PDA

View Full Version : ক্রস পেয়ার কি?



Debdas50
2018-01-21, 10:21 PM
যেমনঃ eur/usd, gbp/usd, usd/jpy, aud/usd ইত্যাদি। লক্ষ্য করুন, এগুলোর প্রত্যেকটিতেই কিন্তু দুটো কারেন্সির একটি হচ্ছে ডলার (usd)। যখন একটি কারেন্সি পেয়ারের দুটো কারেন্সির কোনটিই ডলার নয়, তখন তাকে বলা হয় ক্রস কারেন্সি পেয়ার বা কারেন্সি ক্রস পেয়ার। অনেকে, আদর করে শুধু ক্রস নামেও ডাকে। কয়েকটি জনপ্রিয় ক্রস কারেন্সি পেয়ারঃ eur/jpy, gbp/jpy, eur/gbp ইত্যাদি।