View Full Version : ফরেক্স ট্রেডার হবার আগে করনিয়
majeed
2018-01-22, 02:53 PM
ভিবিন্ন রকম ফরেক্স রিসোর্স সাইট ভিজিট করার অভ্যাস গড়ে তুলুন। কারন যত বেশি রিসোর্স আপনি টাচ রাখবেন তত ভালো ট্রেডার রুপে গড়ে উঠবেন। তাড়াহুড়ো করার কোন দরকার নাই, আস্তে আস্তে নিজেকে তৈরী করুন, একটু সময় নিয়েই এগুতে থাকুন আপনি অবশ্যই ভালো করবেন, কারন তাড়াহুড়ো কিংবা অতি মাত্রার উৎসাহ আপনার খতির মূল কারন হতে পারে। তাই বারবারই একটা কথার উপর বেশি বেশি নজর দিচ্ছি, তা হল প্রথমে শিখুন, শিখুন এবং শিখুন !
expkhaled
2018-01-22, 03:26 PM
ফরেক্স ট্রেডার হবার আগে শিখতে হবে এবং ভালভাবে শিখতে হবে। সবচেয়ে ভাল শেখার রাস্তা হলো ইন্টারনেটে সার্চ করে বাংলা- ইংলিশ ভালভাল কয়েকটি সাইট নিয়ে পড়া শুরু করুন এবং ট্রেডিং এর মেইন ফ্যাক্টর গুলো জানতে শুরু করুন। সাথে একটি ডেমো একাউন্ট করে ট্রেড করতে থাকুন এবং যেকোন একটি ট্রেডিং সিস্টেম ফলো করে বারবার প্র্যাকটিস করতে হবে। যদি দীর্ঘদিন একটি সিস্টেম নিয়ে কাজ করেন তাহলে সেটা যদি একবার আপনার সাথে সাপোর্ট করে তাহলে আর চিন্তা করতে হবে না।
Mamun13
2018-04-27, 08:59 PM
ফরেক্স মার্কেট যেহেতু সারা বিশ্বব্যাপী এক বিশাল মার্কেট তাই এখানে তাড়াহুড়া না করে খুব আস্তে ধীরে মাথা ঠাণ্ডা করে দীর্ঘ সময় নিয়ে শেখা উচিত৷যেহেতু এই মার্কেটে নগদ ডলারের লেনদেন হয়ে থাকে৷তাই এখানে ঝুঁকির পরিমাণ অত্যাধিক,মুহূর্তের মধ্যে Profit আর মুহুর্তের মধ্যেই loss হতে থাকে৷ফরেক্স মার্কেটে আপনি নিজেকে যত অভিজ্ঞ এবং দক্ষ করে গড়ে তুলতে পারবেন আপনি ততই নিয়মিত ও ভালো পরিমান আয় রোজগার করতে পারবেন৷এজন্য ফরেক্স ট্রেডের খুঁটিনাটি সকল বিষয় সহ ট্রেডিং কলাকৌশলগুলো বিভিন্ন সোর্স থেকে একটু একটু করে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে৷এরপর এগুলো দীর্ঘদিন ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করে করে একটি সঠিক ও কার্যকরী ট্রেডিং স্ট্রাটেজি নিশ্চিত হতে হবে৷আপনি এখানে যত ভাল শিখতে পারবেন এবং সেগুলো প্রয়োগ করে করে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ঠিক তত সহজেই এই মার্কেটে প্রতিষ্ঠিত হতে পারবেন৷আর একবার যদি এখানে প্রতিষ্ঠিত হয়ে যান তো বাকি জীবন চোখ বুজে পর্যাপ্ত পরিমাণ আয়-রোজগার করতে পারবেন৷
souravkumarhazra6763
2018-05-02, 05:56 PM
ফরেক্স একটি অনলাইন বিজিনেস,এই বিনিজনেস এ অংশ গ্রহণ করার আগে আপনাকে ফরেক্স কি জানতে হবে ফরেক্স এ ট্রেড এর মারধমে মুনাফা লাভ করতে হয়,তাই আপনাকে আগে ট্রেড নিয়ে বিভিন্ন টপিক পরতে হবে তারপর আপনাকে অন্তত্য ৬ মাস ডেমো অনুশীলন করতে হবে তারপর রিয়েল ট্রেড এ অংশ নিতে হবে।
expkhaled
2018-05-02, 06:23 PM
ফরেক্স এ সফলতা মানে চলমান প্রক্রিয়া। তাই আপনাকে আগে ভালভাবে বুঝতে হবে কিভাবে শুরু করতে হবে। আগেই রিয়েল ট্রেড এর দিকে নজর দিবেন না। ফরেক্স ব্যবসা কিন্তু সহজ ব্যবসা নয়। এত সহজই যদি হতো তাহলে মাত্র ৫% ট্রেডার সফল হতো না আরও বেশী হয়তো থাকতে পারতো। আপনাকে ফরেক্স ট্রেডিং এর জন্য কোন প্রতিযোগিতার প্রয়োজন নেই কারন এখানে কেউ কারও প্রতিযোগী নয়। আপনি অাপনার সুবিধা মত মার্কেট বুঝার চেষ্টা করবেন। তারাতারি শিখতে চাইলে আপনাকে অনেক সময় দিতে হবে প্রতিদিন অনেক পড়াশুনা করতে হবে। সুতরাং চেষ্টা করতে থাকেন।
riponinsta
2018-05-03, 07:36 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করার আগে আপনি আগে ফরেক্স মার্কেট এর বেসিক বিষয় গুল জানতে হবে বেসিক বিষয় গুল পড়ে যদি মনে হয় আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারবেন তাহলে আপনার ফরেক্স মার্কেট এ ডেমো ট্রেড শুরু করা উচিত যখন দেখবেন আপনি ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করছেন তখন আপনার রিয়েল ট্রেড করা উচিত ফরেক্স মার্কেট এ
uzzal05
2018-05-31, 06:05 AM
ফরেক্স ট্রেড করতে গেলে বিভিন্ন সাইট আমাদের ভিজিট করতে হবে। কেননা অভিজ্ঞতা অর্জনের জন্য ফরেক্স সাইট না দেখলে অভিজ্ঞ ট্রেডাররা কিভাবে ট্রেড করছে সেটা আমরা বুঝতে পারবনা। সুতরাং বিভিন্ন নিউজ জানার জন্য আমরা সাইট ভিজিট করব।
iloveyou
2018-09-06, 07:59 PM
মনে মনে একটা প্রতিজ্ঞা করতে হবে যে, এই ব্যবসার বাইরে আপনি আর অন্য কোন পেশায় নিজেকে সেভাবে জড়াবেন না, এবং সেই সাথে এটাই চিন্তা করতে হবে যে, এটা ছাড়া আপনার কাছে সেকেণ্ড কোন অপসন নেই, তাহলেই আপনি একজন ভালো মানের ট্রেডার হতে পারবেন। আর এর জন্য যা যা করণীয় সেটা আপনি বিভিন্নভাবে এই ফোরাম থেকেই ভালভাবে খোঁজ করলে শিখে নিতে পারবেন।
Sakib42
2021-09-21, 10:58 PM
ফরেক্স ট্রেডার হওয়ার পূর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আত্মবিশ্বাস রাখা নিজের মধ্যে এবং লক্ষ্য নির্ধারণ করে যেন আমরা সব সময় প্রতিটি পদক্ষেপের চলতে পারি সেই দিকে খেয়াল রাখা। ফরেক্স ব্যবসায়ী হওয়ার জন্য অনেক শক্ত মনোবল দরকার কেননা এটি অনেক ঝুঁকিপূর্ণ একটি ব্যবসা এবং আমরা যেকোনো সময় যেকোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারে তাই এই পরিস্থিতি থেকে উদ্ধার হওয়ার জন্য যেন আমরা সবকিছু সঠিকভাবে করতে পারি সেই দিকে খেয়াল রাখতে হবে। নিজেকে অবশ্যই অভিজ্ঞ করে তুলতে হবে এবং ফরেক্স সম্পর্কে সকল তথ্য জ্ঞান অর্জন করে তারপর ফরেক্স ট্রেডার হতে হবে। মনে রাখতে হবে সেখানে আমাদের মূল লক্ষ্য টিকে থাকা এবং নিজের ব্যালেন্স কে বৃদ্ধি করা আর তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন অভিজ্ঞতা।
Mas26
2021-09-24, 12:52 PM
ফরেক্স মার্কেট এ আপনি যদি একজন ভালো মাপের ট্রেডার হতে চান তাহলে আপনি প্রথম অবস্থায় অবশ্যই বেশি বেশি করে উল্টাপাল্টা ট্রেড নিবেন।এবং বেশি বেশি করে লস এর শিকার হবেন এবং আপনি এই লস গুলো রিকভার করার চেষ্টা করবেন এবং আপনি যদি লস গুলো রিকভার করতে না পারেন তাহলে ও ধৈর্য হারা হবেন না আপনাকে ধৈর্য ধরে ফরেক্স মার্কেটে টিকে থাকতে চেষ্টা করতে হবে। এবং আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন ফরেক্স মার্কেটে তাহলে হয়তোবা আপনি ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে পারবেন। কারণ ধৈর্য ধরে টিকে থাকতে পারলে আপনি ফরেক্স সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এবং আপনি যে ভুলগুলোর কারণে ফরেক্স মার্কেটে অনেক লস করেছেন সেই লস গুলো থেকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে এবং এই শিক্ষা আপনাকে সঠিকভাবে সঠিক সময় ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে কাজে লাগাতে হবে। এবং মানি ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে এবং মার্কেট ট্রেন্ড বুঝতে হবে ক্যান্ডেল সম্পর্কে ধারণা রাখতে হবে এবং নিউজ সম্পর্কে ধারণা রাখতে হবে তাহলে আপনি ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে পারবেন এবং ভালো একজন ট্রেডার হতে পারবেন ইনশাল্লাহ।
samun
2021-10-31, 12:09 PM
আন্তর্জাতিক মুদ্রা বিনিময় বাজার অর্থাৎ সারা বিশ্বের সকল কারেন্সি সাথে সংযুক্ত থাকাটা আসলে বিশাল বড় একটি ব্যাপার একজন ট্রেডারের অনেক দায়িত্ব সেই দায়িত্ব পালনের প্রেক্ষিতে অবশ্যই পূর্ব পূর্বেই তাকে ফরেক্স সম্পর্কে একজন দক্ষ ও অভিজ্ঞ বান হতে হবে বিশেষভাবে ট্রেনিং জ্ঞান আহরণের পরে দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেডিং করে আরো বেশি দক্ষতা অর্জন করে ফরেক্স মার্কেটে একজন ট্রেডার হতে হয় তার পরেও প্রাথমিক পর্যায়ে সে অনেকটাই দুর্বল থাকে যা রিয়েল ট্রেডিং এর পরবর্তী সময় আস্তে আস্তে সে দক্ষ ট্রেডার হিসেবে গড়ে উঠতে সক্ষম হবে
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.