PDA

View Full Version : Exotics পেয়ার কি?



Debdas50
2018-01-21, 10:18 PM
যেমন GBP/CHF, EUR/CHF, EUR/JPY, NZD/JPY, CAD/JPY Majors ও Crosses পেয়ার বাদ দিলে শেষে যে পেয়ারগুলো থাকে সেগুলোকে বলা হয় Exotics পেয়ার। Exotics পেয়ার গুলোতে প্রধান কারেন্সির সাথে পরিপূরক হিসেবে কোন emerging market এর কারেন্সি থাকে ...

jasminbd
2018-05-24, 04:04 PM
এক্সটিক কারেন্সি পেয়ারঃ এই পেয়ার মুলত গঠিত হয় মার্কিন ডলার অর্থাৎ usd এর সাথে উন্নয়নশীল এবং ছোট উন্নত দেশের কারেন্সির সমন্বয়ে। এই পেয়ারগুলো সাধারণত মেজর এবং মাইনর এর প্রতিনিয়ত ট্রেড হয়না, তাই মার্কেতে লিক্যুইডিটির অভাবে এই পেয়ারের ট্রেডিং খরচ মেজর বা মাইনর পেয়ারের তুলনায় বেশী হতে। উন্নয়নশীল দেশ যেমন- হংকং, থাইল্যান্ড, মেক্সিকো, সিঙ্গাপুর ইত্যাদি দেশ গুলোর সমনয়ে। এক্সটিক কারেন্সি পেয়ার হল, usd/hkd, usd/sgd, usd/mxn usd/dkk, ইত্যাদি।