PDA

View Full Version : কারেন্সী হেজিং ট্রেডিং কৌশল



SumonIslam
2018-02-08, 05:04 PM
https://www.facebook.com/instaforex.bangladesh/photos/a.124453561058566.1073741828.124393244397931/645226952314555/?type=3
‘হেজিং’ হলো মুদ্রার হারের ওঠানামা থেকে গ্রাহকের তহবিলকে সুরক্ষা প্রদান। আবার হেজিং কে এক ধরনের বিনিয়োগও বলা যায় যা মার্কেটে মুদ্রার ওঠানামার ঝুঁকি থেকে তহবিলের সুরক্ষা প্রদান করে। বর্তমান বৈশ্বিক সংকট পরিস্থিতিতে, মুদ্রা হারের উল্লেখযোগ্য পরিমাণ ওঠানামার সাথে সম্পর্কিত ব্যবসা ঝুঁকি থেকে শুধু ফরেক্স সুরক্ষা প্রদান করে। এই সুরক্ষার বিষয়ে ইন্সটাফরেক্স তার গ্রাহকদের পরামর্শ প্রদান করে এবং সম্পদ সুরক্ষার লক্ষ্যে হেজিং কার্যক্রম পরিচালনা করে। এক ধরনের হেজিং একটা উপকরণের মূল্য বৃদ্ধি থেকে ক্রেতার ঝুঁকি হ্রাস করে। আরেক ধরনের হেজিং একটা উপকরণের মূল্য হ্রাস থেকে বিক্রেতার ঝুঁকি হ্রাস করে।
মুলত হেজিং একটা সাধারণ প্রক্রিয়া। যা মুদ্রা বাজার অথবা সিকিউরিটিজ মার্কেটের দায়বদ্ধতার মধ্যে ভারসাম্য বজায় রাখে এবং ফিউচার মার্কেটের বিপরীতে থাকে। একটা নিদিষ্ট উপকরণের মূলধন হারানো থেকে রক্ষা পেতে, আরেকটি উপকরণে পজিশন খোলা হয়, যা আর্থিক লোকসানের পরিমাণ হ্রাস করে।
হেজিং এর উদাহারন:
একজন ট্রে্ডার, যিনি বৈদেশিক মুদ্রা আমদানি করেন, তিনি তার ট্রেডিং অ্যাকাউন্টে অগ্রিম একটা মুদ্রার বাই ট্রেড খোলেন এবং তার ব্যাংকে যখন সত্যিকার মুদ্রা ক্রয়ের সময় আসে, তিনি তখন অপশন বন্ধ করে দেন এবং একজন ট্রেডার, যিনি বৈদেশিক মুদ্রা রপ্তানি করে, তিনি তার ট্রেডিং অ্যাকাউন্টে পূর্বেই একটা মুদ্রার সেল ট্রেড খোলেন এবং তার ব্যাংকে যখন সত্যিকার মুদ্রা ক্রয়ের সময় আসে, তিনি তখন সেটা বন্ধ করে দেন।
আপনি হেজিং কৌশল সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://goo.gl/XT5SD7

Montu Zaman
2018-02-13, 01:36 PM
ফোরেক্স হেজিং হল একটি কারেন্সী পেয়ারেই একদিকে বাই ও অন্যদিকে সেল ট্রেড অপেন করা, যাতে বিদ্যমান ট্রেডটি অসুবিধাজনক ওঠা-পড়া থেকে রক্ষা করা যায়। হেজিং একটি রিস্কি পদ্ধতি তবে কৌশল খাটিয়ে ভালোভাবে ব্যবহার করতে জানলে লাভবান হওয়া যায়। হেজিং করার জন্য যেসব ব্যাপারে ধারনা থাকতে হবে তা হলোঃ. ১. ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ২. নিউজ ট্রেডিং ৩. মানি ম্যানেজম্যান্ট ৪. মাল্টি টাইমফ্রেম এনালাইসিস ৫. পেন্ডিং অর্ডার ৬. সাপোর্ট-রেসিস্ট্যান্স.
আমরা জানি প্রতিটি ট্রেন্ডেই একটি বিপরীতমূখী ট্রেন্ড থাকে যেমন ডাউনট্রেন্ডে ছোট ছোট আপট্রেন্ড এবং আপট্রেন্ডে ছোট ছোট ডাউনট্রেন্ড থাকে। হেজিং করার সময় আমরা এই ছোট ছোট ট্রেন্ডগুলো কাজে লাগাতে পারি।
হেজিং সাধারনত দুটো উপায়ে করা যায়। যেমন,
১. একটি ট্রেড অপেন করার পর যদি সেটি বিপরীত দিকে যায় তবে সেদিকে একই লটের আরো দুটো ট্রেড অপেন করা এবং এই তিনটি ট্রেডএর যোগফল প্রফিটে এলে প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাওয়া ।
২. একটি ট্রেড অপেন করার পর সেটি যদি বিপরীত দিকে যায় তবে সেদিকে একই লটের একটি ট্রেড অপেন করা এবং যেখান থেকে মার্কেট আবার বিপরিত দিকে ব্যাক করবে ঠিক সেখানে ২য় ট্রেডটি প্রফিটে ক্লোস করে সেখান থেকে মার্কেট কিছুটা সরে এলে তাতে সেইম লটের একটি পেন্ডিং অর্ডার দেওয়া।

maziz6989
2018-02-21, 02:33 PM
একই সাথে বাই সেল করা কোন স্ট্রাটেজি হল। আপনি যত ভাবেই ব্যাখা করেন না কেন আমি মানতে রাজি নই। আমাকে আপনি কোন ভাবেই বুঝাতে পারবেন না যে এক সাথে বাই সেল কোন স্ট্রাটেজির মধ্যে পড়ে। আমি মানি না মানব না। পৃথিবীর তাবৎ ট্রেডার করলেও আমি এই বস্তুর সাথে নেই। ধন্যবাদ

riponinsta
2018-03-18, 11:23 AM
ফরেক্স মার্কেট এ আমার কাছে হেজিং ট্রেডিং ট্রেডিং সিস্টেম কোন সময় ভাল মনে হয় নাই কারন হেজিং করে ফরেক্স মার্কেট এ আমি কাওকে ভাল লাভ করতে দেখি নাই তবে অ্যাকাউন্ট জিরো করতে দেখছি অনেক কে তবে আপনার এই হেজিং ট্রেডিং সিস্টেম অনেক ভাল মনে হল তবে ডেমো তে ৩ মাস টেস্ট করার পর তারপর রিয়েল ট্রেড করা উচিত হবে আমি মনে করি

Tofazzal Mia
2018-03-19, 12:36 PM
এছাড়াও প্রধান হেজিং টুলের মধ্যে রয়েছে ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভ, যেমন ফিউচার এবং অপশনসমূহ যুক্ত রয়েছে। যে কোন ট্রেডার তার পছন্দ অনুসারে উপকরণ থেকে অপশন ক্রয় অথবা বিক্রয় করার সুযোগ পায়। বা যে কোন ট্রেডার পূর্ব নির্ধারিত তারিখ এবং মূল্যে একটি ফিউচার ক্রয় অথবা বিক্রয় করার সুযোগ পায়। এই উপকরণগুলো আলাদাভাবে বা একসাথে ক্রয় অথবা বিক্রয় করা যাবে। এই ধরনের সমন্বয় কৌশলগুলো আপনার সফলতার সম্ভাবনা বৃদ্ধি করবে। নিচে আরো কিছু নিয়মিত কৌশল প্রদান করা হল।
#হেজিং ফিউচারসমুহ। হেজ পণ্যের পরিমাণের সাথে সামঞ্জস্য রেখে ডেরিভেটিভ মার্কেটে ফিউচার বিক্রয় করা যায়।
#পুট অপশন ক্রয়। একটি পুট অপশন আপনাকে একটি নিদিষ্ট সময়ে ফিউচার বিক্রয়ের সুযোগ প্রদান করে এবং এর মূল্য আপনি পছন্দমত নির্ধারণ করতে পারেন। যখন একটি পুট অপশন ক্রয় করবেন, আপনি সর্বনিম্ন মূল্য নির্ধারণ করবেন তাহলে আপনি ভবিষ্যতে সর্বোচ্চ মুনাফা করতে পারবেন।
#কল অপশন বিক্রয়। একজন কল অপশন বিক্রেতার কল অপশন ক্রেতার থেকে অনেক বেশি সুবিধা থাকে। কল অপশন ক্রেতা প্রতি ইউনিট কল বিক্রয় করে মুনাফা লাভ করে। বিক্রেতা নির্ধারিত মূল্যে ফিউচার বিক্রয় করতে পারে।
যখন আপনি কোন একটি কৌশল বাছাই করবেন, তখন বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং অন্যান্য সকল সম্ভাব্য বিষয়গুলো অবশ্যই বিবেচনায় আনবেন।

BDFOREX TRADER
2018-04-03, 04:07 PM
প্রথমেই হেজিং ট্রেডিং অনুশীলন করা উচিৎ নয়, তাই অন্য একটা নির্দিষ্ট স্ট্রাটেজী বের করতে হবে। অনুমানের উপর নির্ভর করে কখনো ট্রেড করবেন না। কোন কারেন্সীর দাম অনেক বেড়ে গেছে এবার সেল দেই এবং একইসাথে বাই দিয়ে হেজিং ট্রেডিং করা ঠিক না কিংবা কারেন্সীর দাম অনেক নিচে নেমে গেলে বাই ছাড়া সেল দিবেন না। যদি আপনি পুরোপুরি হেজিং ট্রেডিং না জানেন তাহলে হুজুগের বশে নিজের পয়সা হারানোর কোন মানেই হয়না। গুগলে সার্চ দিয়ে অনেক অনেক স্ট্রাটেজী পাবেন, সেগুলো ভালভাবে দেখে ঘোষামাজা করে আপনার নিজের মত করে একটা ট্রেডিং সিস্টেম তৈরী করে ফেলুন। এবার আপনার ট্রেডিং স্ট্রাটেজীকে নির্দিষ্ট কোন এক টাইম ফ্রেমে (h4 এর উপরের কোন একটা) বসিয়ে একের পর এক পেয়ার ধরে ধরে যাচাই করে নিন।

FXBD
2018-04-10, 12:47 PM
আমি একটি পেয়ারে একই রেটে বাই ও সেলে পজিশন সমান লটে দুটি ট্রেড একসাথে ওপেন করি তাহলে সেটা হেজিং। যদিও আমি প্রথমদিকে এই ব্যাপারটা বুঝতে পারিনি যে এটাকেই হেজিং বলে। এবং অনেক ট্রেডার এভাবে হেজিং করার নিয়ম না জানার ফলে অনেকেই তার একাউন্টে লস করে থাকে কেননা তিনি জানেন না কেন একই সাথে বাই ও সেল করা হয়, তাই সে ঐ ট্রেন্ড কোন সিধান্ত নিতে পারে না আসলে কখন কোন ট্রেডটা ক্লোজ করা উচিৎ বা হেজিং ট্রেড থেকে কিভাবে প্রফিট নিয়ে বের হবে। মুলত হেজিং করার জন্য এনালাইসিস এর দরকার পরে না কিন্তু ট্রেড ক্লোজ এবং প্রফিট নিয়ে বের হবে যাবার সময় কিছু এনালাইসিস প্রয়োজন। যেমন বাই ও সেলে পজিশন দুটির মধ্যে একটি পজিশন সবসময় প্রফিটের দিকে যাবে এবং আর একটি লস এর দিকে যাবে। তখন এনালাইসিস করে দেখতে হবে প্রফিটের পজিশনেথাকা ট্রেডটি আরো প্রফিট আনবে কিনা্। যদি াাসে তাহলে সেটা চালু রেখে লস পজিশনের ট্রেডটি ক্লোজ করে দিতে হবে। প্রকতপক্ষে বিশ্বের বাঘা বাঘা ট্রেডাররা তাদের বিনিয়োগের নিরাপত্তার জন্য হেজিং করে থাকে। যা আমাদের মত সাধারন ট্রেডারদের জন্য নয়। আপনি যদি হেজিং করতে চান তাহলে অবশ্যই প্রথমে হেজিং সম্পর্কে বিস্তারিত ধারনা নিয়ে তারপর হেজিং করুন।সামান্য ধারনায় শুধু লস ছাড়া আর কিছুই হবে না।

SaifulRahman
2020-04-02, 04:55 PM
10518
āĻŦāĻŋāĻļā§āĻŦāĻœā§ā§œā§‡ āĻšā§‡āĻœ āĻĢāĻžāĻ¨ā§āĻĄ (Hedge Fund) āĻ•āĻ¨āĻ¸ā§‡āĻĒā§āĻŸ āĻ–ā§āĻŦāĻ‡ āĻœāĻ¨āĻĒā§āĻ°āĻŋā§ŸāĨ¤ āĻ‰āĻ¨ā§āĻ¨āĻ¤ āĻĻā§‡āĻļāĻ—ā§āĻ˛ā§‹āĻ¤ā§‡ āĻ¸ā§āĻĻā§‡āĻ° āĻšāĻžāĻ° āĻ–ā§āĻŦ āĻ•āĻŽ āĻšāĻ“ā§ŸāĻžā§Ÿ āĻŦā§āĻ¯āĻžāĻ‚āĻ•ā§‡ āĻŸāĻžāĻ•āĻž āĻ°ā§‡āĻ–ā§‡ āĻŽāĻžāĻ¨ā§āĻˇā§‡āĻ° āĻŸāĻžāĻ•āĻž āĻŦāĻžā§œā§‡āĻ¨āĻž āĻŦāĻ˛āĻ˛ā§‡āĻ‡ āĻšāĻ˛ā§‡āĨ¤ āĻ¯āĻžāĻĻā§‡āĻ° āĻŦā§āĻ¯āĻžāĻ‚āĻ•ā§‡ āĻ¤ā§‡āĻŽāĻ¨ āĻ•ā§‹āĻ¨ āĻŸāĻžāĻ•āĻž āĻ¨ā§‡āĻ‡, āĻ¤āĻžāĻĻā§‡āĻ° āĻ¤ā§‡āĻŽāĻ¨ āĻ­āĻžāĻŦāĻ¨āĻž āĻšāĻŋāĻ¨ā§āĻ¤āĻžāĻ° āĻ•āĻŋāĻ›ā§ āĻ¨āĻž āĻĨāĻžāĻ•āĻ˛ā§‡āĻ“, āĻŦā§āĻ¯āĻžāĻ‚āĻ• āĻ­āĻ°ā§āĻ¤āĻŋ āĻŸāĻžāĻ•āĻž āĻ¯āĻžāĻĻā§‡āĻ°, āĻ¤āĻžāĻĻā§‡āĻ° āĻ¤ā§‹ āĻ–āĻžāĻ°āĻžāĻĒāĻ‡ āĻ˛āĻžāĻ—ā§‡āĨ¤ āĻ¸ā§‡ āĻœāĻ¨ā§āĻ¯ āĻ…āĻ¨ā§‡āĻ•ā§‡āĻ‡ āĻŦā§āĻ¯āĻžāĻ‚āĻ•ā§‡ āĻĒā§āĻ°ā§‹ āĻŸāĻžāĻ•āĻž āĻ¨āĻž āĻ°ā§‡āĻ–ā§‡, āĻ¤āĻžāĻ° āĻāĻ•āĻŸāĻŋ āĻ…āĻ‚āĻļ āĻšā§‡āĻœ āĻĢāĻžāĻ¨ā§āĻĄā§‡ āĻŦāĻŋāĻ¨āĻŋā§Ÿā§‹āĻ— āĻ•āĻ°ā§‡āĻ¨āĨ¤ āĻšā§‡āĻœ āĻĢāĻžāĻ¨ā§āĻĄ āĻšāĻšā§āĻ›ā§‡ āĻāĻ• āĻ§āĻ°āĻ¨ā§‡āĻ° āĻŦāĻŋāĻ•āĻ˛ā§āĻĒ āĻŦāĻŋāĻ¨āĻŋā§Ÿā§‹āĻ— āĻĒāĻĻā§āĻ§āĻ¤āĻŋ, āĻ¯ā§‡āĻŸāĻžāĻ° āĻŽā§‚āĻ˛ āĻ‰āĻĻā§āĻĻā§‡āĻļā§āĻ¯āĻ‡ āĻšāĻšā§āĻ›ā§‡ āĻ•ā§āĻ˛āĻžā§Ÿā§‡āĻ¨ā§āĻŸāĻĻā§‡āĻ° āĻŦāĻŋāĻ¨āĻŋā§Ÿā§‹āĻ—ā§‡āĻ° āĻ‰āĻĒāĻ° āĻ¸āĻ°ā§āĻŦā§‹āĻšā§āĻš āĻŽā§āĻ¨āĻžāĻĢāĻž āĻāĻ¨ā§‡ āĻĻā§‡āĻ“ā§ŸāĻžāĨ¤ āĻŦāĻŋāĻ­āĻŋāĻ¨ā§āĻ¨ āĻ•ā§āĻ˛āĻžā§Ÿā§‡āĻ¨ā§āĻŸāĻĻā§‡āĻ° āĻŦāĻŋāĻ¨āĻŋā§Ÿā§‹āĻ—āĻ•ā§ƒāĻ¤ āĻŽā§‹āĻŸ āĻ…āĻ°ā§āĻĨāĻ•ā§‡ āĻāĻŽāĻ¨āĻ­āĻžāĻŦā§‡ āĻŦāĻŋāĻ­āĻŋāĻ¨ā§āĻ¨ āĻœāĻžā§ŸāĻ—āĻžā§Ÿ āĻŦāĻŋāĻ¨āĻŋā§Ÿā§‹āĻ— āĻ•āĻ°āĻž āĻšā§Ÿ, āĻ¯āĻžāĻ¤ā§‡ āĻ¸ā§āĻŦāĻ˛ā§āĻĒāĻ¤āĻŽ āĻ¸āĻŽā§Ÿā§‡ āĻĻā§āĻ°ā§āĻ¤ āĻŽā§āĻ¨āĻžāĻĢāĻž āĻ…āĻ°ā§āĻœāĻ¨ āĻ•āĻ°āĻž āĻ¯āĻžā§ŸāĨ¤ āĻāĻ•ā§āĻˇā§‡āĻ¤ā§āĻ°ā§‡, āĻā§āĻāĻ•āĻŋāĻĒā§‚āĻ°ā§āĻŖ āĻŽāĻžāĻ°ā§āĻ•ā§‡āĻŸā§‡āĻ‡ āĻŦāĻŋāĻ¨āĻŋā§Ÿā§‹āĻ— āĻŦā§‡āĻļāĻŋ āĻ•āĻ°āĻž āĻšā§Ÿ, āĻ•ā§‡āĻ¨āĻ¨āĻž āĻ“āĻ‡āĻ¸āĻŦ āĻŽāĻžāĻ°ā§āĻ•ā§‡āĻŸā§‡āĻ‡ āĻ¸āĻžāĻ§āĻžāĻ°āĻ¨āĻ¤ āĻ¸āĻŦāĻšā§‡ā§Ÿā§‡ āĻŦā§‡āĻļāĻŋ āĻĻā§āĻ°ā§āĻ¤ āĻĒā§āĻ°āĻĢāĻŋāĻŸ āĻ•āĻ°āĻž āĻ¯āĻžā§ŸāĨ¤
āĻāĻ•āĻŸāĻž āĻ‰āĻĻāĻžāĻšāĻ°āĻ¨ āĻĻā§‡āĻ“ā§ŸāĻž āĻ¯āĻžāĻ•āĨ¤ āĻŦāĻžā§œāĻŋ āĻŦāĻž āĻœāĻŽāĻŋāĻ¤ā§‡ āĻŦāĻŋāĻ¨āĻŋā§Ÿā§‹āĻ— āĻ¨āĻŋāĻ°āĻžāĻĒāĻĻ, āĻ•āĻŋāĻ¨ā§āĻ¤ā§ āĻāĻ° āĻĻāĻžāĻŽ āĻŦāĻ›āĻ°ā§‡ āĻ–ā§āĻŦ āĻāĻ•āĻŸāĻž āĻŦāĻžā§œā§‡ āĻ¨āĻž (āĻ‰āĻ¨ā§āĻ¨āĻ¤ āĻĻā§‡āĻļāĻ—ā§āĻ˛ā§‹āĻ° āĻ•āĻĨāĻž āĻŦāĻ˛āĻ›āĻŋ)āĨ¤ āĻ•āĻŋāĻ¨ā§āĻ¤ā§, āĻ¸ā§āĻŸāĻ• āĻŽāĻžāĻ°ā§āĻ•ā§‡āĻŸā§‡ āĻŦāĻž āĻĢāĻ°ā§‡āĻ•ā§āĻ¸ āĻŽāĻžāĻ°ā§āĻ•ā§‡āĻŸā§‡ āĻā§āĻāĻ•āĻŋ āĻŦā§‡āĻļāĻŋāĨ¤ āĻ•āĻŋāĻ¨ā§āĻ¤ā§, āĻ˛āĻžāĻ­ āĻ“ āĻ•āĻ°āĻž āĻ¯āĻžā§Ÿ āĻ…āĻ˛ā§āĻĒ āĻ¸āĻŽā§Ÿā§‡ āĻ…āĻ¨ā§‡āĻ• āĻŦā§‡āĻļāĻŋāĨ¤ āĻ¤āĻžāĻ‡, āĻāĻ•āĻŸāĻŋ āĻšā§‡āĻœ āĻĢāĻžāĻ¨ā§āĻĄ āĻ¸āĻŦāĻ¸āĻŽā§Ÿ āĻ°āĻŋā§Ÿā§‡āĻ˛ āĻāĻ¸ā§āĻŸā§‡āĻŸ āĻĨā§‡āĻ•ā§‡ āĻ¸ā§āĻŸāĻ• āĻŦāĻž āĻĢāĻ°ā§‡āĻ•ā§āĻ¸ āĻŽāĻžāĻ°ā§āĻ•ā§‡āĻŸāĻ•ā§‡āĻ‡ āĻŦā§‡āĻļāĻŋ āĻĒā§āĻ°āĻžāĻ§āĻžāĻ¨ā§āĻ¯ āĻĻāĻŋāĻŦā§‡āĨ¤ āĻ•ā§‡āĻ¨āĻ¨āĻž, āĻ•ā§āĻ˛āĻžā§Ÿā§‡āĻ¨ā§āĻŸāĻ°āĻž āĻšā§‡āĻœ āĻĢāĻžāĻ¨ā§āĻĄā§‡ āĻŦāĻŋāĻ¨āĻŋā§Ÿā§‹āĻ— āĻ•āĻ°ā§‡ āĻŦāĻŋāĻ—āĻ¤ āĻŦāĻ›āĻ°āĻ—ā§āĻ˛ā§‹āĻ¤ āĻŽā§āĻ¨āĻžāĻĢāĻžāĻ° āĻšāĻžāĻ° āĻĻā§‡āĻ–ā§‡āĨ¤ āĻ¯ā§‡ āĻšā§‡āĻœ āĻĢāĻžāĻ¨ā§āĻĄ āĻ¯āĻ¤ āĻŦā§‡āĻļāĻŋ āĻ¸āĻŽā§Ÿ āĻ§āĻ°ā§‡ āĻ­āĻžāĻ˛ā§‹ āĻŽā§āĻ¨āĻžāĻĢāĻž āĻ•āĻ°āĻ¤ā§‡ āĻĒāĻžāĻ°āĻ›ā§‡, āĻ¤āĻžāĻ° āĻšāĻžāĻšāĻŋāĻĻāĻž āĻ¤āĻ¤ āĻŦā§‡āĻļāĻŋāĨ¤ āĻŽā§āĻ¨āĻžāĻĢāĻž āĻŦā§ƒāĻĻā§āĻ§āĻŋ āĻ•āĻ°āĻžāĻ‡ āĻšā§‡āĻœ āĻĢāĻžāĻ¨ā§āĻĄāĻ—ā§āĻ˛ā§‹āĻ° āĻĒā§āĻ°āĻĨāĻŽ āĻ“ āĻĒā§āĻ°āĻ§āĻžāĻ¨ āĻ˛āĻ•ā§āĻˇā§āĻ¯āĨ¤ āĻ¤āĻžāĻ‡, āĻāĻ°āĻž āĻĒā§āĻ°āĻžā§ŸāĻļāĻ‡ āĻŸā§āĻ°ā§‡āĻĄ āĻ•āĻ°āĻžāĻ° āĻ¸āĻŽā§Ÿ āĻ‹āĻŖ āĻ¨ā§‡ā§Ÿ āĻŦāĻž āĻ˛ā§‡āĻ­āĻžāĻ°ā§‡āĻœ āĻŦā§āĻ¯āĻŦāĻšāĻžāĻ° āĻ•āĻ°ā§‡āĨ¤ āĻšā§ŸāĻ¤ āĻāĻ•āĻŸāĻŋ āĻšā§‡āĻœ āĻĢāĻžāĻ¨ā§āĻĄā§‡ āĻ•ā§āĻ˛āĻžā§Ÿā§‡āĻ¨āĻŸāĻĻā§‡āĻ° āĻŽā§‹āĻŸ āĻŦāĻŋāĻ¨āĻŋā§Ÿā§‹āĻ—ā§‡āĻ° āĻĒāĻ°āĻŋāĻŽāĻžāĻ¨ ā§Ģā§Ļ āĻŽāĻŋāĻ˛āĻŋā§ŸāĻ¨ āĻĄāĻ˛āĻžāĻ°āĨ¤ āĻĻā§‡āĻ–āĻž āĻ—ā§‡āĻ˛ā§‹, āĻšā§‡āĻœ āĻĢāĻžāĻ¨ā§āĻĄāĻŸāĻŋ ā§§:ā§§ā§Ļ āĻ…āĻ¨ā§āĻĒāĻžāĻ¤ā§‡ āĻ‹āĻŖ āĻŦāĻž āĻ˛ā§‡āĻ­āĻžāĻ°ā§‡āĻœ āĻ¨āĻŋā§Ÿā§‡ ā§Ģā§Ļā§Ļ āĻŽāĻŋāĻ˛āĻŋā§ŸāĻ¨ āĻĄāĻ˛āĻžāĻ°ā§‡āĻ° āĻ¸āĻŽāĻĒāĻ°āĻŋāĻŽāĻžāĻ¨ āĻŸā§āĻ°ā§‡āĻĄ āĻ•āĻ°āĻ›ā§‡āĨ¤ āĻāĻ° āĻĢāĻ˛ā§‡, āĻ˛āĻžāĻ­ āĻŦāĻž āĻ˛āĻ¸, āĻ¯āĻžāĻ‡ āĻšā§‹āĻ• āĻ¨āĻž āĻ•ā§‡āĻ¨, āĻ¸āĻŦāĻ‡ ā§§ā§Ļ āĻ—ā§āĻ¨ āĻŦā§‡āĻļāĻŋ āĻšāĻŦā§‡āĨ¤
āĻ¯ā§‡āĻ•ā§‹āĻ¨ āĻŦāĻŋāĻ¨āĻŋā§Ÿā§‹āĻ—ā§‡āĻ° āĻ†āĻ—ā§‡ āĻ–ā§āĻŦ āĻ­āĻžāĻ˛ā§‹ āĻ•āĻ°ā§‡ āĻā§āĻāĻ•āĻŋ āĻĒāĻ°ā§āĻ¯āĻžāĻ˛ā§‹āĻšāĻ¨āĻž āĻ•āĻ°āĻ¤ā§‡ āĻšā§Ÿ, āĻ†āĻŦāĻžāĻ° āĻ¸āĻžāĻĨā§‡ āĻŦā§‡āĻļāĻŋ āĻ˛āĻžāĻ­ā§‡āĻ° āĻŦā§āĻ¯āĻžāĻĒāĻžāĻ°āĻŸāĻžāĻ“ āĻŽāĻžāĻĨāĻžā§Ÿ āĻ°āĻžāĻ–āĻ¤ā§‡ āĻšā§ŸāĨ¤ āĻāĻ° āĻœāĻ¨ā§āĻ¯ āĻāĻĻā§‡āĻ° āĻĨāĻžāĻ•ā§‡ āĻ–ā§āĻŦāĻ‡ āĻĻāĻ•ā§āĻˇ āĻ“ āĻ…āĻ­āĻŋāĻœā§āĻž āĻāĻ¨āĻžāĻ˛āĻŋāĻ¸ā§āĻŸ āĻāĻ° āĻāĻ•āĻŸāĻŋ āĻĻāĻ˛āĨ¤ āĻāĻ‡ āĻĻāĻ˛ā§‡ āĻĨāĻžāĻ•āĻ¤ā§‡ āĻĒāĻžāĻ°ā§‡ āĻĢāĻ°ā§‡āĻ•ā§āĻ¸ āĻāĻ¨āĻžāĻ˛āĻŋāĻ¸ā§āĻŸ, āĻ¸ā§āĻŸāĻ• āĻāĻ¨āĻžāĻ˛āĻŋāĻ¸ā§āĻŸ, āĻ°āĻŋāĻ¸ā§āĻ• āĻāĻ¨āĻžāĻ˛āĻŋāĻ¸ā§āĻŸ, āĻĒā§āĻ°ā§‹āĻ—ā§āĻ°āĻžāĻŽāĻžāĻ°, āĻ—āĻ¨āĻŋāĻ¤āĻŦāĻŋāĻĻ āĻ‡āĻ¤ā§āĻ¯āĻžāĻĻāĻŋāĨ¤ āĻŦāĻŋāĻ­āĻŋāĻ¨ā§āĻ¨ āĻšā§‡āĻœ āĻĢāĻžāĻ¨ā§āĻĄā§‡āĻ° āĻŦāĻŋāĻ¨āĻŋā§Ÿā§‹āĻ— āĻ•ā§ŒāĻļāĻ˛ āĻ­āĻŋāĻ¨ā§āĻ¨ āĻ­āĻŋāĻ¨ā§āĻ¨āĨ¤ āĻ¸āĻžāĻ§āĻžāĻ°āĻŖāĻ¤ āĻā§āĻāĻ•āĻŋ āĻ•āĻŽāĻžāĻ¨ā§‹āĻ° āĻ‰āĻĻā§āĻĻā§‡āĻļā§āĻ¯ā§‡ āĻāĻ•āĻŸāĻŋ āĻšā§‡āĻœ āĻĢāĻžāĻ¨ā§āĻĄ āĻŦāĻŋāĻ­āĻŋāĻ¨ā§āĻ¨ āĻŽāĻžāĻ°ā§āĻ•ā§‡āĻŸā§‡ āĻŦāĻŋāĻ¨āĻŋā§Ÿā§‹āĻ— āĻ•āĻ°ā§‡, āĻ¯ā§‡āĻŽāĻ¨, āĻĢāĻ°ā§‡āĻ•ā§āĻ¸, āĻ¸ā§āĻŸāĻ• āĻ‡āĻ¤ā§āĻ¯āĻžāĻĻāĻŋāĨ¤ āĻšā§‡āĻœ āĻĢāĻžāĻ¨ā§āĻĄāĻ—ā§āĻ˛ā§‹ āĻ¯ā§‡āĻ­āĻžāĻŦā§‡ āĻ•āĻžāĻœ āĻ•āĻ°ā§‡, āĻ¤āĻž āĻĨā§‡āĻ•ā§‡ āĻŦā§āĻāĻ¤ā§‡āĻ‡ āĻĒāĻžāĻ°āĻ›ā§‡āĻ¨ āĻ¯ā§‡ āĻšā§‡āĻœ āĻĢāĻžāĻ¨ā§āĻĄā§‡ āĻŦāĻŋāĻ¨āĻŋā§Ÿā§‹āĻ— āĻ¸āĻŽā§āĻĒā§‚āĻ°ā§āĻŖāĻ­āĻžāĻŦā§‡ āĻ¨āĻŋāĻ°āĻžāĻĒāĻĻ āĻ¨ā§ŸāĨ¤ āĻ•ā§‡āĻ¨āĻ¨āĻž, āĻŦā§āĻ¯āĻžāĻ‚āĻ•ā§‡āĻ° āĻ¤ā§āĻ˛āĻ¨āĻžā§Ÿ āĻšā§‡āĻœ āĻĢāĻžāĻ¨ā§āĻĄāĻ—ā§āĻ˛ā§‹ āĻ…āĻ¨ā§‡āĻ• āĻŦā§‡āĻļāĻŋ āĻā§āĻāĻ•āĻŋ āĻ¨āĻŋā§Ÿā§‡ āĻ•āĻžāĻœ āĻ•āĻ°ā§‡āĨ¤ āĻŽāĻžāĻ°ā§āĻ•ā§‡āĻŸā§‡ āĻŦā§œ āĻ§āĻ°āĻ¨ā§‡āĻ° āĻ‰āĻ¤ā§āĻĨāĻžāĻ¨ āĻĒāĻ¤āĻ¨ āĻšāĻ˛ā§‡, āĻšā§‡āĻœ āĻĢāĻžāĻ¨ā§āĻĄāĻ—ā§āĻ˛ā§‹āĻ“ āĻŦā§œ āĻ§āĻ°āĻ¨ā§‡āĻ° āĻ•ā§āĻˇāĻ¤āĻŋāĻ° āĻ¸āĻŽā§āĻŽā§āĻ–ā§€āĻ¨ āĻšā§Ÿ āĻŽāĻžāĻā§‡ āĻŽāĻžāĻā§‡āĨ¤ āĻ¤āĻŦā§‡, āĻ•ā§‹āĻ¨ āĻŦāĻŋāĻ¨āĻŋā§Ÿā§‹āĻ—āĻ‡ āĻ¤ā§‹ āĻ¸āĻŽā§āĻĒā§‚āĻ°ā§āĻŖāĻ­āĻžāĻŦā§‡ āĻ¨āĻŋāĻ°āĻžāĻĒāĻĻ āĻ¨ā§ŸāĨ¤ āĻ†āĻ° āĻŦā§‡āĻļāĻŋ āĻ˛āĻžāĻ­ āĻ•āĻ°āĻ¤ā§‡ āĻšāĻ˛ā§‡ āĻ¤ā§‹ āĻŦā§‡āĻļāĻŋ āĻā§āĻāĻ•āĻŋ āĻ¨āĻŋāĻ¤ā§‡āĻ‡ āĻšā§ŸāĨ¤ āĻšā§‡āĻœ āĻĢāĻžāĻ¨ā§āĻĄāĻ—ā§āĻ˛ā§‹ āĻŦā§œ āĻ•ā§āĻ¯āĻžāĻĒāĻŋāĻŸāĻžāĻ˛ āĻāĻŦāĻ‚ āĻāĻ•āĻŸāĻŋ āĻ¸ā§āĻĻāĻ•ā§āĻˇ āĻŸāĻŋāĻŽ āĻĻā§āĻŦāĻžāĻ°āĻž āĻĒāĻ°āĻŋāĻšāĻžāĻ˛āĻŋāĻ¤ āĻšā§Ÿ āĻŦāĻ˛ā§‡ āĻ¸āĻžāĻ§āĻžāĻ°āĻ¨ āĻ°āĻŋāĻŸā§‡āĻ‡āĻ˛ āĻŸā§āĻ°ā§‡āĻĄāĻžāĻ°āĻĻā§‡āĻ° āĻ¤ā§āĻ˛āĻ¨āĻžā§Ÿ āĻāĻĻā§‡āĻ° āĻŽā§āĻ¨āĻžāĻĢāĻž āĻ•āĻ°āĻžāĻ° āĻ¸āĻŽā§āĻ­āĻžāĻŦāĻ¨āĻž āĻŦā§‡āĻļāĻŋ āĻĨāĻžāĻ•ā§‡āĨ¤ āĻ†āĻ° āĻ āĻ•āĻžāĻ°āĻ¨ā§‡āĻ‡, āĻšā§‡āĻœ āĻĢāĻžāĻ¨ā§āĻĄāĻ—ā§āĻ˛ā§‹ āĻ‰āĻ¨ā§āĻ¨āĻ¤ āĻŦāĻŋāĻļā§āĻŦā§‡ āĻ–ā§āĻŦāĻ‡ āĻœāĻ¨āĻĒā§āĻ°āĻŋā§ŸāĨ¤ āĻ¤āĻŦā§‡, āĻšāĻžāĻ‡āĻ˛ā§‡āĻ‡ āĻ¯ā§‡ āĻ•ā§‡āĻ‰ āĻšā§‡āĻœ āĻĢāĻžāĻ¨ā§āĻĄā§‡ āĻŦāĻŋāĻ¨āĻŋā§Ÿā§‹āĻ— āĻ•āĻ°āĻ¤ā§‡ āĻĒāĻžāĻ°ā§‡ āĻ¨āĻž, āĻāĻ° āĻœāĻ¨ā§āĻ¯āĻ“ āĻ†āĻ˛āĻžāĻĻāĻž āĻ˛āĻžāĻ‡āĻ¨ā§āĻ¸ā§‡āĻ¸ āĻ˛āĻžāĻ—ā§‡āĨ¤ āĻ¯ā§‡āĻŽāĻ¨, āĻŽāĻžāĻ°ā§āĻ•āĻŋāĻ¨ āĻ¯ā§āĻ•ā§āĻ¤āĻ°āĻžāĻˇā§āĻŸā§āĻ°ā§‡ āĻšā§‡āĻœ āĻĢāĻžāĻ¨ā§āĻĄā§‡ āĻŦāĻŋāĻ¨āĻŋā§Ÿā§‹āĻ— āĻ•āĻ°āĻ¤ā§‡ āĻšāĻžāĻ‡āĻ˛ā§‡, āĻ†āĻĒāĻ¨āĻžāĻ° āĻŽā§‹āĻŸ āĻ¸āĻŽā§āĻĒāĻ¤ā§āĻ¤āĻŋāĻ° āĻĒāĻ°āĻŋāĻŽāĻžāĻ¨ āĻ¨ā§āĻ¨ā§āĻ¯āĻ¤āĻŽ ā§§ āĻŽāĻŋāĻ˛āĻŋā§ŸāĻ¨ āĻĄāĻ˛āĻžāĻ° āĻšāĻ¤ā§‡ āĻšāĻŦā§‡āĨ¤ āĻā§āĻāĻ•āĻŋāĻĒā§‚āĻ°ā§āĻŖ āĻšā§‡āĻœ āĻĢāĻžāĻ¨ā§āĻĄā§‡ āĻŦāĻŋāĻ¨āĻŋā§Ÿā§‹āĻ— āĻ•āĻ°ā§‡ āĻ•ā§‡āĻ‰ āĻ¯āĻžāĻ¤ā§‡ āĻ¤āĻžāĻ° āĻ¸āĻŦāĻ•āĻŋāĻ›ā§ āĻšāĻžāĻ°āĻŋā§Ÿā§‡ āĻ¨āĻž āĻĢā§‡āĻ˛ā§‡, āĻŽā§āĻ˛āĻ¤ āĻ¤āĻžāĻ° āĻœāĻ¨ā§āĻ¯āĻ‡ āĻāĻ‡ āĻ¨āĻŋā§ŸāĻŽāĨ¤ āĻŽāĻ¨ā§‡ āĻ°āĻžāĻ–āĻŦā§‡āĻ¨, āĻĢāĻ°ā§‡āĻ•ā§āĻ¸ āĻŽāĻžāĻ°ā§āĻ•ā§‡āĻŸā§‡ āĻ†āĻĒāĻ¨āĻžāĻ•ā§‡ āĻ…āĻ¤ā§āĻ¯āĻ¨ā§āĻ¤ āĻļāĻ•ā§āĻ¤āĻŋāĻļāĻžāĻ˛ā§€ āĻŦā§āĻ¯āĻžāĻ‚āĻ•āĻ—ā§āĻ˛ā§‹āĻ° āĻĒāĻžāĻļāĻžāĻĒāĻžāĻļāĻŋ āĻŦā§œ āĻŦā§œ āĻšā§‡āĻœ āĻĢāĻžāĻ¨ā§āĻĄāĻ—ā§āĻ˛ā§‹āĻ° āĻŦāĻŋāĻ°ā§āĻĻā§āĻ§ā§‡āĻ“ āĻ˛ā§œāĻ¤ā§‡ āĻšāĻšā§āĻ›ā§‡āĨ¤ āĻ°āĻŋāĻŸā§‡āĻ‡āĻ˛ āĻŸā§āĻ°ā§‡āĻĄāĻžāĻ°āĻ°āĻž āĻŽāĻžāĻ°ā§āĻ•ā§‡āĻŸāĻ•ā§‡ āĻ¤ā§‡āĻŽāĻ¨ āĻāĻ•āĻŸāĻž āĻŽā§āĻ­ āĻ•āĻ°āĻžāĻ¤ā§‡ āĻ¸āĻ•ā§āĻˇāĻŽ āĻ¨āĻž āĻšāĻ˛ā§‡āĻ“, āĻŦā§œ āĻŦā§œ āĻŦā§āĻ¯āĻžāĻ‚āĻ•āĻ—ā§āĻ˛ā§‹āĻ° āĻĒāĻžāĻļāĻžāĻĒāĻžāĻļāĻŋ āĻŦā§œ āĻŦā§œ āĻšā§‡āĻœ āĻĢāĻžāĻ¨ā§āĻĄāĻ—ā§āĻ˛ā§‹āĻ“ āĻŽāĻžāĻ°ā§āĻ•ā§‡āĻŸāĻ•ā§‡ āĻ•āĻŋāĻ›ā§āĻŸāĻž āĻŽā§āĻ­ āĻ•āĻ°āĻžāĻ¤ā§‡ āĻ¸āĻ•ā§āĻˇāĻŽāĨ¤ āĻ¤āĻŦā§‡ āĻšāĻ¤āĻžāĻļ āĻšāĻ“ā§ŸāĻžāĻ° āĻ•āĻŋāĻ›ā§ āĻ¨ā§‡āĻ‡, āĻ†āĻĒāĻ¨āĻŋ āĻ¯ā§‡āĻ°āĻ•āĻŽ āĻŸā§āĻ°ā§‡āĻĄāĻŋāĻ‚ āĻ¸ā§āĻŸā§āĻ°āĻžāĻŸā§‡āĻœāĻŋ āĻ…āĻ¨ā§āĻ¸āĻ°āĻŖ āĻ•āĻ°ā§‡ āĻŸā§āĻ°ā§‡āĻĄ āĻ•āĻ°ā§‡āĻ¨, āĻšā§‡āĻœ āĻĢāĻžāĻ¨ā§āĻĄāĻ—ā§āĻ˛ā§‹āĻ“ āĻāĻ•āĻ‡āĻ°āĻ•āĻŽ āĻŸā§āĻ°ā§‡āĻĄāĻŋāĻ‚ āĻ¸ā§āĻŸā§āĻ°āĻžāĻŸā§‡āĻœāĻŋ āĻ…āĻ¨ā§āĻ¸āĻ°āĻ¨ āĻ•āĻ°ā§‡ āĻŸā§āĻ°ā§‡āĻĄ āĻ•āĻ°ā§‡āĨ¤ āĻ¤āĻŦā§‡, āĻŽāĻžāĻā§‡ āĻŽāĻžāĻā§‡ āĻ˛ā§‹āĻ­ā§‡ āĻĒā§œā§‡ āĻ†āĻĒāĻ¨āĻŋ āĻ¯ā§‡āĻ­āĻžāĻŦā§‡ āĻŽāĻžāĻ¨āĻŋ āĻŽā§āĻ¯āĻžāĻ¨ā§‡āĻœāĻŽā§‡āĻ¨ā§āĻŸ āĻ­ā§āĻ˛ā§‡ āĻ¯āĻžāĻ¨, āĻšā§‡āĻœ āĻĢāĻžāĻ¨ā§āĻĄāĻ—ā§āĻ˛ā§‹ āĻāĻ‡ āĻ­ā§āĻ˛ āĻ•āĻ–āĻ¨ā§‹āĻ‡ āĻ•āĻ°ā§‡ āĻ•āĻ°ā§‡ āĻ¨āĻžāĨ¤

BDFOREX TRADER
2020-04-13, 06:07 PM
āĻĢāĻ°ā§‡āĻ¸ā§āĻ• āĻŽāĻžāĻ°ā§āĻ•ā§‡āĻŸā§‡ āĻšā§‡āĻœāĻŋāĻ‚ āĻ•ā§‡āĻ¨ āĻ•āĻ°āĻ¤ā§‡ āĻšā§ŸāĻ“ āĻ•āĻ°ā§‡ āĻ•āĻŋ āĻ˛āĻžāĻ­ āĻšā§Ÿ? āĻšā§‡āĻœāĻŋāĻ‚ āĻŽā§‚āĻ˛āĻ¤ āĻ•ā§‹āĻ¨ āĻĻā§€āĻ°ā§āĻ˜āĻŽā§‡ā§ŸāĻžāĻĻā§€ āĻ¸ā§āĻŸāĻžāĻŸā§‡āĻœāĻŋ āĻ¨āĻž āĻ†āĻŽāĻžāĻ° āĻŽāĻ¤ā§‡, āĻ¸āĻ°ā§āĻŸ āĻŸāĻžāĻ‡āĻŽā§‡ āĻŦāĻž āĻ¸ā§āĻ•āĻžāĻ˛āĻĒāĻŋāĻ‚ āĻ¯āĻžāĻ°āĻž āĻ•āĻ°ā§‡āĻ¨ āĻŦāĻž āĻ­āĻžāĻ˛ā§‹āĻŦāĻžāĻ¸ā§‡āĻ¨ āĻ¤āĻžāĻ°āĻž āĻāĻ° āĻŦā§āĻ¯āĻŦāĻšāĻžāĻ° āĻ•āĻ°ā§‡ āĻĨāĻžāĻ•ā§‡āĻ¨āĨ¤ āĻāĻ§āĻ°āĻ¨ā§‡āĻ° āĻŸā§āĻ°ā§‡āĻĄāĻžāĻ° āĻĻā§‡āĻ° āĻāĻ•āĻžāĻ‰āĻŸāĻŋāĻ‚ āĻāĻ° āĻ­āĻžāĻˇāĻžā§Ÿ āĻĢāĻŸāĻ•āĻž āĻ•āĻžāĻ°āĻŦāĻžāĻ°āĻŋ āĻŦāĻ˛āĻž āĻšā§Ÿā§‡ āĻĨāĻžāĻ•ā§‡āĨ¤ āĻ¸āĻžāĻ§āĻžāĻ°āĻŖāĻ¤ āĻ•ā§Ÿā§‡āĻ•āĻŸāĻŋ āĻ•āĻžāĻ°āĻ¨ā§‡ āĻšā§‡āĻœāĻŋāĻ‚ āĻ•āĻ°āĻž āĻšā§Ÿā§‡ āĻĨāĻžāĻ•ā§‡ ā§§.āĻŽāĻžāĻ°ā§āĻ•ā§‡āĻŸā§‡āĻ° āĻ­āĻ˛āĻŸāĻžāĻ˛āĻŋāĻŸāĻŋ āĻ¯āĻĻāĻŋ āĻ…āĻ¸āĻŽā§āĻ­āĻŦ āĻ­āĻžāĻŦā§‡ āĻŦā§‡āĻ°ā§‡ āĻ—ā§‡āĻ˛ā§‡ āĻŸā§āĻ°ā§‡āĻĄāĻžāĻ°āĻ°ā§‡āĻ° āĻāĻ¨āĻžāĻ˛āĻžāĻ‡āĻ¸āĻŋāĻ¸ āĻāĻ° āĻŦāĻŋāĻ°ā§āĻĻā§āĻ§ā§‡ āĻ—ā§‡āĻ˛ā§‡āĨ¤ ā§¨.āĻ­ā§‚āĻ˛ āĻāĻ¨āĻžāĻ˛āĻžāĻ‡āĻ¸āĻŋāĻ¸ āĻ•āĻ°āĻž āĻ“ āĻĒāĻ°ā§‡ āĻŦā§āĻœāĻ¤ā§‡ āĻĒā§‡āĻ°ā§‡ āĻ¯āĻĻāĻŋ āĻŸā§āĻ°ā§‡āĻĄāĻžāĻ° āĻ¸ā§āĻŸāĻĒ āĻ˛āĻ¸ āĻ‡āĻ‰āĻœ āĻāĻ° āĻŦāĻŋāĻ•āĻ˛ā§āĻĒ āĻšāĻŋāĻ¸āĻžāĻŦā§‡ āĻŦā§āĻ¯āĻŦāĻšāĻžāĻ° āĻ•āĻ°ā§‡ (āĻ¤āĻŦā§‡ āĻ¸ā§āĻŸāĻĒāĻ˛āĻ¸ āĻ‡āĻ‰āĻœ āĻ¨āĻž āĻ•āĻ°ā§‡ āĻāĻ‡ āĻ•ā§ŒāĻļāĻ˛ āĻ…āĻŦāĻ˛āĻŽā§āĻŦāĻ¨ āĻ•āĻ°āĻž āĻ…āĻ¤ā§āĻ¯āĻžāĻ¨ā§āĻ¤ āĻā§āĻāĻ•āĻŋāĻĒā§‚āĻ°ā§āĻ¨) ā§Š. āĻ…āĻ¨ā§‡āĻ•ā§‡ āĻāĻ‡ āĻĒāĻĻā§āĻ§āĻ¤āĻŋāĻ¤ā§‡ ā§¨ āĻĻāĻŋāĻ•ā§‡ āĻŦāĻžāĻ‡āĻ¸ā§‡āĻ˛ āĻ•āĻ°ā§‡ āĻĒā§āĻ°āĻĢāĻŋāĻŸ āĻ†āĻļāĻž āĻ•āĻ°ā§‡, āĻ¯āĻžāĻ° āĻœāĻ¨ā§āĻ¯ āĻĒā§āĻ°āĻšā§āĻ° āĻŦā§āĻ¯āĻžāĻ˛ā§‡āĻ¨ā§āĻœ āĻāĻ° āĻĒā§āĻ°ā§Ÿā§‹āĻœāĻ¨ āĻĒāĻ°ā§‡āĨ¤

Rokibul7
2020-07-05, 09:26 PM
āĻĻāĻžāĻ°āĻŋāĻ¨ āĻ­āĻžāĻ‡ āĻāĻ‡ āĻšā§āĻ¯āĻžāĻœ āĻĢāĻžāĻ¨ā§āĻĄ āĻ¸āĻŽā§āĻĒāĻ•ā§‡ āĻ†āĻ˛ā§‹āĻšāĻ¨āĻžāĨ¤āĻ†āĻĒāĻ¨āĻžāĻĻā§‡āĻ° āĻŽāĻžāĻ§ā§āĻ¯āĻŽā§‡ āĻĒā§āĻ°āĻ¤āĻŋāĻĻāĻŋāĻ¨ āĻ¨āĻ¤ā§āĻ¨ āĻ¨āĻ¤ā§āĻ¨ āĻ•āĻŋāĻ›ā§ āĻ¨āĻžāĻŽ āĻŦāĻž āĻ¸ā§āĻŸā§āĻ°āĻŸā§‡āĻœāĻŋāĻ° āĻ¸āĻžā§Žā§‡ āĻĒāĻ°āĻŋāĻšāĻŋāĻ¤ āĻšāĻšā§āĻšāĻŋāĨ¤āĻ†āĻ° āĻĒā§āĻ°āĻ¤āĻŋāĻ¨āĻŋā§ŸāĻ¤āĻ‡ āĻ†āĻŽāĻžāĻ° āĻ†āĻ—ā§āĻ°āĻšāĻ¤āĻž āĻŦāĻžā§œāĻ›ā§‡ āĻĢāĻ°ā§‡āĻ•ā§āĻ¸ āĻŸā§‡āĻĄāĻŋāĻ‚ āĻāĻ° āĻœāĻ¨ā§āĻ¯āĨ¤