PDA

View Full Version : ট্রেডের নিদিষ্ট সময়।



Syed Moinul
2018-01-30, 08:29 PM
চার ঘণ্টার গ্রাফে কোন সময় ট্রেড করা ভালো?
আর ট্রেন্ড লাইন কি ভালো মাধ্যম? অভিজ্ঞ রা উত্তর দিয়ে সাহায্য করুন। :o

iloveyou
2018-02-08, 12:42 PM
ভাই এখানে ট্রেডিং জগতে এরকম কোন নির্দিষ্ট সময় নেই, যদি থাকত তাহলে পৃথিবীর সকল মানুষ ঐ একই সময়ে ট্রেড করার অপেক্ষায় বসে থাকত। ট্রেড মার্কেটটি মুভ করে বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় ব্যবসায়ীদের এবং ওয়াল্ডের ইকোনোমিক যে কন্ডিশন সেটার উপর ভিত্তি করে। তাই ট্রেড করার জন্য দিন অথবা রাতের মধ্যে যে কোন একটা সময় বের করে নিয়ে আপনি প্রফিট করতে পারবেন, যদি আপনার ট্রেডিং স্কিল ভাল থাকে তাহলে ভয়ের কোন কারন নেই।

Mahidul84
2018-02-08, 08:23 PM
ভাই আমার জানা মতে ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন সময় সীমা নেই, তবে বাংলাদেশের সময় অনুযায়ী আপনি কয়েকটি সময় বেছে নিতে পারে। দুপুর ২টা হতে ৪টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা হতে রাত ১০ পর্যন্ত। আর আমার জানা মতে এই কয়েক ঘন্টার মধ্যে ফরেক্স মার্কেটের প্রায় সব পেয়ারেই নিউজ প্রকাশিত হয়ে থাকে। আর সেই নিউজগুলোর উপর একটু নজর রেখে আপনি ৪ঘন্টার টাইম ফ্রেম ফলো করলেই আশা করি ভালভাবেই বুঝতে পারবেন মার্কেটের অবস্থান সম্পর্কে। কেননা আমি নিজেই ৪ ঘন্টা টাইম ফ্রেম ফলো করে মার্কেট অবস্থান সম্পর্কে জেনেই ও বুঝে ট্রেডে এন্ট্রি নিয়ে থাকি এবং সেটাই বেশ মোটামুটি ভাল সফলতা ভোগ করতে পারি।

Amiforex
2018-02-08, 10:44 PM
ট্রেডের কোন সময়ের বাধ্যবাধকতা নেই কারণ ফরেক্সে সারাদিন যেকোন সময় বিভিন্ন বিষয়ের উপর নিউজ আসছে আর মার্কেট উঠা নামা করছে তাই আমার মনে হয় যদি নিউজের দিকে লক্ষ্য রাখা যায় তবে যেকোন ট্রেডারই বুঝতে পারবে কোন সময় মার্কেট উঠানামা করবে। ঠিক সময় মত নিউজ সম্পর্কে ধারণা থাকলে যেকোন সময় ট্রেড করতে হবে। অতএব যদি শুধু নিউজ দেখে ট্রেড করার ইচ্ছা থাকে তবে নিউজ পাবলিশিংএর সময় পর্যন্ত অপেক্ষা করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হয়।

Grimm
2018-02-08, 10:49 PM
এই ব্যবসায় ট্রেডের কোন নির্দিষ্ট সময় নেই, আপনি যে কোন সময়ে এই বাজারে ট্রেড করতে পারবেন, আর আপনি যদি চার্ট অনুসরণ করে ট্রেড করেন তাহলে যে সময়ের চার্ট অনুসরণ করবেন সেই সময়ের নতুন ক্যান্ডেলস্টিক এ ট্রেড করাই ভাল। আমিও বর্তমানে ৪ ঘণ্টার চার্ট অনুসরণ করি আর আমি প্রতিবার এন্ট্রি টাইম ফিক্সড করি সবসময় নতুন ক্যান্ডেলে আর এতে আমি ভাল উপকার পাই।

expkhaled
2018-02-09, 01:03 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য বিশেষ কোন সময় নেই। সাড়াদিন ২৪ ঘন্টাই ট্রেড করা যায় তবে কিছু কিছু সময় মার্কেট এর ভোলাটিলিটি বেশী থাকে সেই সময় গুলো হলো দুপুর ২টা থেকে বিকাল ৫টা এবং সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১টা পর্যন্ত। সবচেয়ে বেশী ভোলাটিলিটি থাকে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত। যারা স্ক্যালপিং করেন তারাই এই সব টাইমে ট্রেড করে থাকেন। তবে আমার মনে হয় স্ক্যালপিং কোন ভাল ট্রেডিং সিস্টেম নয়। আপনি যদি ভাল ট্রেডার হতে চান তাহলে আপনাকে লং টাইমে ট্রেড করা শিখতে হবে।

maziz6989
2018-02-10, 01:40 PM
চার ঘণ্টার গ্রাফে কোন সময় ট্রেড করা ভালো?
আর ট্রেন্ড লাইন কি ভালো মাধ্যম? অভিজ্ঞ রা উত্তর দিয়ে সাহায্য করুন। :o

আপনার প্রথম প্রশ্নটাই ঠিক ভাবে বুঝতে পারি নি। ৪ ঘন্টার চার্টে যদি আপনার এনালাইসিস অনযায়ী ট্রেডিং স্ট্রাটেজি মতে কোন ট্রেড সেটাপ পান সেক্ষেত্রে ট্রেড করতেই পারেন। ট্রেন্ড লাইন হল বেস্ট একটা একুরেইট ট্রেড সিস্টেম যেখানে লসের হার খুবই কম হয়। কিন্তু এর জন্য আপনাকে বেশ ভাল রকম ভাবে ট্রেন্ড লাইন এর উপর অভিজ্ঞ হতে হবে। যদি ট্রেন্ডলাইন ফলো করে রির্ভাসাল পয়েন্ট এ এন্ট্রি নেন তবে একাউন্ট জিরো হবার আগে থামার সম্ভাবনা খুবই কম থাকবে।

Mahidul84
2018-02-10, 06:37 PM
আমার মতে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য যেকোন সময়ই ভাল হতে পারে। আর যদি চার্ট অনুসারে মার্কেটে ট্রেড *করতে চান তাহলে সে সময়ে অনুযায়ী আপনাকে অবশ্যই মার্কেটের ট্রেন্ড অনুসারে ট্রেডে এন্ট্রি নিতে হবে। আর সে সময়ের ক্যান্ডেলিস্টগুলো ভালোভাবে ফলো করে ট্রেড করতে হবে। আমি সাধারণত ৪ঘন্টার চার্ট ফলো করি এবং সে সময় অনুযায়ী ট্রেন্ড ফলো মার্কেটে ট্রেডে এন্ট্রি নিয়ে থাকি। আর এতে আমি বেশ ভালই মুনাফা উপার্জন করতে পারি।

Mamun13
2018-04-10, 06:54 PM
ফরেক্স মার্কেটে সারা বিশ্বের বিভিন্ন ট্রেডারদের বিভিন্ন ধরনের trading strategy রয়েছে যার যেমন সুবিধা তিনি ঠিক সেই ধরনের ট্রেডিং স্ট্রাটেজি অনুসরণ করেই ট্রেড করছেন৷ফরেক্স মার্কেটে লেনদেনের জন্য সারাবিশ্বব্যাপী ৪টি ট্রেডিং সেশন রয়েছে৷সেই সব ট্রেডিং সেশন অনুযায়ী ট্রেড করা তুলনামূলক অনেক ভালো৷এখানে H4 টাইমফ্রেম বা H1 টাইমফ্রেম এ ট্রেড করা সম্পূর্ণই নির্ভর করে আপনার অভিজ্ঞতা এবং দক্ষতার ওপর৷আপনি ইচ্ছা করলে এক MN টাইমফ্রেমে ট্রেড করতে পারেন আবার ইচ্ছা করলে 1 মিনিটের টাইমফ্রেমেও ট্রেড করতে পারেন৷ এইজন্য আপনাকে বেশ কিছুদিন ডেমো একাউন্ট এ ট্রেড করা উচিত তাহলে বিভিন্ন ট্রেডিং চার্টের সুবিধা অসুবিধা আপনি বুঝতে পারবেন৷কারণ বিভিন্ন মানুষের trading psychology বিভিন্ন ধরনের হয়ে থাকে৷আপনি যেই ট্রেডিং চার্টে ট্রেড করুন না কেন ঐ ট্রেডিং চার্টেই trading setup আপনাকেই খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী এন্ট্রি বা ক্লোজ করতে হবে৷আর ট্রেন্ড লাইন একটি ইন্ডিকেটর এবং এর সাহায্যে ট্রেডারগণ টেকনিক্যাল এনালাইসিস করে থাকেন৷আপনি যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করা শিখবেন তখন এই ট্রেন্ড লাইনের প্রয়োজন নিজেই বুঝতে পারবেন৷

fxjaman
2019-04-15, 09:07 PM
ভাই আপনি আপনার সুবিধামত এখানে ট্রেডিং করতে পারবেন। এটাই এই ব্যবসার মর্যাদাকে বাড়িয়েছে এবং এই ব্যবসার এটাই হলো সবথেকে সুন্দর এক দিক। আপনি এখানে অনেকগুলো টাইমফ্রেমের ব্যবহার পাবেন, তাই যে কোন একটা টাইমফ্রেম বেঁছে নিয়ে কাজ করতে পারবেন। এমনকি এই টাইমফ্রেমগুলোর মধ্য থেকে আপনি চাইলে ৫ মিনিট থেকে শুরু করে ৩০ মিনিট, এরপর ১ ঘন্টা অথবা ৪ ঘন্টা অথবা সাপ্তাহিক কিংবা মাসিক টাইমফ্রেম নিয়ে কাজ করতে পারবেন।

MdPiashHasan6080892
2019-04-15, 11:22 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার নির্দিষ্ট কোন সময় নেই। ফরেক্স মার্কেট সপ্তাহে 5 দিন খোলা থাকে এই পাঁচ দিনের যেকোনো সময় আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন। তবে বাংলাদেশের সময় দুপুর 2 টা থেকে 4 টা ছয়টা থেকে দশটা পর্যন্ত । এ সময় ট্রেড করা ভালো কেননা এই সময় ফরেক্স সম্পর্কিত বিভিন্ন নিউজ পাবলিস্ট হয় এই নিউজ গুলো ভালো ভাবে এনালাইসিস করে ট্রেড ওপেন করলে লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি যে কোন সময় ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন ।তবে ট্রেড করার পূর্বে অবশ্যই মার্কেট ভালোভাবে এনালাইসিস করে ট্রেড করা উচিত।

sumon918
2019-04-15, 11:30 PM
ফরেক্সে ট্রেড এন্ট্রি পয়েন্ট নির্ধারন করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কত ঘন্টার টাইম ফ্রেম ে ট্রেড করবেন সেটা নিজেই নির্ধারন করে নেন।আর প্রকাশিত নিউজ গুলো দেখে সেই অনুযায়ী ট্রেড করুন।দুপুর দুইটার পরে কিছু নিউজ প্রকাশিত হয় এবং সন্ধ্যা ছয়টার পরে কিছু নিউজ প্রকাশিত হয় সেগুলো ফলো করেন। ট্রেড করার জন্য এই টাইম গুলো বেছে নিতে পারেন আশা করি লাভবান হবেন।

RASELRANA562917
2019-04-16, 01:44 AM
আমার জানা মতে ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য কোন নির্দিষ্ট সময় সীমা নেই।যদি সেরকম সময় সীমা থাকত তাহলে সকলেই সেই সময়ের অপেক্ষায় বসে থাকত।আপনি ফরেক্সের জন্য সময় বেছে নিতে পারেন সেটা যে সবসময় কাজে দিবে এমন কিন্তু না।বাংলাদেশ সময় আপনি সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সময় বেছে নিতে পারেন।কারণ এই সময় মার্কেট মুভ করে ভাল।ফরেক্স মার্কেট এ দুপুর ২ টার পর এবং সন্ধ্যা ৬ টার পর কিছু নিউজ প্রকাশিত হয়।এই নিউজ দেখেই ট্রেড এন্ট্রি নেওয়া উচিত বলে মনে করি।আপনি এই নিউজ গুলোর উপর নজর রেখে ৪ ঘন্টার টাইম ফ্রেম ফলো করলেই বুঝতে পারবেন মার্কেটের অবস্থা।এই ৪ ঘন্টার টাইমফ্রেম ফলো করে মার্কেট সম্বন্ধে জেনে বুঝে ট্রেড এন্ট্রি করলে সফলতা পাওয়া যাবে।

babubd
2019-04-16, 07:15 AM
আমার জানা মতে এ রকম কোন নির্দিষ্ট সময় ট্রেডারদের জন্য নেই । আপনি মার্কেট এনালাইসিস করে তার পরে ট্রেড করলে আপনি অবশ্যই সফল হতে পারবেন । এজন্য ফরেক্সে ট্রেড করার আগে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে । তবে ফরেক্সে এ রকম কোন নির্দিষ্ট সময় নেই যে সময় ফরেক্সের মার্কেট উঠানামা করে যে কোন সময় উঠানামা করে ।

NasirMollah739
2019-04-16, 12:48 PM
ফরেক্স একটি আন্তর্জাতিক মার্কেটপ্লেস যেখানে যে কোন ট্রেডার তার সুবিধাজনক যে কোন সময়ে ট্রেডিং করে প্রফিট অর্জন করতে পারে। ফরেক্স মার্কেটে ট্রেডিং করার ধরাবাঁধা কোনো নির্দিষ্ট সময় নেই।যেকোনো ট্রেডার অবশ্যই মার্কেট এনালাইসিস এর মাধ্যমে তার জন্য সবচেয়ে সুবিধাজনক সময়ে ট্রেডে এন্ট্রি করতে পারেন।

bdunity
2019-04-16, 03:56 PM
আসলে ফরেক্সে ট্রেড করার নির্দ্রিষ্ট কোন সময় আছে বলে আমার জানা নেই । তবে ট্রেড মার্কেট এনালাইসিস করে আপনার সুবিধা মত সময়ে ট্রেড করতে পারবেন । বিষেশ করে বিভিন্ন পেয়ারের খবর কখন প্রকাশিত হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে । এবং নিজের সুবিধা মত সময়ে ট্রেড করতে হবে ।

shohagbd
2019-04-16, 04:56 PM
ট্রেড এর একটা নির্দিষ্ট সময় আছে। দুপুর দুইটার পর থেকে অথবা রাত 8 টার পর থেকে যদি আপনি ট্রেড করেন তাহলে লাভের একটা আশা করা যায়।।ওই সময় যদি আপনি ট্রেড করেন তাহলে আপনি অভিজ্ঞ লোক হলে বুঝতে পারবেন মার্কেট কোন দিকে মোড় নিতে পারে

Grimm
2019-11-23, 10:39 PM
ফরেক্স মার্কেট ২৪ ঘণ্টাই খোলা থাকে। এখানে ট্রেড করার নির্দিষ্ট কোন সময় নেই। আপনি যখন ইচ্ছা তখনই ট্রেড করতে পারেন। তবে খুব তাড়াতাড়ি মুনাফা নিয়ে বের হতে চাইলে আপনাকে নির্দিষ্ট কিছু সময়ে ট্রেড করতে হবে। আর সেটা হলো লন্ডন এবং নিউ ইয়র্ক এর সময়। এই সময় দুটিতে মার্কেট সব থেকে বেশি মুভমেন্ড করে যার ফলে আপনি যদি সঠিক পথে মার্কেটে এন্ট্রি হতে পারেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি ভাল মুনাফা নিয়ে মার্কেট হতে বের হয়ে আসতে পারবেন।

KAZIMAJHARULISLAM
2019-11-24, 04:47 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার কোনো নির্দিষ্ট সময় নেই। একজন ট্রেডার চাইলে যেকোনো সময় ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবে। তবে সব সময় ট্রেড করে খুব ভাল প্রফিট করা সম্ভব না। অর্থাৎ কিছু কিছু সময় রয়েছে যখন মার্কেটে মুভমেন্টের পরিমাণ তুলনামূলকভাবেবেশ থাকে তাই কেউ যদি ওই সময়ে সঠিকভাবে ট্রেড ওপেন করতে পারে তাহলে অন্যান্য সময়ের তুলনায় বেশি প্রফিট করতে পারবে।আর আমার স্বল্প জ্ঞানে বাংলাদেশ সময়ঃ সন্ধ্যা ছয়টা থেকে রাত 11 টার মধ্যে মার্কেটে মুভমেন্টের পরিমাণ বেশি থাকে।তাই আমার মতে কেউ যদি এই সময়ের মধ্যে ট্রেডিং করে থাকে তাহলে তার প্রফিট করার সম্ভাবনা অন্যান্য সময়ের থেকে স্বাভাবিকভাবেই বেশি থাকবে।