PDA

View Full Version : কিভাবে মার্কেট ট্রেন্ড খুজবেন?



majeed
2018-01-22, 03:28 AM
ট্রেন্ড খুজতে হলে আপনাকে অবশ্যই হায়ার টাইমফ্রেমেই খুজতে হবে (h4, d1, w1) । লোয়ার টাইমফ্রেমে আপনি ট্রেন্ড এর পরিষ্কার কনফার্মেশন পাবেন না।

01797733223
2018-01-22, 01:24 PM
ভাই এখানে আপনাকে ট্রেন্ড খুঁজে পেতে সাহাজ্য করবে যেটা সেটা হল আপনি এখানে সরাসরি মার্কেটটাকে h4 অথবা d1 চার্টে নিয়ে মার্কেটের এভারেজ মুভমেন্টটা এই ধরেন যে বিগত এক কিংবা দুই মাসের চার্ট ওপেন করলেই হবে, তাহলে খুব সহজেই আপনি মার্কেটের সঠিক ট্রেন্ডটা খুঁজে পাবেন অথবা আপনি দেখলেই বুঝতে পারবেন আশা করা যায়। সুতরাং এভাবেই মার্কেটের ট্রেন্ড খুঁজবেন।

expkhaled
2018-01-22, 02:09 PM
মার্কেট এর ট্রেন্ড খুজতে হলে কয়েকটি পদ্ধতি আছে। যেমন : মুভিং এভারেজ দিয়ে সহজ ভাবে দেখতে পারেন, আবার হাইয়ার টাইমফ্রেমে গিয়ে দেখতে পারবেন, মার্কেট জুম আউট করে সরাসরি দেখতে পারেন মার্কেট ট্রেন্ড। সঠিক ট্রেডিং করতে হরে প্রথমে চিনতে হবে ট্রেন্ড এবং ট্রেন্ড অনুযায়ী আপনার ট্রেড করতে হবে। ট্রেন্ড এর বিপরীত কথনও ট্রেড করতে নেই সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা বেশী সুতরাং যখন যেভাবে ট্রেড করেন না কেন? আপনার ট্রেন্ড এর সঙ্গেই থাকতে হবে।

Mamun13
2018-05-03, 11:27 PM
যেহেতু ফরেক্স মার্কেটে একটি কথা সবসময়ই স্মরণ রাখতে হবে তা হল “trend is our friend” অর্থাৎ ট্রেন্ডের সাথেই আমাদেরকে ট্রেড করে যেতে হবে৷কখনোই ট্রেন্ডের বিপরীতে ট্রেড করা উচিৎ নয়৷তাই ট্রেন্ডকে পরিষ্কারভাবে খুঁজে বের করতে হলে অবশ্যই হায়ার টাইমফ্রেম-MN,W1 এবং D1 চার্ট ইত্যাদিতে সঠিকভাবে এনালাইসিস করে নিশ্চিত হতে হবে৷দেখতে হবে trend আপট্রেন্ডে রয়েছে না ডাউনট্রেন্ডে রয়েছে নাকি রেনঞ্জিং অবস্থায় রয়েছে ?? যদি কোনো পেয়ারের ট্রেন্ড আপট্রেন্ডে থাকে তাহলে পরিস্কার বুঝবেন ট্রেডারগণ মার্কেটে সংশ্লিষ্ট পেয়ারটিতে Buy এন্ট্রি করছেন আর যদি ডাউনট্রেন্ডে থাকে তাহলে পরিস্কার বুঝবেন Sell এন্ট্রি করছেন৷আর যদি দেখেন price কোনো নির্দিষ্ট রেন্জের ভিতরে সাইডওয়েতে ঘোরাফেরা অবস্থায় রয়েছে তাহলে বুঝবেন ট্রেড করার জন্য ট্রেডারগণ এই সময়ে অপেক্ষায় রয়েছেন এবং অর্থাৎ ট্রেড করা থেকে বিরত রয়েছেন৷এগুলো পরিষ্কার দেখে শুনে বুঝে আপনাকেও নিশ্চিত হতে হবে এবং সেই অনুযায়ী ট্রেন্ড বুঝেই ট্রেড করতে হবে৷

uzzal05
2018-05-31, 10:04 AM
মার্কেট ট্রেন্ড বুঝার জন্য মুভিং এভারেজ ভালো কাজ করে। এর সাথে ম্যাকডি ইন্ডিকেটরটি ব্যবহার করা যেতে পারে। কারন মার্কেট এই ইন্ডিকেটরটি একটি ট্রেন্ডিং ইন্ডিকেটর। এর সাথে পছন্দমত ৮,২১,৫০ এক্সপনেনশিয়াল মুভিং এবারেজ ব্যবহার করা যেতে পারে।

mdsakil
2018-05-31, 11:33 AM
ছোট টাইম ফ্রেমের সঠিক ভাবে যেমন মাকের্ট বুঝাযায় না তেমন লাভ খুবই কম হয়। বিশেষ কোন সমায় ছাড়া বড় কোন নিউজ থাকলে ছোট টাইমফ্রেম ব্যাবহার করা যেতে পারে। দীর্ঘ টাইম ফ্রেমে সঠিক ভাবে মাকের্টের মুভমেন্ট বুঝা সম্ভাব হয়। তবে ভারি ব্যালেন্স না হলে বড় টাইম ফ্রেম ব্যাবহার করা সম্ভাব নয়। কারন মাকের্ট বাই শক্তিশালী থাকলেও ৫০ পিপস সেলে যেতে পারে। তবে অনেকে ব্রেক আউট ট্রেডও করে থাকে আমার এটা পছন্দ।

iloveyou
2018-09-06, 07:23 PM
এটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই মার্কেটের সঠিক ট্রেন্ড বের করা জন্য আপনাকে মার্কেটের প্রতিটি টাইমফ্রেমের চার্টগুলোকে একটু মিনিমাইজ করে অর্থাৎ* আপনার স্ক্রীনের মধ্যে ছোট করে নিয়ে মার্কেটটিকে দেখতে হবে, তাহলে খুব সহজেই আপনি মার্কেটের এভারেজ মুভমেন্ট কোনদিকে সেটা বুঝতে পারবেন এবং এটা আপনাকে সঠিক ট্রেন্ডটা খুঁজে পেতে কিংবা বুঝতে সহায়তা করবে।