PDA

View Full Version : ফিলাডেলফিয়া ফেড সূচক



Rassel Vuiya
2018-02-12, 01:29 PM
এই সূচক যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ জন উৎপাদনকারীর বিষয়ে জরিপ করে যা বর্তমান এবং আগামী ছয় মাসের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ে তাদের আচরণ নির্দেশ করে। এই সূচক সংকেতের বৃদ্ধির তুলনায় ধীর গতিতে চলবে যদি এটা শূন্যের নিচে হয়। ৬ মাসে পর প্রকাশিতব্য আইএসএম সূচক (যোগান ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সূচক) থেকে কি আশা করা যায় এই সূচক তা দেখিয়ে দেবে। এই সূচকটি দেখাতে পারে কিছু দিন পর প্রকাশিতব্য আইএসএম (ইন্সটিটিউট অব সাপ্লাই ম্যানেজমেন্ট ইনডেক্স) সূচক থেকে আমরা কি আশা করতে পারি। এই সূচক মার্কিন ডলার বৃদ্ধির ট্রিগার বৃদ্ধি করে।

Rassel Vuiya
2018-12-20, 05:29 PM
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) চলতি বছরের সর্বশেষ বৈঠকে সুদহার বৃদ্ধির সিদ্ধান্ত জানাবে বলে আশা করা হচ্ছে। তবে আগামী বছরের সুদহার বৃদ্ধির সম্ভাব্য সংখ্যা কমিয়ে আনতে পারে ব্যাংকটি। এদিকে ফেডের সিদ্ধান্তের আগের দিন শেয়ারবাজারে বিক্রয়চাপের কারণে বিনিয়োগকারীরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সতর্ক হয়ে উঠেছেন। এর প্রভাবে বুধবার ওয়াল স্ট্রিটের শেয়ারসূচকগুলোয় সীমিত উল্লম্ফন হলেও ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারে মিশ্র অবস্থা লক্ষ করা যায়।
বিনিয়োগকারীরা আশা করছেন, ফেড সুদহার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ২ দশমিক ২৫ শতাংশ থেকে ২ দশমিক ৫০ শতাংশের মধ্যে রাখবে। প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত হলে, এটি হবে চলতি বছর ফেডের চতুর্থ দফায় সুদের হার বৃদ্ধি। তবে আগামী বছরের জন্য সুদহার বৃদ্ধির সম্ভাব্য সংখ্যা কমিয়ে আনতে পারে কেন্দ্রীয় ব্যাংকটি। এছাড়া বাজারে সম্ভাব্য অস্থিরতা এবং অর্থনীতিতে মন্দা সৃষ্টির আশঙ্কায় ২০১৫ সালের ডিসেম্বর থেকে চলমান কঠোর মুদ্রানীতিমালা নির্ধারিত সময়ের আগেই সমাপ্তির আভাস দিতে পারে ফেড।