View Full Version : নিজের ট্রেডিং পদ্ধতিকর উপরে বিশ্বাস
majeed
2018-01-22, 11:31 AM
একজন ট্রেডার হিসেবে আপনাকে আপনার ট্রেডিং পদ্ধতিকে অবশ্যই বিশ্বাস করতে হবে। আপনি যদি আপনার ট্রেডিং পদ্ধতির উপর পরিষ্কার ধারণা না রাখেন এবং বিশ্বাস না রাখেন তাহলে নিশ্চিত আপনি মার্কেটে ভাল করতে পারবেন না। একজন পেশাদার ফরেক্স ট্রেডার অবশ্যই তার ট্রেডিং পদ্ধতিতে বিশ্বাস করে এবং একটি ট্রেড ওপেন করার পূর্বে একটি নিয়ে কোন প্রকার দ্বিধা বোধ করেন না।
01797733223
2018-01-22, 12:15 PM
হ্যা ভাই আপনি আপনার ট্রেডিং পদ্ধতির উপর আপনার যদি পরিষ্কার ধারনা না থাকে তাহলে ট্রেডিং লাইফে সবকিছু অস্পস্ট থেকে যাবে এবং আপনি এখানে কোন কিছুই করতে পারবেন না। তাই আপানাকে আপনার ট্রেডিং স্ট্রাটিজির উপর বিস্বাস রেখে কাজ করার প্রবণতা গড়ে তুলতে হবে তানাহলে সামনে গিয়ে নিজেকে ডেবলাভ করা অনেক মুশকিল হবে। সুতরাং মার্কেটে যা কিছুই হোক বা ঘটুক না কেন আপনাকে আপনার পদ্ধতি অনুসরণ করেই সামনে এগুতে হবে।
Mamun13
2018-05-03, 11:36 PM
ট্রেডিং পদ্ধতি নিশ্চিত হওয়ার জন্যই বেশ কয়েক বছর ফরেক্স মার্কেটে নিয়মিত প্র্যাকটিস করে যেতে হয়৷দু-এক মাসের মধ্যেই আপনি আপনার ট্রেডিং নিয়ে কখনোই নিশ্চিত হতে পারবেন না অর্থাৎ অল্প সময়ের মধ্যেই আপনার ট্রেডে আত্মবিশ্বাস তৈরি হবে না৷ফরেক্স ট্রেডে নিজেকে যোগ্য করে গড়ে তোলার জন্য প্রচুর সময় ব্যয় করে নিয়মিত শিখতে হবে জানতে হবে বুঝতে হবে এবং সেগুলোকে ডেমো ট্রেডে চর্চা করতে করতে পর্যাপ্ত অভিজ্ঞতা ও যোগ্যতা অর্জন করতে হবে৷এর ফলে ধীরে ধীরে আপনার একটি প্রফিটেবল,কার্যকরী এবং সঠিক ট্রেডিং স্ট্রাটেজি তৈরি হবে৷তখন আপনি দেখবেন ডেমো অ্যাকাউন্টে আপনার নিয়মিত প্রফিট আসছে৷এভাবে দীর্ঘদিন পর আপনি একটি নির্দিষ্ট ট্রেডিং স্ট্রাটেজির ওপর আস্থাশীল হয়ে উঠবেন৷ঠিক তখনই আপনার একাউন্টে নিয়মিত প্রফিট আসবে৷তাই প্রথমে অবশ্যই আপনার ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করুন এবং এর উপর চর্চা করতে করতে আত্মবিশ্বাস তৈরি করুন৷কারণ একমাত্র আত্মবিশ্বাসই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারবে৷
expkhaled
2018-05-04, 01:37 AM
আসলে একটি ট্র্রেডিং সিস্টেম অল্প দিনে তৈরী হয় না। অনেক সময়ের প্রয়োজন, অনেক লেখাপড়ার বিষয় আছে অনেক কিছু দেখে একটি ট্রেডিং সিস্টেম গড়তে হয়। আবার সেটা ডেমোতে অনেকগুলো ট্রেড দিয়ে পরীক্ষা করে দেখতে হয় লাভ কি রকম হয় তারপর একটি ট্রেডিং সিস্টেম নিশ্চিত করতে হয়। যার জন্য আমাদের অনেক সময়ের প্রয়োজন। তাই একটি নির্ভরযোগ্য দার করাতে অনেক জানা শোনার প্রয়োজন আছে। এবং এই কারনেই ফরেক্স ট্রেডিং এ সফলতার হার কম।
uzzal05
2018-05-31, 10:01 AM
নিত্য নতুন ট্রেডিং সিস্টেম পরিবর্তন করা যাবে না। কারন একটা স্ট্রেটিজি আপনার সারা জীবন ফল দিবে। প্রতিদিন নতুন সিস্টেম কখনোই ভালো রেজাল্ট পাওয়া সম্ভব না। তাই যতদিন ট্রেড করবেন একটা স্টেটিজি নিয়ে কাজ করুন দেখবেন লাভ হবেই।
mdsakil
2018-05-31, 11:13 AM
একটা ভালো ট্রডিং মেথড নিয়ে গবেষণা করতে হবে। একাধিক ট্রেডিং মেথড নিয়ে আজ একটা কাল একটা এমন করা যাবেন না। আপনি জানলে অবাক হবেন অনেক ভালো ট্রেডারেরা শুধু মুভিং এভারেজ ব্যাবহার করে ট্রেড করে থাকে। প্রতিটি ইন্ডিকেটর প্রতিটি মেথড খুবই ভালো তবে তা নিয়ে দির্ঘ গবেষনার প্রয়োজন। প্রতিটি ট্রেডার দির্ঘ দিন মাকের্ট থাকলে একদিন সে অভিজ্ঞ হয়ে ওঠে। তখন হয়তোবা আপনার কোন ইন্ডিকেটরের প্রয়োজন নাও হতে পারে।
Tofazzal Mia
2018-05-31, 05:40 PM
ফরেক্স ট্রেডিং এর সবচেয়ে গুরত্বপূর্ণ বিষয় হল, নিজের সুরক্ষার জন্য প্রতিনিয়ত ট্রেডিং করা এবং আক্রমণাত্মক না হওয়া। প্রতিদিন আপনি বিভিন্ন পজিশন নিয়ে মার্কেটের অবস্থান অনুমান করবেন, হয়তো আপনি কিছু ভুলও করতে পারেন। উপরন্তু আপনি নির্দিষ্ট সীমার মধ্য থেকে মার্কেট ট্রেন্ড সম্পর্কে ধারনা পাবেন। মুলত আপনি কখন খাবেন, কতক্ষন ঘুমাবেন এবং কতক্ষন ট্রেডিং করবেন তার একটা সম্পুর্ণ প্লান করুন এবং সেই অনুসারে ফরেক্স মার্কেটে টাকা বিনিয়োগ করুন!
expkhaled
2018-05-31, 07:22 PM
আমাদের টেডিং সিস্টেম এর উপর তখনই আস্থা আসবে যখন একটি ট্রেডিং সিস্টেম বছরের বছর ব্যবহার করা হবে। একটি সিস্টেম লাভজনক পর্যায়ে নেওয়ার জন্য অনেক গুলো ধাপ অনুসরন করতে হয়। আর এই সব ধাপগুলো পরীক্ষা-নিরিক্ষা করতে হয় ডেমো ট্রেড এর মাধ্যমে। এই কারনে দীর্ঘদিন ডেমো ট্রেড করার কথা বলে থাকেন অভিজ্ঞ ট্রেডারগন। কারন প্রথম যখন একজন শিক্ষানবীষ ট্রেড করা শুরু করেন তার কোন রকমের সিস্টেম থাকে না, এবং কোন সাইকোলজিক্যাল টার্মস ঠিক মত কাজ করে না, অভার ট্রেড করেন, অভার এনলাইসিস করতে থাকেন সেই কারনে প্রচুর লস হতে থাকে। যখন এই লস গুলো এনালাইসিস করা শুরু করেন তখন ধীরে ধীরে সমস্যা গুলো দুর হয়ে লাভজনক ট্রেডিং এর পর্যায়ে আসতে থাকেন।
jyotibiswas000035
2018-06-01, 02:13 AM
আমি সব সময় আমার নিজের ট্রেডিং পদ্ধতির উপর পূর্ন ভরসা রেখে তার পর ফরেক্সে ট্রেড করি আমি কখনই অপরিকল্পিত ভাবে ট্রেড করার পক্ষপাতি নই সকল ট্রেডিং কেৌশল অনুসরন করে তার পর আমি ট্রেড করার চেষ্টা করি।
iloveyou
2018-09-07, 02:35 PM
এটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ যে এখানে আপনাকে নিজের সিস্টেমের প্রতি আত্নবিস্বাস রেখে কাজ করতে হবে। কেননা আপনার ট্রেডিং স্ট্রাটিজি/পদ্ধতির সাময়ীক কিছু ঘাটতি থাকতে পারে, এটা সাধারণ একটা ব্যাপার, তবে এক্ষেত্রে আপনি সেই পদ্ধতি বাতিল করতে পারেন না, কারন আপনাকে সেই সিস্টেমের মধ্য দিয়েই সেটাকে আরেকটু উন্নত করে কাজ করার সফলতা অর্জন করতে হবে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.