PDA

View Full Version : কিভাবে পিনবার চিনবেন?



majeed
2018-01-22, 03:15 AM
• ওপেন বা ক্লোজ হবে পূর্ববর্তী ক্যান্ডেল এর মধ্যে।
• ক্যান্ডেল বডি’র তুলনায় বার হতে অন্তত তিনগুন বেশি লম্বা।
• আশপাশের ক্যান্ডেলের চেয়ে এই ক্যন্ডেলের বার অনেক বড় থাকবে।
সবগুলো পিন বারের সাইজ কখনো একই হবে না, পিন।

Mamun13
2018-05-04, 09:51 PM
পিনবারের আকৃতি হবে সাধারণত বডির তুলনায় তিনগুণ বড় লম্বা অর্থাৎ একটি লম্বা পেরেকের মত দেখা যায় যা লম্বা টেইল আকৃতির৷সাধারনত support/resistance level গুলোতে এই ধরনের পিনবার তৈরি হয়ে থাকে৷রেসিসট্যান্স লেভেল গুলোতে যখন ট্রেডারগণ তাদের রানিং ট্রেডগুলো ক্লোজ করে দেন তখন এই ধরনের পিনবার দেখা যায় যাকে আমরা shooting star বলে থাকি৷আবার সাপোর্ট লেভেল গুলোতে যখন ট্রেডারগণ তাদের রানিং ট্রেডগুলো ক্লোজ করে দেন তখন যে ধরনের পিনবার দেখা যায় তাকে আমরা বলে থাকি Hammer বলে থাকি৷পিনবারকে সাধারণত indecision কেন্ডেল বলা হয় অর্থাৎ পিনবারের অর্থই হলো রিভার্সাল ইন্ডিকেট করা৷

jasminbd
2018-05-10, 12:22 PM
উপরে সাবই পিনবার এর ভাল ব্যাখা দিয়েছে তাই আপনি আর পিনবার নিয়ে নতুন করে কিছু বললাম না। তবে একটি ইনডিকেটর আপাদের সাথে শেয়ার করছি যা পিনবার চিনতে সাহায্য করবে। এই ইনডিকেটরটি চার্টের পিনবারগুলো দেখিয়ে দেয়। যারা নতুন এবং তারা এটি প্লাটফর্মে যুক্ত করে দেখতে পারেন।

পিনবার
https://www.forextraders.com/wp-content/uploads/2016/11/resizedimage450325-PINBAR.gif

দুঃখিত ফোরাম কোন ফাইল Attach করা যাচ্ছে না। Attach করা গেলে আমি দিয়ে দিব।

expkhaled
2018-05-10, 05:53 PM
পিনবার সাধারনত স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এ তৈরী হয় যখন ট্রেন্ড এর বিপরীত দিকে যেতে থাকে। পিনবারে লজিক হলো বর্তমানে যে প্রাইজ চলমান আছে সেই প্রাইজ এর রিজেকশন। যদি আপট্রেন্ড হয় তাহলে বায়ার গন তাদের ট্রেড গুলো ক্লোজ করতে থাকেন এই অবস্থায় আর যদি ডাউনট্রেন্ড হয় তাহলে সেলার গন তাদের ট্রেড গুলো ক্লোজ করতে থাকেন তাই পিনবারের উপস্থিতি ঘটে। তবে যেকোন পিনবার ট্রেড করার অাগে কনফার্মেশন এর প্রয়োজন আছে। পিনবারের পরের ক্যান্ডেল পুরা হওয়ার পর ট্রেড নেওয়া উচিত। আর একাধিক পিনবার মানে কনফার্ম ট্রেন্ড ব্যাক। পিনবারকে আমরা হ্যামারও বলে থাকি।

hasem79
2018-05-11, 12:36 PM
আহারে পিনবার! হ্যামারও নাকি পিন বার! আসলেই জানার কোন শেষ নেই তাই জানার চেষ্টা আর করি না। এখন এত এত না জেনে খালি ট্রেড এর স্কোপ খুজি। গত মাসে ডলার ইয়েন পেয়ারে এই সব না খুজে ট্রেড করে বেশ ভাল পরিমাণে প্রফিটও করেছি। এখন থেকে আর এসব পড়াশোনার ধার ধারব না - খালি ট্রেড করলেও চলবে।

uzzal05
2018-05-29, 08:56 AM
āĻāĻ•āĻŸāĻŋ āĻ¸āĻ āĻŋāĻ• āĻĒāĻŋāĻ¨āĻŦāĻžāĻ°ā§‡ āĻŸā§āĻ°ā§‡āĻĄ āĻ•āĻ°āĻ¤ā§‡ āĻĒāĻžāĻ°āĻ˛ā§‡ āĻ…āĻ¨ā§āĻ¯āĻžāĻ¨ā§āĻ¯ āĻ¸āĻŋāĻ—ā§āĻ¨āĻžāĻ˛ā§‡āĻ° āĻšā§‡ā§Ÿā§‡ āĻŦā§‡āĻļāĻŋ āĻĒā§āĻ°āĻĢāĻŋāĻŸ āĻ•āĻ°āĻž āĻ¯āĻžā§ŸāĨ¤ āĻāĻ•āĻŸāĻŋ āĻ­ā§āĻ¯āĻžāĻ˛āĻŋāĻĄ āĻĒāĻŋāĻ¨āĻŦāĻžāĻ°ā§‡āĻ° āĻ…āĻ¨ā§‡āĻ• āĻŦā§œ āĻļā§‡āĻĄā§‹ āĻĨāĻžāĻ•āĻŦā§‡āĨ¤ āĻŦāĻĄāĻŋ ā§‡āĻāĻ° āĻ¤ā§āĻ˛āĻ¨āĻžā§Ÿ āĻĻā§āĻŦāĻŋāĻ—ā§āĻ¨ āĻļā§‡āĻĄā§‹ āĻĨāĻžāĻ•āĻŦā§‡āĨ¤ āĻ†āĻ° āĻŦā§œ āĻĒāĻŋāĻ¨āĻŦāĻžāĻ°āĻ—ā§āĻ˛ā§‹ āĻŽāĻžāĻ°ā§āĻ•ā§‡āĻŸ āĻ āĻ…āĻ§āĻŋāĻ• āĻ¸āĻŽā§Ÿ āĻ•āĻžāĻœ āĻ•āĻ°ā§‡āĨ¤

shohedullaearn
2023-07-27, 11:50 AM
āĻĒāĻŋāĻ¨ āĻŦāĻžāĻ° āĻ•āĻŋāĻ¤āĻž āĻ­āĻžāĻ˛ā§‹ āĻ•āĻ°ā§‡ āĻšā§‡āĻ¨āĻžāĻ¨ā§‹āĻ° āĻœāĻ¨ā§āĻ¯ āĻ†āĻŽāĻžāĻ° āĻ¸āĻŋāĻ¨ā§‡āĻŽāĻžāĻ° āĻ­āĻžāĻ‡ āĻ…āĻ¨ā§‡āĻ• āĻ§āĻ¨ā§āĻ¯āĻŦāĻžāĻĻāĨ¤ āĻāĻŦāĻ‚ āĻāĻ‡ āĻ¤āĻŋāĻ¨āĻŦāĻžāĻ° āĻ¸āĻŽā§āĻĒāĻ°ā§āĻ•ā§‡ āĻ†āĻ°ā§‹ āĻ§āĻžāĻ°āĻŖāĻž āĻ…āĻ°ā§āĻœāĻ¨ āĻšāĻ˛ā§‹ āĻ†āĻŽāĻžāĻ° āĻ¯āĻžāĻ° āĻœāĻ¨ā§āĻ¯ āĻ­āĻŦāĻŋāĻˇā§āĻ¯āĻ¤ā§‡ āĻ†āĻŽāĻžāĻ° āĻāĻ‡ āĻ—ā§āĻ˛ā§‹ āĻŦā§āĻ¯āĻŦāĻšāĻžāĻ° āĻ•āĻ°ā§‡ āĻŸā§āĻ°ā§‡āĻ¨āĻŋāĻ‚ āĻ•āĻ°āĻ¤ā§‡ āĻ¸ā§āĻŦāĻŋāĻ§āĻž āĻšāĻŦā§‡āĨ¤

Luckyboy
2023-07-27, 02:21 PM
āĻ†āĻŽāĻŋ āĻœāĻžāĻ¨āĻŋāĻ¨āĻž āĻ†āĻ¸āĻ˛ā§‡ āĻ¤āĻŋāĻ¨āĻŦāĻžāĻ° āĻ•ā§āĻ¯āĻžāĻ¨ā§āĻĄā§‡āĻ˛ āĻ•āĻŋāĻ­āĻžāĻŦā§‡ āĻšāĻŋāĻ¨āĻ¤ā§‡ āĻšāĻŦā§‡ āĻŦā§āĻāĻ¤ā§‡ āĻšāĻ¯āĻŧ āĻāĻ–āĻ¨ā§‹ āĻĢāĻ°ā§‡āĻ•ā§āĻ¸ āĻ¨āĻ¤ā§āĻ¨ āĻ¤āĻžāĻ‡ āĻ†āĻŽāĻŋ āĻ†āĻ¸āĻ˛ā§‡ āĻ­āĻžāĻ˛ā§‹āĻ­āĻžāĻŦā§‡ āĻœāĻžāĻ¨āĻŋāĻ¨āĻž āĻ¯ā§‡ āĻ•āĻŋāĻ­āĻžāĻŦā§‡ āĻĒāĻŋāĻ¨āĻŦāĻžāĻ° āĻĻāĻŋāĻ¯āĻŧā§‡ āĻŸā§āĻ°ā§‡āĻĄ āĻ•āĻ°āĻž āĻšāĻ¯āĻŧ āĻ¤āĻŦā§‡ āĻāĻ‡ āĻŦāĻŋāĻˇāĻ¯āĻŧāĻŸāĻž āĻ†āĻŽāĻŋāĻ“ āĻœāĻžāĻ¨āĻžāĻ° āĻœāĻ¨ā§āĻ¯ āĻ–ā§āĻŦ āĻ‡āĻšā§āĻ›ā§āĻ•āĨ¤