View Full Version : ট্রেডিং এর ক্ষেত্রে যা খুবই বিপদজনক
majeed
2018-01-22, 03:34 AM
আমাদের অনেকেরই একটা অভ্যাস আছে যে মার্কেট কিছুটা আপ হলেই সেল দিয়ে দেই । আর কিছুটা ডাউন হলেই বাই দিয়ে দেই । ভাল করে জেনে রাখুন, এটা কিন্তু ট্রেন্ড মার্কেটে খুবই বিপদজনক একটি খেলা কারণ যদি আপনার এন্ট্রিটা বিপরীতে পড়ে যায় । আপট্রেন্ডে কখনো সেল দেয়ার চেষ্টা করবেন না যতক্ষণ পযর্ন্ত না আপনার এনালাইসিস বা ক্যান্ডেল আপনাকে সিগন্যাল দিচ্ছে । সেইসাথে ডাউনট্রেন্ডে কখনো বাই দেয়ার চেষ্টা করবেন না ।
Shadhin
2018-01-22, 10:40 AM
ফরেক্স ট্রেড করার ক্ষেত্রে আমাদের সবার একটা বদ অভ্যাস আছে ফরেক্স মার্কেট করার ক্ষেত্রে আমরা কিছু একটা হলেই সেল করে দি আর ভাল কিছু হলে আর বেশি বেশি করে থাকি আবার যদি খারাপ হয় তাহলে আমরা বাই বলে দি কিন্তু এটা একদমই ঠিক না ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে আগে জানতে হবে এটার ঝুকি সম্পর্কে কি করতে আপনি এটার বিপদ এড়াতে পারবেন তাই আগে আপনাকে সবার আগে জিনিস টা বুঝতে হবে আর সেই অনুযায়ি কাজ করতে হবে
01797733223
2018-01-22, 01:04 PM
হ্যা ভাই আপনি একেবারে সঠিক কথাই তুলে ধরেছেন। কেননা আমাদের মাঝে এরকম অনেক ট্রেডার আছেন যারা কিনা এভাবেই কোন এনালাইসিস ছাড়া ট্রেড করে থাকেন। তারা কোন পদ্ধতি অনুসরণ করতে চাননা। তাদের টেনডেনসি সাধারণত ওয়ান টু, ওয়ানটু টাইপের হয়ে থাকে, মানে হল মার্কেটকে যদি একটু উপরে যেতে দেখে তাহলে তাড়াতাড়ি করে একটা বাই কিংবা নিচে নামতে দেখলেই সেল ট্রেড ওপেন করতে পারলেই যেন বাঁচে। এরকম চিন্তাভাবনা তাদের। আসলে তারা স্থির না, তাদের ধৈর্য কূলায় না। তাই সাবধান, এটা ট্রেডিং এর জন্য খুবই বিপদজনক।
expkhaled
2018-01-22, 03:05 PM
ফরেক্স ট্রেডিং মানেই অনেক চিন্তা ভাবনা বা এনালাইসিস করে নিতে হবে। যদি উল্টাপাল্টা ট্রেড নেওয়া হয় তাহলে সেটাতো ট্রেডিং হলো না। আপনার একাউন্টের জন্য অত্যান্ত বিপদজনক যদি এনালাইসিস না করে ট্রেড করেন। যদি দেখেন ক্যান্ডেস্টীক উপরের দিকে যাচ্ছে দেখলেই বাই অার যদি ক্যান্ডেলষ্টীক নীচের দিকে যায় তাহলে সেল দিয়ে থাকেন তাহলে সর্বনাস হবে আপনার একাউন্টের। আপনাকে আগে ট্রেন্ড দেখে কতটুকু মার্কেট যেতে পারে সে বিষয়ে আগে আইডিয়া নিয়ে তারপর ট্রেড করতে হবে।
Mamun13
2018-04-27, 09:10 PM
ফরেক্স মার্কেটে যদি প্রফিটেবল ট্রেড করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে খুব ভালোভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করা শিখতে হবে বুঝতে হবে৷টেকনিক্যাল অ্যানালাইসিস করার সময় অবশ্যই সর্বপ্রথম trend এবং support/resistance level গুলো খুব ভালোভাবে নিশ্চিত হওয়া জরুরী৷ফরেক্স মার্কেটে একটি মূল্যবান কথা রয়েছে তা হল “Trend is our friend” অর্থাৎ ট্রেন্ডের সাথে সাথে আমাদেরকে ট্রেড করতে হবে৷আপট্রেন্ডের সময় Buy এন্ট্রী করতে হবে এবং ডাউনট্রেন্ডের সময় Sell এন্ট্রী করতে হবে- বিষয়গুলো খুবই বাস্তব সত্য এবং স্বাভাবিক৷ফরেক্স মার্কেটে প্রফিটেবল ট্রেড করার প্রয়োজনে এই বিষয়গুলো অবশ্যই মেনে চলতে হবে৷ট্রেন্ডের বিপরীতে কখনোই এন্ট্রি করা যাবেনা এবং support/resistance level গুলো পরিস্কার না বুঝে কখনোই এন্ট্রী করা উচিৎ নয়৷তাই প্রথমেই দেখতে হবে ট্রেন্ড কি অবস্থায় আছে ? এবং মার্কেট প্রাইস এই মূহূর্তে সাপোর্ট লেভেলে রয়েছে না কী রেসিসট্যান্স লেভেলে রয়েছে ? এগুলো আস্তে-ধীরে নিশ্চিত হয়ে নিবেন৷
expkhaled
2018-04-29, 11:45 AM
ফরেক্স ট্রেডিং এর জন্য সবচেয়ে বিপদজনক হলো ট্রেন্ডের বিপরীতে ট্রেড এ এন্ট্রি নেওয়া। কখনও ট্রেন্ড এর বিপরীত এ ট্রেড নেওয়া উচিত নয়। অনেক সময় দেখা যায় ট্রেন্ড এ মধ্যে মার্কেট মাঝে মাঝে একটু উপরের দিকে যায় যা কিনা অনেক ট্রেডার সেটাকে ট্রেন্ড পরিবর্তনের চিহ্ন মনে করেন যা কি না ভয়ানক। আমি ও আগে এরকমই কিছু মনে করতাম অনেক সময় তবে এখন যখন একটি ট্রেন্ড শেষ হয় তার কিছু সাইন থাকে যেগুলো দেখে এবং কনফার্ম হয়ে ট্রেড নেওয়ার চেষ্টা করি। আর ট্রেড নেওয়ার সময় তারহুরা করে ট্রেড নিলে ভূল হওয়ার সম্ভাবনা থাকে।
expkhaled
2018-05-02, 06:33 PM
আসলে আমাদের কিছু ভূলের কারনে আমাদের ট্রেড গুলো লসে চলে যায়। যা কি না ভয়ানক, যেমন কখন দেখা সাপোর্ট/রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করলো এবং সেখানে একটি এন্ট্রি নিয়ে নেওয়া হলো এখানে যখন ফলস ব্রেক হবে তখন তো লস হবেই। আমাদের আসলে এই সব ফলস ব্রেক বা ট্রেন্ড পরিবর্তনের যেসব সাইন গুলো থাকে সেগুলো ভালোভাবে পর্যবেক্ষন করে ট্রেড নেওয়া উচিত। আর সব সময় একটি নেওয়ার জন্য সময় নিতে হবে তাহলে ভূলের সংখ্যা কমে যাবে।
riponinsta
2018-05-03, 07:33 PM
আমার মতে ফরেক্স মার্কেট এ মার্কেট এর ট্রেড যে দিকে থাকে সেই দিকে ট্রেড করা ভাল তার বিপরীত দিকে ট্রেড করা ভাল না এতে করে আপনার অ্যাকাউন্ট এর অনেক বড় ক্ষতি হতে পারে তাই আপনি সব সময় চেচটা করবেন মার্কেট এ ট্রেড যে দিকে থাকে সেই দিকে ট্রেড করতে তাহলে আপনি ফরেক্স মার্কেট এ কম সময় এ অনেক বেশি লাভবান হতে পারবেন ফরেক্স মার্কেট এ
uzzal05
2018-05-31, 06:09 AM
এভাবে টেড করা একদম বোকামী। কেননা একটু আপ হলে মার্কেট কিছুটা গ্যাপ পূরন করে। কিন্তু এই গ্যাপ এ টে্রড দেওয়া উচিত নয়। আর বড় মাপের গ্যাপ তৈরি হলে ট্রেড দেওয়া যেতে পারে। মার্কেঠ একেই সময়ে মানষ বাই সেল করে ডলার প্রফিট করছে।
iloveyou
2018-09-06, 07:52 PM
আপনি একদম সঠিক কথাই বলেছেন। কেননা এখানে ট্রেড করতে হলে আপনাকে একটা নিয়ম মেনে কাজ করতে হবে, অপেক্ষা করতে হবে আপনার সিস্টেম আপনাকে কোন ইঙ্গিত দিচ্ছে কি- না। তাই যদি আপনার পজিশন চলে আসে মার্কেটি আপনাকে ট্রেড নিতে বলবে, কাজেই সেই সময়টার জন্য আপনাকে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। কোন ক্রমেই ইমোশোনাল হওয়া যাবে না, ঠাণ্ডা মাথায় সঠিক জায়গায় ট্রেডগুলো নিতে হবে।
Nazmul799
2018-09-07, 12:22 AM
ফরেক্স আসলে অনেক সোজা আবার অনেক কঠিন। অনেক ক্ষেত্রে এটি বিপদজনক হতে পারে আপনার জন্য। নিচে কিছু কারন সংক্ষেপে তুলে ধরছি।
* ওভারট্রেডিং করা।
* স্টপ লস ব্যবহার না করা।
* সাপোর্ট রেজিস্ট্যান্ড সম্পর্কে ভালো ধারনা না থাকা।
* সেশন না বুঝে অজানা অচেনা পেয়ারে ট্রেড নিতে যাওয়া।
* নিয়মিত ট্রেডিং সিস্টেম বদলানো।
* সঠিক রিস্ক রিওয়ার্ড মেইনটেইন না করা।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.