PDA

View Full Version : ডিসেম্বর - জানুয়ারি মাসে ট্রেড কে না বলি!



maziz6989
2018-01-27, 02:46 PM
বেশ কয়েক বছর আগে কোন একটা ব্লগে পড়েছিলাম যে দুই মাস ট্রেড থেকে ছুটি নেওয়া উচিত ট্রেডারদের। কারণ হিসেবে সেখানে লেখা ছিল যে - এই দুই মাসে আমেরিকা হলিডে মুডে থাকে তাই মার্কেট এ মুভমেন্ট আশানুরুপ হয় না। ঘটনাটা কতখানি সত্য বলে আপনার ধারণা- একটু আওয়াজ দিয়ে আমাদের কে জানান!

expkhaled
2018-01-27, 04:45 PM
জানি না কতটুকু সত্য একথা। তবে ডিসেম্বরে তো গোল্ডের দাম তরতর করে বেড়ে গেল এখনও কিছুটা বাড়ছে আবার ইউরোইউএসডি পেয়ারের দামও তো বাড়লো ডিসেম্বর-জানুয়ারী ভালোই। তাহলে কি করে বলি আমেরিকা হলিডে না কি অন্য কিছু। আসলে এই দুইমাস একটু সাবধানে ট্রেড করতে হবে। ডিসেম্বর -জানুয়ারী মাসে ফরেক্স মার্কেট এর গতিবিধি বোঝা খুব কষ্ট তাই এই দু্*ই মাস ট্রেড কম করা ভাল। একবারে ট্রেড করতে না পারলে তো আর হবে না।

Mamun13
2018-04-25, 08:55 AM
এই কথাটা আমি নিজেও পড়েছিলাম যে- “বছরের শেষ এবং বছরের শুরু এই দুই মাস আমেরিকার লোকজন ছুটিতে বেশিরভাগ সময় সময় কাটায়” তাই তাদের লেনদেন ব্যবসা-বাণিজ্য ঐ সময়ে তুলনামূলক কিছুটা কম হয়ে থাকে৷তবে আমার মতে বছরের কোন কোন মাসে কখন কোথায় কি অবস্থা মার্কেটে লেনদেন কেমন থাকে... সেই সব হিসাবের তুলনায় বেশি গুরুত্ব দিতে হবে টাইমফ্রেম৷MN টাইমফ্রেম গুলোতে প্রত্যেক মাসের Monthly ক্যান্ডেল গুলো analysis করলেই পরিস্কার বোঝা যাবে ট্রেড করা উচিত না কী উচিত নয় ? কারন ফরেক্স মার্কেটে প্রত্যেকটি টাইমফ্রেমের প্রত্যেকটি ক্যান্ডেলস্টিক ই বলে দেয় মার্কেটে নির্দিষ্ট সময়ে কত পরিমাণ লেনদেন হচ্ছে এবং সেই অনুযায়ী ট্রেডারদের ট্রেড করা উচিত৷এজন্য candlestick analysis কে সর্বাধিক গুরুত্ব দিতে হবে৷

uzzal05
2018-06-02, 05:36 AM
এই ধরনের পোস্ট আমিও একবার পড়েছিলাম। কিন্তু আমি যুক্তির সঙ্গে একমত না। ফরেক্স ট্রেড যে কোন সময় করা যেতে পারে। মার্কেট কখন মুভ করবে সেটা বলা যায় না। আর ডিসেম্বর আর জানুয়ারীতে মুভ কম হতে পারে কিন্তু সুযোগ পেলে ট্রেড বন্ধ রাখব না।

iloveyou
2018-09-17, 07:16 PM
ভাই এগুলো আন্দাজি কথায় কান দিতে যাবেন না। কারন এই সেক্টরে এরকম কোন কিছুর প্রভাব সেরকম একটা লক্ষণীয় নয়। কাজেই আমাদেরকে আমাদের নিয়মে ট্রেডিং অব্যাহত রাখতে হবে, কারন সে সময়টাতে আপনি চেস্টা করলে হয়তোবা আরও বেশি প্রফিট করতে পারেন। কারন আমাদেরকে সব সময় এই মার্কেটের উপর নজরদারী রাখতে হবে, কেননা কখন কোন পজিশন ক্রিয়েট হয় সেটা বলা মুশকিল, তাই বলে কি আমি দুমাস চুপচাপ বসে থাকবো ?