PDA

View Full Version : সফল ট্রেডআরের ৬ টি অভাস



Nishpap Papi
2018-02-07, 08:16 AM
সফল ট্রেডারদের অজানা ৬ টি অভ্যাস
এটা সত্য এবং স্পষ্ট যে সফল ট্রেডারদের কার্যক্রম এবং চিন্তাভাবনা ব্যার্থ ট্রেডারদের চেয়ে আলাদা। এখানে আমরা সফল ট্রেডারের অজানা এবং দুর্লভ কিছু অভ্যাস আলোচনা করব। আমরা দেখব তারা একটা ট্রেড নিয়ে কিভাবে চিন্তা করে এবং দৈনন্দিন নিমিত্তে কি কি কাজ করে।
১। সফল ট্রেডাররা তাদের মূলধনকে প্রাধান্য দিয়ে ট্রেড করে। অর্থাৎ তাদের মূলধন অনুযায়ী যতটুকু ঝুঁকি নিতে পারবে ঠিক তত টুকু পরিমাণ ঝুঁকিই গ্রহণ করে। তারা সর্বপ্রথম ঝুঁকি গ্রহণের ক্ষমতা নিরনয় করে।
২। সকল সফল ট্রেডারদের চিন্তা ভাবনা এবং বাজার বিশ্লেষণ থাকে প্রায় একই। অর্থাৎ একজন সফল ট্রেডার মার্কেটকে যেভাবে দেখতেছে অন্য একজন সফল ট্রেডার একইভাবে দেখতেছে। যারা নতুন অনারি ট্রেডার তারা সাপোর্ট এরিয়াতে নির্ভয়ে সেল দিয়ে বসে থাকে কিংবা রেসিস্তেন্স এরিয়াতে নির্ভয়ে বাই দিয়ে থাকে ফলে বেশিরভাগ সময়ই তারা লসের মুখে পড়ে কিন্তু সফল ট্রেডার কখনই এমন দুসসাহস দেখায়না।
৩। সফল ট্রেডাররা কখনো ডে ট্রেড করেনা। তাদের ট্রেড হল লং টাইমফ্রেমে। তারা ছুট টাইম ফ্রেমে ট্রেড না করে মূলধন সংরক্ষণ করে রাখে যেন মার্কেটের বড় মুভমেন্টে ট্রেড এন্ট্রি নিতে পারে।
৪। তাদের ট্রেডের সংখ্যা খুবই কম। কিছু কিছু ট্রেডার আছে যারা মাসে মাত্র ৩/৪ টা ট্রেড করে থাকে।
৫। যেহেতু তারা বড় টাইম ফ্রেমে ট্রেড করে তাই তারা প্রশস্ত স্টপ লস ব্যাবহার করে থাকে যা মার্কেট কদাচিৎ স্পর্শ করে।
৬। তারা জানে কখন সময়ের সাথে তাল মিলিয়ে ট্রেড করতে হবে।তারা মার্কেটের মুভমেন্টের জন্য দিনের পর দিন অপেক্ষা করে এবং সঠিক নিশ্চিত সিগন্যাল দেখলেই কেবল ট্রেড এন্ট্রি মেই।
সফল ট্রেডার হওয়ার লক্ষে আমরা এই অভ্যাসগুলো নিজেদের মাঝে প্রতিফলিত করব ইনশা-আল্লাহ।

iloveyou
2018-02-07, 12:47 PM
আপনি ঠিকি বলেছেন কারন যারা এখানে সফলতা পেয়েছেন তারা তাদের লাইফে অনেক রকম কষ্ট সহ্য করে তিল তিল করে তাদের ব্যবসাটাকে একটা পূনাঙ্গ রুপ দিতে পেরেছেন। তারা অনেক ধৈর্যশীল, তাদের মধ্যে কোন ইমোশোন কাজ করে না, তারা সব সময় মার্কেটের গতিবিধি ও সাইকোলোজি নিয়ে কাজ করেন, তাদের মধ্যে কোন প্রকার লোভ লালসা প্রভাব ফেলতে পারে না। তাই আমাদের নতুন ট্রেডারদের উচিত হবে তাদেরকে অনুসরণ করে কাজ করা।

expkhaled
2018-02-07, 01:01 PM
কথা গুলো সত্য সফল ফরেক্স ট্রেডারদের জন্য। আসলে প্রত্যেকটি সফল ফরেক্স ট্রেডারের চিন্তা চেতনা কাছাকাছি। সফল ফরেক্স ট্রেডারদের অন্যতম গুন হচ্ছে ধৈর্য্য। তারা দিনের পর দিন অপেক্ষা করেন এমনকি সপ্তাহ পর্যন্ত পার করে দেন একটি সিগ্ন্যাল পাওয়ার জন্য, কম ট্রেড করেন। সফল ফরেক্স ট্রেডার গন আগে লস নিয়ে চিন্তা করেন, কত টুকু লস নিলে তার কোন সমস্যা হবে না। লং টাইম ফ্রেমে ট্রেড করেন, অনেক দিন ধরে রাখেন একটি ট্রেড।

riponinsta
2018-02-07, 01:01 PM
আপনি অনেক ভাল পোস্ট করছেন আসলেই ফরেক্স মার্কেট এ সফল ট্রেডার হতে হলে নিয়ম মেনে ট্রেড করতে হবে, যারা ফরেক্স মার্কেট এ নিয়ম মেনে ট্রেড করে না তাদের ফরেক্স মার্কেট এ সফল হতে অনেক সময় লাগে আবার অনেক ট্রেডার ফরেক্স মার্কেট থেকে ঝরেও পরে , তাই ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করতে চাইলে ফরেক্স মার্কেট এ নিয়ম মেনে ট্রেড করতে হবে

Syed Moinul
2018-02-07, 08:06 PM
সফল ট্রেডাররা তাদের ধৈর্য, একাগ্রতা ও নিষ্ঠার সাথে তাদের ট্রেড পরিচালনা করেন।তারা কখনো অতিরিক্ত প্রফিটের লোভ করেন না। আর ধৈর্য ধরে মার্কেটের মুভমেন্ট এর ওপর নজর রেখে নিজের ট্রেডিং কে টিকিয়ে রাখেন। এভাবেই তারা সফল ট্রেডার হিসেবে গড়ে ওঠেন।

Mamun13
2018-04-15, 09:04 PM
১#যারা সফল ট্রেডার তারা কখনোই দ্রুত ধনী হওয়ার লোভে বেশি লাভের আশায় বড় বড় লটে ট্রেড করেন না এবং যত্রতত্র ওভার ট্রেডও করেন না৷২#তারা কখনোই আমাদের মতো আবেগ নিয়ে ট্রেড করেন না৷৩#তারা আমাদের মতো সারাক্ষণ ট্রেডিং চার্ট নিয়ে বসে থাকেন না৷ ৪#তারা কখনোই মাথা গরম করেন না,লস হলে হতাশ হয়ে পড়েন না,অস্থিরতায় ভোগেন না৷৫#আমরা যেমন মার্কেটের সেন্টিমেন্ট না বুঝেই এলোমেলো ট্রেড করতে থাকি সফল ট্রেডারগণ আমাদের মতো ঠিক এইরকমটি করেন না৷৬#আমরা যেমন অল্প জেনেই নিজেদেরকে মনে করি ফরেক্স মার্কেটের কলা-কৌশল সব কিছুই জেনে গেছি বুঝে গেছি... সফল ট্রেডারগণ এরকমটি কখনোই ভাবেন না৷

hasem79
2018-04-16, 06:36 AM
এই ছয়টার মধ্যে একটাও আমার মধ্যে নেই। আমি কি তবে সফল হতে পারব না । সত্যিই সত্যিই খুবই খারাপ লাগছে নিজের ভবিষ্যৎ চিন্তা করে । এই মার্কেট এ এসেছি অনেক বেশি স্বপ্ন নিয়ে। যদি এখানে সাফল্যই নাই পাই তবে কেন শুধু শুধু সময় নষ্ট করা। যাই হোক গুণ থাক বা না থাক আমি লেগে আছি।

edottc
2018-04-16, 03:44 PM
হ্যা সফল ট্রেডার হতে হলে তার মধ্যে কিছু গুন থাকতে হবে তানাহলে কেউ ফোরেক্স মার্কেটে টিকতে পারবেনা । নিম্নে সফল ট্রেডারের গুনাবলী দেওয়া হল।
1.লোভ না করা।
2.মানিমেনেজমেন্ট রক্ষা করা।
3.মার্কেট এনালাইসিস কর ট্রেড ওপেন করা।
4.লম্বা সময়ের জন্য ট্রেড ওপেন করা।
5.3/4 টা মার্কেটের বেশি ট্রেড না করা।
6. ট্রেড ওপন করার আগে বার বার ভাবা।

samun
2022-08-21, 10:26 AM
ভাই নির্দিষ্টভাবে আসলে কোন বিষয়ে সংখ্যাগুনে বলা সম্ভব নয় তবে আমার যতটুকু জানা রয়েছে তার ভিতরে সফল ট্রেডারদের কিছু ভালো গুণ বা অভ্যাস বলা যেতে পারে রয়েছে তা হলো একজন সফল এবং ভালো ট্রেডারের প্রধান গুণাবলীর মধ্যে একটি হল বেশি বেশি করে প্রতিভার এনালাইসিস করা একজন ভালো ট্রেডার অবশ্যই সব সময় নিউজ দেখে থাকে তারা ট্রেড করার পূর্বে অবশ্যই খুব ভালোভাবে টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল এনালাইসিস করে থাকে তারা অল্প লোটে ট করে থাকে যাতে করে বড় ধরনের লস না করে স্বভাবতই খুবই ধৈর্যশীল এবং নমনীয় হয় তারা ফরেস্ট মার্কেটকে ভবিষ্যতের কথা চিন্তা করে কখনো বড় ধরনের ঝুঁকি নেয় না এছাড়াও একজন সফল ট্রেডার ফরেক্স মার্কেটকে কখনোই হেলাফেলা করে না যার কারণে একজন সফল ট্রেডার খুব দ্রুত ফরেস্ট মার্কেটে তার লক্ষ্য অর্জন করতে পারে