PDA

View Full Version : হাই ভোলাটাইল মার্কেট ট্রেডিং



habibi
2018-02-13, 01:31 PM
একটি হাই ভোলাটাইল মার্কেটকে ট্রেডিং বিধ্বংসী হতে পারে এবং খুব প্রফিটেবল হতে পারে।এই এক্ষেত্রে সর্বদাই ea ব্যবহার করা গুরুত্বপূর্ণ যদি তা আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া প্রাইস যখন খুব দ্রুত বাড়ে কমে তখন স্টপ লস সেট করা প্রয়োজন। এই ডে ট্রেডার জন্য খুব সহায়ক হতে পারে। এছাড়াও হাই ভোলাটাইল মার্কেট ট্রেডিং বিভিন্ন ধরে ea রয়েছে যা আপনি ফ্রী বা পেইড করে নিতে পারেন।

Mamun13
2018-02-22, 06:43 PM
ফরেক্স মার্কেটে e.a ব্যাবহার করে কখোনোই নিয়মিত প্রফিট করা সম্ভব হয় না৷যদি কোনোও e.a বা রোবট ব্যাবহার করে সত্যই প্রফিট করা সম্ভব হতো তাহলে এতকষ্ট করে দীর্ঘদিন যাবৎ শিখে শিখে আমরা ক্লান্ত হই কেন ? এত লস না দিয়ে পেইড রোবট বা e.a ব্যাবহার করলেই তো প্রফিট চলে আসবে !!! এগুলো একদম পাত্তা দিবেন না৷এটা কখোনোই বাস্তব সত্য নয়৷e.a বা রোবট ব্যাবহারে সবাই সাবধান !

iloveyou
2018-02-22, 07:13 PM
ভাই এখানে ফরেক্সে হাই ভোলাটাইল মার্কেট ট্রেডিং করা অনেক ঝুঁকিপূর্ণ। এ সময় একজন ট্রেডারকে অবশ্যই ধৈর্য ধারন করে মার্কেটটি একটি রেন্জে না আসা অবদি অপেক্ষা করতে হবে। তবে যারা নিউজ ট্রেড করে তাদের জন্য এটা অনেক সুবিধাজনক পজিশন বলা যায়। তবে ভাই ভোলাটাইল পজিশনে আপনি সর্বদাই ea ব্যবহারের কথা বলেছেন, তো ea টা কি সেটাই তো বুঝতে পারলাম না।

maziz6989
2018-02-22, 11:25 PM
একটি হাই ভোলাটাইল মার্কেটকে ট্রেডিং বিধ্বংসী হতে পারে এবং খুব প্রফিটেবল হতে পারে।এই এক্ষেত্রে সর্বদাই ea ব্যবহার করা গুরুত্বপূর্ণ যদি তা আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া প্রাইস যখন খুব দ্রুত বাড়ে কমে তখন স্টপ লস সেট করা প্রয়োজন। এই ডে ট্রেডার জন্য খুব সহায়ক হতে পারে। এছাড়াও হাই ভোলাটাইল মার্কেট ট্রেডিং বিভিন্ন ধরে ea রয়েছে যা আপনি ফ্রী বা পেইড করে নিতে পারেন।

আমার কাছে আপনার এই থ্রেডটাই অপ্রয়োজনীয় মনে হয়েছে। যখন মার্কেট হাই ভোলাটাইল থাকে ( এনএফপি/এফওএমসি/রেইট হাইক/ফেড স্পিক/ইলেকশন/ওয়ার) ইত্যাদি সময়ে তখন যদি আপনি ডেসটিনেশন সম্পর্কে অজ্ঞাত হন তবে স্টেপ এসাইডই হল বেস্ট মেথড। এখানে অনেক বেশি প্রফিট বা লসের জন্য রোবট দিয়ে ট্রেড করতেই হবে কেন? ঐ সময়টা ট্রেড না করলে আপনার আমার এমন কোন ক্ষতি হয়ে যাবে বলে আমি মনে করি না। তাই কনফার্ম মেশন ছাড়া ট্রেড করে নিজের একাউন্ট এর চৌদ্ধটা যদি বাজাতে চান আমি বাধা দেব না।

samun
2021-12-25, 09:48 AM
ভাই হয়তোবা অনেক ধরনের ট্রেডিং আছে কিন্তু আমি এসকল ট্রেডিং সম্পর্কে আমার কোন ধারণা নেই এবং এর পূর্বে আমি কখনো শুনিনি তাই বিষয়টি কতটুকু জরুরী সে বিষয়ে আমি নিশ্চিত হয়ে অবশ্যই এগুলো জানার চেষ্টা করব