PDA

View Full Version : কোনটা গুরুত্বপূর্ণ!



maziz6989
2018-02-10, 01:32 PM
১। আমরা (আমি) যখন ট্রেড নেই তখন আগেই তার লাভ হিসেব করে রাখি।
২। টিপি দিতে ভূল করি না কিন্তু স্টপলস বসাতে মনে থাকে না।
৩। ট্রেড এন্ট্রি নেবার জন্য হাত নিশপিশ করে - চাই ট্রেড সেটাপ তৈরী হোক বা না হোক।
৪। প্রফিট ট্রেড ক্যারী না করে এক্সিট এর জন্য ব্যস্ত হয়ে যাই।
৫। ঘন ঘন মন পরিবর্তন হয়ে যায়।
৬। বার বার চার্ট দেখি।
৭। একটা হিউজ লসের ট্রেড ক্যারী করি এই মনে করে যে মার্কেট এখান থেকে ঘুরে যাবেই যাবে।
৭। একাউন্ট জিরো হওয়া পর্যন্ত লসের ট্রেড ধরে রাখি।
কার কয়টা মিলল- আওয়াজ দেন।

Amiforex
2018-02-10, 02:12 PM
উপরের সবকিছুই আবেগ জনিত ব্যাপার তাই ফরেক্সে ট্রেড করার সময় অবশ্যই মনে রাখতে হবে যেন আবেগ ঘটিত ব্যপারে কোন ট্রেড অপেন না হয়। তাহলে সম্মুখ বিপদ আসতে পারে আমরা কমবেশী সবাই তার সাথে পরিচিত। যেমন ট্রেডে স্টপলস না বসানো এটা পুরোটাই একটা ভুল সিদ্ধান্ত কারণ স্টপলস আমাদের অনেক সহযোগীতা করে থাকে বড় লসের ক্ষেত্রে যেমন টেকপ্রফিট আমাদের ভালো প্রফিট নিশ্চিত করে। আবেগকে নিয়ন্তনে রাখাই হচ্ছে ট্রেডে টিকে থাকার মুল বিষয় আমার মনে হয়।

Mahidul84
2018-02-10, 06:15 PM
আমার মতে আপনার উপরের সবগুলো কথাই হচ্ছে আবেগ জনিত ব্যাপার তাই ফরেক্স ট্রেড করার সময় অবশ্যই এই আবেগ জনিত ব্যাপারগুলো না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর আপনি স্টপ লস এর কথা বলছেন আপনি যদি কোন ট্রেডে স্টপলস না বসান তাহলে আমি বলব পুরোটাই একটা ভুল সিদ্ধান্ত কারণ স্টপলস আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করে থাকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য। তাই সব সময় আবেগকে নিয়ন্ত্রণে রাখুন এবং সঠিকভাবে নিয়ম মেনে ট্রেড করার চিন্তা করুন।

iloveyou
2018-02-10, 06:51 PM
ভাই আপনি এখানে ট্রেডিং এর ব্যপারে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন তো যাইহোক এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিটা ট্রেডে আপনাকে স্টপ লস সেট করে কাজ করতে হবে । কারন এটা করতে ভুল করলে আপনি একসময় গিয়ে একটা বড় ধরনের লসের শিকার হতে পারেন। সুতরাং আপনাকে এই বিষয়টাতে একটু বেশি গুরুত্ব দিতে হবে।

Mamun13
2018-04-12, 07:52 AM
উল্লেখিত বিষয়গুলো আমাদের প্রায়ই হয়ে থাকে৷এই বদ অভ্যাসগুলো অবশ্যই পরিবর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷আমার নিজের এইসব ধরনের সমস্যা প্রায়ই হয়৷যেমন আমি আমার নিজের অদক্ষতা এবং পর্যাপ্ত অভিজ্ঞতার অভাবে trading chart পরিষ্কার বুঝতে পারিনা৷তাই ট্রেডিং সেটাপ হোক বা না হোক ট্রেডে এন্ট্রি করার জন্য মন এবং হাত সর্বদা নিশপিশ করতে থাকে৷ আমার আরেকটা বড় সমস্যা হচ্ছে একাউন্টের ব্যালেন্স জিরো না হওয়া পর্যন্ত লসের ট্রেড ধরে রাখি৷এটা আসলে একটা সাংঘাতিক বদ অভ্যাস৷তাছাড়া নিজের ভেতরের বেশি লোভের কারণে বড় বড় লটে entry করি এবং প্রায়ই ওভার ট্রেড করে থাকি৷ফলে একদিকে যেমন প্রচুর প্রফিট আসে ঠিক তেমনি ভাবে অপর দিকে প্রচুর লসও আসে৷কারণ আমি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে এখনো তেমন একটা দক্ষ হয়ে করতে পারি নাই৷কিন্তু নিয়মিত চেষ্টায় লেগেই আছি৷ আর ধীরে ধীরে আমার ট্রেডিং উন্নতির দিকেই এগিয়ে যাচ্ছি৷উল্লেখিত সমস্যা গুলো আমাদের সবারই কমবেশি আছে থাকবে৷তাই এগুলোকে অতিক্রম করেই এই মার্কেটে প্রতিষ্ঠিত হতে হবে৷

expkhaled
2018-04-12, 10:00 AM
আসলে সঠিক জ্ঞান এবং অভিজ্ঞতা ছাড়া ট্রেড করলে এই ধরনে সমস্যা বার বার আসতেই থাকবে। আর নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা থাকতে হবে। আপনি যদি মনে করেন ট্রেডিং এর শুধু লাভ করলেই আাপনি বড় ট্রেডার হয়ে গেলেন তাহলে আমি বলবো গ্যাম্বলাররা তো আরও বড় ট্রেডার কারন তারা ২০০০ ডলার ডিপোজিট করে রাতারাতি ৫০০০ডলার বানিয়ে ফেলে। আসলে ট্রেড হচ্ছে একটা আর্ট আপনি যদি সেই আর্টকে আপনার মনে মত করে করতে পারেন তাহলে আপনার লাভের জন্য চিন্তা করতে হবে না। লাভ তো আসবেই যদি আপনি ট্রেড সঠিক ভাবে করতে পারেন। সুতরাং আগে লাভের চিন্তা বাদ দেন সঠিক ভাবে ট্রেড করতে শিখেন।

Ronaldray
2023-05-29, 02:01 PM
ট্রেডিং সাফল্য গণনাকৃত লাভের প্রত্যাশা, tp এবং স্টপ-লস অর্ডার ব্যবহার, সুশৃঙ্খল ট্রেড এন্ট্রি, সর্বাধিক লাভ, ঘন ঘন মানসিকতার পরিবর্তন এড়ানো, সুষম চার্ট বিশ্লেষণ, ক্ষতি কাটা এবং দায়িত্বশীল ঝুঁকি ব্যবস্থাপনার উপর নির্ভর করে। ভালো ট্রেডিং ফলাফলের জন্য মনোযোগী এবং ধারাবাহিক থাকুন।