল কিছু নিতে চান তাহলে ধৈর্য্য সহকারে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে এবং স্টাডি করার প্রয়োজন, বিভিন্ন বিষয়ের উপর জানতে হবে। আপনি যদি পরিশ্রমি হন তাহলে খুব সহজে ফরেক্স সিখতে পারবেন।কিন্তু ফরেক্স শিখতে লং টাইম সময় প্রয়োজন আপনি খুব কম সময়ে ফরেক্স লার্নিং করতে পারবেন না।

Starship
2020-08-22, 09:51 PM
একজন নতুন ফরেক্স ট্রেডার কতদিনে ফরেক্স শিখতে পারবে যে সময় নির্ভর করবে সেটা তাঁর জ্ঞানের উপর নির্ভর করবে। কারণ এমন অনেকেই রয়েছে যারা ছয় মাস করে শিখতে পারে আবার অনেকে রয়েছে এক বছরের করে শিখতে পারি। শুরু থেকে ফরেক্স বিষয়ে পড়াশোনা স্টাডি করার পর পাশাপাশি যদি আমার একাউন্টে ন্যূনতম চার থেকে ছয় মাস অনুশীলন করা উচিত। তাই কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারেনা ফরেক্স কত দিনে শেখা যাবে। তবে যত সময়ই লাগে না কেন সঠিকভাবে যদি ফরেক্স শেখা যায় তাহলে সেটাই কাজে লাগবে অথবা অল্প বিদ্যা নিয়ে মাঠে নামলে খুব সহজেই ছিটকে যাবেন।

ABDUSSALAM2020
2020-08-22, 09:55 PM
হ্যাঁ ফরেক্স শিখতে নির্দিষ্ট একটা সময় লাগে আপনি যখন ফয়সালের একাউন্ট করবেন তখন আপনাকে একটা প্রশিক্ষণ নিতে হবে নির্দিষ্ট পরিমাণ দিন যেমন সাত দিনে এক মাস প্রশিক্ষণ নিয়ে আপনি তার প্রয়োগ করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন।

sss21
2020-08-22, 10:02 PM
ফরেক্স শেখা এটা তার অভিজ্ঞতার উপর নিভ্রর করে। এটা আসলে যারা মন দিয়ে শিখবে তাদের অল্প কিছু দিন সময় লাগবে। হ্যা অনেকে প্রথম প্রথম এটার কিছু বোঝে না এটা যেখন তারা দেখবে তখন থেকে আর করতে চাইবে না আসলে এটা কঠিন। তবে আমার মতে তারা ২থেকে ৩ মাস ডেমো ট্রেড করলে অনেক কিছু শিখবে।
ধন্যবাদ

Fahmida1
2020-08-22, 10:10 PM
ফরেক্স শিখতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হলে অতি দ্রুত সময়ে সম্ভব নয়। ফরেক্স মার্কেট এ সকল কার্যক্রম সম্পর্কে জানতে হলে দীর্ঘ সময়ের প্রয়োজন। ফরেক্স মার্কেটে এনালাইসিস করতে হয়। দীর্ঘ সময় অনুশীলন করতে হয়। অনেক পরিশ্রম এবং ধৈর্য সহকারে করতে হয় ফরেক্স মার্কেটের কাজ। ফরেক্স ফোরাম এর কাজ অনেক সহজ নয়। ফরেক্স ফোরাম এর ট্রেড করতে হলে অনেক অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন হয় তাই দীর্ঘ সময় লাগে পোস্ট করতে। সুতরাং অল্প সময়ে কোন কাজ করা সম্ভব নয় ভেবে চিন্তা করে করতে হয়।

milu
2020-08-22, 10:52 PM
ফরেক্স একটি লং টাইম প্রসেস,তাই ফরেক্স শিখতে কত সময় লাগবে সঠিক ভাবে বলা সম্ভব নয়,কিন্তু ফরেক্স ভালো ভাবে শিখতে কমপক্ষে ২ বছর সময় লাগবে,কিন্তু আমি মনে করি ফরেক্স শিখতে কত সময় লাগবে এই টা ডিপেন্ড করে থাকে একজন ট্রেডার এর উপর,আপনি যত তাড়াতাড়ি সব বুঝতে পারবেন ততো তারাতাড়ি শিখতে পারবেন ফরেক্স।ফরেক্সে আপনি যত বেশি সময় দিবেন তত বেশি শিখতে পারবেন। কেউ নির্ধারিত নির্ধারণ করে বলতে পারবে না যে ফরেক্স শিখতে কতটা সময় লাগবে।

Sakib42
2020-08-23, 02:08 AM
ফরেক্স মার্কেট শিখতে কতদিন সময় লাগবে তা বলা মুশকিল । তবে কাজের উপর নির্ভর করবে । নিয়মিতি ফরেক্স এ কাজ করলে তাতে বেশিদিন সময় লাগার কথা নয় । তবে নিয়মিত ডেমো করলে ৬ মাস কিংবা ১ বছর সময় লাগতে পারে যদিঅ আমি সঠিক বলতে পারবোনা কারণ আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার। একাউন্টে নিয়মিত কাজ করলে অল্প সময়ে ভাল ট্রেডার হোয়া যাবে । তবে শেখার কোন শেষ নাই এই মার্কেটে যত বেশি সময় দিবে তত বেশি শিখার আছে ।

আমরা সকলেই জানি যে শিক্ষার কোন বয়স কিংবা রেখা নেই আমার সারা জীবনে সবকিছু থেকে শিক্ষা গ্রহণ করতে পারব ফরেক্স অনেক বড় খুব সহজে আয়ত্ত করা যাবে না বলে আমি মনে করি এবং এটি এমন একটি মাধ্যম যা অনেক শিক্ষার মাধ্যমে অর্থ উপার্জন করা কষ্ট হয়ে যায় আবার অনেকে একটু মাথা খাটিয়ে কিংবা কপালের উপর ভরসা করে ভালো অর্থ উপার্জন করতে পারে কেউ কেউ কয়েক মাসে অভিজ্ঞ হয়ে যায় আবার কেউ সারা জীবনেও পারেনা কিন্তু সাধারণত এবারে যে প্রকৃতির ট্রেডারের কিংবা ফোরাম পোস্ট দেন সাধারণতঃ চার থেকে ছয় মাসের মধ্যে ফোরএক্স সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করার কথা এবং আমি মনে করি এই চার থেকে ছয় মাস যথেষ্ট একজন ভালো শিক্ষক হওয়া

konok
2020-08-23, 05:53 AM
যে কোন কাজই কম হোক তবুও নিয়মিত হোক । যেমন ইবাদতের ক্ষেত্রে -কম কম হোক কিন্তু নিয়মিত যে কোন আমলই মহান আল্লাহর কাছে প্রিয়। যে কোন ব্যবসার প্রফিট হোক বা পেশায় প্রোমোশনের বিষয় হোক তাতে তাড়াহুড়া করলে হিতে বিপরীত হয়। কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারেনা ফরেক্স কত দিনে শেখা যাবে। তবে যত সময়ই লাগে না কেন সঠিকভাবে যদি ফরেক্স শেখা যায় তাহলে সেটাই কাজে লাগবে অথবা অল্প বিদ্যা নিয়ে মাঠে নামলে খুব সহজেই ছিটকে যাবেন।

Sid
2020-08-23, 07:14 AM
ফরেক্স শিখতে কতো সময় লাগবে তা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর,আপনি যদি পরিশ্রমি হন তাহলে খুব সহজে ফরেক্স সিখতে পারবেন,কিন্তু ফরেক্স শিখতে লং টাইম সময় প্রয়োজন আপনি খুব কম সময়ে ফরেক্স লার্নিং করতে পারবেন না।

IFXmehedi
2020-08-23, 07:46 PM
ফরেক্স মার্কেট শিখতে কতদিন সময় লাগবে তা বলা মুশকিল । তবে কাজের উপর নির্ভর করবে । নিয়মিতি ফরেক্স এ কাজ করলে তাতে বেশিদিন সময় লাগার কথা নয় । তবে নিয়মিত ডেমো করলে ৬ মাস কিংবা ১ বছর সময় লাগতে পারে যদিঅ আমি সঠিক বলতে পারবোনা কারণ আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার। একাউন্টে নিয়মিত কাজ করলে অল্প সময়ে ভাল ট্রেডার হোয়া যাবে । তবে শেখার কোন শেষ নাই এই মার্কেটে যত বেশি সময় দিবে তত বেশি শিখার আছে ।

ভাই ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আপনাকে ফরেক্স ট্রেডিং শিখতে হবে কারণ ফরেক্স ট্রেডিং না শিখে এই মার্কেট থেকে কখনোই অর্থ উপার্জন করা যায় না । ফরেক্স মার্কেট থেকে আপনি কি পরিমাণ অর্থ উপার্জন করবেন তা নির্ভর করে আপনার ট্রেডিং এর অভিজ্ঞতার উপরে । আপনার অভিজ্ঞতা যদি ভাল হয় তাহলে আপনি ফরেক্স ট্রেডিং থেকে ভালো অর্থ উপার্জন করতে পারবেন । ফরেক্স ট্রেডিং শিখতে সবার এক সময় লাগে না একজনের শিখতে লাগে এক বছর আরেকজন শিখতে লাগে চার বছর ।

jimislam
2020-08-23, 07:53 PM
কোন কাজই কম হোক তবুও নিয়মিত হোক । যেমন ইবাদতের ক্ষেত্রে -কম কম হোক কিন্তু নিয়মিত যে কোন আমলই মহান আল্লাহর কাছে প্রিয়। যে কোন ব্যবসার প্রফিট হোক বা পেশায় প্রোমোশনের বিষয় হোক তাতে তাড়াহুড়া করলে হিতে বিপরীত হয়। তবে যত সময়ই লাগে না কেন সঠিকভাবে যদি ফরেক্স শেখা যায় তাহলে সেটাই কাজে লাগবে অথবা অল্প বিদ্যা নিয়ে মাঠে নামলে খুব সহজেই ছিটকে যাবেন।

muslima
2020-08-24, 12:31 AM
যে কোন ব্যবসার প্রফিট হোক বা পেশায় প্রোমোশনের বিষয় হোক তাতে তাড়াহুড়া করলে হিতে বিপরীত হয়। প্রফিটের চেয়ে ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনাই বেশী থাকে। ফরেক্স কে পুরোপুরি আয়ত্ত করা অসম্ভব। ফরেক্স প্রতিদিন নিত্যনতুন শিক্ষা দেয় যে কারণে আমরা প্রতিদিন কিছু না কিছু শিখছি। ফরেক্স সাধনার বিষয় নিজের মেধা অনুযায়ী এগিয়ে যেতে হবে একসময় সফলতা আসবেই।

Rokibul7
2020-08-24, 12:56 AM
লেগে আছি যে কোন ভাবে শেখার জন্য। আসলে গত এক বছরে একটা কিছু খুলে পড়েছি বলে মনে পড়ে না। খালি ট্রেড করার ধান্ধা করেছি। ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভবান ট্রেডার হতে হলে বেশ কয়েক বছরের প্রয়োজন। কারন মার্কেট বুঝতে হবে এবং আরও বুঝতে হলো কোন পেয়ার আপনাকে স্যূট করে কারন সব পেয়ারে আপনি ট্রেড করে লাভবান হতে পারবেন না।

ForexHero
2020-08-24, 01:12 AM
যেকোন কিছু শিক্ষা গ্রহণ করতে অনেকটাই নিজের উপর নির্ভর করে। আপনি ফরেক্স মার্কেট শিখতে গিয়ে বেশি সময় দিয়েও তা শিখতে পারবেন না যদি বিশ্লেষণ না করেন। আবার অল্

ForexHero
2020-08-24, 01:19 AM
যেকোন কিছু শিক্ষা গ্রহণ করতে অনেকটাই নিজের উপর নির্ভর করে। আপনি ফরেক্স মার্কেট শিখতে গিয়ে বেশি সময় দিয়েও তা শিখতে পারবেন না যদি বিশ্লেষণ না করেন। আবার অল্প সময় দিয়েও ভাল করে শিখতে পারবেন, শুরুতে আপনি ডেমো অনুশীলন করতে পারেন আর অনুশীলন করার সময় লাভ লস হবার কারনটা সুন্দরভাবে বিশ্লেষণ করেন। এবং পরবর্তীতে আপনি অল্প কিছু ডলার ইনভেস্টমেন্ট করে ট্রড করেন ঠিক তখনি আপনি ট্রেড বিষয়ে মোটামুটি ভাল ধারনা ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

FRK75
2020-10-27, 03:00 PM
ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভবান ট্রেডার হতে হলে বেশ কয়েক বছরের প্রয়োজন। কারন মার্কেট বুঝতে হবে এবং আরও বুঝতে হলো কোন পেয়ার আপনাকে স্যূট করে কারন সব পেয়ারে আপনি ট্রেড করে লাভবান হতে পারবেন না। আপনি যদি দেখেন একজন ইউরোইউএসডি তে লাভবান হচ্ছেন তো আপনি নিজে ট্রেড করে দেখবেন আপনি লস করছেন তাই পেয়ার গুলো টেষ্ট করতে হবে আপনার সাইকোলজির সাথে কোনটা খাপ খায়।

DreamFX
2020-10-27, 03:20 PM
ফরেক্সে এমন একটা মার্কেট যেখানে খুব বেশি ধর্যের প্রয়োজন। ফরেক্সে নিয়ে ভাল করে জানতে হবে,,, কি ভাবে ভাল ট্রডার হওয়া য়াই, এর জন্য বেশি বেশি করে ইউটিউব,,,, ও নানা রকম ফরেক্স বুক এ জ্ঞান অর্জন করতে হবে। আপনি যদি

Smd
2020-10-27, 03:30 PM
ফরেক্স এর জন্য প্রয়োজন সঠিক জ্ঞান এবং অভিজ্ঞতা যা কিনা অল্প দিনে সম্ভব নয় ফরেক্স থেকে যদি ভাল কিছু নিতে চান তাহলে ধৈর্য্য সহকারে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে এবং স্টাডি করার প্রয়োজন, বিভিন্ন বিষয়ের উপর জানতে হবে। শুধু জানলেই হবে না সেগুলো এক এক করে ডেমো ট্রেড এ এপ্লাই করে এটার রেজাল্ট কেমন হলো সেটা দেখতে হবে।ফরেক্স শেখার জন্য আমাদের নিয়মিত মার্কেট পর্যবেক্ষন করতে হবে। আর মার্কেট প্রতিনিয়ত পরিবর্তনশীল।

Sun
2020-11-13, 01:12 PM
প্রথম অবস্থায় দুই একদিন ফরেক্স করে ফরেক্স শেখা সম্বভ নয়। ফরেক্স শেখার জন্য আমাদের নিয়মিত মার্কেট পর্যবেক্ষন করতে হবে। আর মার্কেট প্রতিনিয়ত পরিবর্তনশীল। কেননা আপনি যদি খেয়াল করেন অনেক সময় দেখা যায় মার্কেট যে সপ্তাহ দুিই দিন বন্ধ থাকে সেদিন ও মার্কেট পরিবর্তিত হয়ে থাকে।

Tariq
2020-11-15, 11:40 PM
ফরেক্স মার্কেট এ টেড শিখতে কত দিন সময় লাগবে এটা নির্ভর করছে আপনার উপর আপনি যত তারাতারি শিখে তা মার্কেট এ কাজে লাগাতে পারবেন তত বেশিফরেক্স মার্কেট এ নিয়মিত লাভবান ট্রেডার হতে হলে বেশ কয়েক বছরের প্রয়োজন। কারন মার্কেট বুঝতে হবে এবং আরও বুঝতে হলো কোন পেয়ার আপনাকে স্যূট করে কারন সব পেয়ারে আপনি ট্রেড করে লাভবান হতে পারবেন না

IFXmehedi
2020-11-15, 11:44 PM
এখানে কখনোই নিশ্চিত হয়ে বলা যায় না যে আপনার প্রতিষ্ঠিত হতে কতটুকু সময়ের প্রয়োজন লাগবে এবং এর কোনোও নির্দিষ্ট সময়সীমা নাই৷যার মেধা-মগজ-ব্রেইন-ধৈর্য্য যেমন তার তেমন সময় লাগতে পারে৷এই মার্কেটে যদি আপনি পেশাদার ট্রেড করতে চান তাহলে প্রথমে আপনাকে ফরেক্স ট্রেডিং এর কলাকৌশল সম্পর্কে সকল থিউরিটিক্যাল বিষয়গুলো জানতে হবে,শিখতে হবে এবং বুঝতে হবে৷এজন্য আমাদের ফোরাম সহ অন্যান্য বিভিন্ন ফোরাম থেকে স্টাডি করতে হবে,ফরেক্সের উপর বিভিন্ন ই-বুক থেকে শিখতে হবে,ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য ভিডিও টিউটোরিয়াল দেখতে হবে -শিখতে হবে,আমাদের ইন্সটাফরেক্স ব্রোকারেও ভিডিও টিউটোরিয়াল রয়েছে সেগুলো দেখতে পারেন-শিখতে পারেন৷অনলাইন থেকে ঘেঁটে ঘেঁটে শিখতে হলে অনেক সময়ের প্রয়োজন হবে৷এরপর যা যা শিখলেন তার সবকিছুই ডেমো অ্যাকাউন্টে দীর্ঘদিনব্যাপী প্রয়োগ করতে হবে৷কারন ফরেক্স মার্কেটে নিয়মিত প্রফিটেবল ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই একটি কার্যকরী,বাস্তবসম মত এবং সঠিক ট্রেডিং স্ট্রাটেজি নিশ্চিত করতে হবে৷এর জন্য অনেকেই দীর্ঘ কয়েক বছর সময় স্টাডি করে থাকেন৷

ভাই আপনি যে নির্দেশনা দিয়েছেন সেটা সম্পূর্ণ ঠিক আছে বলে আমি মনে করি । কারণ একজন ফরেক্স ট্রেডার ঠিক কত দিনে একজন সফল ট্রেডার হয়ে উঠবে তা নির্ভর করে একান্তই তার ট্রেডিং জ্ঞান এবং অভিজ্ঞতার উপরে । কারণ অভিজ্ঞতা যদি সে ভালোভাবে অর্জন করতে পারে তার ট্রেডিং জ্ঞান কাজে লাগিয়ে তাহলে আমি আশা করি মোটামুটি এক বছরের ভেতরে একজন ভাল মানের ফরেক্স ট্রেডার হওয়া সম্ভব । তবে সবচেয়ে বড় কথা হলো আমাদেরকে খুব মনোযোগ সহকারে ফরেক্স মার্কেটে ট্রেড করে যেতে হবে এবং অনুশীলনের উপর থাকতে হবে । তবেই আমার এখান থেকে সফলতা আশা করতে পারব ।

micky1212
2020-11-16, 01:28 PM
ফরেক্স মার্কেটে টেড শিখতে আপনার কতটুকু সময় লাগবে তা নির্ভর করে। আপনি যত তাড়াতাড়ি শিখবেন, তত বেশি আপনি এটিকে অনুসন্ধানের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আপনি নজরদারিটিতে এটি যত বেশি কাজে লাগাতে পারবেন এটি আপনার পক্ষে তত ভাল

Banimallickfx
2021-02-02, 09:56 PM
নতুনদের জন্য ফরেক্স মার্কেট যথেষ্ট কঠিন। তাই নির্দিষ্ট করে কখনোই বলা সম্ভব নয় ঠিক কতদিন লাগবে ভালোভাবে ফরেক্স শিখতে। তবে কেউ যদি নিষ্ঠা এবং ধৈর্য নিয়ে 6 মাস ডেমো ট্রেডিং প্র্যাকটিস করেন তাহলেই ভালো ভাবে ফরেক্স শিখতে পারবেন। আমি এমন একজনকেও দেখেছি যে প্রায় দুই মাসের মত ডেমো ট্রেডিং প্রাক্টিস করেও হাল ছেড়ে দিয়েছেন ভালোভাবে ট্রেডিং শিখতে না পেরে। কাজেই যতদিন না ভালোভাবে ফরেক্স শেখার সম্ভব হয় ততদিন শিখতে হবে। কিছুদিন ডেমো ট্রেডিং প্রাক্টিস করলে আস্তে আস্তে ফরেক্স খুব সহজ মনে হবে। ইউটিউব এবং গুগলের সাহায্য নিয়ে তা ডেমো ট্রেডিং এ প্রয়োগ করতে হবে। নিজের মত করে একটি ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করে ট্রেডিং করতে হবে তাহলে ফরেক্সে সফলতা পাওয়া যাবে।

EmonFX
2021-02-02, 11:10 PM
ফরেক্স শিখতে কতদিন লাগবে সেটা এক্সাক্ট করে বলা সম্ভব নয়। একেক জনের একেক রকম সময় লাগতে পারে। কেউ হয়তো ছয় মাসের মধ্যে অনেক কিছু শিখে গেল আবার কেউ হয়তো ছয় বছরেও তেমন কিছু শিখতে পারলো না। তবে মোটামুটি ভাবে দুই বছর ফরেক্স এর সাথে থাকলে ট্রেডিং সম্পর্কে অনেক কিছুই শেখা সম্ভব। ফরেক্সে এতোদিনে আমার উপলব্ধি হলো, ফরেক্স ট্রেডিং কোনো ছেলেখেলা নয়। এখানে প্রত্যেকটা ট্রেডের জন্য, প্রত্যেকটা পর্যালোচনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে যুক্তি-তর্ক করতে হয়। শ্রম দিতে হয়। একজন প্রফিটেবল ট্রেডার এমনি এমনি অন্ধকারে ডিল মেরে ট্রেডার হয়নি।
তার প্রত্যহিক জীবনের একটা অংশ ফরেক্স ট্রেডিং। দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা এই মার্কেটে দেখতে হয়েছে, তথ্য উপাত্ত বের করে মার্কেট চার্ট অনুশীলন তো আছেই। এভাবেই ফরেক্স ট্রেডিংয়ে ভাল করার সুযোগ আছে। ফরেক্সে কোনো শর্ট কার্ট নাই এটাই আসল সত্য। যে যত বেশি মনোযোগের সহিত সময় দিতে পারবে সে তত বেশি তাড়াতাড়ি ফরেক্স শিখতে পারবে।

Smd
2021-04-26, 07:21 PM
ফরেক্স এর জন্য প্রয়োজন সঠিক জ্ঞান এবং অভিজ্ঞতা যা কিনা অল্প দিনে সম্ভব নয় ফরেক্স থেকে যদি ভাল কিছু নিতে চান তাহলে ধৈর্য্য সহকারে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে এবং স্টাডি করার প্রয়োজন, বিভিন্ন বিষয়ের উপর জানতে হবে। শুধু জানলেই হবে না সেগুলো এক এক করে ডেমো ট্রেড এ এপ্লাই করে এটার রেজাল্ট কেমন হলো সেটা দেখতে হবে। ফরেক্স শেখার জন্য আমাদের নিয়মিত মার্কেট পর্যবেক্ষন করতে হবে। আর মার্কেট প্রতিনিয়ত পরিবর্তনশীল। কেননা আপনি যদি খেয়াল করেন অনেক সময় দেখা যায় মার্কেট যে সপ্তাহ দুিই দিন বন্ধ থাকে।

FRK75
2021-09-17, 09:49 AM
আসলেই কতদিন সময় লাগবে একথা কেউই বলতে পারবেনা।তবে এটা নির্ভর করে ট্রেডার ট্রেডিং কৌশল এবং স্কিলের উপর। আপনি যদি ভালো ট্রেড বুঝতে পারেন আপনার মাথায় যদি ট্রেড সম্বন্ধে ভালো ধারণা আসে আপনি দ্রুত বুঝবেন তবে এটা ঠিক কতদিন লাগে কেই বলতে পারেনা।আপনাকে ফরেক্স এ সফল হতে হলে আপনাকে ফরেক্স সম্পর্কে ভাল ধারণা অর্জন করতে হবে।সব ধরনের এনালাইসিস করা জানতে হবে।কখন ট্রেড এন্টি করবেন বাই এ করবেন না সেলে এগুলো জানতে হবে।মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে।কখন স্টপলস কখন টেকপ্রফিট ব্যবহার করবেন জানতে হবে।এভাবে সবকিছু জেনে আপনি ডেমোতে প্র্যাক্টিস করলে আপনি ফরেক্স এ দক্ষ হতে পারবেন তখন লাভ ও করতে পারবেন।

sss21
2021-10-19, 08:30 AM
ফরেক্স শিখতে কতদিন সময় লাগতে পারে এটা মূল বিষয় না। আপনি কতটা সময় দিয়ে বা কতটুকু গুরুত্ব সহকারে ফরেক্স শিখছেন এটা মূল বিষয় আপনি যদি সবকিছু ভালোভাবে গ্রহণ করেন এবং ডেমো প্র্যাকটিস করেন তাহলে বেশি দিন সময় লাগবে না। পাশাপাশি দক্ষ ও অভিজ্ঞ লোকের সাথে পরামর্শ করা বিভিন্ন ওয়েবসাইট এবং ইন্টারনেটের মাধ্যমে সহযোগিতা নিলে খুব দ্রুতই ভালোভাবে একজন দক্ষ অভিজ্ঞ হতে পারবেন।

IFXmehedi
2021-10-19, 10:56 AM
পৃথিবীতে সবচেয়ে সহজতম বিজনেস ফরেক্স অন্যদিকে ধরা যায় সবচেয়ে এরিকসন বিজনেস হচ্ছে ফরেক্স। ফরেক্স শিখতে কতটা সময় লাগে এটা ভালোভাবে জানতে হলে প্রথমত ফরেক্স এ কাজ করতে হবে ধীরে ধীরে করে যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি ইনভেস্ট করে আপনি আপনি ফরেস্ট আয়ত্তে নিতে পারবেন তাই শেখার কোন শেষ নেই যদি না আপনি ফরেক্স করা বন্ধ করেন । তবে হ্যাঁ ফরেক্সের যে বেসিক বিষয়গুলো রয়েছে সে গুলো সম্পর্কে ভালভাবে জানতে এবং বুঝতে গেলে কমপক্ষে এক বছর নিয়মিতভাবে সময় দেয়া প্রয়োজন বলে আমি মনে করি ।

samun
2022-01-31, 04:55 PM
ফরেক্স শেখার কোন নির্দিষ্ট সময় নেই। এই কাজ একবারে কেউ শিখতে পারবে না। ক্রমানুসারে পর্যায়ক্রমে এই কাজ শিখতে হয়। ফরেক্স মার্কেট থেকে প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিক্ষা অর্জন হয়। একবারে আয়োত্ত করা কারো পক্ষে সম্ভব নয়। যারা অনেক বছর ধরে ফরেক্স করছে তারা এখনো শিখছি। ফরেক্স শেখার প্রচুর আগ্রহ থেকে থাকে এবং আপনি যদি খুব সহজে সমস্ত জ্ঞান আয়ত্ত করে নিতে পারেন তাহলে বলব অল্প সময়ের মধ্যেই আপনি ফরেক্স সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করতে পারবেন,এবং সেই প্রাথমিক ধারণা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছয় মাস থেকে এক বছরের মধ্যে খুব ভালোভাবে ফরেক্স সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারবেন।কিন্তু আপনার যদি ফরে শেখার ব্যাপারে তেমন কোন আগ্রহ না থাকে এবং আপনি যদি খুব ভালো হবে এটা কে রিসিভ করতে না পারেন, তাহলে আপনি বছরের পরে বছর সময় দিয়েও ফরেক্স সম্পর্কে সঠিক ভাবে শিখতে পারবেন না।

Mas26
2022-01-31, 05:27 PM
ফরেক্স শিখতে সময় বেশী লাগে না কিন্তু অভিজ্ঞতা এবং লাভজনক ট্রেডার হতে সময় লাগে অনেক। আসলে ফরেক্স এর জন্য প্রয়োজন সঠিক জ্ঞান এবং অভিজ্ঞতা যা কিনা অল্প দিনে সম্ভব নয় ফরেক্স থেকে যদি ভাল কিছু নিতে চান তাহলে ধৈর্য্য সহকারে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে এবং স্টাডি করার প্রয়োজন, বিভিন্ন বিষয়ের উপর জানতে হবে। শুধু জানলেই হবে না সেগুলো এক এক করে ডেমো ট্রেড এ এপ্লাই করে এটার রেজাল্ট কেমন হলো সেটা দেখতে হবে। অর্থাত ফরেক্স সম্পূর্ন পরীক্ষা নির্ভর পেশা, আপনাকে দীর্ঘদিন প্রচেষ্টার মাধ্যমে এটাকে আপনার আত্মস্ত করতে হবে।

samun
2022-03-27, 10:11 AM
ফরেক্স শেখা এটা তার অভিজ্ঞতার উপর নিভ্রর করে। এটা আসলে যারা মন দিয়ে শিখবে তাদের অল্প কিছু দিন সময় লাগবে। হ্যা অনেকে প্রথম প্রথম এটার কিছু বোঝে না এটা যেখন তারা দেখবে তখন থেকে আর করতে চাইবে না আসলে এটা কঠিন। কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারেনা ফরেক্স কত দিনে শেখা যাবে। তবে যত সময়ই লাগে না কেন সঠিকভাবে যদি ফরেক্স শেখা যায় তাহলে সেটাই কাজে লাগবে অথবা অল্প বিদ্যা নিয়ে মাঠে নামলে খুব সহজেই ছিটকে যাবেন। সাধারণত এবারে যে প্রকৃতির ট্রেডারের কিংবা ফোরাম পোস্ট দেন সাধারণতঃ চার থেকে ছয় মাসের মধ্যে ফোরএক্স সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করার কথা এবং আমি মনে করি এই চার থেকে ছয় মাস যথেষ্ট একজন ভালো শিক্ষক হওয়া

IFXmehedi
2022-03-28, 11:51 AM
আপনি যদি আমাকে এই প্রস্ন করে যে ফরেক্স ট্রেডিং শিখতে কত দিন লেগেছে তাহলে আমি বলব যে আপনি যে আপনি ভুল প্রস্ন করেছেন। কারণ শুধু ট্রেড ওপেন ক্লোজ করতে পারা মানেই ফরেক্স শেখা নয়। একজন ফরেক্স ট্রেডার তখনই সে দাবি করতে পারে যে সে ফরেক্স শিখছে যখন সে এমন ট্রেডিং স্ট্রেটেজি আবিস্কার করে যে ট্রেডিং স্ট্রেটেজি দিয়ে সে প্রতিনিয়ত প্রফিট করতে পারছে। একজন ট্রেডারের সফলতা এখানেই। আর এমন ট্রেডিং স্ট্রেটেজি তৈরি করতে যুগযুগ লেগে যায়। তাই আমি বলব যে ফরেক্স শিখতে যুগযুগও লাগতে পারে। তাই মাস বা বছর হিসাব করে লাভ নেই।

ভাই আমি বিশ্বাস করি যে কোন কিছু শেখার জন্য প্রকৃত অর্থে কখনোই নির্দিষ্ট সময় বা সময়কে বেঁধে দেয়া সম্ভব হয় না । শেখার বিষয়ে একেকজনের একেকরকম সময় লাগবে এটাই স্বাভাবিক । সকলের ধারণক্ষমতা একরকম হয় না এবং সকলের পরিশ্রম করার সামর্থ্য কখনো একরকম হয় না । তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে সঠিকভাবে কাজ শেখার জন্য সময়কে গুরুত্ব না দিয়ে বরং আমাদের পরিশ্রমকে বেশি গুরুত্ব দিতে হবে । পরিশ্রম করতে পারলে একদিন না একদিন সফল হওয়া যাবে এবং এর সাথে অবশ্যই ধৈর্য ধরতে হবে । অনেক সময় দেখা যায় কেউ দুই তিন মাসের মধ্যে শিখে যায় আবার কারো ক্ষেত্রে 6 মাস সময় লেগে যায় । তাই আমি বলবো কাজ শেখার ক্ষেত্রে ধৈর্যহীন না হয়ে বরং সঠিক ভাবে পরিশ্রম করে ও সময়কে কাজে লাগিয়ে কাজ করা উচিত ।

FRK75
2022-10-08, 09:50 PM
ফরেক্স একটি লং টাইম প্রসেস,তাই ফরেক্স শিখতে কত সময় লাগবে সঠিক ভাবে বলা সম্ভব নয়,কিন্তু ফরেক্স ভালো ভাবে শিখতে কমপক্ষে ২ বছর সময় লাগবে,কিন্তু আমি মনে করি ফরেক্স শিখতে কত সময় লাগবে এই টা ডিপেন্ড করে থাকে একজন ট্রেডার এর উপর,আপনি যত তাড়াতাড়ি সব বুঝতে পারবেন ততো তারাতাড়ি শিখতে পারবেন ফরেক্স।যে যত বেশী শিখতে পারবো সেততো বেশী সে বিষয়ে অভিজ্ঞ হয়ে উঠবে।তাই আগে ভালো করে শিখতে হবে।শেখার জন্য অনেক ওয়েব সাইড।ওয়েব পেজ।ইউটিউব ভিডিও ও গুগোল রয়েছে।শেখার জন্য একে জনের একরকম সময় লাগে।৬-১০মাসেও কেউ শেখে।আবার ৩মাসেও কেউ শিখে ফেলে।যে যেভাবে গ্রহণ করতে পারে। সবার মেধাশক্তি তো আর এক নয়।তাই সবার আলাদা আলাদা সময় লাগে।তবে ডেমো শিখতে বেশী সময় লাগে না।

Mas26
2022-10-08, 10:36 PM
ফরেক্স শিখতে সময় বেশী লাগে না কিন্তু অভিজ্ঞতা এবং লাভজনক ট্রেডার হতে সময় লাগে অনেক। আসলে ফরেক্স এর জন্য প্রয়োজন সঠিক জ্ঞান এবং অভিজ্ঞতা যা কিনা অল্প দিনে সম্ভব নয় ফরেক্স থেকে যদি ভাল কিছু নিতে চান তাহলে ধৈর্য্য সহকারে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে এবং স্টাডি করার প্রয়োজন, বিভিন্ন বিষয়ের উপর জানতে হবে। শুধু জানলেই হবে না সেগুলো এক এক করে ডেমো ট্রেড এ এপ্লাই করে এটার রেজাল্ট কেমন হলো সেটা দেখতে হবে। অর্থাত ফরেক্স সম্পূর্ন পরীক্ষা নির্ভর পেশা, আপনাকে দীর্ঘদিন প্রচেষ্টার মাধ্যমে এটাকে আপনার আত্মস্ত করতে হবে

mdzahidhasan
2022-10-22, 04:40 PM
ফরেক্স ট্রেডিং শিখতে কি পরিমান সময় প্রয়োজন সেটা নির্ভর করে একজন ট্রেডার কি পরিমাণ সময় ফরেক্সে দিতে পারবে । ফরেক্স ট্রেডিং বিজনেস পুরাটাই হচ্ছে পড়াশোনা এবং প্র্যাকটিসের ব্যবসা । ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই ভালোভাবে ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা লাভ করতে হবে এবং ডেমো প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। আপনি যদি ভালোভাবে ফরেক্স শিখে ডেমো অ্যাকাউন্টে প্রফিট করতে পারেন তাহলেই আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো ভাবে জানেন ধরে নিতে পারবেন। ডেমো একাউন্টের পারফরম্যান্সের উপরে নির্ভর করবে আপনি ফরেক্স কতটুকু শিখেছেন। তবে সাধারণত শেখার জন্য তিন থেকে ছয় মাস সময় দেওয়া উচিত।

Mas26
2023-06-28, 12:09 AM
এখানে কখনোই নিশ্চিত হয়ে বলা যায় না যে আপনার প্রতিষ্ঠিত হতে কতটুকু সময়ের প্রয়োজন লাগবে এবং এর কোনোও নির্দিষ্ট সময়সীমা নাই৷যার মেধা-মগজ-ব্রেইন-ধৈর্য্য যেমন তার তেমন সময় লাগতে পারে৷এই মার্কেটে যদি আপনি পেশাদার ট্রেড করতে চান তাহলে প্রথমে আপনাকে ফরেক্স ট্রেডিং এর কলাকৌশল সম্পর্কে সকল থিউরিটিক্যাল বিষয়গুলো জানতে হবে,শিখতে হবে এবং বুঝতে হবে৷এজন্য আমাদের ফোরাম সহ অন্যান্য বিভিন্ন ফোরাম থেকে স্টাডি করতে হবে,ফরেক্সের উপর বিভিন্ন ই-বুক থেকে শিখতে হবে,ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য ভিডিও টিউটোরিয়াল দেখতে হবে -শিখতে হবে,আমাদের ইন্সটাফরেক্স ব্রোকারেও ভিডিও টিউটোরিয়াল রয়েছে সেগুলো দেখতে পারেন-শিখতে পারেন৷অনলাইন থেকে ঘেঁটে ঘেঁটে শিখতে হলে অনেক সময়ের প্রয়োজন হবে৷এরপর যা যা শিখলেন তার সবকিছুই ডেমো অ্যাকাউন্টে দীর্ঘদিনব্যাপী প্রয়োগ করতে হবে৷কারন ফরেক্স মার্কেটে নিয়মিত প্রফিটেবল ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই একটি কার্যকরী,বাস্তবসম মত এবং সঠিক ট্রেডিং স্ট্রাটেজি নিশ্চিত করতে হবে৷এর জন্য অনেকেই দীর্ঘ কয়েক বছর সময় স্টাডি করে থাকেন৷

FRK75
2024-02-20, 10:41 PM
যে আসলেই কতদিন সময় লাগবে একথা কেউই বলতে পারবেনা।তবে এটা নির্ভর করে ট্রেডার ট্রেডিং কৌশল এবং স্কিলের উপর। আপনি যদি ভালো ট্রেড বুঝতে পারেন আপনার মাথায় যদি ট্রেড সম্বন্ধে ভালো ধারণা আসে আপনি দ্রুত বুঝবেন তবে এটা ঠিক কতদিন লাগে কেই বলতে পারেনা।আপনাকে ফরেক্স এ সফল হতে হলে আপনাকে ফরেক্স সম্পর্কে ভাল ধারণা অর্জন করতে হবে।সব ধরনের এনালাইসিস করা জানতে হবে।কখন ট্রেড এন্টি করবেন বাই এ করবেন না সেলে এগুলো জানতে হবে।মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে।কখন স্টপলস কখন টেকপ্রফিট ব্যবহার করবেন জানতে হবে।এভাবে সবকিছু জেনে আপনি ডেমোতে প্র্যাক্টিস করলে আপনি ফরেক্স এ দক্ষ হতে পারবেন তখন লাভ ও করতে পারবেন। এজন্য নির্দিষ্ট কোন সময় নয় আপনার ট্রেডিং কোয়ালিটি যত ভাল হবে তত দ্রুত আপনি ফরেক্স ভালভাবে শিখতে পারবেন।একজন নতুন ফরেক্স ট্রেডার কতদিনে ফরেক্স শিখতে পারবে যে সময় নির্ভর করবে সেটা তাঁর জ্ঞানের উপর নির্ভর করবে। কারণ এমন অনেকেই রয়েছে যারা ছয় মাস করে শিখতে পারে আবার অনেকে রয়েছে এক বছরের করে শিখতে পারি। শুরু থেকে ফরেক্স বিষয়ে পড়াশোনা স্টাডি করার পর পাশাপাশি যদি আমার একাউন্টে ন্যূনতম চার থেকে ছয় মাস অনুশীলন করা উচিত। তাই কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারেনা ফরেক্স কত দিনে শেখা যাবে। তবে যত সময়ই লাগে না কেন সঠিকভাবে যদি ফরেক্স শেখা যায় তাহলে সেটাই কাজে লাগবে অথবা অল্প বিদ্যা নিয়ে মাঠে নামলে খুব সহজেই ছিটকে যাবেন।

Mas26
2024-02-21, 09:45 AM
এখানে কখনোই নিশ্চিত হয়ে বলা যায় না যে আপনার প্রতিষ্ঠিত হতে কতটুকু সময়ের প্রয়োজন লাগবে এবং এর কোনোও নির্দিষ্ট সময়সীমা নাই৷যার মেধা-মগজ-ব্রেইন-ধৈর্য্য যেমন তার তেমন সময় লাগতে পারে৷এই মার্কেটে যদি আপনি পেশাদার ট্রেড করতে চান তাহলে প্রথমে আপনাকে ফরেক্স ট্রেডিং এর কলাকৌশল সম্পর্কে সকল থিউরিটিক্যাল বিষয়গুলো জানতে হবে,শিখতে হবে এবং বুঝতে হবে৷এজন্য আমাদের ফোরাম সহ অন্যান্য বিভিন্ন ফোরাম থেকে স্টাডি করতে হবে,ফরেক্সের উপর বিভিন্ন ই-বুক থেকে শিখতে হবে,ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য ভিডিও টিউটোরিয়াল দেখতে হবে -শিখতে হবে,আমাদের ইন্সটাফরেক্স ব্রোকারেও ভিডিও টিউটোরিয়াল রয়েছে সেগুলো দেখতে পারেন-শিখতে পারেন৷অনলাইন থেকে ঘেঁটে ঘেঁটে শিখতে হলে অনেক সময়ের প্রয়োজন হবে৷এরপর যা যা শিখলেন তার সবকিছুই ডেমো অ্যাকাউন্টে দীর্ঘদিনব্যাপী প্রয়োগ করতে হবে৷কারন ফরেক্স মার্কেটে নিয়মিত প্রফিটেবল ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই একটি কার্যকরী,বাস্তবসম মত এবং সঠিক ট্রেডিং স্ট্রাটেজি নিশ্চিত করতে হবে৷এর জন্য অনেকেই দীর্ঘ কয়েক বছর সময় স্টাডি করে থাকেন৷