View Full Version : কি ভাবে ২ টা অ্যাকাউন্ট এ এক সাথে ট্রেড করব
riponinsta
2018-01-31, 11:40 AM
কি ভাবে ২ টা অ্যাকাউন্ট এ এক সাথে ট্রেড করবো ?
আমার একি ট্রেড ২ থেকে ৩ টা অ্যাকাউন্ট করতে হয় এমন কোন বুধধি আছে কি ?
একটা অ্যাকাউন্ট এ ট্রেড করলে বাকি অ্যাকাউন্ট এ অটো ট্রেড হবে ।
expkhaled
2018-01-31, 01:12 PM
আপনি ইচ্ছা করলে দুইটি একাউন্ট দুটি আলাদা কম্পিউটারে নিয়ে একসাথে করতে পারেন। আবার একটি কম্পিউটারে যদি করতে চান তাও সম্ভব সেটা হলো এমটি৪ প্ল্যাটফরমে দু্টি একাউন্ট লগইন করা থাকতে হবে, তখন স্যুইচ করে একটার পর একটা ট্রেড নিতে পারেন। তবে একটা পর একটা পরিবর্তন করতে গিয়ে সাবধান হতে হবে কারন দুইটি একাউন্টের সার্ভার যদি আলাদা হয় সেই ক্ষেত্রে একটু চেন্জ করে নিতে হতে পারে লগইন স্যুইচ করার সময়।
Mahidul84
2018-01-31, 07:18 PM
কি ভাবে ২ টা অ্যাকাউন্ট এ এক সাথে ট্রেড করবো ?
আমার একি ট্রেড ২ থেকে ৩ টা অ্যাকাউন্ট করতে হয় এমন কোন বুধধি আছে কি ?
একটা অ্যাকাউন্ট এ ট্রেড করলে বাকি অ্যাকাউন্ট এ অটো ট্রেড হবে ।
ভাই আপনি এক সাথে দুইটা এ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না একটি কম্পিউটারে। তবে আলাদাভাবে দুটো কম্পিউটারে এক সাথে দুটো এ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। যদি এক সাথে দুটো এ্যাকাউন্ট একটি কম্পিউটারে ব্যবহার করেন তাহলে হয়তো আপনার এ্যাকাউন্ট দুটোই বন্ধ করে দিতে পারে। ব্রোকার কর্তৃপক্ষ। তবে আপনি এক সাথে একটি কম্পিউটারে মেটা ট্রেডার ৪ প্ল্যাটফর্ম ২/৩টি বা এর অধিক এ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তবে এজন্য আপনাকে একটি সুইচ অফ করে অন্যটি লগ ইন করতে হবে। আর এভাবেই একটার পর একটা ট্রেডিং এ্যাকাউন্ট পরিবর্তন করে ট্রেড করতে পারবেন।
Mamun13
2018-04-20, 09:07 AM
আপনি আপনার পিসিতে আপনার ইচ্ছামত দুই বা ততোধিক একাউন্টে একই সাথে ট্রেড করতে পারবেন৷এজন্য ভিন্ন ভিন্ন একাউন্টে বার বার নতুন করে লগইন এবং পাসওয়ার্ড দিয়ে দিয়ে ট্রেড করতে পারবেন৷এতে কোনোও সমস্যা হবে না৷আপনার একটি পিসিতে দুই বা ততোধিক broker এবং সার্ভার এর সাহায্যে অনেকগুলো একাউন্ট একসাথে পরিচালনা করতে পারবেন৷এর জন্য account number,পাসওয়ার্ড এবং সার্ভার পরিবর্তন করতে হবে৷এই বিষয়টা আমরা অনেকেই করে থাকি৷যেমন আমাদের একটি পিসিতেই আমরা একই সাথে কয়েকটি ব্রোকারের কয়েকটি একাউন্টে একই সাথে ট্রেড করে থাকি৷এর জন্য আমরা কখনো কোনোও প্রকার সমস্যার সম্মুখীন হই না৷আশা করি আপনারও কোনোও সমস্যা হবে না৷
Grimm
2018-04-20, 09:13 AM
আপনি মাল্টিট্রেডিং টার্মিনালটি ডাউনলোড করে ট্রেড করতে পারেন। সেখানে আপনি একাধিক একাউন্ট একসাথে ব্যবহার করতে পারবেন। তবে সেখানে সবরকম সুবিধা আপনি পাবেন না। মাল্টিট্রেডারের পাশাপাশি আপনাকে আপনার টার্মিনালটাও রাখতে হবে। কারণ সেখানে আপনি কোন চার্ট পাবেন না। তাছাড়া এনালাইসিস এর জন্য আপনি তেমন কোন সুবিধা পাবেন না।
hasem79
2018-04-20, 10:41 AM
ভাই আপনি এক সাথে দুইটা এ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না একটি কম্পিউটারে। তবে আলাদাভাবে দুটো কম্পিউটারে এক সাথে দুটো এ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। যদি এক সাথে দুটো এ্যাকাউন্ট একটি কম্পিউটারে ব্যবহার করেন তাহলে হয়তো আপনার এ্যাকাউন্ট দুটোই বন্ধ করে দিতে পারে। ব্রোকার কর্তৃপক্ষ। তবে আপনি এক সাথে একটি কম্পিউটারে মেটা ট্রেডার ৪ প্ল্যাটফর্ম ২/৩টি বা এর অধিক এ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তবে এজন্য আপনাকে একটি সুইচ অফ করে অন্যটি লগ ইন করতে হবে। আর এভাবেই একটার পর একটা ট্রেডিং এ্যাকাউন্ট পরিবর্তন করে ট্রেড করতে পারবেন।
ভাই এই লজিক কই পাইছেন যে এক সাথে দুইটা একাউন্ট ব্যবহার করা যাবে না? আমি নিজে এক সাথে পাচটা একাউন্ট ব্যবহার করেছি। হ্যা - ফোরামের জন্য একটা একাউন্টই আপনাকে ব্যবহার করতে হবে কিন্তু ডিপোজিট করে আপনি আপনার সুবিধা মত একাউন্ট ব্যবহার করতে পারেন।
hasem79
2018-04-20, 10:43 AM
যদিও আমি এই জিনিসটা এখন পযন্ত ব্যবহার করি নি তাই সত্যি মিথ্যা জানি না তবে আপনি চাইলে ট্রেড কপিয়ার বা এই ধরনের কোন সিস্টেম ইউজ করতে পারেন। আমি নিজে ও হয়ত বা কিছু দিন পরে ব্যবহার করব এই সিস্টেম। বার বার প্লাটফর্মে একাউন্ট লগিন চেঞ্জ করে ব্যবহার করতে চরম বিরক্ত লাগে।
habibi
2018-04-24, 11:33 AM
কি ভাবে ২ টা অ্যাকাউন্ট এ এক সাথে ট্রেড করবো ?
আমার একি ট্রেড ২ থেকে ৩ টা অ্যাকাউন্ট করতে হয় এমন কোন বুধধি আছে কি ?
একটা অ্যাকাউন্ট এ ট্রেড করলে বাকি অ্যাকাউন্ট এ অটো ট্রেড হবে ।
আপনি একটি MT4 মেটাট্রেডার প্লাটফর্মে একাধিক ট্রেডিং অ্যাকাউন্ট লগইন করে ট্রেড করতে পারবেন। তবে একই সাথে বিভিন্ন অ্যাকাউন্টে ট্রেড করতে পারবেন না। আপনাকে অ্যাকাউন্ট সুইচ করে ট্রেড করতে হবে। অবশ্য এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সুইচ করতে ১ থেকে ২ সেকেন্ড সময় লাগে।
এছাড়াও কিছু কিছু ব্রোকার মাল্টিটার্মিনাল প্ল্যাটফর্ম দিয়ে থেকে সেখানে একাধিক অ্যাকাউন্টে একই সাথে ট্রেড করা যায়। আমার জানা মতে ইন্সটাফরেক্সের মাল্টিটার্মিনাল রয়েছে সেখান থেকে আপনি একই একাধিক অ্যাকাউন্টে একই সাথে ট্রেড করতে পারবেন। ইন্সটাফরেক্সের মাল্টিটার্মিনাল প্ল্যাটফর্মটি ডাউনলোড করতে এই লিংকটি ক্লিক করুন - https://www.instaforex.com/downloads/
আর এই ধরনের কোন রোবট এখনও তৈরি হয়েছে কিনা আমার মনে হয়না।
uzzal05
2018-06-02, 08:48 AM
এজন্য আপনাকে মাল্টিটার্মিনাল ডাউনলোড করলে ভালো হবে। কারন মাল্টিটার্মিনাল এক সাথে অনেকগুলো একাউন্ট এ ট্রেড করতে পারেন। এতে কোন সমস্যা হবে না। আর তাছাড়া একসাথে মেটাট্রেডার এ ট্রেড করা সম্ভব নয়।
souravkumarhazra6763
2018-06-26, 03:02 PM
আপনি mt4 ট্রেডিং প্ল্যাটফরম এ একাধিক একাউন্ট ইউজ করতে পারবেন,আমিও অনেক একাউন্ট ইউজ করি প্রবলেম হবেনা,কিন্তু যখন যে টা ইউজ করবেন সেই টা সিলেক্ট করে আরেক টা ক্লোজ করে ঢুকতে হবে,তাই আপনি চিন্তামুক্ত ভাবে করতে পারেন ভয় এর কনো কারণ নেয়।
iloveyou
2018-09-25, 06:49 PM
ভাই এখানে আপনি একসাথে একাধিক ট্রেডিং একাউন্ট চালতে পারবেন। তবে একসাথে একি জায়গায় ট্রেড নেওয়াটা একটু কষ্টকর কিন্তু করা যে যাবে না তা কিন্তু নয়, এজন্য আপনি টাইমফ্রেমের ব্যবহারটাকে আলাদা ভাবে রাখতে পারেন আর যদি মনে করেন যে একই সময়ে একই পজিশনে এবং একই টাইমফ্রেমে আপনি ট্রেডিং করতে চান তাহলে আপনাকে এখানে পেনডিং ওর্ডার দিয়ে রাখতে হবে।
fardin
2018-10-18, 11:07 PM
আমরা ইচ্ছা করলে দুইটি একাউন্ট দুটি আলাদা কম্পিউটারে নিয়ে একসাথে করতে পারেন। আবার একটি কম্পিউটারে যদি করতে চান তাও সম্ভব সেটা হলো এমটি৪ প্ল্যাটফরমে দু্টি একাউন্ট লগইন করা থাকতে হবে, তখন স্যুইচ করে একটার পর একটা ট্রেড নিতে পারেন
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.