PDA

View Full Version : ভোক্তা মূল্য সূচক (সিপিআই)



Rassel Vuiya
2018-02-12, 01:27 PM
মুদ্রাস্ফীতি পরিমাপের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সিপিআই। এটা একগুচ্ছ ভোগ্য পণ্য এবং সেবা ক্রয়ের বাজারে মূল্যের মাত্রা পরিবর্তনকে হিসেব করে। এই গুচ্ছের মধ্যে খাদ্য ও জ্বালানি থেকে শুরু করে অনেক ব্যয়বহুল প্রায় ২০০ রকমের হাজার হাজার পণ্য অন্তর্ভুক্ত। এই পণ্যগুলোর মূল্য নির্ধারণ করা হয় বিভিন্ন উৎস থেকে নমুনা মূল্য গ্রহণের মাধ্যমে। সিপিআই গড় সংখ্যার পাশাপাশি খাদ্য ও জ্বালানির মত দ্রুত উঠানামার পণ্য ব্যতীত সিপিআই মূল সংখ্যার দিকে নজর দেয়া এবং প্রকৃত মুদ্রাস্ফীতির কাছাকাছি সংখ্যা পরিমাপ করার খুব জরুরী। সিপিআই সংখ্যার অধিকাংশ প্রতিবেদনের মধ্যে গড় এবং মূল উভয় সংখ্যাই থাকে।
সুসমন্বিত সিপিআই (এইচআইসিপি) ও আছে। এটা হল ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) এর মুদ্রাস্ফীতি এবং মূল্যের স্থিরতার নির্দেশক। এটির নাম "ভোক্তা মূল্য সূচক" যা ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত রাষ্ট্রসমূহের পদ্ধতির আলোকে তৈরি করা যায়। প্রতিটি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশের মাধ্যমে এইচআইসিপি প্রস্তুত করা হয় মুদ্রাস্ফীতি পরিমাপে সহায়তা এবং ইসিবি কে মুদ্রানীতি তৈরিতে পরামর্শ প্রদান করার জন্য। এছাড়াও এইচআইসিপি ব্যবহৃত হয় ইউরোপিয়ান ইনডেক্স অব কাস্টমার প্রাইসেস এর ভিত্তিতে যা গৃহস্থালির খরচের ভিত্তিতে পরিমাপ করা হয়।